Posts

Showing posts from October 29, 2018

রাতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল বিধ্বস্ত সেই বিমানটির!

Image
বিমানবন্দরে স্বজনদের আহাজারি ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই ১৮৯ আরোহী নিয়ে সোমবার সকালে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে লায়ন এয়ারের একটি বিমান। গতকাল রাতেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। যা পরে ঠিক করা হয় বলে জানিয়েছেন লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডয়ার্ড সিরেইট। তিনি বলেন, গতকাল রাতে বিমানটি দেনপাসার (বালি) থেকে সেংকারেং (জাকার্তা) এসেছিল। সেসময় এতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে যা ঠিক করা হয়। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি তা স্পষ্ট করে বলতে রাজি হননি তিনি। লায়ন এয়ার বোয়িং ৭৩৭ নামের সেই যাত্রীবাহী বিমানের ১৮৯ আরোহীর কেউ বেঁচে আছে কী না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  ফ্লাইট জেটি-৬১০ সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের ১৩ মিনিট পরপরই নিয়ন্ত্রণ কক্ষ এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড্ডয়নের এক ঘণ্টা পর বিমানটির গন্তব্যে অবতরণের কথা ছিল।সূত্র: জাকার্তা পোস্ট  বিডি প্রতিদিন/ফারজানা

ভারতের সঙ্গে টক্কর! ২০২২-এ মহাকাশে মানুষ পাঠানোর টার্গেট পাকিস্তানেরও

Image
এ বার মহাকাশে মানুষ পাঠাচ্ছে পাকিস্তানও। ছবি- সংগৃহীত। ভারতের সঙ্গে প্রতিযোগিতাকে এ বার মহাকাশ পর্যন্ত নিয়ে গেল পাকিস্তান। যেন ভারতের সঙ্গে টক্কর দিতেই হবে পাকিস্তানকে। আর সে ব্যাপারে সহায়তা নেওয়ার জন্য চিনকেই বেছে নিল ইসলামাবাদ। ভারতের ঘোষণার আড়াই মাস পর বৃহস্পতিবার পাকিস্তানও জানিয়ে দিল, আর চার বছর পর, ২০২২ সালে তারাও মানুষ পাঠাবে মহাকাশে। আর ভারতকে যেমন মহাকাশচারী পাঠাতে সাহায্য করবে বলে হালে কথা দিয়ে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তেমনই ইসলামাবাদও জানিয়েছে, মহাকাশে মানুষ পাঠাতে তাদের সাহায্য করবে চিন। বৃহস্পতিবার ইসলামাবাদে পাক মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের অনুমোদন পাওয়ার পর সে দেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী তা সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘‘চিনের সাহায্যেই আমরা এই প্রথম কোনও পাকিস্তানি নাগরিককে পাঠাতে চলেছি মহাকাশে। আর তা পাঠানো হবে ২০২২-এই।’’ ফাওয়াদ এও জানান, মহাকাশে মানুষ পাঠানোর ব্যাপারে যাবতীয় সাহায্য নিতে ইতিমধ্যেই চিনের একটি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে পাক মহাকাশ সংস্থা ‘পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ...

শুকিয়ে যাওয়া নদী থেকে মিলছে হাজারো সোনা ও রুপার মুদ্রা

Image
ছবি সংগৃহীত হাঙ্গেরির দানিউব নদীতে তেমন পানি নেই। প্রায় শুকিয়ে গেছে। আর সেখান থেকেই প্রত্নতত্ত্ববিদরা পেলেন দুই হাজারের বেশী মুদ্রা।   ফেরেঞ্জি মিউজিয়ামে কর্মরত প্রত্নতত্ত্ববিদ কোভাস জানান, হাজারো মুদ্রা ছাড়াও ওই নদীতে মিলেছে প্রাচীন আমলের লোহার অস্ত্র, কামানের গোলা, বর্শা, তরবারি।  প্রাচীন এত মুদ্রা পেয়ে ব্যাপক খুশী সেখানকার গবেষকেরা।   আরেক প্রত্নতত্ত্ববিদ বালজ নাগি বলে, শুকিয়ে যাওয়া নদীতে পাওয়া মুদ্রাগুলোর ৯০ শতাংশই ১৬৩০-১৭৪৩ সালের। নেদারল্যান্ডে তৈরি হয়েছিলো মুদ্রা গুলি। এছাড়া ফ্রান্স জুরিখ ও ভ্যাটিক্যানের মুদ্রাও আছে।   দানিউবের পাশে বুদাপেস্টের প্রাচীন সেতুর ধ্বংসাবশেষ ও দেখা যায়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় নাৎসিদের হামলায় ধ্বংস হয়েছিল এটি বলে জানানো হয়। তার পাশেই মিলেছে এই গুপ্তধন।   ২২ কারাটের হাঙ্গেরিয়ান মুদ্রা ছাড়াও ফ্রান্সের মুদ্রাগুলি যে ১৬০০ শতকে ষোড়শ লুইয়ের আমলে তা নিশ্চিত করেছেন সেখানকার গবেষকেরা। সর্বপ্রথম একজন প্রত্ন তত্ত্ব বিদ  মেটা ডিটেক্টরের মাধ্যমে এই গুপ্তধনের সন্ধান পান।  সূত্র: আনন্দবাজার   ইত্...

সেলফির হিড়িক পড়ে রেললাইনে

Image
দুই পাশে ঘরবাড়ি, মাঝখান দিয়ে সরু পথ বেয়ে গেছে রেললাইন। আর সেই রেললাইনে পর্যটকদের হিড়িক পড়েছে সেলফি তোলার। দুর্দান্ত ও আকর্ষণীয় সেলফি তুলতে দর্শনার্থীরা ছুটে যান সেখানে। যে স্থানের কথা বলা হচ্ছে, সেটা হলো ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের প্রাণকেন্দ্র ওন্ড কোয়ার্টার এলাকা। এই স্থানকে ঘিরে রীতিমতো গড়ে উঠেছে রেস্তোরাঁ। সেখান থেকে দর্শনার্থীদের সরবরাহ করা হয় গরম কফি ও ঠান্ডা বিয়ার। যদিও জায়গাটা ঝুঁকিপূর্ণ, তবু পর্যটকদের আনাগোনা বেশ নজর কাড়ার মতো। ঔপনিবেশিক যুগে ফরাসিরা এই রেলপথ নির্মাণ করেছিলেন। ট্রেন আসার শব্দ শুনলেই নিরাপত্তার কথা চিন্তা করে দর্শনার্থীরা রেললাইনের দুপাশে জড়সড় হয়ে যান, কেউবা আবার হামাগুড়ি দিয়ে বসে পড়েন। খুব কাছ থেকে ট্রেনের শব্দ আর ভয়মিশ্রিত রোমাঞ্চটা উপভোগ করেন এখানে আসা পর্যটক ও দর্শনার্থীরা। ছবি তোলায় ব্যস্ত এক তরুণী। ছবি: এএফপি অস্ট্রেলিয়ার পর্যটক মাইকেল রিচার্ড সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ওই মুহূর্তটা অসাধারণ, একই সঙ্গে ভীতিকর। ট্রেন এত কাছ দিয়ে যায় যে খানিক ভয় ও আনন্দ অভিভূত করে দিয়ে যায়। সাবেক ফরাসি শাসকদের নির্মিত রেলপথটি ভিয়েতনামের মধ্য দিয়ে চীনের একটি অংশ হয়ে ...

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ

Image
লায়ন এয়ারের একটি উড়োজাহাজ। এএফপি ফাইল ছবি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিমানবন্দর থেকে ওড়ার পর হারিয়ে গেছে একটি উড়োজাহাজ। আজ সোমবার সকালে জাকার্তা বিমানবন্দর থেকে ওড়ার পর লায়ন এয়ারের ওই উড়োজাহাজ নিখোঁজ হয় বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। জেটি-৬১০ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে পাংকাল পিনাংয়ের উদ্দেশে যাত্রা করে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আরেকটি বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, জাভা প্রদেশের পশ্চিমাঞ্চলের কারাওয়াং শহর থেকে উড়োজাহাজটি নিখোঁজ হয়। স্থানীয় সময় সকাল সোয়া সাতটায় উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ে। নয়টার দিকে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এটির। বোয়িং–৭৩৭ উড়োজাহাজটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো জানা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়, উড়োজাহাজটির যাত্রী ধারণক্ষমতা ২১০ জন।

চুম্বনেই অন্তঃসত্ত্বা, কিশোরীর কথা শুনে হতভম্ব চিকিৎসক!

Image
প্রতীকী ছবি ভারতে যে এখনও যে শারীরিক সম্পর্ক বিষয়ক সচেতনতার পাঠ সঠিকভাবে দেওয়া হয় না তা ফের একবার প্রমাণিত হল। সম্প্রতি এক চিকিৎসকের দেওয়া ঘটনার বিবরণ যেন সেই কথারই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি কোচির এক চিকিৎসক ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, কয়েকদিন আগে ১৭ বছরের এক কিশোরী তার চেম্বারে এসেছিল। সেই কিশোরী তাকে জানায় সে অন্তঃসত্ত্বা। প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে সে। এমনকি, সেই কিশোরী গর্ভনিধোরক ওষুধও খেয়েছে। এমন ঘটনার জন্য সে অনুতপ্ত বলেও জানায় চিকিৎসককে। এরপরে সেই চিকিৎসক ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করেন। দেখা যায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা নয়। তখন চিকিৎসকের সঙ্গে কথোপকথনের মাঝেই ওই কিশোরী জানায়, সে তার প্রেমিককে শুধুমাত্র চুম্বন করেছিল। তারপরেই ওই কিশোরী ভাবে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। কিশোরীর মুখে এমন কথা শুনে স্বাভাবিক ভাবেই হতভম্ব হয়ে পড়েন ওই চিকিৎসক। নিজের পোস্টে ওই চিকিৎসক আরও জানান, পুরুষদের গোপানাঙ্গ থাকে এই বিষয়টিও ওই কিশোরী জানে না। তার কাছে চুম্বন করা মানেই শারীরিক সম্পর্ক হয়ে যাওয়া। ওই চিকিৎসকের ফেসবুক পোস্টটি কার্যত ভাইরাল হয়ে...

মাতৃত্ব এবং কাজ সমানভাবে পালন করে দেখালেন নারী কনস্টেবল

Image
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতের ঝাঁসির নারী পুলিশকর্মীর এই ছবি। কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। এই প্রবাদটাই সত্যি করে দেখালেন ভারতের উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিম অংশ ঝাঁসির কোতয়ালি থানার এক নারী পুলিস কনস্টেবল অর্চনা জয়ন্ত। টুইটারে তার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নিজের ছ’‌মাসের শিশুকে দেখাশুনার পাশাপাশি অর্চনা নিজের থানার কাজও চালিয়ে যাচ্ছেন।  রবিবার সোশ্যাল মিডিয়ায় অর্চনার এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া দিতে শুরু করেন। নারী পুলিশদের যাতে আরও ভাল সুযোগসুবিধা দেওয়া হয়, তা নিয়েও অনেকে মন্তব্য করেন। এই ছবি ভাইরাল হওয়ার একঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশের পুলিশ প্রধান টুইট করে জানান যে, পুলিশ স্টেশনের মধ্যে শিশুদের দেখভাল করার ব্যবস্থা রাখা হবে।  উত্তরপ্রদেশের এক শীর্ষ পুলিশ কর্মকর্তা রাহুল শ্রীবাস্তব ওই মহিলা কনস্টেবলের ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘‌এই দেখুন মা পুলিশ অর্চনা, যিনি ঝাঁসির কোতওয়ালি থানায় কনস্টেবলের কাজ করেন। তিনি তার মায়ের দায়িত্বের পাশাপাশি দপ্তরের কাজও সামলাচ্ছেন। তিনি স্যালুট পাওয়ার যোগ্য।’‌  সেই ছবিতে দেখা গেছে, অর্চনা ত...

পার্সেল বোমা' কাণ্ডে নিজেদের ভুল স্বীকার টুইটারের

Image
                                                           প্রতীকী ছবি সম্প্রতি সিজার সায়োক নামে সন্দেহভাজন এক ব্যক্তি ডেমোক্রেটিক দলের নেতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচকদের কাছে উন্নত মানের বোমা পাঠানোর হুমকি দেয় টুইটারে৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিন্টন, তাদের স্ত্রী, এরিক হোল্ডার, সাবেক সিআইএ প্রধান জন ব্রেনানসহ আরও কয়েকজনের কাছে পৌঁছে যায় সেই পার্সেল বোমা৷ তবে তাতে কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানা যায়৷ তবে হুমকি টুইটে পদক্ষেপ না নেওয়ায় নিজেদের ভুল স্বীকার করে নিল টুইটার৷  জানা যায়, পুলিশ সেই  পার্সেল বোমা গুলিকে শনাক্ত করে পাইপবোমা হওয়ার সম্ভাবনার কথা জানায়৷ তবে ট্রাম্পের সমালোচকরাই যে টার্গেট ছিল সে বিষয়ে অনেকেই নিশ্চিত৷ ট্রাম্প যদিও ঘটনার তীব্র নিন্দা করেন৷ সেই সঙ্গে জানান, মার্কিন রাজনীতিতে এই ধরণের হিংসার কোনও স্থান নেই৷ প্রসঙ্গত, গত ১১ অক্টোবর, সায়োকের হুম...