Posts

Showing posts from March 28, 2019

ওবামা ও ইরানের মধ্যে আঁতাত হলে কী হতো?

Image
সাবেক এফবিআইপ্রধান জেমস কোমি। ছবি: রয়টার্স সাবেক এফবিআইপ্রধান জেমস কোমি প্রশ্ন তুলেছেন, বারাক ওবামাকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে ইরান মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে যদি অভিযোগ উঠত, তাহলে সবাই কীভাবে প্রতিক্রিয়া দেখাতেন? কোমি গতকাল বুধবার এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্ন তোলেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে  ডোনাল্ড ট্রাম্পের  পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে কোমি বলেন, ‘চোখ বন্ধ করে একবার শুধু নামগুলো বদলে দিন। রাশিয়া ও ট্রাম্পের জায়গায় ইরান ও ওবামার নামটা রাখুন।’ কোমি বলেন, যদি এমন হতো যে পারমাণবিক চুক্তিতে সুবিধা হবে—এই কারণে ইরান ওবামাকে নির্বাচিত হতে সাহায্য করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে! এই প্রক্রিয়ার অংশ হিসেবে ওবামার সহকর্মীদের কেউ ইরান সরকারের প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষতিকর তথ্য সংগ্রহের লক্ষ্যে গোপনে সাক্ষাৎ করেছেন! এফবিআই সেই খবর জানার পরেও কি বিষয়টি নিয়ে তদন্ত করবে না?  যদিও ওবামা ও ইরানের মধ্যে এমন কোনো আঁতাতের অভিযোগ ওঠেনি; কিন্তু ট্রাম্প ও রাশিয়া নিয়ে তেমন অভিযোগ ওঠে। ...

ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে ফ্রান্সের মুসলিম সংগঠনের মামলা

Image
ক্রাইস্টচার্চে হামলায় ৫০ জন নিহত হন। ছবি: সংগৃহীত। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ফ্রান্সের একটি মুসলিম সংগঠন। ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলার চালানোর ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার ও ইউটিউবে ছড়িয়ে পড়ার ঘটনায় এ মামলা করেছে। খবর বিবিসির। এই মামলাকে সমর্থন জানিয়েছে নিউজিল্যান্ড মুসলিমদের একটি গ্রুপ। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ অভিযোগ যাচাই করে দেখছে। অন্যদিকে ইউটিউবের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলার এজাহারে ফেসবুক ও ইউটিউবের ফ্রান্স শাখার বিরুদ্ধে জঙ্গিবাদ ছড়ানো ও মানুষের মর্যাদা লঙ্ঘের অভিযোগ দায়ের করা হয়েছে। নিউজিল্যান্ডের ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র আনোয়ারঘানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা সিএফসিএমের পদক্ষেপ সমর্থন করে। ফেসবুক ও ইউটিউব বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি আরো বলেন, ওই হামলাকারী তার জঘন্য কাজ প্রচার করার জন্য অডিয়েন্স খুজছিল, এবং ফেসবুক সেটি করে দিয়েছে। আরো পড়...

এফ আর ভবনে আগুন: একজন শ্রীলঙ্কার নাগরিকসহ নিহত ৭, উদ্ধার শতাধিক

Image
বনানী এফ আর টাওয়ারে আগুন। ছবিঃ ইত্তেফাক বনানীর এফ আর টাওয়ারের আগুনে সাতজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কুর্মিটোলা এবং ঢাকা মেডিকেল কলেজ সূত্র এবং ইউনাইটেড হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। নিহতের মধ্যে ইউনাইটেড হাসপাতালে ৩ জন, কুর্মিটোলায় ১ জন এবং ঢাকা মেডিকেল কলেজে একজনের মৃতদেহ রাখা হয়েছে। এ পর্যন্ত ভবনটি থেকে শতাধিক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া সবাই কমবেশি আহত হয়েছেন। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে দুটি স্কাই লিফট ব্যবহার করা হচ্ছে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেলায়েত হোসেন জানিয়েছেন, ‘আমাদের হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে। আহত আরও ৬৪ জন এই হাসপাতালে ভর্তি আছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।’ আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২ তলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে। বর্তমানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, ব...

সৌদি পারমাণবিক কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Image
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স। সৌদি আরব পারমাণবিক কর্মসূচি শুরু করছে। সেখানে সাহায্য করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানি। যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী রিক পেরি যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানিকে পারমাণবিক শক্তি প্রযুক্তি বিক্রি ও সহযোগিতার জন্য ছয়টি বিষয়ে গোপন অনুমোদন দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসন নীরবেই সৌদি আরবের সঙ্গে পারমাণবিক কর্মসূচির জন্য বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে। এর মধ্যে কমপক্ষে দুটি পারমাণবিক চুল্লি স্থাপনের বিষয়টিও রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও সৌদির কাজ পেতে দক্ষিণ কোরিয়া ও রাশিয়া দৌড়ঝাঁপ করেছিল। এ বছরের শেষ দিকে বিজয়ী দেশের নাম প্রকাশ করা হবে। পেরির অনুমোদনের বিষয়টি ‘পার্ট ৮১০ অথোরাইজেশন’ নামে পরিচিত। এর মাধ্যমে কোনো চুক্তির আগে প্রতিষ্ঠানগুলো প্রাথমিক কাজ করার অনুমতি পাবে। তবে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো যন্ত্রাংশ নিতে পারবে না। যেসব কোম্পানি অনুমোদনের জন্য আবেদন করেছে তাদের পরিচয় গোপন রেখেছে ট্রাম্প প্রশাসন। এর আগে দেশটির জ্বালানি মন্ত্রণালয় ‘পার্ট ৮১০ অথ...

এবার সারদা করিডর খুলতে চেয়ে ভারতকে প্রস্তাব পাকিস্তানের

Image
ফাইল ছবি কারতারপুর করিডর প্রস্তুত হয়ে এখনও দুভারত-পাকিস্তানের মধ্যে যাতায়াত শুরু হয়নি। তার মধ্যেই আরও একটি করিডরের প্রস্তাব এসে হাজির হয়েছে ভারতে। এই প্রস্তাবটিও এসেছে ওয়াঘা সীমান্তের ওপার পাকিস্তান থেকে।  পাকিস্তান প্রস্তাবে বলেছে, পাঁচ হাজার বছর আগের প্রতিষ্ঠিত সারদা মন্দির এবার তারা দু’‌দেশের জন্য খুলে দিতে চায়। এই জায়গাটি সারদা পীঠ বলেই পরিচিত। যা সম্রাট অশোকের তৈরি বলে কথিত আছে। মনোরম এই তীর্থস্থানে যাতায়াত করতেই গড়ে তোলা হোক সারদা করিডর। এমনই প্রস্তাব পাকিস্তানের।  কিন্তু এই সারদা পীঠ বা সারদা করিডর কোথায়?‌ পাকিস্তান থেকে আসা প্রস্তাবের পর খোঁজখবর নিয়ে দেখা গেছে মুজাফফরাবাদ থেকে ১০০ কিলোমিটার দূরে নীলম নদীর পাড়ে এই সারদা পীঠ। যা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই এই প্রস্তাবটি পাঠিয়েছে ভারতের বিদেশ মন্ত্রালয়কে। আসলে পুলওয়ামা হামলার ঘটনায় বেকায়দায় পড়ে এখন ফের বন্ধুত্বের রাস্তা খুঁজছে পাকিস্তান। তাই এইসব কৌশল নেওয়া হচ্ছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।  পাকিস্তানের পক্ষ থেকে এই প্রস্তাব আসার পর কেন্দ্রীয় সরকারের একটি সূত...