শীতে পেঙ্গুইনও উষ্ণতা খুঁজছে
হিমজগতের পাখি হিসেবে পরিচিত পেঙ্গুইন। মাইনাস ডিগ্রি তাপমাত্রায়ও বরফের মধ্যে খেলতে ভালোবাসায় এদের তো এই অভিধাই মানায়! কিন্তু কানাডায় যে শীত পড়ছে তাতে শুধু মানুষই নয়, জবুথবু হয়ে পড়ছে বরফের এই প্রাণীটিও। শীতের কবল থেকে বাঁচতে পেঙ্গুইনও নিরাপদে স্থানে আশ্রয় নিচ্ছে, খুঁজছে উষ্ণ স্থান। আর্কটিক বায়ুর প্রবাহে কানাডায় যে চরম ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে, তার নিদারুণ চিত্র উঠে এসেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার ক্যালগারি চিড়িয়াখানায়। বিশেষায়িত এই চিড়িয়াখানায় পাঁচ প্রজাতির পেঙ্গুইন রয়েছে। এদের মধ্যে কিং পেঙ্গুইন খুব খারাপ আবহাওয়ায় চলাফেরায় ভারী অভ্যস্ত। কিন্তু এরাও এখন শীতের থাবা থেকে নিজেকে রক্ষা করতে উষ্ণ ও উঁচু স্থানকেই বেছে নিচ্ছে। শুধু চিড়িয়াখানায় নয়, কানাডাজুড়ে বসছে শৈত্যপ্রবাহ। আগেভাগে আসা শৈত্যপ্রবাহের কারণে ইংরেজি নববর্ষের দিনই কানাডায় তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। প্রবল বাতাসের কারণে ঠান্ডার এই অনুভূতি মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হচ্ছে। ক্যালগারি চিড়িয়াখানার কিউরেটর মালু সেল্লি বলেন, তাঁরা ১০টি কিং পেঙ্গুইনকে উষ্ণ স্থানে নিয়ে এসেছেন শ...