Posts

Showing posts from July 15, 2018

২৭ জুলাই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ!

Image
আগামী ২৭ জুলাই পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যা দেখা যাবে এক ঘন্টা ৪৩ মিনিট ধরে। এই শতাব্দীতে এটিই দীর্ঘতম চন্দ্রগ্রহণ বলেও জানা গেছে। ২৭ জুলাই রাত ১১টা ৫৪ মিনিটে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়ায় আস্তে আস্তে চাঁদ ঢাকা পড়া শুরু হবে তখনই। রাত ১টায় পুরোপুরি ঢেকে যাবে চাঁদ। শুরু হবে পূর্ণগ্রহণ। পূর্ণগ্রহণ অবস্থায় চাঁদ থাকবে আরো এক ঘন্টা ৪৩ মিনিট। রাত ২টা ৪৩ মিনিট পর্যন্ত। এরপর আবার চাঁদের গায়ে পড়তে শুরু করবে সূর্যের আলো। আবারো শুরু হবে আংশিক গ্রহণ। ভোর ৩টা ৪৯ মিনিটে শেষ হবে গ্রহণ। বর্ষার জন্য আকাশ মেঘলা থাকলে দেখা যাবে না পূর্ণ চন্দ্রগ্রহণ, সেই আশঙ্কা করছেন অনেকেই। তবে, গ্রহণ চলবে দীর্ঘক্ষণ। তাই কোনো না কোনো সময় আকাশ পরিষ্কার হবে, সেই আশাতেই হয়ত রাতভর আকাশপানে চেয়ে থাকবেন অনেকেই। চন্দ্রগ্রহণ ছাড়াও এ মাসেই সৌরজগতের আরো একটি ঘটনা দেখা যেতে পারে। মঙ্গলের অবস্থান হবে সূর্য ও পৃথিবীর মাঝে। অর্থাৎ পৃথিবীর খুব কাছেই আসবে লাল গ্রহ মঙ্গল। জুলাইয়ের শেষ সপ্তাহে বিকেল থেকে ভোর পর্যন্ত খালি চোখেই দেখা যাবে মঙ্গল গ্রহ। বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৮/হিমেল

ইরাক ও কুয়েতে নতুন সামরিক ঘাঁটি বানাতে যাচ্ছে আমেরিকা

Image
ইরাক ও কুয়েতে নতুন সামরিকঘাঁটি বানাতে যাচ্ছে মার্কিন সরকার। সিরিয়ার সীমান্তবর্তী ইরাকের আনবার প্রদেশের আল-কায়িম শহরের কাছে যুক্তরাষ্ট্র তার তৃতীয় সেনাঘাঁটি স্থাপন করতে যাচ্ছে। বর্তমানে আনবার প্রদেশের আইন আল-আসাদ ও হাব্বানিয়া এলাকায় যুক্তরাষ্ট্রের দুটি স্থায়ী ঘাঁটি রয়েছে। কুয়েতের আর-রাই পত্রিকা জানিয়েছে, আমেরিকা খুব শিগগির দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বড় ধরনের বিমানঘাঁটি স্থাপন করবে। এদিকে এবছরের শুরুর দিকে ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিম্যান ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী নেচিরভান বারজানি ইরবিল শহরে আমেরিকার বৃহত্তম কনস্যুলেট ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

মধ্যপ্রাচ্যের হুমকি ইরান : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Image
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরানকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন। ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটো জোটের বৈঠকের অবকাশে আবারো পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন তিনি।  তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের ব্যাপারে ইরান যদি তার নীতিতে পরিবর্তন না আনে তাহলে দেশটি আরো বেশি কোণঠাসা হয়ে পড়বে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের ব্যাপারে ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করে বলেন, তেহরানের এটা জেনে রাখা উচিত আন্তর্জাতিক সমাজ তাদেরকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবে না। আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে সৌদি আরবও বহুদিন ধরে মিথ্যা বক্তব্য তুলে ধরে ইরানভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এমনকি সৌদি আরব ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য অতিরিক্ত তেল উৎপাদনের পদক্ষেপ নিয়েছে।  ইরানের ব্যাপারে সৌদি আরবের এ বিদ্বেষী নীতির কারণ ব্যাখ্যা দিতে গিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ সালেহ সাদেকিয়ান বলেছেন, এ অঞ্চলে নিজের ব্যর্থতা ঢাকার জন্যই রিয়াদ তেহরানের সঙ্গে এ ধরনের বিদ্বেষী আচরণ করছে। তিনি বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান...

আকাশসীমা লঙ্ঘন, রুশ কর্মকর্তাকে তলব করল দ. কোরিয়া

Image
দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার দূতাবাসের দু'জন কর্মকর্তাকে তলব করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার রুশ দূতাবাসের সামরিক প্রতিনিধি আন্দ্রে ফালিলিভকে তলব করে বিনা অনুমতিতে কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে রাশিয়ার দুটি বিমান প্রবেশের প্রতিবাদ করে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে রুশ সামরিক বিমানের প্রবেশ কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সাহায্য করবে না। যেহেতু মধ্য আকাশে সংঘর্ষের আশঙ্কা থাকে সে কারণে রাশিয়াকে বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখার অনুরোধ করা হচ্ছে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে। এদিকে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ দূতাবাসের কূটনীতিক ম্যাক্সিম ভলকোভকে ডেকেও এ ঘটনার প্রতিবাদ করে এবং যাতে ভবিষ্যতে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানায়। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা রুশ বিমানের এমন আচরণে দুঃখ প্রকাশ করেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, দুটি টিইউ-৯৫ বোমারু বিমান জাপান সাগর, পীত সাগর ও প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক সীম...