Posts

Showing posts from October 26, 2017

সন্ত্রাসীরা পাকিস্তানকেও হুমকির মুখে ফেলেছে

Image
ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। নয়াদিল্লি, ভারত, ২৫ অক্টোবর। ছবি: রয়টার্স সন্ত্রাসবাদী গোষ্ঠীরা পাকিস্তানের গণতান্ত্রিক সরকারের স্থিতিশীলতাও হুমকির মুখে ফেলে দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে পাশে বসিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সরাসরি এ কথা জানিয়ে দিলেন। আজ বুধবার সুষমা স্বরাজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়ে টিলারসন বলেন, বহু সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তানকে নিরাপদ স্বর্গ হিসেবে মনে করে। যুক্তরাষ্ট্র এসব বরদাশত করবে না। সৌদি আরব, কাতার, আফগানিস্তান, ইরাক ও পাকিস্তানে ঝটিকা সফর শেষে টিলারসন গতকাল মঙ্গলবার রাতে ভারতে আসেন। সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের মাটিতে লালিত সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলামাবাদে পাকিস্তানি নেতাদের সঙ্গে আমি খোলামেলা কথা বলেছি। পাকিস্তানের কাছে আমাদের প্রত্যাশা কতখানি তা আমি স্পষ্ট করে তাদের জানিয়ে দিয়েছি। বলেছি, সন্ত্রাসবাদীদের স্বর্গ হয়ে থাকাটা আমরা একেবারেই বরদাশত করব না।’ টিলারসন এ প্রসঙ্গে বলেন, ‘আম...