Posts

Showing posts from September 25, 2017

শরীর থেকে রুহ কিভাবে বের হবে-

Image
নবী করিম (সা:) বলেছেন, “যখন একজন মু'মিন বান্দা মৃত্যু বরণ করার সময় হয়, তখন ফেরেশতারা জান্নাত থেকে  সুগন্ধি নিয়ে দুনিয়াতে নেমে আসে এবং সেই মু'মিন বান্দার সামনে বসে। তারপর মৃত্যুর ফেরেশতা (আজরাঈল) অবতরণ করে এবং সেই মু'মিন ব্যক্তিকে বলে,"খুশি হও, আনন্দিত হও ! তোমার সাথে আল্লাহ্ তা'আলার করা ওয়াদার ব্যাপারে আনন্দিত হও!" তারপর তিনি (আজরাঈল) রূহকে বেরিয়ে আসতে বলেন। তিনি বলেন "হে প্রশান্ত আত্মা!শান্তির সাথে বেরিয়ে এসো ! তোমাকে আল্লাহ্ সুবহানাহুওয়া তা'আলা যে নি'আমত দিবেন,সে দিকে বেরিয়ে এসো", নবী করিম (সা:) বলেন , সেই মু'মিন বান্দার রূহ তখন এত সহজে বেরিয়ে আসে, ঠিক যেমনিভাবে পানির জগ উপুড় করলে তা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। দেহ থেকে এই রূহ যেন অতি সহজে, পিছলে বের হয়ে আসে। (ইবনে মাজা-৫৩৪) আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুক। _____(আমিন) Source  MD Rayhan ‎

ভারতে আশ্রয় চায় রাখাইন থেকে পালিয়ে আসা হিন্দুরা

Image
প্রকাশিত: ১৯:০১, সেপ্টেম্বর ২০, ২০১৭  | সর্বশেষ আপডেট: ১৯:০৩, সেপ্টেম্বর ২০, ২০১৭ মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের মুখে রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে বাংলাদেশে পালিয়ে এসেছে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ। রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া এসব মানুষের প্রত্যাশা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তবাদী ভারত সরকার তাদের আশ্রয় দেবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বিষয়টি জানা গেছে। ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হওয়ার এ পর্যন্ত ৪ লাখ ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এদের মধ্যে অন্তত ৫০০ হিন্দু ধর্মালম্বী মানুষ রয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া হিন্দুরা জানান, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজেদের গ্রামে ফিরে যেতে তারা আতঙ্কিত। এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে থাকতেও তারা ভয় পাচ্ছেন। এদিকে, মোদির সরকার বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি সহজ করার পদক্ষেপ নিয়েছে। রোহিঙ্গা শিবিরে থাকা নিরঞ্জন রুদ্র নামের হিন্দু ব্যক্তি জানায়, ‘হিন্দুস্তান নামেও পরিচিত ভারত। হ...

বান্দরবান জেলা জাতীয়তাবাদী বিএনপি দল

Image
বান্দরবান জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে সভাপতি জনাব সাচিংপ্রু জেরীর নেতৃত্বে ম্যানমার থেকে আগত শরনার্থী রোহেঙ্গ্যাদের ত্রান বিতরণ করেন। জেলা বিএনপি সহ সভাপতি জনাব আবদুল  আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান , সদর উপজেলা পরিষদ,লামা উপজেলা বিএনপি সভাপতি জনাব আমীর হোসেন মজুমদার, লামা বিএনপি সাধারণ সম্পাদক জনাব থোয়াইনুঅং চৌধূরী( চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ, ত্রান বিতরণে একান্তভাবে সহযোগিতা করেন। সাথে সাথে জেলা মহিলা দলের সভানেত্রী, কুদ্দুছ চ েয়ারম্যান সাহেবের সহধর্মীনি জনাবা নিলুতাজ বেগম সহ তাঁর দলের্র মহিলা কর্মীগন ত্রান সহায়তায় ব্যক্তিগত ভাবে অংশ গ্রহন করেন। তাঁ'দের সাথে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীগন উপস্হিত ছিলেন। নিজদের মাঝে সংগ্রীহিত সল্পপরিসরে হলেও নিজেরা ত্রান সমুহ বিতরণ করতে পারায় সকল দেশবাশীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের প্রতি দোয়া কামনা করেন। নমস্কার।

দয়া করে পোস্টটি পড়ুন এড়িয়ে যাবেন না

Image
দয়া করে পোস্টটি পড়ুন এড়িয়ে যাবেন না, আর শেয়ার করে অন্যকে দেখার সুয়োগ করে দিন। শর্মিষ্ঠা চাকমা ছটফটে এক পাহাড়ি আদিবাসী মেয়ে। রাঙ্গামাটি সরকারি কলেজের মেধাবী ছাত্ রী হিসেবে শর্মিষ্ঠার বিশেষ পরিচিতি রয়েছে। শর্মিষ্ঠার বড়ভাই শ্যামল চাকমা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপিট বুয়েটে পড়ে। জাহেদুল ইসলাম জাহেদ, শ্যামল চাকমার খুব ঘনিষ্ঠ বন্ধু। বুয়েতে শ্যামল আর জাহেদের বন্ধুত্ব নিয়ে অনেকের হিংসে হয় বটে। কোন এক গ্রীষ্মকালীন ছুটিতে রাঙামাটিতে শ্যামলের সাথে বেড়াতে এসেছিলো জাহেদ। ঘনিষ্ঠ বন্ধু!.. তাই জাহেদকে হোটেলে না রেখে নিজের বাড়িতেই রেখেছিল শ্যামল। রাঙামাটিতে জাহেদ শ্যামলের সাথে প্রায় একসপ্তাহ মত ছিলো। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ,পেদা টিং টিং সহ রাজ বন বিহারের মত দর্শনীয় জায়গা দেখে মুগ্ধ হয়ে ঢাকায় ফিরে গিয়ে ছিলো জাহেদ। বুয়েতে ক্লাস....... শুরু পর দিন নিয়মিত বেশ অনুপস্থিত জাহেদের দেখা গেল। হঠাৎ একদিন শ্যামলের মায়ের ফোন --- শর্মিষ্ঠাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। শ্যামল খুব বিস্থিত হয়ে পড়ল এদিকে,,,, জাহেদও নেই, রাতে হঠাৎ করে জাহেদের নাম্বার থেকে শ্যামলের মোবাইলে ফোন, হ্যালো..... বলতেই অপর প্রান্ত থেকে শর্মিষ্ঠ...

DURGA MAA ছবি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন

Image
মুসলমানদের কোরানের ছবি যদি ২০০০ শেয়ার হতে পারে তাহলে আমাদের DURGA MAA এর ছবি কী ৫০০০ হতে পারে না ??  সবাই বলুন ''' Joy maa durga   Source  Tarun Ghosh

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ৪৩ তালেবান নিহত

Image
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারাব প্রদেশে মার্কিন বিমান হামলায় শীর্ষ কমান্ডারসহ ৪৩ তালেবান নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান ন্যাশনাল আর্মি’র কমান্ডার জেনারেল জানাত গুল। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, একদিন আগে প্রদেশের খাজা শাহবাজ পশ এলাকায় কমান্ডো বাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ৩০০ সদস্য বিশিষ্ট একটি দলের ওপর হামলা চালায় তালেবান। ওই হামলার পাল্টা জবাব দিতে সম্ভাব্য তালেবান ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলেও জানান তিনি। তবে আফগানিস্তানে মার্কিন বাহিনী (ইউএসফোর-এফ) এ নিয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, গত এক মাসে সেখানে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিপুল সংখ্যক জঙ্গি নিহত হয়েছেন। আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি গত সপ্তাহে লন্ডনে এক সম্মেলনে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত এক মাসে প্রায় ১৩০০ তালেবান নিহত হয়েছেন। বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ

পাকিস্তানের পরমাণু অস্ত্র চুরি করেছে জঙ্গিরা, আশঙ্কা রিপোর্টে

Image
পাকিস্তান অত্যন্ত দ্রুত গতিতে তাদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়িয়ে চলেছে। ৯টি গোপন জায়গায় লুকনো আছে সেই অস্ত্র। আর ঐ জায়গা থেকে সহজেই অস্ত্রগুলো ছিনিয়ে নিতে পারে জঙ্গিরা। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের একটি রিপোর্টে বলা হয়েছে, দেশ জুড়ে মোট ৯টি জায়গায় রয়েছে এই পরমাণু অস্ত্রের ভাণ্ডার। মার্কিন পরমাণু বিশারদ হ্যানস ক্রিস্টেনসেন জানিয়েছেন, পাকিস্তান একটি শর্ট রেঞ্জ নিউক্লিয়ার আর্সেনাল তৈরি করছে। আর এই শর্ট রেঞ্জ সিস্টেম সহজেই জঙ্গিদের হাতে চলে যেতে পারে। ঘটে যেতে পারে যেকোনো ধরনের ঘটনা কিংবা দুর্ঘটনা। অন্যদিকে, মার্কিন প্রশাসনের আশঙ্কা প্রচুর উন্নতমানের অস্ত্র রয়েছে পাক জঙ্গিদের হাতে। ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তারা এই বিষয়ে আলোচনা করছেন। উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত অঞ্চলে পরমাণু অস্ত্রের উপস্থিতি লক্ষ্য করে বলেও জানা গেছে। কোনও জঙ্গি সংগঠন কিংবা কোনও বিশেষ সন্ত্রাসবাদীর হাতে এই অস্ত্র রয়েছে বলেই দাবি আমেরিকার। এ ব্যাপারে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সাউথ এশিয়ান স্ট্র্যাটেজি সম্পর্কে বলতে গিয়ে ট্রা...

রোহিঙ্গাদের ‘কুমিরের কান্না’ নিয়ে মিয়ানমারের পত্রিকায় কার্টুন!

Image
মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচার-নির্যাতনের সংবাদ বিশ্বের বিভিন্ন মিডিয়া তুলে ধরছে। তবে মিয়ানমারের সংবাদমাধ্যমগুলো বলছে, বিদেশি সংবাদমাধ্যমের সামনে রোহিঙ্গারা ‘কুমিরের কান্না’ কাঁদছে। রোহিঙ্গাদের এ পরিস্থিতিতে মিয়ানমারে একটি সাপ্তাহিক পত্রিকা শনিবার একটি কার্টুন প্রকাশ করে। দেশটির শীর্ষস্থানীয় কার্টুনিস্ট উইন নেইং এর আঁকা ওই কার্টুনে দেখা গেছে, কয়েকটি কুমির একটি নদীর মধ্যে আছে। এর এক পাশে কিছু প্রাণী দাঁড়ানো। অন্যপাশে একটি কুমির এক বিদেশি সাংবাদিকদের বলছে, আমি আমার মাতৃভূমিতে ফিরতে চাই। ওই কার্টুনের নিচে ক্যাপশন দেওয়া হয়েছে ‘কুমিরের কান্না’। কার্টুনটির বিষয়ে ৫৮ বছর বয়সের ওই কার্টুনিস্ট বলেন, ‘আমি আমার দেশের অবস্থা তুলে ধরতে চেয়েছি। রোহিঙ্গারা যা বলে তার অনেক কথাই সত্য নয়। দেশপ্রেমের জায়গা থেকেই আমি কার্টুনটি এঁকেছি। ’ মিয়ানমারের এ শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেও কিছু মুক্তবুদ্ধির মানুষ রয়েছেন। তারা রোহিঙ্গাদের সঠিক বিষয়টি বুঝতে পারলেও তা সামরিক বাহিনী ও সরকারের ভয়ে প্রকাশ করতে পারছে না। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের মধ্যেই এই ইস্যুতে মিয়ানমারবা...

মহালছড়িতে বজ্রপাতে কলেজ ছাত্রীর মৃত্যু মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Image
খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার ধুমনীঘাট নামক গ্রামের চন্দ্র জয় ত্রিপুরা মেয়ে মল্লিকা ত্রিপুরা (১৮) ঘুমন্ত অবস্থায় বজ্রপাতের ফলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। নিহত মল্লিকা ত্রিপুরা মহালছড়ি ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় এখনো পুলিশ ঘটনাস্থলে পৌছতে পারেনি।  এ ব্যাপারে মহালছড়ি থানা অফিসার ইনচার্জ জোবাইয়েরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ার কারণে এবং যাতায়াত ব্যবস্থা পুলিশ সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে যাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে।  Source  Royal Chakma ইত্তেফাক/কেকে

বষাবাস শষে আকাশ প্রদ্বীপ প্রজ্জলন করবো ? কি বলেন বনদুরা

Image

পাকিস্তানের পরমাণু অস্ত্র চুরি করে নিয়েছে জঙ্গিরা, আশঙ্কা রিপোর্টে

Image
নয়াদিল্লি:  পাকিস্তানের ‘ন’টি গোপন জায়গায় লুকনো আছে পরমাণু অস্ত্র। আর সেইসব জায়গা থেকে সহজেই অস্ত্রগুলো ছিনিয়ে নিতে পারে জঙ্গিরা। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে, আবার কিছুদিন আগেই ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। সম্প্রতি, ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের একটি রিপোর্টে বলা হয়েছে, দেশ জুড়ে মোট ন’টি জায়গায় রয়েছে এই পরমাণু অস্ত্রের ভাণ্ডার। মার্কিন পরমাণু বিশারদ হ্যানস ক্রিস্টেনসেন জানিয়েছেন, পাকিস্তান একটি শর্ট রেঞ্জ নিউক্লিয়ার আর্সেনাল তৈরি করছে। আর এই শর্ট রেঞ্জ সিস্টেম সহজেই জঙ্গিদের হাতে চলে যেতে পারে। ঘটে যেতে পারে যে কোনও ধরনের ঘটনা কিংবা দুর্ঘটনা। - Advertisement - অন্যদিকে, মার্কিন প্রশাসনের আশঙ্কা প্রচুর উন্নতমানের অস্ত্র রয়েছে পাক জঙ্গিদের হাতে। ট্রাম্পের প্রশাসনিক অধিকর্তারা এই বিষয়ে আলোচনা করছেন। উচ্চপদস্থ মার্কিন আধিকারিকেরা পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত অঞ্চলে পরমাণু অস্ত্রের উপস্থিতি লক্ষ্য করে বলে জানা গিয়েছে। কোনও জঙ্গি সংগঠন কিংবা কোনও বিশেষ সন্ত্রাসবাদীর হাতে এই অস্ত্র রয়েছে বলেই দাবি আমেরিকার। এক মার্...

Citizens without citizenship Shyamal Bikash Chakma | September 25, 2017 4:38 am

Image
The Centre’s decision to confer citizenship to the Chakma and Hajong refugees settled in Arunachal Pradesh deserves to be commended but depriving them of land rights, Schedule Tribe status and application of the Inner Line Permits on them, so to say, is somewhat ignoble on the part of New Delhi after years of indecision. It also goes against the Supreme Court judgments to grant them citizenship in general. It appears to be a mere political accommodation and dubious interpretation of laws for political settlement. Such kind of citizenship to those who had been living in the state for more than 50 years will, in fact, permanently deny them Indian citizenship. It will further institutionalise their statelessness and will create an apartheid-like system that will restrict their movement, employment, opportunities, and will also limit their access to state services. The sin the Chakma tribe committed was to be with India during the 1947 partition, which took place on religious line...

আকাশ থেকে বিমানের পাখা ভেঙে পড়লো গাড়ির উপর!

Image
জাপানের ওসাকা বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের উদ্দেশ্যে যাত্রা করেছিল কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দেখা দিল বিপত্তি। হঠাৎ করেই বিমানের পাখা থেকে একটি অংশ খুলে পড়লো। সেটি গিয়ে একটি গাড়ির ছাদে উপর আঘাত করে। কর্মকর্তারা বলছেন বিমানটি সবেমাত্র ৬ হাজার ৫শ’ ফুট উচ্চতায় উঠেছিল। তখনই ঘটে এ বিপত্তি। বিমানের পাখা থেকে যে অংশটি খুলে পড়েছে সেটির ওজন ছিল চার কেজির বেশি। এতে ওই গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে গেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর কারণ খুঁজে বের করতে একটি তদন্ত শুরু করেছে। বোয়িং ৭৭৭ বিমানটিতে তিনশ’রও বেশি যাত্রী ছিল। তবে বিমানটি নিরাপদে আমস্টারডাম পৌঁছেছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্য তারা জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিবিসি। ইত্তেফাক/সেতু

আগ্নেয়গিরি অগ্নুৎপাতের আশঙ্কায় বালি থেকে ৪২ হাজার মানুষ স্থানান্তর

Image
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট আগুঙ’ এর অগ্নুৎপাতের আশঙ্কায় ওই অঞ্চলের অন্তত ৪২ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ সতর্কতা জারির পর রেডক্রস এই খবর জানিয়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরেই ‘মাউন্ট আগুঙ’ এর আশেপাশে অগ্নুৎপাতের চিহ্ন দেখা দেয়। আর এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শুক্রবার সর্বোচ্চ সতর্কতা জারির পর, দেশটির কর্তৃপক্ষ ওই পর্বতটির আশপাশের ১২ কিলোমিটার জায়গা থেকে বাসিন্দাদের সরে যেতে বলে।  ইতোমধ্যে, দেশটির প্রধান পর্যটক আকর্ষণকারী এই দ্বীপের বিমান পরিবহন সেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। বিবিসি। ইত্তেফাক/সেতু

রোহিঙ্গাদের জন্যে বরাদ্ধকৃত ৭০০ টন ত্রাণ চুরি করেছে নোয়াখালীবাসি

Image
ভারতীয় হাই কমিশন জানিয়েছে, এই দফায় প্রায় ৭০০ টন ত্রাণ সামগ্রী  পাঠিয়েছে  তারা রোহিঙ্গাদের জন্যে । অন্ধ্রপ্রদেশের একটি বন্দরে আইএনএস ঘারিয়াল নামের একটি জাহাজে এসব ত্রাণ সামগ্রী উঠানো হচ্ছে ন নোয়াখালী সিমান্ত দিয়ে সেগুলো নিয়ে জাহাজটি ২৯ সেপ্টেম্বর  নোয়াখালী  বন্দরে পৌঁছানর পর নোয়াখালী বাসি সেসব ত্রান চুরি করা শুরু করে । এক পর্যায়ে তারা সকল ত্রান চুরি করে খেয়ে ফেলে এবং লুট করে নিয়ে যায় ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, চিনি, লবণ, ভোজ্য তেল, নুডলস, চা, বিস্কুট ও মশারিসহ অন্যান্য জিনিস রয়েছে। ভারতীয় হাই কমিশন বলছে, তাদের এই দফার ত্রাণ দিয়ে প্রায় ৬৮ হাজার পরিবারকে সহায়তা করা যাবে। গত মাসে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল নামার পর প্রায় ১০০ টন ত্রাণ পাঠিয়েছে ভারত। Source RELATED POSTS

মালিতে ৩ বাংলাদেশী শান্তিরক্ষীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Image
আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার এক শোকবার্তায়, প্রধানমন্ত্রী মালিতে শান্তি বজায় রাখতে বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।  তিনি বলেন, ‘তাদের মৃত্যুতে বিশ্বশান্তি এবং বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হলো।’  শেখ হাসিনা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শেখ হাসিনা আহত চার বাংলাদেশী শান্তিরক্ষীর আশু আরোগ্য কামনা করেন। ইত্তেফাক/ইউবি

রোহিঙ্গারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী’

Image
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গারা শরণার্থী নয়, তাদরেকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবেই আশ্রয় দিয়েছে সরকার। এমনকি বাংলাদেশে আশ্রিত অবস্থায় যেসব সন্তান জন্মগ্রহণ করছে তাদেরও মিয়ানমারের নাগরিক হিসেবে জন্মসনদ দেয়া হচ্ছে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউএনএইচসিআর এর শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়কেন্দ্র এলাকায় অবকাঠামোগত উন্নয়নে ৩৫ কোটি টাকা দিচ্ছে। এই টাকা দিয়ে দ্রুত রাস্তাঘাট নির্মাণ করা হবে। রোহিঙ্গাদের জন্য সাময়িক বরাদ্দ কুতুবপালং ও বালুখালীর ২০০০ একর জমিতে এসব রাস্তাঘাট হবে। তিনি বলেন, ইউএনএইচসিআর অবকাঠামোগত উন্নয়নে যে ৩৫ কোটি টাকা দিচ্ছে তা দ্রুত পেয়ে যাব। এই টাকা দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন দ্রুত শেষ করা হবে। কারণ সেনাবা...

রোহিঙ্গারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গারা শরণার্থী নয়, তাদরেকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবেই আশ্রয় দিয়েছে সরকার। এমনকি বাংলাদেশে আশ্রিত অবস্থায় যেসব সন্তান জন্মগ্রহণ করছে তাদেরও মিয়ানমারের নাগরিক হিসেবে জন্মসনদ দেয়া হচ্ছে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউএনএইচসিআর এর শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়কেন্দ্র এলাকায় অবকাঠামোগত উন্নয়নে ৩৫ কোটি টাকা দিচ্ছে। এই টাকা দিয়ে দ্রুত রাস্তাঘাট নির্মাণ করা হবে। রোহিঙ্গাদের জন্য সাময়িক বরাদ্দ কুতুবপালং ও বালুখালীর ২০০০ একর জমিতে এসব রাস্তাঘাট হবে। তিনি বলেন, ইউএনএইচসিআর অবকাঠামোগত উন্নয়নে যে ৩৫ কোটি টাকা দিচ্ছে তা দ্রুত পেয়ে যাব। এই টাকা দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন দ্রুত শেষ করা হবে। কারণ সেনাবা...

ছুটিতেও চলবে রোদ-বৃষ্টির লুকোচুরি

Image
মধ্য শরতেও প্রকৃতি এ কেমন আচরণ করছে? কয়েক দিন ধরে ঝাঁজালো রোদ কাঁটার মতো খোঁচা দিচ্ছে। আবার সূর্যের আলো সরিয়ে হালকা মেঘে ঢেকে যায় আকাশ। কখনো ঝরে ছিটেফোঁটা বৃষ্টি। বৃষ্টি না থাকলে তো বাতাসহীন গুমোট ভাব। বৃষ্টি কমে যাওয়ায় ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। রোদ-বৃষ্টি যা-ই থাকুক না কেন, সব সময় ঘামে চটচটে হয়ে যায় পুরো শরীর। এ অবস্থার মাঝে আসছে দুর্গাপূজা আর মহররমের ছুটি। এর সঙ্গে এক দিনের সাপ্তাহিক ছুটিও যোগ হবে। এসব ছুটিকে উপলক্ষ করে অনেকে যাবেন বেড়াতে। অনেকে উৎসবে মেতে উঠবেন। উৎসবমুখর মানুষের এই প্রস্তুতিতে কি বাধা হয়ে দাঁড়াবে প্রকৃতি? এমন প্রশ্নের উত্তরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ২৭ সেপ্টেম্বর থেকে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। বৃষ্টির এই ধারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অস্বস্তিকর আবহাওয়ার কারণ জানতে চাইলে রুহুল কুদ্দুস বলেন, বাংলাদেশে এ সময়টা বৃষ্টি হয় মৌসুমি বায়ুর প্রভাবে। এ মাসের মাঝামাঝি সময় দেশের ওপর এটি সক্রিয় ছিল। এখন কিছুটা কম। তাই কয়েক দিন ধরে বৃষ্টি কম হয়েছে। তা ...

দুই রোহিঙ্গা নারী এইচআইভি ভাইরাসে আক্রান্ত

Image
মিয়ানমার থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গা নারীকে গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, তাঁদের মধ্যে দুজন এইচআইভি ভাইরাসে আক্রান্ত। আরেকজন সাপের দংশনে অসুস্থ। এইচআইভি ভাইরাসে আক্রান্ত নারী দুজনের বয়স ৫০ ও ৬০ বছর। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হলে ওই দুই নারী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁরা টেকনাফের রোহিঙ্গা শরণার্থীশিবিরে ছিলেন। সেখানে অসুস্থবোধ করায় বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর তাঁদের শরীরে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব মেলে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বলেন, এইচআইভি ভাইরাস আক্রান্ত দুজন রোহিঙ্গা নারী ভর্তি হয়েছেন। তাঁদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সব English আরও সংবাদ বিষয়: চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগ

বৈমানিকের হাতেই উড়ছে জাতীয় দলের নিশান

Image
ভাবুন তো, সাকিব আল হাসান তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের হাত ধরে ঢাকার কোনো রেস্তোরাঁয় প্রবেশ করছেন। রেস্তোরাঁর পরিবেশটা মুহূর্তেই বদলে যাবে। কারমা শেডরিফ শেরিংয়ের ক্ষেত্রে ঠিক তেমনটা হয় না। তবে ভুটান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও তাঁর হবু স্ত্রী দিয়েন দর্জিকেও ঘিরে ধরে উৎসুক জনতা। কেউ কেউ এগিয়ে এসে হাই-হ্যালো বলে হাতটা বাড়িয়ে দিচ্ছেন। জাতীয় দলের অধিনায়ক বলে কথা! কারমার নেতৃত্বেই বাংলাদেশকে হারিয়েছিল ভুটান। তবে এখানেই সীমাবদ্ধ নয় ভুটান অধিনায়কের পরিচয়। তিনি ভুটান জাতীয় এয়ারলাইনস ড্রুক এয়ারের পাইলটও। আকাশপথে যে বিমানের গা জড়িয়ে থাকে ভুটানের পতাকা। জাতীয় দলের অধিনায়কত্ব ও জাতীয় এয়ারলাইনসের পাইলট হিসেবে কারমা হয়ে উঠছেন ভুটানিজদের নেতা। যাঁর নেতৃত্ব সঠিক পথেই এগিয়ে যাচ্ছে ভুটানের ফুটবল ও ড্রুক এয়ার। কারমা শেরিংয়ের জীবনটা স্বপ্নের মতোই সুন্দর। ছোটবেলায় স্বপ্ন দেখতেন, হয় তিনি বৈমানিক হবেন, নাহয় জাতীয় দলের ফুটবলার। বিধাতার কী ইচ্ছে, কারমার দুটি স্বপ্নই পূরণ করে দিয়েছেন তিনি। কফির কাপে চুমুক দিতে দিতে সে গল্প শুনলে ঘোর লেগে যায়, ‘ছোটবেলায় স্বপ্ন দেখতাম বিমান চালাব। আবার কখনো স্বপ্ন দেখতা...