Posts

Showing posts from June 2, 2020

স্পেনের সর্বোচ্চ বেসামরিক খেতাব পেলেন কুতুবউদ্দিন

Image
ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ। ফাইল ছবি স্পেনের সর্বোচ্চ বেসামরিক খেতাব 'নাইট অফিসার' পেলেন ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ। কর্মময় জীবনে অসাধারণ কৃতিত্বের জন্য সর্বোচ্চ এই বেসামরিক খেতাব পেলেন তিনি। প্রতিবছর 'অর্ডার অব সিভিল মেরিটে'র আওতায় দেশী ও বিদেশী নাগরিকদের বিভিন্ন খেতাবে ভুষিত করেন স্পেনের রাজা। কুতুবউদ্দিন আহমেদ তৃতীয় বাংলাদেশী হিসেবে এই খেতাব পাচ্ছেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং শিল্পী মনিরুল ইসলাম দেশটির সর্বোচ্চ বেসামরিক খেতাব পেয়েছেন। স্পেনের রাজা আলফোনসো অষ্টম ১৯২৬ সালে অত্যন্ত সম্মানজনক এই খেতাবটি প্রবর্তন করেন। মোট ৫টি ক্যাটাগ্যারিতে 'অর্ডার অব সিভিল মেরিট' প্রদান করা হয়। নাইট অফিসার এর একটি। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সৌদির প্রয়াত বাদশাহ ফাহাদ, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন যায়েদ ছাড়াও আলজেরিয়া, রোমানিয়া, মেক্সিকোর রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যাটাগরিতে এর আগে এই খেতাবে ভুষিত হয়েছেন। কুতুবউদ্দিন আহমেদ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, এ...

হালকা গরম পানি খেয়ে উপকার!

Image
আদা, লবঙ্গ, কালো জিরাসহ অন্যান্য মসলা মিশ্রিত হালকা গরম পানি দিয়ে গারগল বা কুলকুচি করে ও তা খেয়ে অনেক করোনাভাইরাস আক্রান্ত রোগী উপকার পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, সব সময় খাবারে হালকা গরম পানি রাখবেন। গারগল করবেন। আপনারা আদা, লবঙ্গ বা অন্যান্য মসলা দিয়ে পানি হালকা গরম করে, এই পানি দিয়ে গারগল করতে বা তা খেতে পারেন। তা ছাড়া মধু, কালো জিরা এসবও আপনারা পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। যারা সুস্থ হয়েছেন এর মধ্যে, তারা এসব করে উপকার পেয়েছেন বলে জানিয়েছেন। অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে নাসিমা সুলতানা বলেন, নিজেকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন। সঠিকভাবে মাস্ক পরতে হবে। অত্যাবশ্যকভাবে সবাইকে মাস্ক পরতে হবে। বাড়ির শিশু, বৃদ্ধ সবাইকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বারবার ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন। কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন। অফিস, বাজার, কর্মস...

ভারতের দিকে ধেয়ে আসছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড়

Image
ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই ভারতের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। তবে এবার আর বঙ্গোপসাগরে নয়, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে আরব সাগরে।  বর্তমানে ভারতের মুম্বাই থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সুরাট থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এটি। পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া ভারত আবহাওয়া অধিদফতর। বুধবার সকাল ৭টা– দুপুর ১২টার মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ ভারতের মহারাষ্ট্রে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার হতে পারে। আরব সাগরে সচরাচর ঘূর্ণিঝড়ের দেখা যায় না। তাই বহুদিন পর এমন শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে ভারতের মহারাষ্ট্র রাজ্য। ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে ভারতের মহারাষ্ট্রে বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ১০টি দল মোতায়েন করা হয়েছে।  এছাড়া সমস্ত উপকূলের পাশে থাকা লোকজনদের সাবধান করা হয়েছে। এছাড়া বেশকিছু মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বিডি প্রতিদিন/কালাম