Posts

Showing posts from June 15, 2020

সুযোগ না থাকলে উঠানেই শরীরচর্চা

Image
নারী ফুটবলারদের ফিটনেসের যত্ন নিতে বললেন কোচ। ফাইল ছবি করোনাকালে খেলাধুলা বন্ধ। এই অবস্থায় ফিটনেস ধরে রাখতে নারী ফুটবলাদের কিছু পরামর্শ দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী।   গতকাল এক ভিডিও বার্তায় কোচ বলেছেন, ‘মেয়েদের যার বাড়িতে যতটুকু সুযোগ আছে শরীরচর্চার, সেটুকু কাজে লাগাতে সবাইকে নির্দেশ দিয়েছি। বাড়ির যে উঠান আছে, সেখানে ওয়ার্মআপ, রানিং এবং ব্যয়াম করতে বলেছি। তাতে ফিটনেস লেভেল একটু ভালো থাকবে। করোনা সমস্যা কেটে যাবে। সেপ্টেম্বরের পর আবার মেয়েরা খেলায় ফিরতে পারবে, আশা করছি।’   এ বছর অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ সাফ নারী চ্যাম্পিয়নশিপ আছে বাংলাদেশের সামনে। অবশ্য টুর্নামেন্ট দুটির ভবিষ্যত আপাতত অন্ধকারে ঢাকা। এ বছর না হওয়ার শঙ্কাই বেশি। তবে খেলা হোক না হোক, কোচ চান মেয়েরা ফিটনেস যেন ধরে রাখে। তিনি বলেন, ‘আমাদের মেয়েরা গত দুই থেকে তিন বছর মাঠে ভালো পারফরম্যান্স করেছে। ভালো অর্জনও আছে তাদের। ভবিষ্যতেও তারা ভালো খেলবে, আশা করছি। এ জন্য ফিটনেস ধরে রাখতে হবে।’   দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায় গত ৮ মার্চ। তবে ঢাকায় নারী ফুটবলারদের অনুশীলন হয়েছে ...

স্বাস্থ্য-নায়ক থেকে ‘করোনা-হিরো’

Image
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে শ্রদ্ধা জানাতে সদ্য করোনাজয়ী ডা. জাফরুল্লাহ চৌধুরী (মাঝে)। এ সময় তাঁকে মরদেহের সামনে যেতে দুজন সহায়তা করেন। গতকাল বনানী কবরস্থানে। ছবি: সংগৃহীত নিজের প্রতিষ্ঠানের উদ্ভাবিত করোনা কিটের পরীক্ষায় তিনি এখন করোনামুক্ত। নিজের হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে সরাসরি জানাজায় অংশ নিলেন তিনি। যখন মা সন্তানকে, সন্তান মাকে ফেলে চলে যাচ্ছে, তখন এটা ভাবা যায়? এই করোনার ক্রান্তিকালে বিশ্বসংসারে অদ্ভুত, অভিনব, অশ্রুতপূর্ব—সব কাহিনির জন্ম নিচ্ছে। এই সময়ে আমরা পেলাম এক নতুন ‘করোনা হিরো’। তিনি ৭৯ বছর বয়স্ক ডা. জাফরুল্লাহ চৌধুরী। একজন নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মী, একজন নায়ক হিসেবে তাঁর খ্যাতি বিশ্বময়, বহুকাল আগে থেকেই। করোনাকালে তিনি ক্রমশ হয়ে উঠলেন স্বাস্থ্য নায়ক থেকে ‘করোনা–হিরো’। শনিবার রাতে তিনি এই প্রতিবেদককে ফোন করে তাঁর স্বপ্নের অ্যান্টিবডি টেস্ট কিটের বিলম্বে আক্ষেপ করেন। ক্ষীণস্বরে বলেন, ‘হোয়াট আ শেম।’ পরদিন সকালেই তিনি রীতিমতো হাসপাতাল থেকে পালান। ছুটে যান বনানীতে, তাঁর স্নেহভাজন মোহাম্মদ নাসিমের...

ধর্ম প্রতিমন্ত্রীকে দাফন গোপালগঞ্জে

Image
বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিবিদ ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। গতকাল বাদ আসর তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে গ্রামের মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে ঢাকা থেকে তার লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ  নিঃশ্বাস ত্যাগ করেন। এরও আগে রাত ১০টায় নিজ বাসায় অসুস্থ হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন। দেশেই এই প্রথম মন্ত্রিসভার কোনো সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। শনিবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও শোক জানিয়েছেন মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠন...

কামরানের বাসায় মেয়র আরিফ

Image
পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় গেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। কামরানের মৃত্যুর খবর পেয়েই সোমবার সকাল পৌনে ১০টার দিকে সেখানে যান মেয়র আরিফ। এ সময় তিনি বদরউদ্দিন আহমদ কামরানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। কিছুক্ষণের জন্য বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ নগরভবনে নেওয়ারও দাবি জানান মেয়র আরিফুল হক চৌধুরী।  এর আগে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক এ মেয়রের ফলাফল পজিটিভ আসে। এদিন থেকে বাসায় চিকিৎসা দেওয়া হলেও পরদিন ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৭ জুন রবিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল তাকে। বিডি...