Posts

Showing posts from September 11, 2021

বাড়ি বাড়ি গিয়ে বিক্ষোভকারীদের খুঁজে বের করছে তালেবান : জাতিসংঘ

Image
  তালেবান বিরোধীদের বিক্ষোভ আফগানিস্তানে অব্যাহত। ফাইল ছবি তালেবান বিরোধীদের বিক্ষোভ আফগানিস্তানে অব্যাহত। এর মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কর্মকর্তার বরাতে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিক্ষোভে তালেবান যোদ্ধাদের হাতে চারজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করা হচ্ছে। বিক্ষোভ বাড়লেও গত বুধবার তালেবান সব অননুমোদিত বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বৃহস্পতিবার তারা কাবুলে টেলিযোগাযোগ সংস্থাগুলোকে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনাও দেয়। বিক্ষোভ চলাকালে এক তরুণসহ অন্তত চার জনের মৃত্যুর কথা জানান এ কর্মকর্তা। যারা বিক্ষোভের সংবাদ কাভার করেছেন সেসব সাংবাদিকদের ধরপাকড় ও নির্যাতনের অভিযোগ উঠার নিন্দা জানিয়ে তিনি বলেন, তালেবানরা সাংবাদিকদের হুমকি দিচ্ছে। সূত্র :  দ্য গার্ডিয়ান বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

পাঞ্জশিরে সাবেক ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা করেছে তালেবান

Image
  ফাইল ছবি পাঞ্জশিরে পালিয়ে থাকা বিদ্রোহী নেতা ও সাবেক আফগানম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের ভাই রোহুল্লাহ আজিজীকে হত্যা করেছে তালেবান বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বার্তা সংস্থা  রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।  নিহতের আত্মীয় এবাদুল্লাহ সালেহের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে , কাবুল পতনের পর পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী লড়াইয়ে অন্যতম নেতা ছিলেন আমরুল্লাহ সালেহ। তালেবানরা অঞ্চলটি দখল করার কয়েকদিন পর সংবাদটি প্রকাশ্যে এলো। লিখিত বার্তায় রয়টার্সকে এবাদুল্লাহ সালেহ বলেন, ‘তারা আমার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গতকাল তাকে হত্যা করেছে এবং তারা আমাদের তাকে দাফন করতে দেয়নি। এদিকে, তালেবান দাবি করেছে যে, পাঞ্জশিরে যুদ্ধের সময় রোহুল্লাহ আজিজী সালেহ নিহত হন। বিডি-প্রতিদিন/শফিক

দেশে এসে আরও ৫৪ লাখ টিকা

Image
  সংগৃহীত ছবি চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।   বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেছেন। এই চালানে টিকা এসেছে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ। সেগুলো পরে স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে। এর আগে দুই দফায় ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন। এ নিয়ে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেল বাংলাদেশ। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন