গাজীপুরে আবাসিক হোটেল থেকে আটক ৪৭ কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা ১৮ আগষ্ট, ২০১৭ ইং ২২:৫৪ মিঃ গাজীপুর মহানগরীর জয়দেবপুর চৌরাস্তা এলাকায় শুক্রবার বিকেলে রোজভেলি নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এসময় অসামাজিক কাজ জড়িত থাকায় ৪৭ নর-নারীকে আটক করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ কবিরের নির্দেশে নেজারত ডেপুটি কালেক্টর বি. এম কুদরত এ খুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া নেতৃত্বে ব্যাটেলিয়ন আনসার অভিযানে অংশ নেয়। এসময় অসামাজিক কাজ জড়িত থাকায় ২৬ জন যৌনকর্মী ও ২১ খদ্দেরকে আটক করা হয়। পরে তাদের মধ্যে যৌনকর্মীদের ১৫ দিন ও খদ্দের প্রত্যেককে এক মাস মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। পরে হোটেলটি সিলগালা করে দেয়া হয়েছে। ইত্তেফাক/জামান
Posts
Showing posts from August 18, 2017
- Get link
- X
- Other Apps
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পলক সিংড়া (নাটোর) সংবাদদাতা ১৮ আগষ্ট, ২০১৭ ইং ২০:৩৭ মিঃ নাটোরের সিংড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে উপজেলার সাতপুকুরিয়া, আনন্দনগর, বিলদহর এলাকায় বন্যা কবলিত শতাধিক পরিবারের মধ্যে তিনি ত্রাণ সামগ্রী বিরতরণ করেন। এর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, ২০০ টাকা, আধা কেজি ডাল, আধা কেজি জিরা, গুড় ২০০ গ্রাম, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এ সময় উপস্থিত ছিলেন নাটোর পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসান, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, আওয়ামী লীগের সহসভাপতি- আব্দুল ওদুদ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমুখ। ইত্তফাক/ইউবি
- Get link
- X
- Other Apps
গন্ডারগুলো ফিরিয়ে দিন: ভারতকে নেপাল অনলাইন ডেস্ক ১৭ আগষ্ট, ২০১৭ ইং ১৪:৩৮ মিঃ সাম্প্রতিক বন্যায় নেপালের বিখ্যাত রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্ক থেকে বেশ কিছু গন্ডার ভেসে ভারতীয় ভু-খণ্ডে চলে এসেছে। এবার সেইসব গন্ডারদের ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন নেপালের বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা। তারা জানান, সর্বশেষ জরিপ অনুযায়ী রয়্যাল চিতওয়ান পার্কে প্রায় ছশোর মতো একশৃঙ্গী গন্ডার আছে। কিন্তু গত কয়েকদিন ধরে নেপালে যে ভয়াবহ বন্যা চলছে তাতে চিতওয়ান অভয়ারণ্যের বহু গন্ডার ভিটেছাড়া হয়েছে। জলের তোড় তাদের ভাসিয়ে নিয়ে গেছে সীমান্তের অন্য পারে ভারতে। নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কের একেবারে গা ঘেঁষেই ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাল্মীকি টাইগার রিজার্ভ, যেটি ভারতে রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান একটি আবাসভূমি। চিতওয়ান ন্যাশনাল পার্কের কর্মকর্তারা বলেছেন, তাদের বেশ কিছু গন্ডার বন্যায় ভেসে গিয়ে ভারতের এই বাল্মীকি টাইগার রিজার্ভে গিয়ে ঠেকেছে বলে তারা জানতে পেরেছেন। এখন এই গন্ডারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের বন্য প্রাণী কর্মকর্তাদের কাছে অনু...
- Get link
- X
- Other Apps
পানির নিচে রেললাইন, গোয়ালন্দ-দৌলতদিয়া যোগাযোগ বন্ধ গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৫:৫৮ মিঃ রাজবাড়ীর গোয়ালন্দে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘন্টায় আরো ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে শুক্রবার সকাল ৬টায় গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। রেললাইন তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পৌরসভার ৪টি ওয়ার্ডে পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গোয়ালন্দ বাজার রেলসেতু থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় রেললাইন তলিয়ে গেছে। পানির স্রোতে রেললাইনের স্লিপারের নিচের মাটি সরে যাওয়ায় লাইন দুর্বল হয়ে পড়ছে। রেলওয়ের কর্মচারীরা রেলওয়ে সেতু ও লাইন ঠিক রাখতে সকাল থেকে বিভিন্ন স্থানে বালু ভর্তি বস্তা ফেলছে। রেললাইনের পাশ দিয়ে অবস্থিত গোয়ালন্দ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের রেলওয়ে কলোনি পাড়ার অধিকাংশ বাসিন্দার ঘরে বন্যার পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ডেও পানি প্রবেশ করায় অধিকাংশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে রেলওয়ে ...
- Get link
- X
- Other Apps
সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার উপরে সিরাজগঞ্জ প্রতিনিধি ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৭:০০ মিঃ সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে (শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায়) ১০ সেন্টিমিটার কমলেও এখনও বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিরাজগঞ্জ জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৪৮টি ইউনিয়নের তিন শতাধিক গ্রামের ৩ লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। জেলার ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গবাদি পশুর খাদ্যের সংকটে বিপাকে পড়েছে খামারিরা। জেলার বন্যা কবলিত ৫ উপজেলায় প্রায় ৪শ মেট্রিক টন চাল ও সাড়ে ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাজিপুর উপজেলার ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্...
- Get link
- X
- Other Apps
পদ্মার বাঁধের কাজ শেষ না হতেই চার স্থানে ভাঙন মো. কাজী সোহেল, দোহার (ঢাকা) থেকে ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৭:১১ মিঃ পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নে ২১৭ কোটি টাকার চলমান পদ্মা বাঁধ প্রকল্পের চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সরেজমিনে বাঁধ প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, চলমান বাঁধ প্রকল্পের মধ্যে ধোয়াইর বাজারসহ দুটি স্থানে বাঁধের উপর দিয়ে পানি ঢুকছে। তীব্র স্রোতের কারণে সেখানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় আতঙ্ক বিরাজ করছে নদীপাড়ের বাসিন্দাদের মাঝে। ভাঙন প্রতিরোধে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন অ্যান্ড সন্সের শ্রমিকরা বালুর বস্তা ফেলে তা প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে। তবে পানির গতিবেগ বেশি থাকায় তা ঠেকানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাঁধ এলাকার আলী হোসেন অভিযোগ করেন, বাঁধে বালুর বস্তা ফেলার সময় লেভেল ঠিক না করায় এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁধের উচ্চতা কমপক্ষে আরো তিন-চার ফুট উঁচু করার প্রয়োজন ছিল। মূলত নিচু স্থানগুলো প্লাবিত হয়ে বাঁধের অপর পাশে পা...
- Get link
- X
- Other Apps
বগুড়ায় যমুনার পানি কমছে বগুড়া অফিস ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৭:২০ মিঃ গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২৩ সেন্টিমিটার কমে বগুড়ার তিন উপজেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে এ সব উপজেলার প্রায় ৩০ হাজার পরিবার এখনো পানিবন্দি রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন প্রায় ৫ হাজার মানুষ। প্রায় ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। পানি না বাড়লেও বন্যার্তদের দুর্ভোগ কমেনি। বিশুদ্ধ খাবার পানির সংকটের পাশাপাশি পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গবাদি পশুর খাবার সংকট এখন চরমে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন জানান, শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলা পয়েন্টে ২৩ সেন্টিমিটার কমে যমুনার পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরো জানান, অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া পরিচালন ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রণাধীন ৪৫ কিলোমিটার ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধের (বিআরই) বিভিন্ন পয়েন্ট এখনো হুম...
- Get link
- X
- Other Apps
জামালপুরে বন্যাদুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার জামালপুর প্রতিনিধি ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৭:৫১ মিঃ জামালপুর জেলার বন্যার পরিস্থিতি কিছুটা হ্রাস পেয়েছে। শুক্রবার দুপুরে যমুনার পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে ২২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সারা জেলার বন্যা কবলিত, অসহায় মানুষ রান্নার অভাবে খেতে পারচ্ছে না। তাদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। এখন সর্ব ক্ষেত্রেই চলছে ত্রাণের জন্য হাহাকার। কোথাও থেকে কোন লোক আসা দেখলেই ছুটে আসে বন্যা দুর্গত এলাকার মানুষ। জেলার ৭টি উপজেলা বন্যা কবলিত হয়ে রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার যমুনার পাড়ে কুলকান্দি, বেলগাছা, চিনাডুলি, নোয়ারপাড়া, সাপধরী, ইসলামপুর সদর ইউনিয়ন এবং পৌরসভাসহ ১২টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। ইত্তেফাক/ইউবি
- Get link
- X
- Other Apps
নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৮:২৯ মিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শুক্রবার দুপুরে পানিতে ডুবে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার বাশারুক গ্রামের মাজেদ মিয়ার শিশু পুত্র জোনাইদ (৩) ও শিশু কন্যা মারিয়া (৫) দুপুরে খাবার শেষে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় জুনাইদ পুকুরে পড়ে গেলে মারিয়া তাকে উদ্ধার করতে যায়। এই সময় দুইজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্যদিকে, নারায়ণপুর গ্রামের শামছুল আলম খোকনের শিশু পুত্র রায়হান (৪) নানা বাড়ি সীতারামপুর গ্রামে বেড়াতে গিয়ে শুক্রবার দুপুরে তিতাস নদীতে তলিয়ে যায়। নানা বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইত্তেফাক/ইউবি
- Get link
- X
- Other Apps
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ খান মেনন অনলাইন ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৯:৫৭ মিঃ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন দেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্টির সকল ইউনিটের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে তোপখানা রোডস্থ শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ঢাকা-৮ নির্বাচনী এলাকার পার্টি ইউনিটসমূহের এক যৌথসভায় তিনি এই আহ্বান জানান। রাশেদ খান মেনন বলেন, পার্টির উত্তরাঞ্চলের জেলা ইউনিটসমূহ রংপুর, দিনাজপুর, গাইবান্ধায় ত্রাণ তৎপরতা শুরু করেছে। তিনি বলেন, ঢাকার পার্শ্ববর্তী নিম্নাঞ্চলের বন্যার পানি বাড়ছে। এ কারণে ঢাকার কর্মীদের বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি পানি নামার সঙ্গে-সঙ্গে কৃষি পুনর্বাসনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত, কেন্দ্রীয় বিকল্প সদস...
- Get link
- X
- Other Apps
ইমরানের ওপর আবারো হামলা বিশ্ববিদ্যালয় রিপোর্টার ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৯:৪৬ মিঃ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর আবারো হামলা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। এর আগে বৃহস্পতিবার বিকেলে শাহবাগ মোড়ে বন্যার্তদের জন্য সাহায্য সংগ্রহকালে হামলার শিকার হয়েছিলেন তিনি। ইমরান এইচ সরকার ইত্তেফাককে বলেন, বৃহস্পতিবার হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। কিন্তু পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দেয়নি। কর্মসূচি পালন করতে না পেরে তারা ১০-১২ জন যখন হেঁটে পরিবাগের দিকে যাচ্ছিলেন। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে ১৫-২০ জন লোক তাদের ধাওয়া দেয়। তারা দৌঁড়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেন। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল বলে জানান তিনি। এদিকে, বৃহস্পতিবার ইমরানের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থানায় একটি মামলা করেছেন ইমরান এইচ সরকার। ...
- Get link
- X
- Other Apps
এক অ্যাপেই সরকারি সব কর্মকর্তাদের ঠিকানা অনলাইন ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১১:৩৯ মিঃ একটি অ্যাপের মাধ্যমে সমস্ত বাংলাদেশকে হাতের মুঠোয় পাওয়া এখন বাস্তবে পরিণত হয়েছে। সম্প্রতি প্রধান মন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) বাংলাদেশ ডিরেক্টরি নামে একটি অ্যাপ চালু করছে। এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের সব সরকারি অফিসগুলোর খোঁজ খবরসহ বিভিন্ন সেবাগ্রহণ করা যাবে। এই প্রক্রিয়ায় অ্যাপের মাধ্যমে আপনি মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পর্যন্ত প্রায় ৬ লক্ষ সরকারি কর্মকর্তার সঙ্গে সরাসরি কল, এসএমএস ও ইমেইল করে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও সরাসরি তথ্য সংরক্ষণ করার সুবিধাও থাকছে এই অ্যাপে। বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ সম্প্রতি সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি অ্যাপ ডেভেলপ করছে এটুআই। এই অ্যাপের মাধ্যমে একজন সাধারন নাগরিক ঘরে বসে সরকারি সব অফিসের খোঁজ খবর নিতে পারবেন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মন্ত্রীপরিষদ পর্যন্ত এই অ্যাপে সংযুক্ত রয়েছে। মোট ৪৭টি মন্ত্রণালয় এবং প্রত্যেকটি বিভাগীয় শহরের আলাদা আলাদা তালিকা রয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর ও ময়মনসিংহ ব...
- Get link
- X
- Other Apps
কার কত পরমাণু বোমা, কতটা ভয়ানক ইত্তেফাক ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ০১:০৫ মিঃ বেশ কিছুদিন ধরে পরমাণু অস্ত্র ইস্যুতে সারা বিশ্বের মাথা ব্যাথায় কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। জুলাই মাসেও দুইটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উত্তর কোরিয়াকে বারবার তাদের এই উন্মত্ততার জন্য সতর্ক করে আসছেন। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যের এই বাগযুদ্ধের মধ্যে আবারো আলোচনায় উঠে এসেছে পারমাণবিক অস্ত্র ইস্যু। এর আগে গত ডিসেম্বরেও পরমাণু অস্ত্র ইস্যুতে বেশ উত্তেজনাকর বক্তব্য দিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজ দেশের প্রতিরক্ষা প্রধানদের সাথে এক বৈঠকে পুতিন বলেছিলেন, পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়ানোই ২০১৭ সালের প্রধান লক্ষ্য হিসেবে আবির্ভূত হবে। বারবার বিশ্ব নেতৃবৃন্দের এমন বাগাড়াম্বর বিশ্ববাসীকে নতুন করে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা নিয়ে ভাবতে বাধ্য করেছে। কারণ এখনই যে পরিমাণ পরমাণু অস্ত্র ভাণ্ডার পৃথিবীতে মজুদ রয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে বেশ কয়েকবার ধ্বংস করে ফেল...
- Get link
- X
- Other Apps
কোরবানি না করে অর্থ বন্যাদুর্গতের সহায়তায় দিবেন সানী-মৌসুমী অনলাইন ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৮:১৪ মিঃ দেশের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যা আহত করেছে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ওমর সানী- মৌসুমীকে। তাইতো পর্দার নায়ক-নায়িকা বন্যা দুর্গতদের সহায়তার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বন্যাদুর্গতের সহায়তায় অন্যান্য তারকাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওমর সানী। শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী বলেন, এবার আমরা কোরবানি করবনা। কোরবানীর জন্য রাখা ১ লক্ষ টাকা এবার বন্যাদুর্গতের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি আমি আর মৌসুমী। সানী বলেন, কোরবানি হল ত্যাগ। আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ স্বীকার করা। গত প্রায় ৩০ বছর ধরে আমি নিজের হাতে কোরবানি করি। এবারই করা হবে না। কোরবানীতে শুধু মাংস বিলালেই ত্যাগ স্বীকার হয় বলে আমি বিশ্বাস করি না। সানী বন্যাদুর্গতের সহায়তার জন্য অন্যান্য তারকাদের এগিয়ে আসার আহ্বান জানান। এজন্য তিনি একটি ফান্ড গঠন করারও তাগিদ দেন। আর এই উদ্যোগ নিয়ে কোন ধরনের রাজনীতি না করতেও তিনি সকলের প্রতি অনুরোধ করেন। ইত্তেফাক/রেজা
- Get link
- X
- Other Apps
বাংলাদেশে টেস্ট সিরিজে খাজা ভাল করবেন বিশ্বাস স্মিথের অনলাইন ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৯:০১ মিঃ বাংলাদেশে টেস্ট সিরিজে উসমান খাজার দলে ফেরাকে সমর্থন করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে স্মিথ বলেন, চলতি বছর শেষ দিকে ইংল্যান্ড সফরে এ্যাশেজ সিরিজে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হবেন বাঁ-হাতি ব্যাটসম্যান খাজা এবং তিন নম্বরে ব্যাটিং করতে তার কাজ করা দরকার। গত সাত মাস যাবত টেস্ট ক্রিকেটের বাইরে আছেন পাকিস্তানে জন্ম গ্রহণ করা খাজা। তবে আগামী ২৭ আগস্ট বাংলাদেশের বিপক্ষে শুরু হওয়া সিরিজে খাজার খুবই ভাল করার ইঙ্গিত দেন স্মিথ। ডারউইনে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প শেষে সাংবাদিকদের স্মিথ বলেন, ‘এই গ্রীষ্মে খাজা সত্যিকারের একজন বড় খেলোয়াড় হবেন বলে আমি মনে করছি। অস্ট্রেলিয়ায় গত দুই বছরে সে খুবই ভাল করেছে।’ অস্ট্রেলিয়ার গত গ্রীষ্মে নিজ মাটিতে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ছয় ম্যাচেই ৫০-এর অধিক রান করেছেন খাজা। তবে এ বছরের শুরুতে ভারতে গাভাস্কার-বোর্ডার ট্রফির দল থেকে বাদ পড়েন তিনি। গত বছর শ্রীলংকা সফরে দুই টেস্...
- Get link
- X
- Other Apps
কঙ্গোয় ভারীবর্ষণে পাহাড়ধস, নিহত ৪৯ অনলাইন ডেস্ক ১৭ আগষ্ট, ২০১৭ ইং ২০:৩২ মিঃ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অ্যালবার্ট হ্রদের তীর অবস্থিত জেলেপল্লীতে পাহাড়ধসে কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভারীবর্ষণের ফলে ইতুরি প্রদেশের তোরা গ্রামে এই ভূমিধস সৃষ্টি হয়। ইতুরি প্রদেশের ডেপুটি গভর্নর প্যাসিফিক কেটা বলেন, পাহাড়ধসে জেলেপল্লীর একটা অংশ ধ্বংস হয়ে যায়। গভর্নরের কার্যালয় জানিয়েছে, ৫ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং এখনো কয়েকশো মানুষ নিখোঁজ রয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামটি অ্যালবার্ট হ্রদের পাহাড়ি এলাকায় অবস্থিত। কঙ্গো প্রজাতন্ত্র ইতিমধ্যেই মানবিক সংকটের মধ্যে রয়েছে। জাতিসংঘের খাদ্য সংস্থার হিসেবানুযায়ী দেশটিতে প্রায় ৭৭ লাখ মানুষ অনাহারের পরিস্থিতির সম্মুখীন। এর আগে সিয়েরা লিওনে গত সোমবার পাহাড়ধসে ৪০০ মানুষ নিহত হয়। আল জাজিরা। ইত্তেফাক/সাব্বির
- Get link
- X
- Other Apps
বিশ্বে বাসযোগ্য দেশের তালিকার শীর্ষে কানাডা এবং অস্ট্রেলিয়া সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে ১৭ আগষ্ট, ২০১৭ ইং ২৩:৩৩ মিঃ প্রতিবারের মতো এ বছরও কানাডা এবং অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বাসযোগ্য দেশ হিসেবে তালিকার শীর্ষে স্থান পেয়েছে। বার্ষিক দ্য গ্লোবাল লিভ ভাইটালিটি রিপোর্টের জরিপ অনুযায়ী দশটি সেরা দেশের মধ্যে অস্ট্রেলিয়া আর কানাডায় রয়েছে তিনটি করে শহর। যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম- ভ্যাঙ্কুভার, টরন্টো এবং ক্যালগারি আর অস্ট্রেলিয়ার মেলবার্ন, অ্যাডিলেড এবং পার্থ। দেশের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং পরিকাঠামো ভিত্তিক বিশ্বের শীর্ষ ১৪০টি শহর জরিপ করে এই ফলাফল প্রকাশ করা হয় গতকাল। সেরা তালিকা মোতাবেক দেশগুলো হচ্ছে- ১। অস্ট্রেলিয়ার মেলবার্ন, ২। অস্ট্রিয়ার ভিয়েনা, ৩। কানাডার ভ্যাঙ্কুভার, ৪। টরন্টো, ৫। ক্যালগারি, ৬। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, ৭। পার্থ, ৮। নিউজিল্যান্ডের অকল্যান্ড, ৯। ফিনল্যান্ডের হেলসিংকি, ১০। জার্মানির হামবুর্গ। আর বিপরীতে দশটি কম বাসযোগ্য শহর হচ্ছে- ১। কিউ, ইউক্রেন; ২। দৌলা, ক্যামেরুন; ৩। হারারে, জিম্বাবুয়ে; ৪। করাচি, পাকিস্তান;...
- Get link
- X
- Other Apps
রাখাইনে রাজ্যে সার্জিক্যাল অপারেশন সেনাবাহিনীর বাংলাদেশে পালিয়ে এসেছে এক হাজার রোহিঙ্গা অনলাইন ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১২:১৭ মিঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে কথিত রোহিঙ্গা মুসলিম বিদ্রোহী এবং বিচ্ছিন্নতাবাদীদের দমনে সার্জিক্যাল অপারেশন শুরু করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার ৩৩তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনকে মোতায়েন করা হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারে করে সেনাদেরকে রাখাইনের রাজধানী সিত্তুইতে নামানো হয়। এরপর তাদেরকে মোতায়েন করা হয় মংডুতে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, মংডুতে নামার পর থেকেই তারা ওই এলাকায় অভিযান শুরু করেছে। মিয়ানমারের অনলাইন সংবাদমাধ্যম মিজ্জিমা ডটকমের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এদিকে অভিযানের কারণে আবারো বাস্তুচ্যুত হচ্ছে রোহিঙ্গারা। অনেক রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। রাখাইন রাজ্যে অভিযান চালানোর জন্য নতুন করে মোতায়েনকৃত সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে। দেশটির সেনাবাহিনী মৌখিকভাবে উত্তর রাখাইনের গ্রামবাসীদেরকে ম্যায়ু পার্বত্য এলাকায় যেতে নিষেধ করেছে। কারণ তারা ওই অঞ্চলে শুদ্ধি অভিযান চালাতে যাচ্ছে। সামরিক বাহিনীর ...
- Get link
- X
- Other Apps
রাজবাড়ীর চার উপজেলায় নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী রাজবাড়ী প্রতিনিধি ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৯:১০ মিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে রাজবাড়ীর চার উপজেলায় নদী তীরবর্তী ও বাঁধের ভেতরে বসবাসরত নিম্নাঞ্চলের প্রায় ২৭ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে ২৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়। পানিবন্দীর কারণে ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। প্রায় এক হাজার ৯৪৪ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। পদ্মার পানিতে বানভাসি মানুষরা চরম দুর্ভোগে রয়েছেন। সৃষ্ট বন্যা বা পানিবন্দী জেলার তিনটি পৌরসভা ও পাঁচটি উপজেলার ১৫টি ইউনিয়নের ১৪৩টি গ্রামের ২৯ হাজার ৮২৮টি পরিবারের প্রায় এক লাখ ১২ হাজার ৩৫০ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং বন্যার্তদের মধ্যে আর্থিক অনুদান ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ১০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গত ১২ ঘণ্ট...
- Get link
- X
- Other Apps
পাঁচটি বেসরকারি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত ইত্তেফাক রিপোর্ট ১৭ আগষ্ট, ২০১৭ ইং ২১:৩৭ মিঃ পরিচালনার জন্য সরকার নির্ধারিত নীতিমালার শর্ত পূরণ না করায় আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জন্য পাঁচটি বেসরকারি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। কলেজগুলো হলো ঢাকার নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচ মেডিকেল কলেজ, সাহাবুদ্দিন মেডিকেল কলেজ, কেয়ার মেডিকেল কলেজ, কেরানীগঞ্জের আদ-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ এবং রাজধানীর সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ। তবে কলেজগুলোর অন্যান্য শ্রেণির শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ নীতিমালা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। দেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের গত ছয় মাসের পরিদর্শনের প্রেক্ষিতে প্রদত্ত সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানহীন কলেজ বন্ধে সরক...
- Get link
- X
- Other Apps
২৫০ স্কুলে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন অনলাইন ডেস্ক ১৭ আগষ্ট, ২০১৭ ইং ২০:১৭ মিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কাজের কথা এবং তাকে নৃশংসভাবে হত্যার কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দেশব্যাপী ২৫০টি স্কুলে একটি ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের (এসআরডিএল) মাধ্যমে স্কুলগুলোতে এই ডকুমেন্টারি প্রচারের ব্যবস্থাপনায় ছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর প্রতিষ্ঠান ইয়াং বাংলা। মঙ্গলবার জাতীয় শোক দিবস শেষে বুধ ও বৃহস্পতিবার ২০ মিনিটের ডকুমেন্টারি দেখানো হয় প্রায় সাড়ে ৭ হাজার স্কুল শিক্ষার্থীকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষকসহ স্থানীয়রা। ২০১৮ সাল পর্যন্ত এনআরডিএল-এর মাধ্যমে দেশব্যাপী আইসিটি ট্রেনিং পরিচালনা, তত্ত্বাবধায়ন ও পর্যবেক্ষণের দায়িত্বে আছে ইয়াং বাংলা। দেশে স্থাপিত ২০০১টি ডিজিটাল ল্যাবের মাধ্যমে ইয়াং বাংলার এই কাজ পরিচালনার জন্য সিআরআই ও আইসিটি মন্ত্রণালয়ের এক চুক্তি স্বাক্ষর হয়। সিআরআই-এর অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর তন্ময় আহমদ জানান, বা...