Posts

Showing posts from March 11, 2020

জিম্বাবুয়েকে মুঠোর মধ্যেই রাখল বাংলাদেশ

Image
জিম্বাবুয়ে ওপেনারকে তুলে নেওয়ার পর সতীর্থদের সঙ্গে উল্লাস আল আমিনের। ছবি: প্রথম আলো বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান তুলেছে জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে আগে ব্যাট করার সুযোগ পায়নি জিম্বাবুয়ে। শেষ ওয়ানডেতে তো টস জিতেও নিয়েছে ফিল্ডিং। প্রথম টি-টোয়েন্টিতেও তা–ই। শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতেই পছন্দ করে সবাই। কিন্তু অধিনায়ক মাহমুদউল্লাহ টস জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এ দুই সিরিজে জিম্বাবুয়ে বরাবরই রান তাড়ার চাপ নিয়ে হেরেছে। প্রতিপক্ষের ফাঁস খানিকটা আলগা করতেই কি বাংলাদেশ অধিনায়কের পরে ব্যাট করার সিদ্ধান্ত! মজা করে এমন ভাবতেই পারেন বাংলাদেশের সমর্থকেরা। দ্বিতীয় ওয়ানডে ছাড়া কোনো ম্যাচে জিম্বাবুয়ে তো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। আজ আগে ব্যাট করেও তারা এমন বড় কোনো সংগ্রহ গড়তে পারেনি। ৭ উইকেটে ১১৯ রানেই থেমেছে জিম্বাবুয়ের ইনিংস। সিরিজে রানখরার মধ্যে থাকা ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে এসেছে ৪৮ বলে ৫৯ রানের ইনিংস। ৬ চার ও ১টি ছক্কা মারেন তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটাই সর্বনিম্ন স্কোর জিম্বাবুয়ের। ঘরের মাঠে স্পিন...

পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

Image
ছবি: সংগৃহীত এবার ভেঙে পড়লো পাকিস্তানের এক যুদ্ধবিমান। এতে ওই যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটেছে এই দুর্ঘটনা। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালে পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান ইসলামাবাদের শকরপারিয়ানে বিধ্বস্ত হয়েছে। দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। এতে ওই যুদ্ধবিমানের পাইলটের মৃত্যু হয়েছে। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থানীয় সম্পত্তির কোন ক্ষয়ক্ষতি হয়নি। সুত্রের খবরে বলা হয়েছে, ওই অঞ্চলের 'চাদতারা' জঙ্গলের কাছে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি দেশটিতে আগামী ২৩ মার্চ প্যারেডে কুচকাওয়াচে অংশ নিতে রুটিন মাফিক অনুশীলনে ছিল। দেশটির প্রেসিডেন্ট আফিফ আলভি পাইলট নিহতের ঘটনায় তার পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করেছেন। যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে। ইত্তেফাক/এসআর

বিরল ৩ সাদা জিরাফের দুটিকে হত্যা করল চোরাকারবারিরা

Image
কেনিয়ায় চোরাকারবারিরা হত্যা করেছে শাবকসহ একটি বিরল প্রজাতীর নারী সাদা জিরাফকে। দেশটির পূর্বাঞ্চলের গ্যারিসায় তাদের হত্যা করা হয়। আর মাত্র একটি সাদা জিরাফ বেঁচে আছে বিশ্বে। এটি পুরুষ জিরাফ। সেটি হত্যার শিকার হওয়া ওই নারী জিরাফের শাবক। কনজারভেন্সির ব্যবস্থাপক মোহাম্মদ আহমেদ নূর বলেন, বিশ্বজুড়ে আমরাই একমাত্র কমিউনিটি যারা এই সাদা জিরাফগুলোর অভিভাবক। কমিউনিটির সদস্য এবং বন কর্মকর্তারা সাদা জিরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর দিনটিকে ‘দুঃখের দিন’ হিসেবে অভিহিত করেন আহমেদ নূর। এটি গবেষক এবং কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বিকাশে যারা কাজ করে যাচ্ছেন তাদের জন্য অপূরণীয় ক্ষতি। ২০১৭ সালে খোঁজ পাওয়ার পর ২০১৯ সালের আগস্টে সাদা জিরাফটির জোড়া শাবক জন্ম দেওয়ার ঘটনা ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছিল। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

পাকিস্তানে ভয়াবহ তুষার ধস : ৫ জনের মৃতদের উদ্ধার, বহু নিখোঁজ

Image
পাকিস্তানের অ্যাবোতাবাদ জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ তুষার ধসে পাঁচজনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বেশ শোচনীয় বলেই জানা গেছে। জানা গেছে, ওই এলাকায় প্রায় দু’ডজনেরও বেশি গাড়ি নিখোঁজ হয়েছে। ওই জেলার নাথিয়া গালি রিসোর্টে তুষার ধসের কারণে ২৪টির বেশি গাড়ি নিখোঁজ। বিশাল আকৃতির বরফ খণ্ড সরিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডি-প্রতিদিন/শফিক