Posts

Showing posts from July 11, 2019

ব্রিটিশ ট্যাংকারকে ‘হেনস্তা’ করেছে ইরান

Image
জিব্রালটার প্রণালিতে ‘গ্রেস ১’ নামের একটি ইরানি ট্যাংকার পাকড়াও করে ব্রিটিশ রয়্যাল মেরিন। ছবি: বিবিসির সৌজন্যে। ইরানের অভিজাত বাহিনী বলে পরিচিত রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) মালিকানাধীন পাঁচটি নৌযান পারস্য উপসাগরে তেলবাহী একটি ব্রিটিশ ট্যাংকারকে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। ট্যাংকারটিকে ইরানের জলসীমায় থামতে বলা হলেও এক ব্রিটিশ রণতরির সতর্কবার্তায় সরে আসে ইরানি নৌকা। গতকাল বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়। এ ব্যাপারে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রায় এক সপ্তাহ আগে ব্রিটিশ রয়্যাল মেরিন জিব্রালটার প্রণালিতে ‘গ্রেস ১’ নামে একটি ইরানি ট্যাংকার জব্দ করে। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে সন্দেহে ট্যাংকারটি জব্দ করা হয়। গতকাল সকালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, ইরানের ট্যাংকার পাকড়াও করে ব্রিটেনকে ভুগতে হবে। গত ৫ নভেম্বর ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর আগে জুনে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সই করা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করে নেয়। এরপর...

ইরানবিরোধী সামরিক জোট গঠনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

Image
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল জোসেফ ডানফোর্ড।ছবি: সংগৃহীত সম্প্রতি জাহাজে হামলার কয়েকটি ঘটনার পর এই উত্তেজনার পারদ এখন চরমে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ সামরিক জোট গঠনের ঘোষণা দিলেন। আর এর জন্য ইরান ও ইয়েমেন উপকূলে কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমার সুরক্ষাকে কারণ হিসেবে দেখাচ্ছে ট্রাম্প প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল জোসেফ ডানফোর্ড এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই সামরিক জোটে যেসব দেশ যোগ দিচ্ছে তাদের নাম আগামী দুই সপ্তাহের মধ্যে তালিকাভূক্ত করা হবে। সামরিক জোট গঠনের মাধ্যমে ওই অঞ্চলে সবার চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ‘আমরা বেশ কিছু দেশের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। এখন এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।’ আরও পড়ুন:   বাংলাদেশি এমপিদের কাছে হারলো পাকিস্তানি এমপিরা তিনি আরও জানান, জোট গঠনের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ওই সামরিক জোটের জন্য কমান্ড জাহাজ সরবরাহ করবে এবং নজরদারি প্রচেষ্টায় নেতৃত্ব দিবে। মিত্র বাহিনীর জ...