Posts

Showing posts from January 31, 2018

সম্পদের হিসেবে বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র, ষষ্ঠ স্থানে ভারত

Image
বিশ্বে মোট সম্পদের হিসেবে ষষ্ঠ স্থানে যুক্তরাষ্ট্র এবং ষষ্ঠ স্থান দখল করেছে ভারত। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি প্রতিষ্ঠান এক সমীক্ষায় এই তথ্য জানিয়েছে। দ্বিতীয় স্থানে আছে চীন। খবর টাইমস অব ইন্ডিয়ার সমীক্ষায় বলা হয়েছে, ২০১৭ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট সম্পদের পরিমাণ ৬৪ কোটি ৪৮ লাখ ৪০০ কোটি ডলার। চীনের সম্পদ আছে ২৪ লাখ ৮০ হাজার ৩০০ কোটি ডলার। আর তৃতীয় স্থানে থাকা জাপানের সম্পদের পরিমাণ ১৯ লাখ ৫২ হাজার ২০০ কোটি ডলার। ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ষষ্ঠ স্থান দখল করেছে ভারত। দেশটির মোট সম্পদ ৮ লাখ ২৩ হাজার কোটি ডলারের। চতুর্থ স্থানে যুক্তরাজ্য (৯ লাখ ৯১ হাজার ৯০০ কোটি ডলার) এবং পঞ্চম স্থানে আছে জার্মানি (৯ লাখ ৬৬ হাজার কোটি ডলার)।  মোট সম্পদ বলতে সমীক্ষায় সরকারি বা রাষ্ট্রীয় সম্পদের কথা বলা হয়নি। কোনো দেশের নাগরিকদের নিজস্ব মালিকানায় যে পরিমাণ সম্পদ (স্থাবর সম্পত্তি, নগদ, ইকুইটি, বাণিজ্যিক অংশীদারিত্ব ইত্যাদি) রয়েছে, তার যোগফলকেই মোট সম্পদ হিসেবে ধরা হয়েছে। দেনা বা অন্য কোনো দায়বদ্ধতার হিসেব এর মধ্যে ধরা হয়নি। এই হিসেবে সরকারি তহবিলকেও রাখা হয়...

রামগড়ে বাসে ইউপিডিএফের হামলা, আহত ৪

Image
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীরা হামলা চালিয়ে দুটি বাস ভাংচুর করেছে। এতে গাড়ির চালকসহ ৪জন আহত হয়েছেন। রামগড়ের যৌথখামার  এলাকায় বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, জালিয়াপাড়া-রামগড় সড়কের যৌথখামার এলাকায় দুপুর ১২টার দিকে ফেনীগামী একটি বাসে ইউপিডিএফের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাসটির সামনের গ্লাস ভেঙ্গে যায়। ইটের আঘাতে গাড়ির চালক মো. ইউছুপ ও যাত্রী গাউছুজ্জামান আহত হন। এর পরপরই একই স্থানে আরেকটি বাসে হামলা চালায় তারা। এতে গাড়ির পাশের একাধিক গ্লাস ভেঙ্গে যায়। ইটের আঘাতে গাড়ির চালক জহিরুল ইসলাম ও যাত্রী নুরুল ইসলাম আহত হন। চালক জহিরুল ইসলাম বলেন, ইউপিডিএফের ৮-১০জন কর্মী রাস্তার পাশে উঁচু পাহাড়ের ওপর থেকে ইটপাটকেল দিয়ে চলন্ত বাসে হামলা চালায়।  রামগড় থানার ওসি মো. শরীফুল ইসলাম বলেন, পুলিশ ও বিজিবির টহল থাকলেও ইউপিডিএফের কর্মীরা জঙ্গল থেকে চোরাগুপ্তা হামলা চালায়। জানা যায়, উপজেলার পাতাছড়া ইউনিয়নের হাচৌক পাড়ায় পাহাড়ি বসতবাড়িতে কথিত সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ইউপিডিএফ বুধবার রামগড়ে  মানববন্ধন কর্ম...

ভারত সফরে আগ্রহী মালালা

Image
ভারতীয় মেয়েদের জন্যে কাজ করতে চান মালালা ইউসুফজাই। এজন্য ভারত সফরে যেতে চান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণকালে এ আগ্রহের কথা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা। জাতিসংঘের শান্তিদূত হিসেবে নিয়োজিত মালালার মতে, ভারত আর পাকিস্তানে মেয়েদের সমস্যা মোটামুটি একই রকম। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেসব সমস্যা সম্পর্কে জানা ও সমাধানের পথ খোঁজার ইচ্ছা রয়েছে তার। তিনি জানান, ভারতীয় সিনেমা দেখে অনেক কিছু জেনেছেন তিনি। হিন্দিও শিখেছেন। তিনি বিশ্বাস করেন, পরস্পরের সংস্কৃতি ও মূল্যবোধ থেকে দুই দেশেরই শেখার আছে। মালালা বলেন, ভারত আর পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হলে দুই দেশের মেয়েদের গুরুত্ব দিতে হবে। লাখ লাখ মেয়েকে শিক্ষা থেকে দূরে রেখে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। ইত্তেফাক/মোস্তাফিজ