Posts

Showing posts from October 4, 2019

ভারতীয় উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Image
নয়াদিল্লীর হোটেল তাজ প্যালেসে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিশেষ করে ভারতের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বিনিয়োগের জন্য সবচেয়ে উদার পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার নয়াদিল্লীর হোটেল তাজ প্যালেসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে বাংলাদেশের উপর কৌশলগত আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন, ‘এটা বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী বিশেষ করে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের শিক্ষা, হাল্কা প্রকৌশল শিল্প, ইলেক্ট্রনিক্স শিল্প, অটোমোটিভ শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করার সময়।’ তিনি আরো বলেন, ‘আজ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি স্বাধীন ও উদার বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগ বান্ধব বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য আইনি সুরক্ষা, উদার রাজস্ব ব্যবস্থা, মেশিনপত্র আমদানির ক্ষেত্রে বিশেষ ছাড়, আনরেস্ট্রিকটেড এক্সিট পলিসি, সম্পূর্ণ বিনিয়োগ ও পুঁজি নিয়ে চলে যাবার সুব...

উত্তেজনার মধ্যেই ভারতকে শক্তিশালী ট্যাংক কিলার দিল ইসরায়েল

Image
কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আর এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের দিক থেকে শত্রুদের ট্যাংক মোকাবিলায় এবার নয়া অস্ত্র হাতে পেল ভারতীয় সেনাবাহিনী। এই মুহূর্তের প্রয়োজনীয়তা মেটাতে আপাতত সীমিত সংখ্যক ইসরায়েলি স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (ATGMs) অধিগ্রহণ করল ভারতীয় সেনাবাহিনী। DRDO-র তৈরি দেশীয় প্রযুক্তির মানবচালিত পোর্টেবল ট্যাংক কিলার তৈরি না-হওয়া পর্যন্ত এই অস্ত্রকেই কাজে লাগানো হবে বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ২১০ স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার ১০ দিন আগে ভারতে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে চলা চাপা উত্তেজনার মধ্যেই জরুরি ভিত্তিতে এই অস্ত্র ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।  ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জইশ শিবিরের উপর ভারতীয় মিরাজ ২০০০ ফাইটার জেট অভিযানের পর প্রায় ২৮০ কোটি টাকা দিয়ে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন ফায়ার অ্যান্ড ফরগেট স্পাইক ATGMs কেনে ভারত। এগুলো ৪ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ‘আগামী বছরের মধ্যে DRDO-র তৈরি করা মানব-পোর্টেবল ATGM তৈরি না-হলে...

কাশ্মীর নিয়ে যে প্রশ্ন করায় ক্ষেপে আগুন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Image
শাহ মাহমুদ কুরেশি জাতিসংঘের মানবাধিকার কমিশনের বৈঠকে ইমরান খানের পাশে নাকি দাঁড়িয়েছে ৫৮টি দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই দাবির ভিত্তিতে এই ৫৮টি দেশের মধ্যে কয়েকটির নাম জানতে চান এক পাকিস্তানি সাংবাদিক। এই প্রশ্নের মুখে পড়েই তেলেবেগুনে জ্বলে ওঠেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। পাকিস্তানের টিভি চ্যানেল এক্সপ্রেস নিউজের একটি টক শো-তে উপস্থিত ছিলেন কুরেশি। সেখানে ইমরান খানের কাশ্মীর ইস্যুতে ৫৮টি দেশকে পাশে পাওয়ার কথা বারবার বলতে থাকেন তিনি। তখন কোন কোন দেশ পাকিস্তানকে সমর্থন করেছে তা জানতে চান সঞ্চালক। প্রশ্ন শুনেই ক্ষেপে ওঠেন কুরেশি। তিনি বলেন, ‘আপনি কার হয়ে কাজ করছেন? পাকিস্তানকে কোন কোন দেশ সমর্থন করছে তা কি আপনি ঠিক করে দেবেন?’ ট্যুইটেও তার কাছে এক ব্যক্তি এই বিষয়ে জানতে চান। তাকে কুরেশি বলেন, ‘আমি এরকম কথা কোথায় লিখেছি আমাকে দেখান। প্রধানমন্ত্রী কী লিখেছেন তা নয়, আমি কোথায় লিখেছি সেটা দেখান।’ কুরেশিকে তার ট্যুইট দেখানোর পরেও তিনি ওই ব্যক্তি কার হয়ে কাজ করছেন, সেই প্রশ্ন করেন। সূত্র: এই সময় বিডি প্রতিদিন/কালাম

সিরিয়ায় সামরিক অভিযানে প্রস্তুত তুরস্ক

Image
সিরিয়ায় সামরিক অভিযানে প্রস্তুত তুরস্ক -  ছবি : সংগৃহীত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তর-পূর্ব সিরিয়ায় একটি ‘নিরাপদ অঞ্চল’ গঠনের চেষ্টা আসলে কোনো সুফল বয়ে আনবে বলে মনে করে না তুরস্ক। তাই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে দেশটি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ কাভুসোগলু এ কথা বলেছেন। আঙ্কারা ও ন্যাটোর মিত্র ওয়াশিংটন সিরিয়ার সীমান্তে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে সিরিয়ান কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে নিশ্চিহ্ন করতে চায় তুরস্ক, কারণ এটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে দেখে দেশটি। তুরস্ক বলেছে যে ২০ লাখেরও বেশি সিরিয়ান শরণার্থী এই এলাকায় বসতি স্থাপন করতে পারে। তবে এই প্রচেষ্টার মাধ্যমে সিরিয়ান শরণার্থীদের বসতি স্থাপনের প্রত্যাশা পূরণ না হলে বা উদ্যোগ স্থগিত হলে একতরফাভাবে সামরিক পদক্ষেপ নেয়ার ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। সামরিক অভিযানের বিষয়ে প্রত্যক্ষ ইঙ্গিত দিয়ে গত মঙ্গলবার প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ পদক্ষেপের অগ্রগতিতে ঘাটতির কারণে তুরস্কের একা কাজ না করার কোনো বিকল্প ছিল...

একা হয়ে গেলেন মৌসুমী

Image
একা হয়ে গেলেন মৌসুমী -  ছবি : সংগৃহীত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সামনে রেখে বেশ আয়োজন করেই প্রচারণায় নেমে ছিলেন মৌসুমী। কিন্তু মনোয়নপত্র জমা দেয়ার শেষ পর্যায়ে এসে  একা হয়ে গেলেন তিনি।  এবার মিশা-জায়েদ ও মৌসুমী-তায়েব প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলো। কিন্তু হঠাৎ করেই ভেস্তে গেছে মৌসুমী-তায়েব প্যানেল। এরপরও মৌসুমী ও ডিএ তায়েব স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলে, শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডিএ তায়েব! কারণ জানতে ডিএ তায়েবকে একাধিকবার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি। এক এক করে প্যানেলের সবাই সরে দাড়ালেও ‘একলা চলো’ নীতিতে অটল থেকে নির্বাচন করছেন মৌসুমী। তিনি আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল থেকে প্যানেলের প্রার্থীদের ফোনে পাচ্ছেন না মৌসুমী। তাদের কেউ কেউ নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিতে এসে মৌসুমী বলেন, ‘অনেক সদস্য মিলে একটি চমক জাগানিয়া প্যানেল তৈরি করেছিলাম আমরা। কিন্তু আড়ালে থেকে একটি মহল বাধার দেয়াল তৈরি করেছে। সবাইকে নির্বাচন না করতে প্রভাবিত করেছে। একটা সময় দেখলাম নির্বাচনে ...

পানি ব্যবহারের বিকল্প প্রযুক্তি

Image
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে পানি ব্যবহারের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী। রাজধানীর কুড়িলে আইসিসিবিতে আয়োজিত প্রদর্শনীতে বিশুদ্ধ পানি ও নবায়নযোগ্য শক্তির যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে। মেলায় বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের কয়েকটি  দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। গতকাল মেলায় গিয়ে দেখা গেছে, মূলত শিল্প-কারখানা, বাড়িতে নিরাপদ পানি ব্যবহারে আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। শিল্প উদ্যোক্তারাই এখানে এসেছেন বিভিন্ন প্রযুক্তি দেখতে। তারা দেখছেন, কীভাবে পানি দূষণমুক্ত হচ্ছে এবং বাসাবাড়িতে ব্যবহার উপযোগী বৈদ্যুতিক দূষণমুক্ত পানি উৎপাদন মেশিনারিজ। এসব মেশিনারিজ বাজারজাত করাসহ কারখানার জন্য ইটিপি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য পানি দূষণ রোধ করে কীভাবে বিশুদ্ধ পানি উৎপাদন করা যায়। দূষণ একটি ভয়াবহ সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে সারা বিশ্বে। এ সংকট থেকে মুক্ত হতে পানি ব্যবহারের টেকসই উপায় এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর একাধিক সেমিনার আয়োজন করা হয়েছে। বাসাবাড়িতে দূষণমুক্ত পানি সরবরাহের জন্য পানি উৎপাদনের কারখানা স্থাপন করার প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে এ মেলা...

ল্যাপটপের দাম ৯ কোটি টাকা/১১:৩৮, ০৩ অক্টোবর, ২০১৯

Image
ছবি-সংগৃহীত একটা ল্যাপটপের দাম কত হতে পারে? ৫০ হাজার, ১ লাখ টাকার ল্যাপটপের কথা শুনেছেন। ৫-৬ লাখের ল্যাপটপও মেলে বাজারে। কিন্তু কখনও শুনেছেন একটা ল্যাপটপ বিক্রি হয়েছে ৯ কোটি টাকায়? কেন এত দাম? তার পিছনে রয়েছে ভয়ঙ্কর অথচ চমকপ্রদ কাহিনী। কী সেই কাহিনী জেনে নেয়া যাক। দেখতে আর পাঁচটা সাধারণ ল্যাপটপের মতোই। নিউ ইয়র্কে নিলাম হয় ল্যাপটপটি। দেখতে সাধারণ হলেও এটি কিন্তু সাধারণ নয়। এই ল্যাপটপের জন্য গোটা বিশ্বে প্রায় ৭ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভয়ঙ্কর সব ম্যালওয়্যারে ভর্তি এই ল্যাপটপ! শুধু তাই নয়, এই ল্যাপটপে এমন ভাইরাস রয়েছে, যা বিশ্বের ৭৪টি দেশের কম্পিউটার সিস্টেমকে পুরো বিকল করে দিয়েছিল। সাইবার সিকিউরিটি সংস্থা ডিপ ইনস্টিংক্ট-এর সঙ্গে যৌথ ভাবে ভয়ঙ্কর এই ল্যাপটপটি তৈরি করেছেন গুয়ো ডাং। ল্যাপটপটির নাম রাখা হয়েছে ‘পারসিসটেন্স অব কেওস’। ল্যাপটপের মধ্যে ভয়ঙ্কর সব ম্যালওয়্যার ঢুকিয়ে দেয় ডিপ ইনস্টিংক্ট। ল্যাপটপের মধ্যে রয়েছে ক্রাই র‌্যানসমওয়্যার-এর মতো ভয়ঙ্কর ম্যালওয়্যার। ২০১৭ সালে বিশ্বের ১৫০টি দেশে কম্পিউটার সিস্টেমে হামলা চালিয়েছিল এই ভাইরাস। যার জেরে ৪০০ কোটি ডলার ক্ষতি হয়। ...

স্বর্ণখনি ধ্বসে কঙ্গোতে নিহত ২২/২১:২৩, ০৩ অক্টোবর, ২০১৯

Image
কঙ্গোতে সোনার খনি ধ্বসে শ্রমিকদের হতাহতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত কঙ্গোতে স্বর্ণের খনি ধ্বসে অন্তত ২২ জন অবৈধ শ্রমিক নিহত হয়েছেন। দেশটির জনসংযোগমন্ত্রীর বরাত দিয়ে বৃহস্পতিবার খবরটি প্রকাশ করেছে সংবাদসংস্থা সিএনএন। জনসংযোগমন্ত্রী স্টিভ এমবিকাইয়ি বলেন, বুধবার কঙ্গোর মিনিয়ামা প্রদেশের কাম্পেন শহরে অবস্থিত একটি অবৈধ খনিতে স্বর্ণ উত্তোলন করার সময় হঠাৎ খনির একটি অংশ ধ্বসে পড়ে। এ ঘটনায় অন্তত ১৪ জন ঘটনাস্থলেই মারা যান। কিন্তু উদ্ধারকর্মীরা পরে খনি থেকে আরও সাতটি মৃতদেহ উদ্ধার করে। এ সময় মারাত্মকভাবে আহত তিনজনের মধ্যে এক শ্রমিক হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এমবিকাইয়ি জানান, নিহতদের মৃতদেহ সৎকারের সব খরচ কঙ্গো সরকার বহন করবে। সেই সঙ্গে আহতদের চিকিৎসা খরচও বহন করা হবে। আরও পড়ুন:   চেয়ার টেবিলে ছাত্রলীগ, মেঝেতে ছাত্রদল স্বর্ণসমৃদ্ধ কঙ্গোতে অনেকগুলো অবৈধ খনি ছড়িয়ে ছিটিয়ে আছে। খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিবছরই স্বর্ণ উত্তোলন করতে গিয়ে শত শত শ্রমিক দুর্ঘটনার শিকার হন। গত জুনে কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কলোয়েজিতে একটি কপার খনি ধ্বসে অন্তত ৩৬ জন অবৈধ...

আফগানিস্তানে বিমান হামলায় ১৮ তালেবান নিহত

Image
ছবি সংগৃহীত আফগানিস্তানের ৬টি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সিরিজ বিমান হামলায় অন্তত ১৮ জন তালেবান সৈন্য নিহত হয়েছেন। দেশটির কান্দাহার, হেলমান্দ, জাবুল, ফারাহ, লোগার ও গজনীতে হামলাগুলো চালানো হয়। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেস। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, কান্দাহারের আরগানদাবে একটি বিমান হামলায় ৩ জন তালেবান সেনা নিহত হন। এছাড়া হেলমান্দে ৩ জন ও জাবুলে ১ জন বিদ্রোহী মারা যান। এছাড়া লোগার প্রদেশের বারাকিতে বড় একটি হামলায় ৭ জন তালেবান সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় দলটির শীর্ষ কয়েকজন নেতাও মারা যান। গজনীর গিরো জেলাতে পৃথক আরেকটি হামলায় ৪ জন বিদ্রোহী মারা গেছেন বলে জানিয়েছে আফগান বিশেষ বাহিনী। এসময় নিরাপত্তা বাহিনীর একটি চুরি যাওয়া সাঁজোয়া যানও উদ্ধার করেন তারা। আরও পড়ুন :  মেহেরপুরে সবজী ভর্তি ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার এছাড়া হেলমান্দ, জাবুল ও গজনীতে অভিযান চালিয়ে অন্তত ৯ জন তালেবান সেনাকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছে আফগান-মার্কিন যৌথ বাহিনী। ইত্তেফাক/মিশু

সৌদি আরবের হারিয়ে যাওয়া রহস্যময় সভ্যতার সন্ধান

Image
পাথরের এই স্মৃতিস্তম্ভটি নবতায়িয়ানদের তৈরি করা অন্য স্থাপনাগুলোর মধ্যে একটি। ছবি: সংগৃহীত সৌদি আরবের একাংশে প্রথমবারের মতো গভীর প্রত্নতাত্ত্বিক জরিপ শুরু করেছে এক দল গবেষক। উদ্দেশ্য, একসময় সেই অঞ্চলে বসবাসকারী এক রহস্যময় সভ্যতার বিষয়ে আলোকপাত করা। বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি সভ্যতার বাস ছিল এই অঞ্চলে যা পরিচিত ছিল নবতায়িয়ান সভ্যতা নামে। খ্রিষ্টপূর্ব ১০০ বর্ষ থেকে শুরু করে পরবর্তী ২০০ বছর টিকেছিল এই সভ্যতা। নবতায়িয়ান সংস্কৃতি নামে পরিচিত সেই সভ্যতার অত্যন্ত জটিল ও উন্নত কিছু পাথরের স্মৃতিস্তম্ভ সেই সময়ে সাক্ষ্য দিলেও এখনো অনেকগুলি সাইট অনাবিষ্কৃত রয়ে গেছে। সৌদি আরবের আল উলার শিলাকীর্ণ মরুভূমির কুচকুচে কালো আকাশের জন্য পরিচিত। কারণ, এখানে স্টারগেজার বা তারা দেখতে আসা মানুষেরা কোনো ধরণের আলোক দূষণ ছাড়াই মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু এগুলো ছাড়াও ধীরে ধীরে এই এলাকাটি প্রত্নতাত্ত্বিকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে। নবতায়িয়ান শাসকরা তাদের সাম্রাজ্য শাসন করতেন মনোমুগ্ধকর শহর পেত্রা থেকে যা জর্ডানে অবস্থিত। আল উলায় তারা তাদের দ্বিতীয় রাজধানী ...

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ হলে প্রাণ যাবে সাড়ে ১২ কোটি মানুষের

Image
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণায় দাবি করা হয়েছে, ভারত-পাকিস্তানের পরমাণু যুদ্ধে প্রায় সাড়ে ১২ কোটি মানুষের প্রাণহানি হতে পারে। ছবি: এএফপি ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়ালে তাৎক্ষণিকভাবে সাড়ে ১২ কোটি মানুষ মারা যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণাপত্রে এই আশঙ্কা করা হয়েছে। দুই দেশের এই পারমাণবিক যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়বে বলেও সতর্ক করা হয়েছে ওই গবেষণায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সির রুটজার্স বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এই গবেষণা করেছেন। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’–এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষকদের আশঙ্কা, ২০২৫ সালে পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। তত দিনে দুই দেশ মিলিয়ে ৪০০ থেকে ৫০০ পারমাণবিক অস্ত্র মজুত করে ফেলবে, এমন আশঙ্কাও করেছেন গবেষকেরা। গবেষণায় অংশ নেওয়া অধ্যাপক অ্যালান রোবোক বলেছেন, ‘বর্তমানে নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। কিন্তু এদের মধ্যে কেবল ভারত ও পাকিস্তানই নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার দ্র...

তাফিদার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে রায় দিলেন ব্রিটিশ আদালত

Image
শিশু তাফিদা রাকিব। ছবি: সংগৃহীত যুক্তরাজ্যের হাসপাতালের বিছানায় ‘গভীর ঘুমে’ আচ্ছন্ন পাঁচ বছরের ছোট্ট শিশু তাফিদা রাকিব। ‘কোমা’য় চলে যাওয়া তাফিদার বিষয়ে আশা ছেড়েছেন চিকিৎসকেরা। তাঁরা মত দিয়েছিলেন, তাফিদার জীবনাবসান ঘটানোই শ্রেয়। তবে যুক্তরাজ্যের আদালত রায় দিয়েছেন, তাফিদাকে ইতালি নিয়ে আরও চিকিৎসা করাতে পারবেন শিশুটির মা-বাবা। বিচারক ম্যাকডোনাল্ড আজ বৃহস্পতিবার এই রায় দেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া সময় তিনি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, মানুষের বিশ্বাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশি দম্পতি মোহাম্মদ রাকিব ও সেলিনা রাকিবের পাঁচ বছর বয়সী সন্তান তাফিদা। মস্তিষ্কের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে গভীর ঘুমে আচ্ছন্ন সে। তাফিদার জেগে ওঠার সম্ভাবনা নেই—এমন যুক্তিতে পূর্ব লন্ডনের রয়্যাল লন্ডন হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে জীবনের অবসান ঘটাতে চায়। কিন্তু তাফিদার মা-বাবা নিজস্ব খরচে মেয়েকে ইতালির জেনোয়ার গ্যাসলিনি চিলড্রেন হসপিটালে নিয়ে চিকিৎসা করাতে চান। এ নিয়েই যুক্তরাজ্যের হাইকোর্টে শুরু হয় আইনি লড়াই। টানা পাঁচ দিনের শুনানি শেষ...

সম্পত্তি নিজামের পাকিস্তানের নয়, ব্রিটিশ আদালতে জয় ভারতের

Image
হায়দরাবাদের নিজামের সম্পদ নিয়ে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিপক্ষে এক রায়ে জয় পেয়েছে ভারত। আদালতের রায়ে বলা হয়েছে, হায়দরাবাদের নিজামের সম্পদে একমাত্র অধিকার ভারতের। অনেক দিন ধরে চলা এ মামলায় পাকিস্তানের দাবিতে তাঁরা সায় দিতে পারছেন না। বিবিসির খবরে বলা হয়েছে, ৭০ বছর ধরে চলা আইনি লড়াইয়ে ফল মিলল গতকাল বুধবার। ব্রিটেনের হাইকোর্ট রায় দিয়েছেন, পাকিস্তানের এই সম্পত্তির ওপর কোনো ধরনের অধিকার নেই। এর পূর্ণ মালিকানা নিজাম ওসমান আলি খানের বংশধরদের। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, রায়ের পূর্ণ বিবরণ জানার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তারা। ব্রিটেনের আদালতের এ রায়ে পাকিস্তান আন্তর্জাতিক আঙিনায় আরেকবার ভারতের কাছে পিছিয়ে পড়ল। বুধবার ব্রিটেনের হাইকোর্ট এক রায়ে জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের এই সম্পত্তির ওপর কোনো অধিকার নেই। এর পূর্ণ মালিকানা ওসমান আলি খানের বংশধরদের। ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার পর ১৯৪৮ সালে হায়দরাবাদের তৎকালীন নিজাম ওসমান আলি খান ব্রিটেনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের কাছে গচ্ছিত রাখেন ১ কোটি ৭ হাজার ৯৪০ পাউন্ড এবং ৯ শিলিং। সেই অর্থ এত দিনে (২০১৯ সালে) বেড়ে দাঁড়ি...

প্যারিসে ছুরিকাঘাতে চার পুলিশ নিহত, গুলিতে হামলাকারীর মৃত্যু

Image
হামলার পর ফ্রান্সের কেন্দ্রীয় পুলিশের সদর দপ্তর ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্যারিস, ৩ অক্টোবর। ছবি: রয়টার্স ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ব্যক্তির ছুরিকাঘাতে চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারীও। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা একটার দিকে দেশটির কেন্দ্রীয় পুলিশের সদর দপ্তর চত্বরে এই ঘটনা ঘটে। ফ্রান্সের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে। হামলাকারী ব্যক্তি পুলিশ সদর দপ্তরের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফ্রান্সে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার সংখ্যা বৃদ্ধির প্রতিবাদে তাদের ধর্মঘট পালনের একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ঘটনাস্থলে রয়েছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল ইলে দে লা সিটি ঘিরে ফেলে পুলিশ। সঙ্গে সঙ্গে সেখানে সর্ব সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ব্যক্তি পুলিশ সদর দপ্তরে ২০ বছর ধরে কর্মরত ছিলেন। পুলিশ কর্মকর্তা ট্রেভার জানান, কেন ওই ব্যক্তি হামলা করেছেন তা তাঁরা বুঝতে পারছেন না।

শারদীয় দুর্গোৎসব শুরু, আজ ষষ্ঠী

Image
আজ মহাষষ্ঠী। তাই পূজামণ্ডপ তৈরির কাজে গতকাল সারা দিন ব্যস্ত সময় কাটছে মণ্ডপশিল্পীদের। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের হাজারী লেইন পূজামণ্ডপে। ছবি: প্রথম আলো ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার শুরু হচ্ছে। জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘটছে ঘোড়ায় চড়ে। ৮ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গা বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। পুরাণে আছে, অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।  দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দুধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বাণীতে বাংলাদেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ‘দুর্গাপূজা শুধু হিন্...

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ

Image
৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিউই অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৪২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগার যুবারা। দলীয় ৫৫ রানে ওপেনার হোয়াইটকে তুলে নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর আনসেলকে ২০ রানে থামান রাকিবুল হাসান। ক্লার্ক ১৩ রান করে আউট হন শরিফুল ইসলামকে। ওপেনার জোহরাবের সেঞ্চুরিতে ২৪২ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জোহরাব খেলেন ১১২ রানের ইনিংস। মৃত্যঞ্জয় চৌধুরী নেন ২ টি উইকেট। জবাবে শুরুতে পারভেজ হুসাইনকে হারালেও তানজিদ হাসানের ৬৫ আর মাহমুদুল হাসান জয়ের ৯৯ রানের ইনিংসে জয় সহজ হয়ে যায় টাইগার যুবাদের। বিডি প্রতিদিন/ফারজানা