Posts

Showing posts from December 27, 2017

কষ্টে আছেন ব্রিটেনের হবু রাজবধূ!

Image
ব্রিটেনের হবু রাজবধূ মেগান মের্কেল অভিনয় ছেড়ে দিয়েছেন। রাজবধূ হওয়ার জন্য তার ত্যাগের তালিকায় আছে আরও অনেক কিছু। দাতব্য কাজ করতে পারবেন না, প্রিয় পোষা প্রাণীটিকেও রাজপ্রাসাদে আনতে পারবেন না, ক্যাজুয়াল পোশাক পরতে পারবেন না, ইচ্ছে হলেই নিজের মতো করে থাকতে পারবেন না। এত সব কিছু বাদ দেয়ার পরও মেগান বলছেন, জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের জন্য এই ত্যাগে তার অনুশোচনা নেই। কিন্তু মেগান যত যা-ই বলুন না কেন, রাজপরিবারের অন্দরের খবর বের করে আনতে ব্রিটিশ গণমাধ্যমও পিছিয়ে নেই। বড়দিনের উৎসবে কেট মিডটলনের পাশে মেগানকে নাকি খুব নিষ্প্রভ লাগছিল। মেগান রাজপরিবারের নতুন সদস্য। রাজপরিবারের প্রথম বাগদত্তা হিসেবে এমন অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। এখনো রাজা-রাণীদের কায়দা কানুন ভালো শিখে উঠতে পারেননি। কিন্তু সে তুলনায় প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট অনেক এগিয়ে। চার্চের সামনে রাণী এলিজাবেথ যখন বিদায় নিচ্ছিলেন কেট ও মেগান বিশেষ কায়দায় হাঁটু ভাজ করে সম্মান জানান। কিন্তু কেট ঠিকঠাকভাবে করতে পারলেও ব্যর্থ হয়েছেন মেগান। আর হলিউডের আত্মবিশ্বাসী অভিনেত্রীর ক্ষেত্রে এমন কায়দা-মানুষ বিশেষ মানায় না। ব্রিটিশ ...

ফেসবুকে বলে কি হবে?

Image
যখন কারও বাবা-মা বা কাছের মানুষের হঠাৎ হার্ট অ্যাটাক বা ব্রেইন স্ট্রোক করে বা কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তখন আপনাদের নির্বিকার হয়ে অপেক্ষা করতে হয় অ্যাম্বুলেন্স কখন আসবে, কখন হাসপাতালে নেয়া হবে।  হাসপাতালের পথটি তখন পৃথিবীর দীর্ঘতম পথ মনে হয়। কেউ কেউ হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐ পথেই, হয়তো ছোট্ট একটি কারণে বেঁচে যেতে পারত তার অমূল্য জীবন, যদি কেউ সেই মুহূর্তে সঠিক প্রাথমিক চিকিৎসাটি দিতে পারত! আপন মানুষগুলোর কিছু হলে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না, জানা কথাও ভুলে যাই। কিন্তু অ্যাম্বুলেন্সের সাথে যদি দক্ষ প্যারামেডিক থাকেন এবং তিনি তার দায়িত্ব পালন করেন, তার সেই ভূমিকা, প্রাথমিক চিকিৎসা কিন্তু বাঁচিয়ে দিতে পারেন, ভরসা দিতে পারেন হাজার মানুষকে। আর কর্মসংস্থানের কথা পরেই বলি। আপনার কাছের মানুষটির যখন ভয়াবহভাবে দুর্ঘটনার শিকার হয়, তাকে হ্যান্ডেল করতে গিয়ে আমরা অজানাতেই আরও তার ক্ষতি করে দেই, উপকার করতে গিয়ে। যেমন, ওই ব্যক্তি কে তুলতে গিয়ে, ধরতে গিয়ে, গাড়িতে উঠাতে গিয়ে। তার শরীর যখন অলরেডি ইনজুরড, তখন অসচেতন ভাবে ধরাধরি করলে তার bone, back bone, joints, nervs, neck কোনদিকে যে কোন...

বৃহস্পতিবার লামায় উপ-নির্বাচন লামা (বান্দরবান) প্রতিনিধি:

Image
বৃহস্পতিবার লামার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন লামা উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ণ চাকমা। তিনি সকলের কাছ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনায়, সহায়তা কামনা করেন।   প্রসঙ্গত, গত ১৬ আগষ্ট উক্ত ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম ব্রেইন স্ট্রোক জনিত কারণে আকস্মিক মৃত্যুতে পদটি শূন্য হয়। উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো. শাহ আলম প্রতীক তালা চাবি, মো. ওমর ফারুক বাবুল প্রতীক ফুটবল ও মো. গোলজার হোসেন প্রতীক টিউবওয়েল। তিনজন প্রার্থী যার যার স্থান থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারলে বিজয় সু-নিশ্চিত বলে অভিমত প্রকাশ করেন সকল প্রার্থীরা। অপরদিকে ভোটকে ঘিরে রূপসীপাড়া বাজারে সন্ধ্যা হলেই চায়ের কাপে ঝর উঠছে। শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনও শান্তিপূর্ণ নির্বাচনে কাজ করছে। ...

চট্টগ্রামে চার নারী ধর্ষণ; কর্ণফুলী থানার ওসিকে প্রত্যাহার

Image
                                                            প্রতীকী ছবি চট্টগ্রামের বহুল আলোচিত চার নারী ধর্ষণের ঘটনায় মামলার নথিতে ত্রুটি, মামলা নিতে বিলম্ব এবং ধর্ষকদের গ্রেফতারে গড়িমসি করাসহ নানা অভিযোগে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে কর্ণফুলী থানা পুলিশ মামলা নিতে গড়িমসি এবং আসামি গ্রেফতারে অবহেলার অভিযোগ আসার প্রেক্ষাপটে তদন্তের দায়িত্বভার পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে দেওয়া হয়।এরপরই মিজান মাতব্বর (৪৫) নামে আরও একজনকে গ্রেফতার করে পিবিআই।  প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। চারজনের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ। এই পরিবারের চার ভাইয়ের মধ্যে তিনজন মধ্যপ্রাচ্যপ্রবাসী। তিন ভাইয়ের স্ত্রী তাদের শাশুড়...

জিডি না করেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র

Image
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বাধ্যতামূলকভাবে জিডি করতে হয়। জিডি করতে থানায় গিয়েও অনেক সময় ভোগান্তির শিকার হওয়ার ঘটনা ঘটে। তবে এ বিধান আর থাকছে না। এখন থেকে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি ছাড়াই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও এনআইডির পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন এসব তথ্য জানিয়েছেন। আবদুল বাতেন বলেন, একজন ব্যক্তির আইডি অন্য আরেকজন নিয়ে কারসাজি কিংবা প্রতারণার মাধ্যমে তাকে বিপদে ফেলতে পারেন না।  কারণ আইডি নিয়ে তার অপব্যবহার করার সুযোগ কম। সংশ্লিষ্ট নম্বরটি সার্চ দিলেই এই কার্ডটির বৈধ মালিককে তা ডেটাবেইস শনাক্ত করে থাকে। তিনি আরও বলেন, এ ছাড়া জিডি করতে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হন কিংবা পুলিশ এটি করা নিয়ে টালবাহানা করে থাকে বলেও অভিযোগ আছে। তাই হারানো কার্ডটি দ্রুত সময়ের মধ্যে পেতে জিডির বিধানটি বাদ দেওয়া হয়েছে। এতে পুলিশের কাজ কিছুটা কমার পাশাপাশি আর্থিক বাণিজ্যের পথ বন্ধ হবে। পাশাপাশি হয়রানিও অনেকাংশে কমে আসবে।  বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে লর্ডের না!

Image
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা নিয়ে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়লের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এমনকি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্ব। এমন পরিস্থিতিতে ইসরায়েলের তেল আবিব শহরে একটি কনসার্ট হওয়ার কথা ছিল আগামী জুন মাসে। কিন্তু ছয় মাস আগেই সেটা বাতিল করলেন নিউজিল্যান্ডের জনপ্রিয় পপশিল্পী লর্ড। আর কনসার্ট বাতিলের কারণ হিসেবে তিনি জানান, ‘ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে আমাকে অনেকে অনেক মেসেজ পাঠিয়েছেন। সেসবে তাঁদের চিন্তা-ভাবনা প্রতিফলিত হয়েছে। এসব দেখে মনে হয়েছে, এই কনসার্ট বাতিল করাটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে। ’  জানা গেছে, ৫ জুন তেল আবিব কনভেনশন সেন্টারে কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন সংগঠন লর্ডের কাছে আবেদন করে এই কনসার্ট বাতিল করার জন্য।  যুক্তি হিসেবে তারা বলে, সেই ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা এলাকা সামরিকভাবে দখল করে রেখেছে ইসরায়েল। আজ লাখ লাখ মানুষ ইসরায়েলি সরকারের নিপীড়ন, জাতিগত নিধন, মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতা করছে। এই সংগ্রামের অংশ হিসেবে অর্থনৈতিক, বুদ...

'কৃষ্ণ সুন্দরী'র প্রতিঘণ্টার আয় সাড়ে ১২ লাখ টাকা!

Image
ফ্যাশন জগতে সাদা চামড়ার জয়জয়কার হলেও এখন কালোর মাঝেও অদেখা সৌন্দর্য তুলে ধরতে চান অনেকে। তবুও নাওমি ক্যাম্পবেলের ভাগ্য আর কয়জনের কপালে ফেরে। এদের ভিড়ে সুদানের আনোক ইয়াই এর কথা না বললেই নয়।  আনোক ইয়াই। সুদানের বাসিন্দা ১৯ বছর বয়সী এই তরুণীকে ভালবেসে মানুষ নাম দিয়েছে কৃষ্ণ সুন্দরী। রূপকথার মতো এই সুন্দরী রাতারাতি বনে গেছেন বিশ্ব তারকা। নজড় কেড়েছেন আন্তর্জাতিক র‍্যাম্প মডেল হিসেবে। কিন্ত তার দৈনন্দিন আয়ের হিসেব শোনার পর চোখ কপালে উঠার মতো। এমনিতেই ইনস্টাগ্রামে তার ছবিগুলো অসংখ্য ফলোয়ার এনে দিয়েছে। এবার বিশ্বের সব নামিদামি ফ্যাশন ব্র্যান্ডগুলো নতুন আবিষ্কৃত এই কৃষ্ণ সুন্দরীকে মডেল হিসেবে পেতে চায়।  আসলে ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে ১৯ বছর বয়সী এই তরুণীর ছবি তোলেন এক ফটোগ্রাফার। এটা ইনস্টাগ্রামে দেওয়ার পরই মডেলিংয়ের প্রস্তাব আসে তার। সেই উত্থান, আর পিছে ফিরে তাকাতে হয়নি।  এখন আনোক একের পর এক ফটোশুটে পোজ দিচ্ছেন। আর প্রতিঘণ্টার জন্যে তার পারিশ্রমিক ১৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা! অর্থাৎ, সাধারণ কর্মদিবসের হিসেবে যদি তিনি দিনে ...

এতকিছুর পরও শাকিবের জন্য দোয়া চাইলেন অপু বিশ্বাস!

Image
কয়েকটি সংবামাধ্যমে দেখলাম স্বামী চিত্রনায়ক শাকিব খানের জন্য দোয়া চান অপু বিশ্বাস। মঙ্গলবার এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাব কর্তৃক দেওয়া সম্মাননা গ্রহণ করার সময় শাকিবের জন্য দোয়া চান অপু। এ খবর পড়ার পর এ নিয়ে দুই লাইন না লিখে আর পারলাম না। এ বছর শোবিজ অঙ্গনজুড়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল অপু বিশ্বাস-শাকিবের বিয়ে, সন্তান, দাম্পত্য আর ভাঙন। পরস্পরের বিরুদ্ধে বহু অভিযোগ শাকিব-অপু প্রকাশ্যেই করেছেন। শাকিবের দোষের পাল্লা ভারী হওয়ায় সবাই অপুর পক্ষ নিয়েছিলেন। নেয়াটাই স্বাভাবিক ছিল। অপু নিজেই বলেছেন, আমাকে ও জোর করে ধর্মান্তরিত করেছে, বিয়ে করেছে। শাকিবের আপত্তির মুখে তিনবার অ্যাবরশন করাতে হয়েছে তাকে। নয় বছরের সংসারে জন্ম নেয়া একমাত্র সন্তান আব্রাম খান জয়ের মুখও শাকিব দেখতে চাননি। অপু বলেছেন, জয় যখন গর্ভে আসে তখন অ্যাবরশন করানোর জন্য আমাকে ব্যাংকক পাঠায় শাকিব। সেখানকার চিকিৎসক জানান, নতুন করে কনসেপ্টের সময় ৪ মাস হয়েছে, সেহেতু অ্যাবরশন করানো ঝুঁকিপূর্ণ। এরপর শাকিব আমাকে কলকাতা পাঠায় অ্যাবরশন করানোর জন্য। সেখানকার চিকিৎসকরাও অ্যাবরশন করতে অস্বীকার করেন। তখন আমি সন্তান জন্মদানের সিদ্ধান্...

ঝুলন্ত এই পাথরের রহস্য কি?

Image
                                                                সংগৃহীত ছবি ছবিটি ফেসবুকে অনেকেই পোস্ট করে থাকেন! বিভিন্ন দেশের মানুষ এটিকে অলৌকিক পাথর হিসেবে জেনে থাকেন। অনেকেই বলে থাকেন ভিন্ন ধরনের কথাবার্তা! কেউ আবার এটাকে কুদরতি বলেও চালিয়ে দিয়েছেন। আবার কেউ কেউ বলে থাকেন ১৪০০ বছর আগে থেকে ঝুলে আছে পাথর দুইটি। কিন্তু এই পাথর আসলে সে ধরনের কিছু নয়। আসলে এটা একটা ভাস্কর্য! ঝুলন্ত অবস্থায় দেখে মনে হওয়া এই ভাষ্কর্যটি স্থাপন করা হয়েছে মিশরের কায়রো বিমানবন্দরের প্রবেশপথে। ২০০৮ সালে নির্মাণ করা হয় পাথরটি। এর নির্মাতা ভাষ্কর শাবান আব্বাস।  ভাষ্কর্যটির এভাবে অবস্থান করতে পারার কারণ পাথরগুলো আসলে পাথর নয়, বরং পাতলা মাইল্ড স্টিলের শিট যার বাইরের দিকে পাথরের মতো রং করা হয়েছে। দড়িটি মূলত লোহার রড যা নিচের পাথরের ভূমি সংলগ্ন অংশের ভেতর দিয়ে ভুমির সাথে দৃঢ়ভাবে যুক্ত করা! শুধুমাত্র মানুষের দৃষ্টিভ্রম বিনোদনের জন্য। ...

ফিলিস্তিনি কিশোরী তুলল প্রতিবাদের ঝড়

Image
ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমি। ছবি: টুইটার মেয়েটির নাম আহেদ তামিমি। বয়স ১৬। সুন্দর একটা কৈশোর কাটানো তার অধিকার। তবে সে এই অধিকার থেকে বঞ্চিত। জন্মের পর থেকে সে দেখে আসছে, তার জন্মভূমি ফিলিস্তিনে চলছে সংঘাত-সহিংসতা। তবে এসব দেখে নীরবে সয়ে যাওয়ার মেয়ে সে না। যেখানে যেভাবে যতটুকু প্রতিবাদ করা যায়, সে তা-ই করে। সম্প্রতি ইসরায়েলি সেনার গালে চড় মারার ঘটনায় গ্রেপ্তারের পর ফিলিস্তিনে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে কিশোরীটি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলে ক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনি মানুষ। কারণ, পবিত্র ভূমি জেরুজালেমকে রাজধানী হিসেবে চায় তারাও। এ নিয়ে ফিলিস্তিনিদের প্রতিবাদ, সেই প্রতিবাদ থামাতে ইসরায়েলের দমন-পীড়ন—সব মিলিয়ে সংঘাতের দাবানল ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অঞ্চলটিতে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আর দশটা ফিলিস্তিনির মতো মেনে নিতে পারেনি কিশোরী আহেদ তামিমিও। পশ্চিম তীরের নবী সালেহ গ্রামে নিজেদের বাড়ির সামনে ইসরায়েলের সেনাদের দেখে নিজেকে আর সংযত করতে পারেনি সে। ক্ষোভে ফেটে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা...

থার্টি ফার্স্টে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত’

Image
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইংরেজী নববর্ষ উদযাপনের নামে থার্টি ফার্স্ট নাইটে যাতে কোনো অরাজক পরিস্থিতি ও নাশকতার সৃষ্টি না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের শান্তি-শৃঙ্খলা কথা চিন্তা করেই উন্মুক্ত স্থান বা বাইরে কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না। এ ব্যাপারে এর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনুষ্ঠিত সভায় আমরা কিছু বিধি নিষেধ জারি করেছি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে ‘ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও নগরীতে সন্ধার পর বারগুলোতেও কোনো মাদক বেচাকেনা করা যাবে না এবং অবৈধ মাদক বেচাকেনার বিরুদ্ধেও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে। আসাদুজ্জামান খাঁন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলশান এলাকায় অনুষ্ঠান করার নামে কেউ যাতে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে সার্বক্ষণিক টহলে থাকবে।...

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানকেও অর্থনৈতিক করিডোরে চায় চীন

Image
পাকিস্তানের ভেতর দিয়ে চীন যে অর্থনৈতিক করিডোর তৈরি করছে, তাতে এখন তারা আফগানিস্তানকেও অন্তর্ভুক্ত করতে চায়। ৫ হাজার ৭শ কোটি ডলারের এই উচ্চাকাঙ্খী পরিকল্পনা চীনের 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' মহাপরিকল্পনার অংশ। এর মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ হয়ে পুরো বিশ্বের সঙ্গে বিভিন্ন ধরণের বাণিজ্য পথ তৈরি করতে চায়। আফগানিস্তানকে এই মহাপরিকল্পনায় যুক্ত করার ব্যাপারে চীন যে প্রচন্ড আগ্রহী, মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তা খোলাখুলিই জানিয়েছেন এক ত্রিপক্ষীয় বৈঠকে। তিনি বলেন, এরকম একটি 'অর্থনৈতিক করিডোর' থেকে পুরো অঞ্চল উপকৃত হতে পারে। তিনি বলেন, ‘আফগানিস্তানের জনগণের জীবনমান উন্নয়নের জরুরী তাগিদ আছে। তারা এরকম উদ্যোগে যুক্ত হবে বলে আমরা আশাবাদী। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণ করা যায় কীনা, যাতে সবাই উপকৃত হবে, সেটা দেখতে আমরা আগ্রহী। তবে এর জন্য তিন দেশের মধ্যে পর্যায়ক্রমে সমঝোতা হওয়া দরকার।’ বেইজিং এ অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান এবং আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর...

৯৮ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি অর্জন

Image
৯৮ বছর বয়সে এসে মাস্টার্স ডিগ্রি অর্জন। কথাটি আশ্চর্যজনক শোনালেও আসলে সত্য। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পাটনা শহরের নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। রাজ কুমার বৈশ্য নামে ওই শিক্ষার্থী নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এ ডিগ্রি অর্জন করেছেন। তিনি অর্থনীতিতে দ্বিতীয় বিভাগ নিয়ে উত্তীর্ণ হলেন। রাজ কুমার অবশ্য এই ডিগ্রি পেয়ে খুবই খুশি এবং আনন্দ অনুভব করছেন বলে জানান। তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের কঠিন সময়গুলোতে হতাশ না হয়ে বরং সেগুলো মোকাবেলা করা উচিত। খবর- টাইমস অব ইন্ডিয়া। ইত্তেফাক/জামান

মিয়ানমারে ফিরতে ভয় পাচ্ছে রোহিঙ্গারা

Image
মিয়ানমারে ফিরে যেতে ভয় পাচ্ছে রোহিঙ্গারা। তাদের বাড়ি-ঘর পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে সামরিক বাহিনী। সেখানে গিয়ে থাকতে হবে সেনাদের তৈরি ক্যাম্পে। সেই ক্যাম্প থেকে বের হওয়া যাবে না। তার ওপর সামরিক বাহিনীর তৈরি তালিকা অনুযায়ী গ্রেফতারের আশঙ্কাও রয়েছে। অনেকটা গৃহবন্দী অবস্থায় প্রত্যাবাসিত রোহিঙ্গাদের দিন কাটাতে হবে। এরকম একটা অনিশ্চয়তার মধ্যে রোহিঙ্গারা স্বদেশে ফিরে যেতে ভয় পাচ্ছে। সম্প্রতি রোহিঙ্গাদের সঙ্গে আলাপের সময় তাদের অনেকেই এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তাদের ভয়ের কথা জানিয়েছেন। বুচিডং জেলার কোয়াইচং পাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ জানান, বুচিডং জেলার রোহিঙ্গা অধ্যুষিত কোয়াইচং গ্রামের অধিকাংশ পরিবার বিত্তশালী। গ্রামের মাতবর, সর্দার ও হুক্কট্টাদের (চেয়ারম্যান) সঙ্গে রাখাইন সরকারি কর্মকর্তাদের ছিল ভালো সম্পর্ক। যে কারণে মিয়ানমারের সেনা, বিজিপি ও উগ্রপন্থী রাখাইন জনগোষ্ঠী ইতিপূর্বে কোয়াইচং গ্রামে কোনো প্রকার ভীতিকর পরিবেশ সৃষ্টি করেনি। এক কথায় কোয়াইচং গ্রামের মানুষ সুখেই দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাত্ সেনাসহ সবার আচরণ বদলে যাওয়ায় আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছি। চলতি মাসের ২ ড...

রাষ্ট্রায়ত্ত্ব চার ব্যাংককে একীভূত করার লক্ষ্য

Image
অব্যাহত লোকসানের প্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত খাতের চার ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিচ্ছে অর্থ বিভাগ। ব্যাংকগুলো হলো—বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। একীভূত করার জন্য একটি সারসংক্ষেপ প্রস্তুত করা হচ্ছে। প্রথমে এটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠানো হবে। তিনি সম্মতি দিলে পরে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। এরপর তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। কেননা ব্যাংক একীভূত করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে এ চার ব্যাংকের পেছনে সরকার প্রায় সাড়ে ৪ হাজার  কোটি টাকা লোকসান দিয়েছে। এর মধ্যে শুধু বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে পাঁচ বছরে সরকারি কোষাগার থেকে দেওয়া হয়েছে ৩ হাজার ৩৯০ কোটি টাকা। ২০১৬ সালে বিকেবি আর রাকাবের পেছনে সরকার লোকসান দিয়েছে ৪১৮ কোটি টাকা। বিডিবিএল বর্তমানে লোকসানে নেই। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, ব্যাংক একীভূত করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। তাই বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে আগামী এক বছরের মধ্যে যেন একী...

বিদ্যুৎ বিল ২৮৪বিলিয়ন ডলার!

Image
বিদ্যুৎ বিল নিয়ে কম বেশি সবাই একটু হিসাব করে চলেন। মাস শেষে গতানুগতিক বিলের চেয়ে বেশি বিল আসলে কারণ অনুসন্ধানও করেন কেউ কেউ। তবে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাসিন্দা বাড়ির বিদ্যুৎ বিল দেখে স্ট্রোক করার উপক্রম হয়েছিল। হবেই না কেন তার বিদ্যুৎ বিলের অঙ্কটা যে ২৮৪ বিলিয়ন ডলার! ম্যারি হোরোমানস্কি নামের ঐ নারী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, নভেম্বর মাসে যে পরিমাণ বিদ্যুৎ বিল এসেছে তা জাতীয় ঋণের চেয়ে বেশি। তার দাবি, সারাদিন বিদ্যুৎ ব্যবহার করলেও হাজার ডলার পার হওয়ার কথা নয়। কারণ প্রতিমাসে ৫০০ থেকে ৬০০ ডলার বিদ্যুৎ বিল গুনতে হয় তাকে। তাই এক লাফে এই পরিমাণ বিল দেখে তাজ্জব বনে গেছেন। ম্যারি আরো বলেন, আমরা যদি আমাদের সব সম্পত্তি বিক্রি করে দেই তাহলে যে টাকা হবে সেই টাকা কিস্তি হিসেবে দিলে ১০০ বছরেও এই বিদ্যুৎ বিল পরিশোধ হবে না। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ভুল করে এই ধরনের ভূতুড়ে বিদ্যুৎ বিল এসেছে। দ্রুত সংশোধন করে দেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।-ইউপিআই ইত্তেফাক/এমআর

৩৫০০০ ইয়াবা বড়িসহ রোহিঙ্গা আটক

Image
কক্সবাজারের টেকনাফের হ্নীলার ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে মঙ্গলবার রাতে ৩৫ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের একজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। আটক করা ব্যক্তি হলেন রশিদ উল্লাহ (৫০)। তিনি মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে। আটক রশিদ উল্লাহর তথ্যমতে, প্রায় দুই মাস আগে মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে সপিরবারে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন। টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের উল্টো পাশে মোছনি অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে বাস করে আসছেন তাঁরা। ইয়াবা বড়িগুলো বিক্রির জন্য একজনের কাছে নেওয়ার সময় তিনি ধরা পড়েন। চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিললুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরার একটি মসজিদ সংলগ্ন সড়ক থেকে সহেন্দভাজন হিসেবে রশিদ উল্লাহকে আটক করা হয়। ওই সময় তাঁর সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁকে টেকনাফ থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামল...