Posts

Showing posts from December 6, 2018

উত্তেজনা বাড়িয়ে আরও ভয়ঙ্কর হচ্ছে ইরান

Image
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া। আর তারই জের ধরে সম্প্রতি ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ জানিয়েছেন, ইরান তাদের আকাশে ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির বিচরণ আরও বাড়াবে। এ ব্যাপারে আজিজ মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন, 'আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির পাল্লা বাড়ানো। আর সেটা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের দেশের বিমান বাহিনীকেও অনেক শক্তিশালী করে তুলতে চাই।' এ সময় তিনি আরও বলেন, 'ইরান আরও দীর্ঘ পাল্লার ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে। এছাড়া জঙ্গিবিমানের জন্য রাডার সিস্টেমকেও শক্তিশালী করার কর্মসূচি রয়েছে যাতে তারা দ্রুত এবং আরও নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।' আজিজ দাবি করেন, ইরানের যে বিশাল ক্ষেপণাস্ত্র শক্তি এবং দেশের প্রতিরক্ষা শিল্প ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সারা বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ