Posts

Showing posts from September 10, 2017

অসহায় রোহিঙ্গাদের জন্য অপু বিশ্বাসের কান্না

Image
সারা বিশ্বের মানবিক মানুষকে নাড়িয়ে দিচ্ছে মায়ানমারের চলমান রোহিঙ্গা সংকট। অসহায় মানুষগুলোর ওপর দেশটির সরকারের অমানবিক আচরণ দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন নিজের অনুভূতি। দেশের সরকারসহ সবাইকে আহ্বান জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। আজ রবিবার সন্ধ্যায় একটি ছবিসহ পোস্ট অপু লিখেছেন, 'আমার খুব বেশি ফেসবুকে আসা হয় না। কিন্তু গত কয়েকদিন ধরে ফেসবুকে আসলে রোহিঙ্গা বিষয়ক ছবিগুলো দেখলে শরীর শিউরে উঠে! আমি রক্ত সহ্য করতে পারি না; তার উপর এসব বীভৎস ছবিগুলো দেখে ভয়ে ফেসবুক থেকে লগ আউট করি। ' 'গতকাল ফেসবুকে লগিন করতে এই ছবিটা দেখতে পাই। ছবিটার উপর আমার চোখ আটকে যায়। এদের জায়গায় নিজেকে কল্পনা করি। আমারও একটা সন্তান আছে। বাংলাদেশে জন্ম না হয়ে যদি আমার জন্মটা রাখাইন রাজ্যেও হতে পারতো। আমিও তখন এই পরিস্থিতিতে পড়তে পারতাম। ' আবেগাপ্লুত হয়ে অপু আরো লিখেছেন, 'না আর ভাবতে পারছি না।  অনূভব করলাম চোখের কোণে গরম তপ্ত জল গড়িয়ে পড়ছে। নিজের সন্...

'বিভিন্ন দেশে ১ কোটি ১১ লাখ ৩৪ হাজার জন শ্রমিক কর্মরত রয়েছে'

Image
বর্তমানে ১ কোটি ১১ লাখ ৩৪ হাজার ২১১ জন বাংলাদেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে।   আজ সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ তথ্য জানান।   তিনি বলেন, চলতি বছরের ২৯ আগস্ট পর্যন্ত চাকরির উদ্দেশ্যে এসব শ্রমিক বিএমইটির ছাড়পত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক ৩২ লাখ ২১ হাজার ৯৭৫ জন কর্মী গমন করেছে।   সরকারি দলের সদস্য নুরজাহান বেগম মুক্তার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের দেশে ফেরার সময় বিমানবন্দরে যাতে হয়রানির শিকার হতে না হয়, এ জন্য ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে তাদের জন্য আলাদা বুথ রয়েছে। তাদের হয়রানি কমিয়ে আনতে সরকার আরো যত ধরনের পদক্ষেপ নিতে হয় সরকার নিবে।   সরকারি দলের অপর সদস্য আলী আজমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিদেশে কর্মী পাঠানোর আগে তাদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশেষ করে বিদেশগামী পুরুষ কর্মীদের বহির্গমন ছাড়পত্র প্রদানের আগে বিএমইটির অধীনস্থ ...

রোহিঙ্গা শরণার্থীদের ঠেঙ্গারচরে সাময়িকভাবে আশ্রয় দেয়া হবে নিজস্ব প্রতিবেদক

Image
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সবাইকে একখানে করে সন্দ্বীপের কাছে ঠেঙ্গারচরে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হবে। এ লক্ষে সরকার থেকে ইতোমধ্যে সেখানে প্রায় ১০ হাজার একর জায়গা সনাক্ত করা হয়েছে। মিয়ানমারে ফেরত যাওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের সরকার থেকে খাদ্য, চিকিৎসা ও থাকার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সারা বিশ্ববাসীকে জাগ্রত করে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। সরকার দলীয় সংসদ কামাল আহমেদ মজুমদারের সম্পুরক প্রশ্নের জবাবে তিনি এ ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এটা নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। করে কোন লাভ হবে না। সবার উচিত এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করা, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। সবাই প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেন, এ সঙ্কটও আমরা মোকাবেলা করতে পারবো। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে মা...

mended for you 7:13 Chakma Dance | Thalfavang Kut Festival Mizoram | Music Of

Image
mended for you 7:13 Chakma Dance | Thalfavang Kut Festival Mizoram | Music Of 

Chakma dance by Delhi Chakma Cultural Group from

Image
7:38 Chakma dance by Delhi Chakma Cultural Group from 

ভারতে যখন মুসলমানের উপর হামলা হয় তখন আপনারা কোথায় থাকেন?

Image
অনেকেই মনে করেন বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদ করতে হলে আমাকে অতি অবশ্যই ভারতের মুসলিমদের নিপীড়নের প্রতিবাদ করতে হবে। একবার দুইবার করলে হবে না। প্রতিবার করতে হবে। যতবারই আমি নাসিরনগর বা চট্টগ্রামের কিংবা ফরিদপুরের হিন্দুদের উপর নিপীড়নের কথা বলব ততবারই আমাকে সবার প্রথমে ভারতের সংখ্যালঘু নিপীড়নের ফিরিস্তি দিতে হবে তারপর আমার দেশের কথা বলতে পারি। অনেকটা কোন শুভ কাজ শুরু করার পূর্বে গায়ত্রী মন্ত্র উচ্চারণের মত আর কি। কিন্তু আমার মাথায় ঢুকে না আমি কেন প্রতিটি কথায় ভারতের সমস্যার কথা তুলে ধরব? ভারত কি আমার দেশ? আমি কি ভারতের নাগরিক? আমার কাছে আমার দেশের সমস্যা আগে না ভারতের সমস্যা আগে? বাংলাদেশের সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কিছু একটা লিখলেই খুব কমন একটা প্রশ্ন এসে যায় - এতো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা বলছেন, ভারতের মুসলমানের উপর নির্যাতনের সময় আপনার এই প্রতিবাদী কন্ঠস্বর কোথায় যায়? - আমি বুঝেই উঠতে পারি না, ভারতের প্রতিটি সমস্যা নিয়ে আমি কেন এতো মাথা ঘামাতে যাব? আমি কি ভারতের খাই না পড়ি? তবে এই চিন্তা যেহেতু একটা বড় অংশের মানুষের মাথায় আছে তাই তাদের সমীপে বলতে...

মিয়ানমার রাষ্ট্র ও জনগণ কর্তৃক রোহিঙ্গা নির্যাতনের নেপথ্যের কাহিনী

Image
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন নিয়ে দীর্ঘ দিন ধরে আমার মনে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, শুধু রোহিঙ্গারাই কেন নির্যাতিত হয়? আরও তো অনেক জাতিগোষ্ঠী ও ধর্ম বিশ্বাসী লোকজন সেখানে আছে। এমনকি মুসলিম ধর্মাবলম্বী অন্য জাতির মানুষও রয়েছে ঢের। তাহলে আর সবাইকে বাদ দিয়ে মিয়ানমার রাষ্ট্র ও জনগণ কেন রোহিঙ্গাদেরকেই নির্যাতনের জন্য বেছে নেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে একদিন পেয়ে গেলাম এই লেখাটি। এটি লিখেছেন জাপানের সাংবাদিক আহিনামো কুরাছাওয়া, প্রকাশ করেছেন রিলিজিয়ন মাইন্ড ব্লগে। ২০১৬ সালে কথিত রোহিঙ্গা গণহত্যা নিয়ে লেখাটি প্রকাশিত হয়েছিলো। তার লেখা পড়ে আমি আমার উত্তর পেয়ে গেলাম। ভাবলাম এ বিষয়ে আরও অনেকের আগ্রহ থাকতে পারে, তাই ইস্টিশন ব্লগে বাংলায় অনুবাদ করে প্রকাশ করলাম। অনুবাদ সংক্রান্ত ভুল ত্রুটির দায় আমার। -সম্প্রতি বার্মায় রোহিঙ্গা মুসলিম এবং বার্মিজ বৌদ্ধদের মধ্যে ঘটে চলা সহিংসতা সম্পর্কে জনমনে বেশ ভালো রকমের ভুল বুঝাবুঝি রয়েছে। তাই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়ন তৈরি করে এই বিষয়টির উপর আলোকপাত করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা হল একদল মুসলিম সংখ্যালঘু যারা বাংলা ভাষা...

নীড়পাতা » ব্লগসমূহ » সাইয়িদ রফিকুল হক এর ব্লগ রোহিঙ্গানির্যাতন-ইস্যুতে কি বাংলাদেশ ভয়ংকরভাবে অপরাজনীতির ও ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে? লিখেছেন: সাইয়িদ রফিকুল হক — রবি, 09/10/2017 - 16:44

Image
রোহিঙ্গানির্যাতন-ইস্যুতে কি বাংলাদেশ ভয়ংকরভাবে অপরাজনীতির ও ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে? সাইয়িদ রফিকুল হক রোহিঙ্গা মানেই সবাই ভালোমানুষ নয়—আবার সবাই খারাপও নয়। এরা মুসলমান কিংবা নামধারীমুসলমানও হতে পারে। কিন্তু এদের অনেকেই জঙ্গিতৎপরতার সঙ্গে জড়িত ছিল, আর এখনও আছে। ইতঃপূর্বে দেখা গেছে, তারা নিজেদের শক্তিমত্তারপ্রমাণ দিতে নিরপরাধ বৌদ্ধভিক্ষুদের পর্যন্ত নির্বিচারে হত্যা করেছে, ধর্ষণ করেছে। আর খুনখারাবি, লুটতরাজসহ নানাভাবে অগ্নিসংযোগের মাধ্যমে নিরীহ ও শান্তিপ্রিয় বৌদ্ধসম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা করেছে। মুসলমানদের মধ্যে কারও-কারও স্বভাব খুব খারাপ। জঙ্গিপনা এদের খুব ভালো লাগে। এরা কোথাও গিয়ে সকলের সঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারে না। আর এদের কারও কোনো ধর্ম সহ্য হয় না। এরা অন্যকোনো ধর্ম সহ্য করতে পারে না। এই নামধারীমুসলমানশ্রেণীটি সবসময় উগ্রস্বভাবের হয়ে থাকে। এরা মনে করে থাকে: পৃথিবীতে শুধু একমাত্র ইসলামধর্মই থাকবে। আর ইসলামই একমাত্র ধর্ম। ইসলামধর্ম ব্যতীত কারও-কোনো ধর্ম মানা যাবে না, সহ্য করা যাবে না, সহ্য করা ঠিক হবে না, অন্যকোনো ধর্ম সম্মান করা যাবে না! এই শয়তানী ও ...