Posts

Showing posts from December 9, 2019

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড

Image
সানা মেরিন। ছবি: সংগৃহীত বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড। রবিবার সোস্যাল ডেমোক্রেট দল থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা মেরিন। এর আগে তিনি দেশটির পরিবহনমন্ত্রী ছিলেন। সানা মেরিন শুধু ফিনল্যান্ডের নয় বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন। ফিনল্যান্ড এর আগে এত কম বয়সী প্রধানমন্ত্রী পায়নি। গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। এর পর রবিবার দলীয় নেতৃত্বদের মধ্যে ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। রবিবার রাতে সানা সাংবাদিকদের বলেন, পুনরায় আস্থা অর্জনে আমাদের একত্রে অনেক কাজ করতে হবে। বয়স নিয়ে প্রশ্নের জবাবে সানা আরো বলেন, আমি আমার বয়স বা লিঙ্গ সম্পর্কে কখনো ভাবিনি, রাজনীতিতে যে কারণে এসেছি সেসব বিষয়গুলোর কথা ভাবি, যার জন্য আমরা ভোটারদের আস্থা জিতেছি। ফিনল্যান্ডের সর্ববৃহৎ পত্রিকা 'হেলসিংইন সানোমাত ও ইলটা সানোমাত ট্যাবলয়েড'-এর তথ্যানুযায়ী সানা মেরিন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব গ্রহণ করছেন। এছাড়া কমবয়সী প্রধানমন্ত্রীদের মধ্যে আছেন ...

মিস ইউনিভার্সের খেতাব জিতলেন দক্ষিণ আফ্রিকার তুনজি

Image
তুনজি’র মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ২০১৮ সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাটরিওনা। ছবি: সংগৃহীত ২০১৯ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন মিস সাউথ আফ্রিকা জোজিবিনি তুনজি। এই নিয়ে তৃতীয়বারের মতো মিস ইউনিভার্সের খেতাব জিতলেন কোনো দক্ষিণ আফ্রিকার সুন্দরী। রবিবার রাতে আটলান্টায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তুনজি’র মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ২০১৮ সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে । এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস পুয়ের্তোরিকো ম্যাডিসিন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানার আপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন। তুনজি(২৬) তার সমাপনী বক্তব্যে নারীর ক্ষমতায়তন নিয়ে কথা বলেছেন। তিনি ক্ষমতায়নের জন্যে নারীদের নিজেদের প্রতি আস্থাশীল হওয়ার আহ্বান জানান। তুনজি বলেন, আমি এমন এক বিশ্বে বেড়ে উঠেছি যেখানে আমার মতো গায়ের রঙ এবং চুলের মেয়েদের সুন্দরী হিসেবে বিবেচনা করা হয়না। কিন্তু এখন সময় এসেছে এ পরিস্থিতি বদলানোর। আরও পড়ুন:  নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে নিহত ৫, নিখোঁজ অনেকে আটলান্টার টেইলর পেরি স্টুডিওতে মিস ইউনিভার্সের ৬৮তম এই আসরে তুনজি ৯০ জন প্রতিযোগিকে পেছনে ফেলে সেরার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন আজ

Image
ছবি: সংগৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তন আজ (সোমবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুর ১২টায় সমাবর্তন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকে সম্মানসূচক ডক্টর অব সাইন্স ডিগ্রি প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০ হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। অনুষ্ঠানে ৭৯ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। অধিভুক্ত সাত কলেজের নিবন্ধনকৃত গ্র্যাজ...

অন্তত একজন সৌদি নাগরিক হামলাটি ভিডিও করেছেন: মার্কিন প্রতিরক্ষা সচিব

Image
মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের পেনসাকোলার নৌঘাঁটিতে হামলার ঘটনাটি অন্তত একজন সৌদি নাগরিক ভিডিও করেছেন বলে নিশ্চিত করছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। রবিবার তিনি এ তথ্য জানান। খবর সিএনএন'র। তিনি বলেন, 'শুক্রবার পেনসাকোলার নৌঘাঁটিতে এক বন্দুক হামলায় তিন নৌ-সেনা নিহত হন। এ ঘটনা হামলাকারী মোহাম্মদ সাঈদ আলশামরানিও নিহত হন। ঘটনার পর আলশামরানির কয়েকজন বন্ধুকে আটক করা হয়। তাদের এক বা দুইজন ঘটনাটি ভিডিও করে। তবে এটা এখনও বোঝা যাচ্ছে না যে, তারা ঘটনাটির শুরু থেকেই ভিডিও করেছিল, নাকি ঘটনাটি যখনই তাদের চোখে পড়ে, সেই মুহূর্তে মোবাইল বের করে ভিডিও করেছিল।' এদিকে এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইনচার্জ রাসেল রোজাস জানান, মোহাম্মদ আলশামরানি এই হামলায় নিজের 'বৈধ' গ্লোক-নাইন এমএম পিস্তল ব্যবহার করেছিলেন। এর আগে, এক সূত্র থেকে জানা যায়, শিকারের অনুমতি পাওয়ার পরই চলতি বছর গ্লোক-নাইন এমএম পিস্তলটি কিনেন আলশামরানি। যুক্তরাষ্ট্রের নাগরিক না হলেও অস্থায়ীভাবে আসা পর্যটকরা শিকারের অনুমতি অর্জন সাপেক্ষে বন্দুক কিনতে পারেন...

ইরানি নৌবাহিনীতে যুক্ত হলো 'সী মোরগ'

Image
যুদ্ধের উপযোগী নতুন এক ড্রোন উন্মোচন করেছে ইরানের নৌবাহিনী। দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসাইন খানজাদি শনিবার ইরানের দক্ষিণ-পূর্বের উপকূলীয় কোনারাক শহরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ড্রোন উন্মোচন করেন। এ ব্যাপারে রিয়ার অ্যাডমিরাল খানজাদি বলেন, এ অঞ্চলে শত্রুর পদক্ষেপ পর্যবেক্ষণের জন্য ইরানের সাবমেরিন ও ড্রোনের মত বিশেষ সরঞ্জামের প্রয়োজন।  সী মোরগ নামের এ ড্রোনটি ২৪ ঘণ্টা ওড়ার সক্ষমতার পাশাপাশি আটটি বোমা বা স্মার্ট মিসাইল বহন করতে সক্ষম। ইরানের শাহেদ-১২৯ সিরিজের এ ড্রোনটি সর্বোচ্চ ২৫ হাজার ফুট উচ্চতায় এক হাজার পাঁচশ কিলোমিটার পর্যন্ত ওড়তে সক্ষম। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

মা ফিলিপাইনে, বাবা জাপানে; শিশু দুটি বিপাকে/০৮ ডিসেম্বর, ২০১৯

Image
বব ডেসকারগার (১০) ও রাব্বী ডেসকারগার (৮)। ছবি সংগৃহীত বাবা থাকেন জাপানে, মা ফিলিপাইনে। ঢাকার সাভারে সত্ মায়ের কাছে এক প্রকার বন্দী জীবনযাপন করছে শিশু দুটি। এখন ফিলিপাইনে মায়ের কাছে ফিরতে চায় তারা। অন্যদিকে বাবা জাপান প্রবাসী গিয়াস উদ্দিন বাবু তাদের দেশেই রাখতে চান। বাবা-মায়ের এই দ্বন্দ্বে দারুণ বিপাকে পড়েছে ফিলিপাইনি নাগরিক বব ডেসকারগার (১০) ও রাব্বী ডেসকারগার (৮)। জানা গেছে, তারা দুজনই ফিলিপাইনের নাগরিক। একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে আটক থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে তারা। ফিলিপাইনে থাকা তাদের মা সাভার থানাকে বিষয়টি অবহিত করলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের বাবা বাংলাদেশি নাগরিক জাপান প্রবাসী গিয়াস উদ্দিন বাবু মুঠোফোনে সাংবাদিকদের জানান, লেখাপড়া করানোর জন্যই তার সন্তানদের তিনি বাংলাদেশে তার দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে গেছেন তিনি। রবিবার দুপুরে পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার ঊষা গার্ডেন সিটির দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, শিশুদুটি একটি কক্ষে রয়েছে। বাসায় এক মহিলা গৃহকর্মী ছাড়া আর কেউ নেই। গৃহকর্মী জানান, কয়েকদিন আগে গিয়াস উদ্দিন বাবুর দ্বিতীয় স্ত্র...

আমিই ইসরাইলের ভাল বন্ধু: ট্রাম্প

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমিই ইসরাইলের সবচেয়ে ভাল বন্ধু। হোয়াইট হাউজে আমার মতো ভাল বন্ধু ইসরাইল এর আগে কখনো পায়নি।’ ট্রাম্প ফ্লোরিডার হলিউডে আমেরিকান ইহুদিদের সম্মেলনে বলেন, এর আগে আপনারা ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন যা ভুল ছিল। আরো পড়ুন:  হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভে ৮ লাখ মানুষের অংশগ্রহণ মার্কিন এই প্রেসিডেন্ট আরো বলছেন, আপনারা যদি ভাবেন তাহলে দেখতে পাবেন তারা আমার মতো ইসরাইলকে ভালবাসেননি। আল জাজিরা। ইত্তেফাক/এসআর

বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধন

Image
চোখ ধাঁধানো জমকালো বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল)। গতকাল সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০১৯-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’ প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে আতশবাজির বর্ণিল আলোয় উদ্ভাসিত হয়ে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আকাশ। এ সময় স্টেডিয়ামের ৯টি জায়ান্ট স্ত্রিনেই ভেসে ওঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল বসুন্ধরা গ্রুপ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এতে সংগীত  পরিবেশন করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাশ খের ও সনু নিগম। বাংলাদেশি শিল্পীদের মধ্যে মঞ্চ মাতিয়েছেন জেমস, ‘ডিরকস্টার’-এর শুভ ও রেশমী মির্জা। ছিল লেজার শো-ও। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করেন জেমসের প্রথম গানের পর। বিপিএলের উদ্বোধন ঘোষণা করার পর তিনি মঞ্চের সামনে বিশেষ আসনে বসেই উপভোগ করেন জেমস, কৈলাশ খের ও সনু নিগমের গা...

সালমান-ক্যাটরিনায় কাঁপল ঢাকা

Image
মঞ্চ মাতালেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ ঢাকা কাঁপালেন বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে তারা একক এবং যৌথ পারফরম্যান্স করেন।  ‘ইসকে দিল’ গানের ছন্দে মঞ্চে নাচ দেখান সালমান খান ও ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ও করেন বলিউডের দুই তারকা। সালমান খান ও ক্যাটরিনা কাইফকে একসঙ্গে বলিউড সিনেমায় দেখা গেলেও আগে কখনো তারা দুজনে একসঙ্গে স্টেজ শো করেননি। গতকাল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেই প্রথমবারের মতো মঞ্চে পারফর্ম করেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। যৌথ পারফরম্যান্সের আগে কথাও বলেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাও জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং বাংলাদেশের প্রতি তাদের গভীর অনুরাগের কথাও জানাতে ভোলেননি। সালমান-ক্যাটরিনা বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!’ সালমান খান বলেন, ‘আসসালামুআলাইকুম বাংলাদেশ। সামনে এত মানুষ দেখছি যে মনে হচ্ছে পুরো ঢাকা এখানে উপস্থিত।’ এরপর ক্যাটরিনা কাইফও সালাম দেন দর্শকদের উ...

এক দিনেই সাত সোনায় রেকর্ড গড়ল বাংলাদেশ

Image
অলিম্পিক বা এশিয়ান গেমসে ভারত ছাড়া অন্য দেশের পাত্তা নেই। ভারতও যে আহামরি সাফল্য দেখায় তা বলা যাবে না। সার্কভুক্ত অন্য দেশগুলোর পদক পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। তাই দক্ষিণ এশিয়া গেমসে অংশ নেওয়া দেশগুলোর কাছে অলিম্পিকের মতো মর্যাদাকর হয়ে দাঁড়িয়েছে। ১৯৮৪ সালে শুরু থেকেই বাংলাদেশ এসএ গেমসে অংশ নিচ্ছে। কখনো সেরা তিনে দেখা যায়নি। সর্বোচ্চ প্রাপ্তি ছিল ২০১০ সালে। সেবার ঢাকায় অনুষ্ঠিত ১১তম এসএ গেমসে ১৮টি সোনা জিতেছিল বাংলাদেশ। ১৯৯৩ সালে ঢাকাতেই ১১টি সোনা লাভ করে বাংলাদেশের ক্রীড়াবিদরা। সর্বোচ্চ প্রাপ্তির রেকর্ডটি না ভাঙলেও এবার নেপাল গেমসেই দ্বিতীয় সর্বোচ্চ সোনা জেতার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। আর তা দেশের বাইরে বড় সাফল্য। ১৯৯৫ সালে মাদ্রাজ এসএ গেমসে ৭ সোনা জয়ই ছিল দেশের বাইরে বড় সাফল্য। গতকাল তা টপকে গেছে ১৪টি সোনা জিতে। আগের দিন বাংলাদেশের সোনার সংখ্যা ছিল ৭টি। গতকাল আরচারিতে দলগত ইভেন্টে ৬ ও মেয়েদের দলগত ক্রিকেটে ১টি সোনা জিতে। ২০১০ সালেও এক দিনে পাঁচ সোনা জিতে লাল সবুজের দল। এবারে প্রথম সোনা আসে তায়কোয়ান্দো ইভেন্ট থেকে। আর এ কৃতিত্ব দিপু চাকমার। পরের দিনটি ছিল কাতারে...

ফ্রান্সে ইতিহাসের বৃহৎ ধর্মঘট, কঠিন পরীক্ষায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

Image
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রস্তাবিত সার্বজনীন পয়েন্টভিত্তিক পেনশন ব্যবস্থাপনায় নাখোশ দেশটির বিভিন্ন ইউনিয়ন। এর জের ধরে কয়েক বছরের মধ্যে ফ্রান্সজুড়ে সর্ববৃহৎ ধর্মঘট পালন করছে লাখ লাখ কর্মজীবী মানুষ। গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে সরকারি কর্মকর্তাদের দেরীতে অবসর কিংবা কম পেনশন নিতে বাধ্য করার প্রতিবাদে পেশাজীবী ও শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। তাদের এ ধর্মঘট চলবে সোমবার পর্যন্ত। চলমান এ ধর্মঘট সফল করতে কাজ বন্ধ করে রাস্তায় নেমেছেন লাখ লাখ কর্মজীবী মানুষ। যেখানে অংশ নিয়েছেন পুলিশ, আইনজীবী, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোকজন। ১৯৯৫ সালের পর ফ্রান্সে সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ইতিহাসের অন্যতম বৃহৎ ধর্মঘট। ধর্মঘটের ফলে ফ্রান্সের সড়ক যোগাযোগ, ট্রেন, ট্রাম, রেল ও বিমান যোগাযোগ বন্ধ থাকায় মারাত্মক অচলাবস্থা দেখা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার অবসর ব্যবস্থা না পাল্টানো পর্যন্ত কাজে ফিরবেন না বলে জানান আন্দোলনকারীরা। ফলে এই কর্মবিরতি নিরসনে কীভাবে কাজ করতে হবে তা ম্যাক্রোঁর জন্য সবচেয়ে বড় পরীক্ষা।   টানা তিন দিনের ধর্মঘটে যোগায...

ইরানের উপর শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি ইসরায়েলের

Image
ইরানের উপর শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।  তিনি বলেছেন, তেহরান রেড লাইন অতিক্রম করলে আমেরিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইরানের ওপর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে। সম্প্রতি ইতালির সংবাদপত্র ‘কুরিয়ার ডেলা সেরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। ইসরায়েল কাৎজ বলেন, ইরানের ওপর বোমা বর্ষণের বিষয়টিও ইসরায়েলের বিবেচনায় রয়েছে। রেড লাইনের ব্যাখ্যায় ইজরায়েল কাৎজ বলেন, “আমরা ইরানকে পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তোলার সুযোগ দেব না। ইরান যদি তা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বশেষ উপায় হিসেবে আমরা সামরিক ব্যবস্থাকে বেছে নেব।”সূত্র: পার্সটুডে বিডি প্রতিদিন/কালাম