Posts

Showing posts from December 4, 2020

চীনের সিনোভ্যাকের টিকা গেল ব্রাজিলে

Image
  সিনোভ্যাকের টিকা কিনবে ব্রাজিল ছবি: রয়টার্স চীনের সিনোভ্যাকের তৈরি করোনাভ্যাক টিকার পরীক্ষা চলছে ব্রাজিলে। দেশটির সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট বায়োমেডিকেল সেন্টার গতকাল বৃহস্পতিবার চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের ১০ লাখ ডোজ টিকা গ্রহণ করেছে। ব্রাজিলের প্রতিষ্ঠানটি দেশটির ১৬টি অঞ্চলে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুটানটানে করোনাভ্যাক টিকার প্রথম চালানটি মোড়কজাত করে লেবেল লাগানো হবে। এ টিকা নিয়ন্ত্রকদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বুটানটান জানিয়েছে, ১৫ ডিসেম্বর সিনোভ্যাক তাদের টিকার কার্যকারিতার ফলাফল জানাবে। ব্রাজিলের সিনেট বৃহস্পতিবার প্রেসিডেন্টের একটি ডিক্রি অনুমোদন করেছে, যাতে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকাটি কিনতে ৩৮ কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। এ তহবিল পাবে ফেডারেল জৈবপ্রযুক্তি সংস্থা ফিয়োক্রুজ। তারা টিকা কেনার পাশাপাশি পরে ব্রিটিশ টিকাটি উৎপাদন করবে। বিজ্ঞাপন সাও পাওলোর গভর্নর জো ও ডোরিয়া বলেছেন, এখানে জানুয়ারি মাস থেকে টিকাদান কর্মসূচি চালু করা হবে।...

কত দূর কমতে পারে সোনার দাম

Image
  গত মাসে বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৫ দশমিক ৭ শতাংশ। ২০১৬ সালের নভেম্বরের পর এই প্রথম এক মাসে এত কমেছে সোনার দাম। বিশ্লেষকেরা বলছেন, স্বর্ণের বাজারে অনিশ্চয়তা কমছে। এ পর্যায়ে এখন প্রশ্ন এসেই যায় স্বর্ণের দাম কি আরও কমবে? সোনার দাম নিয়ে বিশ্লেষণ করে কিটকো ডট কম। তাদের তথ্য অনুসারে গত সপ্তাহে প্রতি আউন্সের দাম ১৮০০ ডলারের নিচে নেমে গেলেও ২০২১ সালে মূল্যবান এই ধাতুর দাম আবারও ২০০০ ডলার ছাড়িয়ে যাবে। আবার অনেক বিশ্লেষক বলছেন, আগামী দুই মাস কমের দিকে থাকবে স্বর্ণের দাম। স্বর্ণের চাহিদাও করোনা–পূর্ববর্তী অবস্থায় চলে যাবে। তবে এরপর আবার বাড়তে পারে দাম। কী অবস্থায় যেতে পারে স্বর্ণের দাম প্রথমেই আসি লেন্ডিং জায়ান্ট সিটির বিশেষজ্ঞ দলের প্রতিবেদন কী বলছে। তারা বলছে, ডিসেম্বরে স্বর্ণের দাম আরও কমতে পারে। আউন্সপ্রতি কমে ১৭০০ ডলারের নিচে নেমে যেতে পারে। যদিও পরের তিন থেকে ছয় মাসের মধ্যে প্রতি আউন্স আবার বেড়ে ২ হাজার ডলারে উঠে যেতে পারে। প্রযুক্তিগত বাজার বিশ্লেষকদের মতে, দাম আউন্সপ্রতি ১৭৭০ ডলারের পরেও কমতে পারে। একটা আশা করা যায় এই দাম ১৬৬০ ডলারে নেমে যেতে পারে। মূলত এই বছরের শেষে বা নতুন বছর...

আগামীকাল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

Image
  ফাইল ছবি আগামীকাল শনিবার থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী এই হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে। বিজ্ঞাপন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারা দেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে। ইপিআইয়ের অন্যান্য লক্ষ্যের মধ্যে ২০২২ সাল নাগাদ জাতীয় পর্যায়ে হাম-রুবেলা টিকার কাভারেজ ৯৫ শতাংশে উন্নীতকরণ এবং ২০২৩ সাল নাগাদ হাম-রুবেলা দূরীকরণ অন্যতম। হাম-রুবেলা রোগ ও এর জটিলতা থেকে রক্ষা পাওয়ার সর্বোৎকৃষ্ট উপায়...

ক্ষেতে বিষ মেশানো গম খেয়ে ১৯৩ কবুতরের মৃত্যু

Image
  দুই বিঘা জমিতে গমের চাষ করার লক্ষ্যে বীজ বপন করেছে কৃষক। ইঁদুর ও পাখির অত্যাচার থেকে বাঁচতে গম বীজ গুলোতে বিষ মিশিয়ে তা জমিতে ছিটিয়েছিল।‌ কিন্তু সে বিষ মেশানো গমের বীজ খেয়ে মৃত্যু হয়েছে ১৯৩টি কবুতরের।  শুক্রবার সকাল ৮টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর বেড়পাড়া এলাকায় ঘটে এ ঘটনা।  জানা যায়, ওই এলাকার নবীরউদ্দীনের ছেলে আলম হোসেন বৃহস্পতিবার বিকেলে তার জমিতে বিষ মেশানো গমের বীজ বপন করে। পরের দিন সকালে আশেপাশের এলাকা থেকে কবুতর এসে তা খেলে মুহূর্তেই কবুতরগুলো মরে ওই জমিসহ আশেপাশের জমিতে আছড়ে পড়ে।   বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষ মেশানো গম খেয়ে কালিকাপুর, মহিষভাঙ্গা ও বেড়পাড়া এলাকার ইদ্রিস আলী, রকি, রতন, মাহফুজ, আহসান মোল্লা, মালেক মোল্লা, টিপু হোসেনের বাড়ির পোষা কবুতরগুলোর মৃত্যু হয়।  বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, গম বীজ লাগানোর পরে সেগুলো যদি পাখি বা ইঁদুর খেয়ে ফেলে সেটা যেমন কৃষকের ক্ষতি হয়। ঠিক তেমনি বিষ মাখানো বীজ খেয়ে কবুতরের মৃত্যু ঘটন...

১৬৪২ রোহিঙ্গা নিয়ে ভাসানচরে পৌঁছেছে নৌবাহিনীর ৮ জাহাজ (ভিডিও)

Image
  এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা নিয়ে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে নৌবাহিনীর ৮ জাহাজ। শুক্রবার দুপুর ২টার দিকে জাহাজগুলো সেখানে পৌঁছে। এর আগে নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্বাবধানে রোহিঙ্গাদের বহনকারী এই জাহাজগুলো শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম ছেড়ে যায়। সকাল ৯টা থেকে পতেঙ্গা এলাকার বোট ক্লাব ঘাট, কোস্টগার্ড ঘাট ও রেডি রেসপন্স বাথ ঘাটে রাখা ওই জাহাজগুলো রোহিঙ্গাদের তোলা হয়।   এর আগে বৃহস্পতিবার এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। এদিন ২০টি বাসে করে একদল রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য চট্টগ্রামে নেওয়া হয়। জানা গেছে, পর্যায়ক্রমে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৩ হাজার রোহিঙ্গা নেওয়া হবে সেখানে। রোহিঙ্গাদের এই দলটি থাকবে ভাসানচরের অত্যাধুনিক আবাসন প্রকল্পে। সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় ভাসানচরে গিয়ে থাকতে রাজি রোহিঙ্গাদের এ দলটির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প হিসেবে যাত্রা হতে যাচ্ছে ভাসানচরের।  এরই মধ্যে ভাসানচরে মজুদ রাখা হয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ভাসানচরে প্রথম ধাপে যাওয়া রোহিঙ্গাদের রাখা হবে ৫ থেকে ১১ নম্বর ক্লাস...

ভাসানচরের পথে আট জাহাজে ১৬৪২ রোহিঙ্গা

Image
  আটটি জাহাজে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা করেছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্বাবধানে রোহিঙ্গাদের বহন করা জাহাজগুলো শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম ছেড়ে যায়। শুক্রবার সকাল ৯টা থেকে পতেঙ্গা এলাকার বোট ক্লাব ঘাট, কোস্টগার্ড ঘাট ও রেডি রেসপন্স বাথ ঘাটে রাখা আটটি জাহাজে রোহিঙ্গাদের তোলা হয়।   এর আগে কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর ভাসানচরে নিতে এসব রোহিঙ্গাদের ২০টি বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।   বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন