Posts

Showing posts from September 16, 2021

ব্রিটিশ মন্ত্রিসভায় রদবদল: পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন লিজ ট্রাস

Image
  যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৬ বছর বয়সী লিজ ট্রাস। ব্রিটেনের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রীর এই দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি দেশটির বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বার্তা সংস্থা রয়টার্সের  খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দায়িত্ব নেওয়ার পরে এই প্রথমবারের মতো মন্ত্রিসভায় রদবদল করেন। এছাড়া তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন, আইনমন্ত্রী রবার্ট বাকল্যান্ড এবং স্থানীয় সরকার ও সম্প্রদায়বিষয়ক মন্ত্রী রবার্ট জেনেরিক। এদিকে, পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে ডমিনিক রাবকে বিচারমন্ত্রী করা হয়েছে। একই সাথে তাকে লর্ড চ্যান্সেলর এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবেও নিয়োগ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তার অবস্থান বা ভূমিকার এই পরিবর্তনকে পদাবনতি হিসেবেই দেখছেন এমপিরা। নতুন পররাষ্ট্রমন্ত্রী ৪৬ বছর বয়সী লিজ ট্রাস গত দু’বছর বাণিজ্যমন্ত্রী ছিলেন। বিশ্বব্যাপী নানা দেশের সঙ্গে একাধিক ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি করেছেন তিনি। কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে। বিডি প্রতি...

চীনের ত্রুটিযুক্ত ড্রোন কিনে বিপাকে পাকিস্তানের বিমান বাহিনী

Image
  ফাইল ছবি চীনের তৈরি চালক বিহীন সশস্ত্র ড্রোন ক্রয় করে বিপাকে পড়েছে পাকিস্তানের বিমান বাহিনী। কারণ সেগুলো কোনো কাজে লাগানো যাচ্ছে না। এ বিষয়ে পাকিস্তান বারবার সাহায্যের আবেদন জানালেও সাড়া দিচ্ছে না চীন। ত্রুটিযুক্ত ওই তিনটি ড্রোন বানিয়েছে চীনের চেংদু এয়ারকাফ্ট ইন্ড্রাস্ট্রি গ্রুপ এবং ড্রোন বিক্রি করেছে চীনের ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএটিআইসি)। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিমান বাহিনীতে তা অন্তর্ভূক্ত করা হয়্। ড্রোনগুলো আকাশে উড়ানোর কথা থাকলেও তা এখন ভূমিতেই পড়ে আছে। এর আগেও ড্রোনে ত্রুটি দেখা দেওয়ায় চীনের একটি প্রতিনিধি দল এসে সেগুলো মেরামত করেছিল। এবার ড্রোন মেরামত ও রক্ষণাবেক্ষণে আরও  প্রশিক্ষিত দল পাঠাতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। তবে চীনের ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন এখনো সে অনুরোধে সাড়া দেয়নি। চীন পাকিস্তানের মধ্যে বড় মাপের যে চুক্তি হয়েছে তার অংশ হিসেবে এসব ড্রোন ক্রয় করা হয়। ওই চুক্তির আওতায় ৫০টি ড্রোন নির্মাণ করা হবে পাকিস্তানে। জানা গেছে, তিনটি ড্রোনের দুটিতেই জিপিএস সমস্যা পাওয়া গেছে যা ড্রোন...