Posts

Showing posts from July 11, 2021

আফগান বিমান বাহিনীর হামলায় ‘৭০ তালেবান নিহত’

Image
  ফাইল ছবি আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পরে দেশটিতে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। দেশটির বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। কোনো কোনো স্থানে আফগান সৈন্যরা তালেবানের অগ্রাভিযান প্রতিহত করেছে এবং কোনো কোনো জেলা তালেবানের দখলে চলে গেছে। এদিকে কান্দাহার প্রদেশের সেনা কমান্ডার মোহাম্মাদ সাদেক ঈসা জানিয়েছেন, কান্দাহার শহরে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়েছে। এ সময় আফগান বিমান বাহিনীর হামলায় ৭০ জন তালেবান নিহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, তালেবান বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। গজনি শহরের আশপাশে শনিবার দিনভর সংঘর্ষ হয়েছে এবং গজনি সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর বলেছেন, তালেবান অস্ত্রধারীরা ঘরবাড়িতে ঢুকে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের সরকারি সেনাদের বিরুদ্ধে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তিনি আরও বলেন, গজনি প্রদেশের মালেস্তান, নাহুর ও জাগুরি জেলায় তালেবানের কয়েক দফা হামলা প্রতিহত করেছে সরকারি সেনারা। বাগদিস প্রদেশের গভর্নর হিসামউদ্দিন শামস জানিয়েছেন...

আফগানিস্তান থেকে কূটনীতিবিদ ও সেনাদের ফিরিয়ে আনল ভারত

Image
  কান্দাহারে গাড়ি বোমা হামলার পর ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন এক ব্যক্তি আফগানিস্তানের কান্দাহারে তালিবান ও লস্কর ই তৈয়বা জঙ্গিদের সঙ্গে আফগান সেনাবাহিনীর সংঘর্ষ বেড়েই চলেছে। এই অবস্থায় কান্দাহার থেকে প্রায় ৫০ জন ভারতীয় কূটনীতিবিদ ও নিরাপত্তারক্ষীদের ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে করে তাদের ফিরিয়ে আনা হয়েছে। আজ রবিবার আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে। ভারত জানিয়েছে, এই মুহূর্তে কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে। যদিও আফগানিস্তানের তরফে জানানো হয়েছিল, এই সংঘর্ষের ফলে ভারতীয় কূটনীতিবিদদের যাতে কোনও সমস্যা না হয় সে দিকে সব রকমের নজর রাখা হচ্ছে।   বিডি প্রতিদিন/ফারজানা