নিউইয়র্কের আদলে পাতাল রেল
দেশের প্রথম পাতাল রেলের নকশার (ডিটেইল ডিজাইন স্কেচ) কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাফেরার সুযোগ করে দিতে এই পাতাল রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বলে মনে করেন তিনি। জরুরি ভিত্তিতে ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সারমর্ম পাঠানো হয়। পরদিনই সারমর্মের ফিরতি ফাইলে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয় ও ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) কর্তৃপক্ষ। সূত্র জানায়, দেশের প্রথম পাতাল রেল স্থাপন করা হচ্ছে বিমানবন্দর থেকে কমলাপুর রুটে, যা এমআরটি লাইন-১ নামে পরিচিত। এটি হবে নিউইর্য়কের আদলে, যা সেখানে সাবওয়ে নামে পরিচিত। চলবে বিদ্যুতের সাহায্যে। এ রেলের গতিবেগ হবে প্রতি মিনিটে এক কিলোমিটার। সে হিসেবে প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যরে এমআরটি-১-এর সময়ের দূরত্ব হবে মাত্র ২০ মিনিট। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পাঠানো সারমর্মের তথ্যনুযায়ী, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নেই হবে এ প্রকল্পের বাস্তবায়ন। বর্তমানে ডিটেইল ডিজাইন স্কেচের কাজ চল...