সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ করোনা শনাক্ত আজ
প্রতীকী ছবি দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৭ জন। যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯ হাজার ৫২১ জন। এছাড়াও মোট করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। একই সময়ে ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন