Posts

Showing posts from July 27, 2021

ইলিশে সরগরম চাঁদপুর মাছঘাট

Image
  চাঁদপুর মাছঘাট সরগরম হাতিয়ার ইলিশে। এসব ইলিশ আহরিত হয়েছে সাগর মোহনা থেকে। তবে পদ্মা-মেঘনায় কাক্সিক্ষত ইলিশ এখনো জেলেদের জালে ধরা পড়ছে না। একই অবস্থা পটুয়াখালীতেও। লঘুচাপের কারণে গভীর সাগরে যেতে পারছেন না জেলেরা। কিছু ট্রলার সাগরের খুব কাছাকাছি আসা-যাওয়া করলেও জালে ইলিশ ধরা পড়ছে না। মৎস্যবন্দর আলীপুর-মহিপুর, কুয়াকাটা, ঢোস, মৌডুবিসহ উপকূলীয় এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আকাল দেখা দিয়েছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও মিলছে না কাক্সিক্ষত ইলিশ। যে পরিমাণ পাওয়া যাচ্ছে তাতে ট্রলারের তেলের খরচও উঠছে না। ফলে দাদনের টাকা পরিশোধের বদলে ঋণের বোঝা বেড়েই চলেছে জেলেদের। তবে জেলা মৎস্য বিভাগ বলছে, আগামী মাস থেকে জেলেদের জালে মিলবে কাক্সিক্ষত ইলিশ। লক্ষ্মীপুরে মেঘনায় কাক্সিক্ষত ইলিশ না পাওয়ায় অর্ধলক্ষাধিক জেলে ও মৎস্যজীবী পরিবারের দিন কাটছে চরম হতাশায়। এদিকে সাগর উত্তাল থাকায় চট্টগ্রামের জেলেরা জীবনের ঝুঁকি নিচ্ছেন না। প্রতিনিধিদের খবর- চাঁদপুর : চাঁদপুরের পদ্মা-মেঘনা তীরবর্তী চার উপজেলায় ৫১ হাজার ১৮৯ জন নিবন্ধিত জেলে রয়েছেন। ট্রলার জেলে মাসুদ মাতববর বলেন, ‘সাগ...

আফগানিস্তানে আতঙ্ক, ভারত সফর পিছিয়ে দিলেন সেদেশের সেনাপ্রধান

Image
  আফগান সেনাপ্রধান (বামে) আফগানিস্তানে তালেবানের আগ্রাসনে দেশটির পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। একের পর এক জেলা দখলে নিচ্ছে তালেবান সন্ত্রাসীরা। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিদিনই সংঘর্ষে জড়াচ্ছে তালেবান। এই আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ায় ভারত সফর পিছিয়ে দিলেন সেদেশের সেনাপ্রধান। জানা গেছে, ভারত সফরে এ সপ্তাহে আসার কথা থাকলেও শেষপর্যন্ত আসছেন না আফগানিস্তানের সেনা প্রধান ওয়ালি মুহাম্মদ আহমেদজাই। ভারতে অবস্থিত আফগান দূতাবাসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।  এদিকে, চলতি বছরের শেষ নাগাদ ইরাকে ‘যুদ্ধের দায়িত্ব সমাপ্ত’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সাক্ষাতে হোয়াইট হাউসে তিনি এ ঘোষণা দিয়েছেন। সূত্র : নিউজ এইটটিন। বিডি-প্রতিদিন/শফিক