স্পেনের সর্বোচ্চ বেসামরিক খেতাব পেলেন কুতুবউদ্দিন
ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ। ফাইল ছবি স্পেনের সর্বোচ্চ বেসামরিক খেতাব 'নাইট অফিসার' পেলেন ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ। কর্মময় জীবনে অসাধারণ কৃতিত্বের জন্য সর্বোচ্চ এই বেসামরিক খেতাব পেলেন তিনি। প্রতিবছর 'অর্ডার অব সিভিল মেরিটে'র আওতায় দেশী ও বিদেশী নাগরিকদের বিভিন্ন খেতাবে ভুষিত করেন স্পেনের রাজা। কুতুবউদ্দিন আহমেদ তৃতীয় বাংলাদেশী হিসেবে এই খেতাব পাচ্ছেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং শিল্পী মনিরুল ইসলাম দেশটির সর্বোচ্চ বেসামরিক খেতাব পেয়েছেন। স্পেনের রাজা আলফোনসো অষ্টম ১৯২৬ সালে অত্যন্ত সম্মানজনক এই খেতাবটি প্রবর্তন করেন। মোট ৫টি ক্যাটাগ্যারিতে 'অর্ডার অব সিভিল মেরিট' প্রদান করা হয়। নাইট অফিসার এর একটি। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সৌদির প্রয়াত বাদশাহ ফাহাদ, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন যায়েদ ছাড়াও আলজেরিয়া, রোমানিয়া, মেক্সিকোর রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যাটাগরিতে এর আগে এই খেতাবে ভুষিত হয়েছেন। কুতুবউদ্দিন আহমেদ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, এ...