Posts

Showing posts from October 4, 2020

আজারবাইজানের মুহুর্মুহু আক্রমণে বিরোধপূর্ণ এলাকা ছাড়ছে আর্মেনিয়া

Image
  বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। দক্ষিণ ককেশাসের বিরোধপূর্ণ এলাকা নাগোর্নো-কারাবাখকে কেন্দ্র করে কয়েক দিন ধরে তীব্র লড়াই চলছে। টানা এক সপ্তাহের সংঘর্ষের পর আর্মেনিয়ার দখল থেকে মাদাগিজ শহরের পর নিজেদের আরো সাতটি এলাকা মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। খবর ডেইলি সাবাহ’র। শনিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অ্যালিয়েভ এই ঘোষণা দেন। টুইটার বার্তায় তিনি জানান, আজারবাইজানের সেনাবাহিনী মুহুর্মুহু আক্রমণের মধ্য দিয়ে শত্রুদের হাত থেকে নাগার্নো কারাবাখের টের্টার জেলার তালিশ গ্রাম, জাব্রাইল জেলার মেহদিলি, চক্সিরলি, আশাগি ম্যারালিয়ান, শেবি, গাইজাগ ও ফিজুলি জেলার আশাগি আবদুররহমানিয়ালি গ্রাম মুক্ত করেছে। এর আগে প্রেসিডেন্ট অ্যালিয়েভ ঘোষণা করেছিলেন যে, মাদাগিজ শহরে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনারা। তিনি বলেন, আজ আজারবাইজানের সেনাবাহিনী মাদাগিজের ওপরে আমাদের পতাকা উত্তোলন করেছে। মাদাগিজ এখন আমাদের। উল্লেখ্য, এই অঞ্চল নিয়ে দুটি দেশের মধ্যে এর আগেও থেকে উত্তেজনা তৈরি হয়েছে, সামরিক সংঘাতও হয়েছে, কিন্তু সেগু...

আরও তীব্র হচ্ছে আজারবাইজান-আর্মেনিয়ার সংঘাত

Image
  সপ্তাহ পেরুতে চললেও বিতর্কিত নাগর্নো-কারাবাখের নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এরিমধ্যে ২৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। রবিবার আজারবাইজান তাদের দ্বিতীয় বৃহৎ শহর গ্যাঞ্জেতে আর্মেনিয়ার সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে। পাশপাশি নাগর্নো-কারাবাখ এর সীমান্তবর্তী তাদের আরো দুটি শহরে গোলা বর্ষণের অভিযোগ করেছেন আজেরি প্রতিরক্ষামন্ত্রী। এতে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজারবাইজানের এই দাবি অস্বীকার করেছে আর্মেনিয়া। তবে নাগর্নো-কারাবাখে তাদের সমর্থিত আর্মেনিয়ানদের প্রধান আরাইক হারুতিউনইয়ান গ্যাঞ্জেতে একটি বিমান ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছেন৷ আজারবাইজানের সামরিক বাহিনী নাগর্নো-কারাবাখ এর প্রধান শহর স্টেপানকার্টে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে বলে পালটা অভিযোগ করেন তিনি। এর আগে বিতর্কিত অঞ্চলটির একটি শহর ও সাতটি গ্রাম দখলে নেয়ার দাবি করে আজারবাইজন। অন্যদিকে নাগর্নো-কারাবাখে বসবাসরত আর্মেনিয়দের সুরক্ষায় সব ধরনের উপায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে আর্মেনিয়া। আজারবাইজানের তিনটি বিমান ভূপাতিত করার দাবিও...

অসুস্থতার সংবাদের পরই ট্রাম্প-বিরোধী সকল বিজ্ঞাপণ প্রত্যাহার ডেমক্র্যাটদের

Image
  ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের অসুস্থতার সংবাদ জানার পরই যো বাইডেনের প্রচার কমিটি ট্রাম্পের সমালোচনামূলক সকল বিজ্ঞাপণ প্রত্যাহার করে নিয়েছে।  শুক্রবার রাতেই টিভিসহ বিভিন্ন মাধ্যমে ট্রাম্পের ব্যর্থ নেতৃত্ব এবং গণবিরোধী আচরণের কঠোর সমালোচনা এবং আনুষঙ্গিক তথ্য-প্রমাণের যত বিজ্ঞাপণ ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে।  বাইডেন টিমের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পকে যখন ওয়াল্টার রীড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সে সময়েই এমন নেতিবাচক প্রচারণা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।  শুক্রবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাথে নিয়ে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তহবিল সংগ্রহের অনুষ্ঠান করেন লাসভেগাসে। সেখানেও বক্তব্য প্রদানের সময় বারাক ওবামা ও কমলা হ্যারিস ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সে সময় তারা ফার্স্টলেডি মেলানিয়ে ট্রাম্পের জন্যে সকলের দোয়া চেয়েছেন।  এদিকে, ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনায় শনিবার রাতে বিভিন্ন সিটিতে মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনা-সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘উইমেন ফর ট্রাম্প’র ব্যানারে টি পার্টির সংগঠক এ্যামি ক্রেমারের আহ্বানে রা...

ট্রাম্পের সমর্থনে গাড়ির মিছিলে বন্দুকধারী হামলা

Image
  সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের হিলার্ড শহরের ওহিহো হাইওয়েতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে একটি মেগা গাড়ির মিছিলে এক বন্দুকধারীর হামলা চালিয়েছে। কর্তব্যরত পুলিশকর্মীরা অন্য একটি গাড়িতে থাকা ওই বন্দুকধারীকে ধাওয়া করে। এসময় ওই বন্দুকধারীকে লক্ষ্য করে পাল্টা গুলি চালান পুলিশকর্মীরাও।  তবে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় ওই বন্দুকধারী। তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সময় গতকাল শনিবার (৩ অক্টোবর) ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওহিহো হাইওয়ে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ট্রাম্প সমর্থকদের ভিড়ে লুকিয়ে ওই মেগা গাড়ির মিছিলে ঢুকে পড়ে ওই বন্দুকধারী। প্রাথমিকভাবে তাকেও ট্রাম্পের সমর্থনকারী বলেই মনে হয়েছিল পুলিশের। ওই ব্যক্তি একটি কালো গাড়ি চালাচ্ছিল। সেই গাড়িতেই ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা লাগানো ছিল।   এদিকে, গাড়ির মিছিল শুরু হতেই ওই বন্দুকধারী গুলি ছুড়তে শুরু করে। আচমকা এই ঘটনায় হুলস্থূল পড়ে যায় ওই এলাকায়। পুলিশ ধাওয়া করে ওই বন্দুকধারীকে। তবে তার নাগাল মেলেনি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ ...