Posts

Showing posts from October 15, 2018

মিয়ানমারে শান্তি আলোচনা শুরু

Image
মিয়ানমার সরকার, সেনাবাহিনী ও দেশব্যাপী ১০টি অস্ত্রবিরতি চুক্তিতে (এনসিএ) স্বাক্ষরকারী জাতিগত সশস্ত্র সংগঠনের (ইএও) মধ্যে সোমবার ত্রিপাক্ষিক শান্তি আলোচনা দেশটির রাজধানীতে শুরু হয়েছে। আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান অব্যাহত রাখতে তারা এই আলোচনা শুরু করে। খবর সিনহুয়ার।   এনসিএ চুক্তি স্বাক্ষরের তৃতীয় বার্ষিকী উপলক্ষে চারদিনের এ আলোচনার লক্ষ্য হচ্ছে দেশের রাজনৈতিক আলোচনার বিভিন্ন স্তরে ঘটে যাওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলা করা।   গত জুলাইতে মিয়ানমারের ২১ শতকের পংলং শান্তি সম্মেলনের তিনমাস পর এ আলোচনা শুরু করা হলো।   শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্টেট কাউন্সেলর অং সান সুকি, প্রতিরক্ষা সার্ভিসের কমান্ডার-ইন-চিফ সেন-জেন মিন অং হলাইং ও কেইন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সভাপতি সাউমুতু সায়ি পোয়ি। তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করা ১০টি সশস্ত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছেন।   ইত্তেফাক/টিএস

যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতির উন্নতির আহ্বান চীনের

Image
কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কাজে যুক্তরাষ্ট্র মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য সতর্ক করে দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এহেন। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, সাম্প্রতি একাধিক মার্কিন কর্মকর্তা চীনের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে জানিয়েছেন, চীনে জনগণের বাক স্বাধীনতা নেই। এ ব্যাপারে লু ক্যাং বলেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হওয়ার কারণে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বের করে দেওয়া হয়েছে। কাজেই এমন একটি দেশের কর্মকর্তারা অন্য দেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করার অধিকার রাখে না। এদিকে, চীনকে অসামরিক পরমাণু প্রযুক্তি রপ্তানি নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের দাবি, বেইজিং গোপনে ওই প্রযুক্তি সামরিক ক্ষেত্রে ব্যবহার করে অত্যাধুনিক ডুবোজাহাজ, এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার, ভাসমান পরমাণু চুল্লি বানাচ্ছে। জেট ইঞ্জিনের অন্যতম বড় সরবরাহকারী ‘জিই এভিয়েশন’-এর থেকে গোপন তথ্য পাচারে অভিযুক্ত চীনা গোয়েন্দা কর্তাকে গ্রে...

বাশার আল-আসাদ যে কৌশলে জয়ের দ্বারপ্রান্তে

Image
সিরিয়ায় সাত বছরের বেশি সময় ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে সাড়ে তিন লাখের বেশি মানুষের প্রাণ গেছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে যারা লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে তিনি এখন জয়ের দ্বারপ্রান্তে। দীর্ঘ সময় ধরে চলা এই রক্তক্ষয়ী নৃশংস যুদ্ধে বাশার আল-আসাদ কীভাবে, কোন কৌশলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হলেন? এই প্রশ্নের উত্তর যৌথভাবে অনুসন্ধান করেছে বিবিসি প্যানোরমা ও বিবিসি অ্যারাবিক। বিবিসির অনুসন্ধান বলছে, সিরিয়ায় যুদ্ধজয়ের কৌশলে রাসায়নিক অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুসন্ধানে দেখা গেছে, ২০১৪ সালের মাঝামাঝি থেকে শুরু করে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত দেশটিতে কমপক্ষে ১০৬টি রাসায়নিক হামলা হয়েছে। রাসায়নিক হামলায় আহত এক শিশু ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। এএফপি ফাইল ছবি সিরিয়া য় রাসায়নিক হামলাগুলো যে নিশ্চিতভাবে হয়েছে, এ ব্যাপারে বিবিসি যথেষ্ট তথ্য-প্রমাণ পেয়েছে। অথচ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০১৩ সালের সেপ্টেম্বরে রাসায়নিক অস্ত্র চুক্তিতে (সিডব্লিউসি) সই করেছিলেন। আর তিনি তাঁর দেশের রাসায়নিক অস্ত্রের...

‘আপনার স্ত্রী ও ছেলেকে গুলি করেছি স্যার’

Image
বিচারকের দেহরক্ষী ফোন দিয়ে বললেন ‘আপনার স্ত্রী-ছেলেকে গুলি করেছি স্যার’। তার পরই ফোনটা কেটে গেল। শনিবার ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম শহরে দুজনকে গুলিবিদ্ধ করে এভাবেই বিষয়টি অতিরিক্ত দায়রা জজ কৃষ্ণকান্ত শর্মাকে জানালেন তার দেহরক্ষী মহীপাল সিংহ। এনডিটিভি, আনন্দবাজার।   গত দু’বছর ধরে বিচারকের ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে কাজ করছেন মহীপাল। শনিবার বিকেলে শপিং করতে যাবেন বলে ছেলেকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে ছিলেন বিচারকের স্ত্রী রীতু। সঙ্গে মহীপালও ছিলেন। গুরুগ্রামের সেক্টর ৪৯-এর সামনে বাজারে গাড়ি থেকে নামার পরই বিচারকের স্ত্রী রীতু ও ছেলে ধ্রুবকে লক্ষ্য করে গুলি চালান মহীপাল।   প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহীপাল তাঁর সার্ভিস রিভলভার থেকে প্রথমে বিচারকের স্ত্রীর বুকে গুলি করেন, তার পর ছেলের মাথা লক্ষ্য করে গুলি ছোড়েন।ধ্রুবের মাথায়, কান ও ঘাড়ে গুলি লাগে। রাস্তায় লুটিয়ে পড়ে সে। এর পরই ধ্রুবকে টেনে গাড়ির ভিতর ঢোকানোর চেষ্টা করেন মহীপাল। কিন্তু না পেরে তাঁদের দু’জনকে রাস্তায় ফেলে রেখেই গাড়ি নিয়ে চম্পট দেন।   পরে রিতু ও ধ্রুবকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। তারা ...

বান্দরবান হয়ে এশিয়ান রেলওয়ে

Image
বান্দরবানের ঘুমধুম হয়ে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডরে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। দোহাজারী-ঘুমধুম রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম ধাপে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে রেলওয়ে করিডরে যুক্ত হওয়ার পথে এগিয়ে গেল বাংলাদেশ। এদিকে উখিয়া টিভি স্টেশনের পর থেকে ঘুনঘুম-মিয়ানমার সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজও এখন শেষের পথে। ১০১ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম দোহাজারী-রামু রেলপথ নির্মাণ কাজ শুরু হয় গত জুলাইয়ের প্রথম সপ্তাহে, আর দ্বিতীয় লটে রামু-কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ শুরু হয়েছে মার্চের প্রথম সপ্তাহে। এরই মধ্যে কাজ এগিয়েছে যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ। এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম পর্যন্ত ১২৯ কিলোমিটার ডুয়েলগেজ রেলপথের এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। রেলপথ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে যৌথভাবে চীনের দুটি এবং বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান। সরকারের পক্ষ থেকে তিন বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করার নির্দেশনা রয়েছে। এদিকে কক্সবাজার থেকে বান্দরবানের ঘুমঘুম সীমান্ত পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ নি...

মৃত্যুদণ্ড বাতিল করেছে বিশ্বের যেসব দেশ

Image
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানালেন, বিশ্বের ১৭০ দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে। বিশ্ব মৃত্যুদণ্ডবিরোধী দিবসে মৃত্যুদণ্ডের চর্চা বন্ধ করার চেষ্টা করায় অনেক দেশের প্রশংসা করেছেন তিনি। জাতিসংঘ বলছে, এ মুহূর্তে তাদের সদস্য দেশ ১৯৩টি। যার মানে দাঁড়ায় অন্তত ২৩ দেশ গত এক দশকে মৃত্যুদণ্ড অন্তত একবার হলেও কার্যকর করেছে। অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গত পাঁচ বছরে তাদের হিসেবে অন্তত ৩৩ দেশ একবার হলেও মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ১৪২ দেশ এখন আর মৃত্যুদণ্ড চর্চা করছে না। ২০১৩-১৭ সময়ে যেসব দেশে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে- আফগানিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, বতসোয়ানা, চাঁদ, চীন, মিসর, গিনি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জাপান, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ইয়েমেন (লিবিয়া ও সিরিয়ায় যুদ্ধের কারণে তথ্য সংগ্রহ করা যায়নি)। আইন থাকা সত্ত্বেও যে ২১ দেশ কার্যকর থেকে বিরত-...

সিরিয়ায় আন্তর্জাতিকভাবে 'নিষিদ্ধ' বোমা হামলা মার্কিন সেনার

Image
সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সেনা দেইর আয-জোর প্রদেশে ফসফরাস বোমা হামলা চালিয়েছে। এই বোমা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ।   সিরিয়ার সরকারি সংবাদসংস্থা সানা জানায়, দেইর আয-জোরের ছোট শহর হাজিনে গত শনিবার মার্কিন বাহিনীর জোট সেই বোমা হামলা চালায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি। এর আগে, গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দুটি এফ-১৫ যুদ্ধ বিমান থেকে সিরিয়ার এই শহরেই হোয়াইট ফসফরাস বোমা ফেলা হয়েছিল। রাশিয়ার সমন্বয় কেন্দ্রের প্রধান মেজর জেনারেল ভ্লাদিমির শাভচেঙ্কো জানিয়েছিলেন, সেই বোমা হামলার পর সেখানে ব্যাপকভাবে আগুন ধরে গিয়েছিল। গত জুন মাসে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে বলেছিল, মার্কিন নেতৃত্বধীন জোট সিরিয়ায় ফসফরাস বোমা মোতায়েন করেছে। এসব বোমা মূলত সিরিয়ার সাধারণ নাগরিক কিংবা সিরিয়ার সেনাদের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে।  উল্লেখ্য, মার্কিন নেতৃত্বধীন জোট সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের দাবি করলেও এখনও পর্যন্ত তাদের হামলায় জঙ্গিদের বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। বরং সিরিয়ার বহু সেনা ও সাধারণ নাগরিক নিহত হয়েছে। বিডি-প...