Posts

Showing posts from January 28, 2019

বরফে ঢাকা ৬ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বিয়ের আসরে বরযাত্রী!

Image
বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল বেশ কয়েকমাস আগে। অতিথিদের তালিকাও ছিল যথেষ্ট লম্বা। কিন্তু বিয়ের দিন যতই এগিয়ে আসতে থাকে, ততই তুষারে ঢেকে যেতে শুরু করল চতুর্দিক। তা দেখে অতিথিরা অনেকেই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন। কিন্তু বরযাত্রীরা ঘটালেন অবাক কাণ্ড। ৬ কিলোমিটার রাস্তা হেঁটে বিয়ের আসরে পৌঁছলেন তারা। ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। ত্রিইয়ুগিনারায়ণ গ্রাম থেকে প্রায় ৮০ জন বরযাত্রী রওনা দিয়েছিলেন বিয়ের আসরের উদ্দেশে। হঠাৎই তুষারপাত শুরু হয়। আটকে পড়ে গাড়ি। কিন্তু সময়ের মধ্যে বিয়ের আসরে পৌঁছাতে না পারলে অনুষ্ঠানই যে পণ্ড হয়ে যাবে! তাই বাধ্য হয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে হেঁটে স্ত্রীর বাড়ির উদ্দেশে রওনা দিলেন হবু বর। বরযাত্রীর দলে ছিলেন পাত্রের মামা, বোনসহ মাত্র ২৫ জন।  বরযাত্রীর দলে ছিল বেশ কয়েকজন খুদেও। পাত্রের পিছু পিছু গাড়ি থেকে নেমে বাধ্য হয়ে হাঁটতে শুরু করে তারাও। তাতে যদিও কিছুই আসে যায় না শিশুদের। বরং বরফের মাঝে হাঁটতে বেশ আনন্দই পায় তারা। দিব্যি খেলা করতে করতেই গন্তব্যে পৌঁছায় শিশুরা। বরের ভাই আশিষ গায়...

আবারও বাড়লো স্বর্ণের দাম

Image
স্বর্ণের অলংকার। ছবি: সংগৃহীত একমাসেরও কম সময়ের ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৯ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল জানান, 'আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণ ও রূপার দাম ওঠা-নামা করে থাকে। এ জন্য মঙ্গলবার থেকে বাড়তি দামে স্বর্ণ বিক্রি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে'। এর আগে গত ২ জানুয়ারি প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছিল বাজুস। তবে এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারো বাড়ানো হলো স্বর্ণের দাম। নবনির্ধারিত দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের স্বর্ণে প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৬৬৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর...

চীনে মানবাধিকার আইনজীবীর কারাদণ্ড

Image
চীনের স্বনামধন্য মানবাধিকার আইনজীবী ওয়াং কুয়ানঝাং। রাষ্ট্রের ক্ষতিসাধনের দায়ে চীনের স্বনামধন্য মানবাধিকার আইনজীবী ওয়াং কুয়ানঝাংকে আজ সোমবার সাড়ে চার বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ৪২ বছর বয়সী ওয়াং বিরোধী রাজনৈতিক নেতা ও সরকারি আদেশে সম্পত্তি হারানো মানুষের হয়ে আইনি লড়াই চালাতেন। এ ছাড়া তিনি নিষিদ্ধ আধ্যাত্মিক গোষ্ঠী ফালুন গংয়ের অনুসারী। ২০১৫ সালে ব্যাপক ধরপাকড়ের সময় গ্রেপ্তার আইনজীবী ও মানবাধিকারকর্মীদের মধ্যে ওয়াংও ছিলেন। সাম্প্রতিক বছরগুলোয় চীন সরকার মানবাধিকারবিষয়ক আইনজীবীদের প্রতি বেশ চড়াও। তিয়ানজিনের আদালত রায়ে বলেন, ওয়াংয়ের বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষতিসাধনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হলো। তাঁর রাজনৈতিক অধিকার পাঁচ বছরের জন্য রহিত করা হয়েছে। রুদ্ধদ্বার কক্ষে এই বিচার হয়েছে। এখানে কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না। এ ছাড়া বিদেশি কূটনীতিকদের আদালতে ঢুকতে দেওয়া হয়নি। বিবিসির সাংবাদিক সুডওয়ার্থ বেইজিং থেকে বলেন, এই রায়ের মাধ্যমে কর্তৃপক্ষ বিরোধীদের কাছে একটি বার্তা দিল। যাঁরা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে...

গ্রামের নাম পাকিস্তান, অথচ সব বাসিন্দাই হিন্দু

Image
প্রতীকী ছবি ভারতের বিহারে এক চিলতে একটি গ্রাম, যার নাম পাকিস্তান। যেখানে ২০১৫ সালে জনসংখ্যা ছিল ৩০০। এর মধ্যে একটিও মুসলমান পরিবার নয়। ইতিহাস ঘাঁটলে জানা যায়, দেশ বিভাগের আগে বিহারের বর্তমান পূর্ণিয়া জেলাটি ছিল তৎকালীন ইস্ট পাকিস্তানের একেবারে পাশেই। কিন্তু ১৯৪৭ সালের পর এই সীমান্তবর্তী অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের সকলেই চলে যান পূর্ব পাকিস্তানে। যাওয়ার আগে নিজেদের জমি-জায়গা সবই তারা দিয়ে যান ভারতের হিন্দু বাসিন্দাদের। তারপরই এই গ্রামের নামকরণ করা হয় পাকিস্তান। ঘরছাড়া মুসলমান প্রতিবেশীদের সম্মানেই এমন করেছিলেন পূর্ণিয়ার শ্রীনগর ব্লকের ভারতীয়রা। সাঁওতাল সম্প্রদায়ের সেই ভারতীয়রা চান না তাদের গ্রামের নাম বদল হোক। উপরন্তু তারা মনে করেন ভারত-পাকিস্তানের সম্পর্কে উন্নতি হোক। বন্ধ হোক যুদ্ধ-অশান্তি। প্রসঙ্গত, স্বাধীনতার পর ৭২ বছর কেটে গেলেও ভারতের এই পাকিস্তানের কোনও উন্নতি হয়নি বলে আক্ষেপ করেছেন সেখানের বাসিন্দারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ফার্স্টপোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, রাস্তা, হাসপাতাল, স্কুল কিছুই নেই এই গ্রামে। সামান্য হেল্‌থ সেন্টারও নেই।  নিজেরাই টাকা জমিয়ে কি...

পুতিনের তিন মিত্র থেকে নিষেধাজ্ঞা তুলল যুক্তরাষ্ট্র

Image
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান ওলিগারচ ওলেগ দেরিপাসকা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তিনটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ওলিগারচ ওলেগ দেরিপাসকার। যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম শিল্পপ্রতিষ্ঠান রাসাল, এন‍+ গ্রুপ ও জেএসসি ইউরোসিবএনারগোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এগুলো দেরিপাসকার নিয়ন্ত্রণে ছিল। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব খাটানোর অভিযোগের সঙ্গে যুক্ত ওলিগারচ। ডেমোক্র্যাটরা চেয়েছেন ওলিগারচের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকুক। গত এপ্রিল মাসে ইউএস রাসাল, এন‍+ গ্রুপ ও জেএসসি ইউরোসিবএনারগোকে কালো তালিকাভুক্ত করা হয়। ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে যে এই প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে লাভবান হচ্ছে। বিশ্বে ক্ষতিকর কাজের সঙ্গে এটি যুক্ত। দেরিপাসকার সঙ্গে জড়িত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠান রাসাল। এ মাসের শুরুতে রাসালের বিরুদ্ধে নিষেধাজ্ঞার চেষ্টা বন্ধ করে দেন সিনেটে রিপাবলিকানরা। রিপাবলিকান ...

নারীর ওড়না টান দিলেন সাবেক মুখ্যমন্ত্রী, ভিডিও ভাইরাল

Image
নারীর ওড়না টেনে ধরেন সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ছবি: সংগৃহীত মাইক ছিনিয়ে নিতে গিয়ে নারীর বুক থেকে ওড়না নামিয়ে ফেলে চরম বিপাকে পড়েছেন কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মহীশূরে একটি অনুষ্ঠানে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সিদ্দারামাইয়ার আচরণে চিৎকার শুরু করে ওই নারী। অপরিচিত ওই নারী অভিযোগ করে বলেন, ‘তিনি সিদ্দারামাইয়াকে জানাতে যান, বিধায়ক যতীন্দ্রের সাক্ষাত্‍‌ তিনি পাচ্ছেন না। যতীন্দ্র হলেন সিদ্দারামাইয়ার ছেলে। ঠিক ওই মুহূর্তেই রেগে যান সাবেক মুখ্যমন্ত্রী। ও নারীর হাত থেকে মাইকটি কেড়ে নিতে যান তিনি। তখনই বেধে যায় বিপত্তি। মাইকের বদলে সিদ্দারামাইয়ার হাতে চলে আসে নারীর ওড়না। এসময় চিত্‍কার-চেঁচামেচি শুরু করেন ওই নারী। আরো পড়ুন:  রোড রোলারে চড়ে বিয়ে করতে গেলেন পাত্র ইত্তেফাক/বিএএফ  ওড়না  মুখ্যমন্ত্রী 107 Shares

মহাশূন্যে হার্ট ফ্যাক্টরি!

Image
ফাইল ছবি বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে, প্রতি বছর দুনিয়াজুড়ে হার্টের রোগী বাড়ছে। বাড়ছে এই অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। কোনো কোনো রোগীর ক্ষেত্রে হার্ট প্রতিস্থাপন করারও দরকার পড়ে। কিন্তু চাইলেই তো আর প্রতিস্থাপন করার জন্য হার্ট মেলে না। কারো হূদযন্ত্র নিতে গেলে অনেক মানদন্ড মেনে চলতে হয়, যা অনেক কঠিন। তাই চিকিত্সা বিজ্ঞানীদের চোখ এখন কৃত্রিম হার্টের দিকে। কিন্তু কৃত্রিম হূদযন্ত্র তৈরীও অনেক কঠিন কাজ। ল্যাবরেটরিতে তৈরী বেশিরভাগ হূদযন্ত্র সঠিকভাবে কাজ করছে না। যাদের ক্ষেত্রে সেটা কাজ করছে তারা ভাগ্যবান। কিন্তু গবেষকরা বলছেন, তারা সমাধান পেয়ে গেছেন। আর সেই সমাধান হচ্ছে পৃথিবীর পরিবর্তে মহাশূন্যে হার্ট তৈরীর কারখানা স্থাপন! বিষয়টি সায়েন্স ফিকশনের মত শোনালেও খবরটি মিথ্যা নয়। এক দশকের মধ্যেই হার্ট প্রতিস্থাপনে শতভাগ সফলতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এই অতি আত্মবিশ্বাসের কারণ হিসেবে তারা বলেছেন, মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীতে বসে নিখুঁত কৃত্রিম হার্ট তৈরীর ক্ষেত্রে বড় বাধা। গত বছর বিশ্বে ৭ হাজার ৬শটি হার্ট প্রতিস্থাপন হয়েছে। হাজার হাজার রোগী এখনো অপারেশনের অপেক্ষায় আ...

সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্টের!

Image
ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হচ্ছে। আট দিনের মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নতুন নির্বাচন দেয়ার জন্য চাপ সৃষ্টি করেছে ইউরোপের দেশ ফ্রান্স, স্পেন ও জার্মানি। এদিকে, রবিবার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।  গতকাল ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন নিকোলাস মাদুরো। এ সময় সামরিক মহড়ার প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। সেনাদের উদ্দেশে মাদুরো বলেছেন, আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। এ সময় তিনি সামরিক বাহিনীর ব্যবহৃত রুশ হার্ডওয়্যার, এন্টি এয়ারক্রাফট ফ্ল্যাক, ট্যাংকসহ নানা সামরিক শক্তি পর্যবেক্ষণ করেন। গত মে মাসে লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় সাধারণ নির্বাচনে জয়লাভের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাদুরো। চলতি মাসের শুরুতে শপথ নেন বামপন্থি এ রাজনীতিক। তবে বিরোধীরা প্রথম থেকেই কারচুপির অভিযোগ তুলে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দেশের যখন এই অবস্থা তখন ...

ভেনেজুয়েলা ছাড়ছে হাজারো মানুষ

Image
ভঙ্গুর অর্থনীতি, খাদ্য সংকটসহ নতুন করে রাজনৈতিক সংকটে পড়ায় হাজার হাজার মানুষ ভেনেজুয়েলা ছাড়ছে। ছবি: সংগৃহীত। ভঙ্গুর অর্থনীতি, খাদ্য সংকটসহ নতুন করে রাজনৈতিক সংকটে পড়া ভেনেজুয়েলা ছাড়ছে দেশটির হাজার হাজার মানুষ। এসব মানুষের বেশিরভাগই প্রতিবেশী দেশ কলম্বিয়ায় পাড়ি জমাচ্ছে। কোন ধরণের বৈধ কাগজ ছাড়াই তারা কলম্বিয়ায় ঢুকে পড়ছে। এছাড়া অনেকে ব্রাজিল ও পেরুতে প্রবেশ করছে বলে খবরে বলা হয়েছে। ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া এসব লোকের ভাষ্য, তাদের দেশের (ভেনেজুয়েলা) অবস্থা ভয়াবহ। গত বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময় বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। গুয়াইদোর এমন ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সঙ্গে সঙ্গে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এছাড়াও আরো কয়েকটি লাতিন আমেরিকান দেশ গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আরো পড়ুন:  বুকরিনা ফাসোতে জঙ্গি হামলায় নিহত ১০ অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থনের কথা ঘ...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, কেন চাপে চীন

Image
চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল সেটা সাময়িক স্থগিত। কিন্তু এ সপ্তাহেই দুই দেশের শীর্ষ পর্যায়ের এক বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু বেইজিং কেন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্য চুক্তিতে আসতে ক্রমাগত চাপের মুখে পড়ছে? বাণিজ্য যুদ্ধ চীনের অর্থনীতিকে হয়ত মন্দার দিকে নিয়ে নিয়ে যাবে না কিন্তু এটা অবশ্যই পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যাবে। গ্রোথ ডাটা গত সপ্তাহে যে প্রতিবেদন দিয়েছে তাতে দেখা যাচ্ছে ১৯৯০ সালের পর এটাই চীনে সবচেয়ে কম গ্রোথ রেট। কিন্তু এটাও ততটা চিন্তার বিষয় না। যতটা না অন্য তথ্য গুলো দুঃচিন্তার কারণ হচ্ছে। ক্রেতা বা ভোক্তাদের অনুভূতি এবং খুচরা বিক্রয় খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে। ছোট এবং মাঝারি ধরণের কোম্পানি গুলো কম অর্ডার এবং মজুদের ব্যাপারে সেই ধাক্কাটা বুঝতে পারছে। আর এই চাপটাই পড়ছে কমিউনিস্ট পার্টির উপর। প্রেসিডেন্ট শি জিংপিং যে এই বিষয়ে খুব কম নজর দিয়েছেন সেটাই প্রতিফলিত হচ্ছে। প্রেসিডেন্ট শি জিংপিং এর বৈধতার ভিত্তি হল চীনকে শক্তিশালী রাখা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাপের মধ্যে রয়েছে একটা চুক্তি করার জন্য। চীনে যে...

স্কুল থেকে ফেরার পথে ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু, বাবা আহত

Image
নিহত দুই ভাই-বোন। ছবি : ইত্তেফাক রাজধানীর কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রিয়প্রাঙ্গন আবাসিক এলাকা ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফরিন (১৩) ও তার ভাই একই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আফসার উদ্দিন (১০)। তারা ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অন্তর্গত রাজেন্দ্রপুর হাটখোলা এলাকার বাসিন্দা ডালিম হোসেনের সন্তান। মোটরসাইকেলে দুই সন্তানকে স্কুলে থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন ডালিম। আরো পড়ুন : বিমানবন্দরের সামনে ফুটপাতে ট্রাক, ২ পথচারী নিহত প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে দুই সন্তানকে স্কুলে থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন ডালিম হোসেন। রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রিয়প্রাঙ্গন আবাসিক এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার দুই সন্তান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ডালিম হোসেনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-মাও...

নিলামে উপহার বিক্রি করছেন নরেন্দ্র মোদি

Image
সংগৃহীত ছবি   উপহার নিলামে বিক্রি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ পর্যন্ত তাঁর পাওয়া বিভিন্ন উপহার নিলামে বিক্রি করে স্বপ্নের ‘নামামি গঙ্গে’ প্রকল্পে খরচ করার জন্য টাকা সংগ্রহ করা হচ্ছে। ২৭ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর দফতরের উদ্যোগে এই নিলাম শুরু হয়েছে। নিলাম শেষ হবে আজ সোমবার। নয়া দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট-এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলামে অংশ নেতার জন্য আলাদা একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটিতে মোদির নানা উপহারের বিবরণ রয়েছে। ২০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ম দামের উপহার সামগ্রির ক্যাটালগ দেখে অনলাইনেও নিলামে অংশ নেয়া যাবে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ