Posts

Showing posts from November 11, 2017

২৩ শর্তে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল বিএনপি

Image
২৩ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। রোববারের ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর পুলিশের সম্মতিপত্র পাওয়ার কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে গণসমাবেশ, এই গণসমাবেশের অনুষ্ঠানের ব্যাপারে এই মাত্র ডিএমপি‘র একটি সম্মতিপত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। ২৩টি শর্ত দিয়ে তারা আমাদের এই গণসমাবেশ অনুষ্ঠানের সম্মতি দিয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. আশরাফুজ্জামানের স্বাক্ষরে এই পত্র বিএনপির কাছে পাঠানো হয়। সমাবেশের শর্তে যা যা আছে #  বিকাল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। # ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে’ এমন কোনো ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য দেয়া বা প্রচার করা যাবে না। # লাঠিসোটা, ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না। #  মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না। #  উসকানিমূলক কোনো বক্তব্য দেয়া বা প্রচারপত্র বিলি করা যাবে না...

মা হওয়ার বয়স কত?

Image
বিয়ে একটি পারিবারিক বন্ধব। এই বন্ধনের মাধ্যমে দুই হাত এক করে নেয়া হয় সারা জীবন একসঙ্গে চলার পণ। দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক এবং প্রণয়ের বৈধ আইনি চুক্তি ও তার স্বীকারোক্তি। বিয়ের বন্ধনকে আরও শক্ত করতেই বিয়ের পরে আসে গর্ভে সন্তানধারণের প্রশ্ন। বংশ রক্ষা, স্বামী ও পরিবারের বয়োজষ্ঠ্যদের ইচ্ছা অনুযায়ী বেশিরভাগ নারী গর্ভধারণ করে থাকেন। নিজের অজান্তেই মা হন অনেক নারী। কিন্তু জানেন না মা হওয়ার নির্দিষ্ট বয়স কত হওয়া উচিত ছিল। কিন্তু গর্ভধারণের একটি নির্দিষ্ট বয়স আছে। নির্দিষ্ট বয়সের আগে মা হলে স্বাস্থ্যঝুঁকিতে  পড়েন নারীরা। বয়স বাড়ার সঙ্গে কেন গর্ভধারণের সম্ভাবনা কমে একটি মেয়ে জন্মের সময়ই কিছুসংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মায়, যা সময়ের সঙ্গে সঙ্গে নিঃশেষ হতে থাকে। ৩০ বছরের পর থেকেই ডিম্বাণুর সংখ্যা এবং গুণগত মান কমতে থাকে। এ সময় গর্ভধারণ করার চেষ্টার পরও দিনের পর দিন ব্যর্থ হতে পারে। বয়সের কারণে ওজন বৃদ্ধি ও শারীরিক স্থূলতাও গর্ভধারণে বাধার সৃষ্টি করে। বেশি বয়সে সন্তান গর্ভে ধারণ করলে গর্ভকালীন ডায়াবেটিস, গর্ভকালীন উচ্চ-রক্তচাপ, হরমোনগত সমস্যা কিংবা বাচ্চা নষ্ট হয়ে য...

চালক ছাড়াই ১৩ কিমি. গেল ট্রেন

Image
চালক ছাড়াই ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ট্রেনের ইঞ্জিন। গত বুধবার দুপুরে ভারতের কর্নাটকে এ ঘটনা ঘটে। ইঞ্জিন পরিবর্তনের জন্য স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। বৈদ্যুতিক ইঞ্জিনের পরিবর্তে আনা হয় ডিজেলচালিত ইঞ্জিন। সেই ইঞ্জিন সংযুক্ত করার আগেই চালক সেটি লাইনে থামিয়ে রেখে নেমে স্টেশনে যান। এর পর হঠাৎ করেই উল্টোদিকে চলতে শুরু করে ইঞ্জিনটি। বিষয়টি দেখার পর বাইক নিয়ে সেটির পেছনে ধাওয়া করেন চালক। দীর্ঘ ১৩ কিলোমিটার যাওয়ার পর ইঞ্জিনটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন চালক। রেল সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বুধবার দুপুরে মুম্বাইগামী ওই ট্রেনটি ওয়াদি স্টেশনে দাঁড়ায় ইঞ্জিন পরিবর্তন করার জন্য। এর পর ট্রেনটির ইলেকট্রিক ইঞ্জিনের পরিবর্তে নিয়ে আসা হয় একটি ডিজেলচালিত ইঞ্জিন। সেই ইঞ্জিনে ট্রেনটি মুম্বাইয়ের সোলাপুর পর্যন্ত যাওয়ার কথা ছিল। দাঁড়িয়ে থাকা ওই ট্রেনটির কাছে ডিজেলচালিত ইঞ্জিনটি রেখে চালক স্টেশনের কাছে যান।

রোহিঙ্গা ফেরতে কড়া শর্ত সু চির

Image
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে নীতিগতভাবে আপত্তি নেই মিয়ানমারের। তবে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে তারা কড়া শর্তের কথা বলেছে। খবর আনন্দবাজারের। শুক্রবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর পার্মানেন্ট সেক্রেটারি ইউ কিইয়াও জেয়া জানান, দেশের স্টেট কাউন্সিলার আং সান সু চি রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে গত ১২ অক্টোবর তাদের নীতিগত অবস্থান স্পষ্ট করেছেন। পুনর্বাসন এবং উন্নয়নের কাজও শুরু হচ্ছে। কিন্তু বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কাজ হবে চারটি শর্তে। যারা সেই শর্ত পূরণ করতে পারবেন, শুধু তাদেরই ফিরিয়ে নেবে মিয়ানমার। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার তা হল- রোহিঙ্গাদের মিয়ানমারে দীর্ঘদিন বসবাসের প্রমাণপত্র দাখিল করতে হবে, যারা স্বেচ্ছায় রাখাইনে ফিরতে চাইবেন, পরিবারের কেউ মিয়ানমারে রয়েছেন তেমন প্রমাণ দেখাতে হবে এবং বাংলাদেশে কোনো বাচ্চা জন্মালে তার বাবা-মা উভয়েই মিয়ানমারের স্থায়ী বাসিন্দা প্রমাণ করতে হবে।  তবে বাড়িঘর পুড়িয়ে দেয়ার পর প্রাণ বাঁচাতে যারা দেশ ছেড়েছেন, তাদের কাছে কী করে এই সব তথ্য-প্রমাণ থাকবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে...

এই ছেলে চুল দাড়ি কাটেন না কেন ?

Image
এই ছেলে চুল দাড়ি কাটেন না কেন? -প্রয়োজন বোধ করি না তাই। -সিগারেট খান? - হুম অনেক। - প্রেম করেন? - আগে করতাম এখন করি না। - তো কেনো প্রেম ছেড়েছেন? - আমি ছাড়িনি তো। তার আমার কাছে থাকার প্রয়োজন শেষ হয়েছে তাই সে ছেড়ে গেছে। - হুম বুঝলাম। তো এই ছেড়া শার্ট টা পড়ে প্রতদিন ক্যাম্পাসে আসেন কেনো? - ভাল শার্ট পরার প্রয়োজন হয় না। - আপনাকে যে অনেকে পাগল বলে সেটা জানেন? -অন্যেরা কি বলল সেটা কখনও ভাবি না। আমি কেমন এটাই আমার কাছে সবকিছু। -এরকম শুকিয়ে গেছেন কেনো? খাওয়া দাওয়া করেন তো ঠিক মতো? -রান্না পারি না। যতটুকু হোটেলে সম্ভব ততটুকুই খাওয়া হয়। -কেনো বাবা -মা কোথায় থাকেন? ইশ্বরের কাছে -ওহ সরি। যাবেন আমার সাথে? -কোথায়? - যেখানে আপনাকে মানুষে পরিণত করা যাবে। -কেনো আমি কি মানুষ না? - না। আপনি একটা ছাগল। - তো ছাগল কে আপনি মানুষ করবেন কেনো? - সারাজীবন সেই মানুষটার কোলে মাথা রাখার জন্য। - যদি বলি যাবো না আপনার সাথে। - মেরে ঠ্যাং ভেঙে দিব। - তখন তো সেই খোড়া ছেলেকে আর চাইবেন না। - আরে বুদ্ধু ঠ্যাং ভাংব এজন্য যাতে কখনও আপনি ছেড়ে যেতে চাইলে না পারেন। - ভালবাসতে চান? -সেটা বলিনি তো। আপনি তো ছাগল আর ছাগলের সা...

ভুল হলে মাফ করবেন।

Image
আপনি রাস্তা দিয়ে হাঁটলে অনেক যুবক আপনার কোমরের দিকে আর আপনার বুকের দিকে তাকিয়ে চোখের স্বাদ পায়। তাতে আপনার ভালো লাগে। আপনার গালে টোল পড়া গর্তে অনেক ছেলে নিজেকে কল্পনায় ভাসিয়ে নেয়, তাতে আপনি আনন্দ পান।” . “বুকের উড়না সরিয়ে রাস্তায় হেঁটে বহু যুবকের দৃষ্টি কেড়ে নিতে পারেন মুর্হূতে, এটা আপনার তৃপ্তি! আপনি প্রতি মাসে বিউটি পার্লারে যে টাকা খরচ করেন সে টাকায় কোন গরীব রিকশা চালকের একমাসের সংসার খরচ চলে যায়।” . —হয়তো সেটা আপনার বাহাদুরি! . “আপনি রাস্তায় হাঁটার সময় শত যুবক আড়-চোখে আপনার দিকে তাকায়! ওরা আপনাকে কিছু সময়ের জন্য কাছে পেতে চায়, সারাজীবনের জন্য নয়।” . “আপনি কি জানেন?– কোন সভ্য মা আপনাকে তার পুত্রবধু হিসেবে চাইবেনা! বরং কিছু সময়ের জন্য কোন ছেলে আপনার মৌহে হারিয় যাবে। যেমনটা রাস্তার পাশে হকারে কোন শার্ট ভালো লাগলে আমরা তাকিয়ে দেখি।” . “আপনি কি জানেন?– আমরা ঢেকে রাখা দ্রব্য নিরাপদ মনে করি। কারণ তার ভিতরটা জীবাণু মুক্ত থাকে। খোলা জিনিসে মাছি এসে ভীড় করে।” . “আপনি কি জানেন?– আপনার বুক ফুলিয়ে হাঁটা দেখে কিছু মানুষ দূর থেকে চোখের ইশারায় আপনার স্তনের সাইজ আর কোমর মাপতে ব্যস্ত হয়ে...

সৌদি আরবকে নজরে রাখছে ওয়াশিংটন: টিলারসন

Image
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে সৌদি আরব। সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানে রাজপুত্র, মন্ত্রী ও প্রভাবশালী ব্যবসায়ীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নাম চলে আসে। আর তারই জের ধরে এখন পর্যন্ত রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য সহ দুইশো’র অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এই ঘটনাকে মোটেও হালকাভাবে দেখছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, পুরো বিষয়টার ওপর ওয়াশিংটন গভীরভাবে নজর রাখছে। এ ব্যাপারে টিলারসন বলেন, সৌদি আরবের ওপর নজর রাখছে ওয়াশিংটন। সৌদি আরবের দুর্নীতি বিরোধী অভিযানের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি আরও বলেন, সৌদি আরবকে দুর্নীতিমুক্ত করার পিছনে সেদেশের সৎ উদ্দেশ্য রয়েছে। উল্লেখ্য, ক্ষমতার উত্তরাধিকারী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংস্কারমূলক পদক্ষেপে দুর্নীতি দমন শুরু হয়েছে ইসলামি শরিয়া শাসিত দেশটিতে।   ইতিমধ্যেই ২০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন রাজপরিবারের গুরুত্বপূর্ণও রয়েছে। প্রিন্সদের পাশাপাশি রয়েছে কয়েকজন প্রিন্সেসও। অন্যদিকে, অভিযানের নামে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে এ কর্মকাণ্ড চা...

যেকোন মুহূর্তে সৌদি-লেবানন যুদ্ধ!

Image
সৌদি এবং লেবাননের মধ্যেকার উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের পর থেকেই এই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা চলছে৷ফলে যেকোন মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনি৷ তিনি জানান, দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে তা এখন ভয়াবহ আকার নিতে পারে৷সৌদি আরব, লেবানন ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে৷ সেক্ষেত্রে এখানে যাতে কোনওভাবেই যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি না হয়৷ সেই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন৷ বহু দিন ধরেই লেবানন মোটামুটি দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এদের মধ্যে একটি ছিল ইরান সমর্থিত শিয়াপন্থী হিজবুল্লা গোষ্ঠী, অন্যটি সৌদি আরবের সমর্থন পাওয়া  হারিরির সুন্নিপন্থী দল। এখন হিজবুল্লাই গোটা লেবাননের দখল নিয়ে বসে আছে বলে ইস্তফা দেওয়ার দিন সুর চড়িয়েছিলেন লেবাননের প্রাইম মিনিস্টার হারিরি। কূটনৈতিক মহলের দাবি, এর পরই সৌদির সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে৷ তবে, যদি সত্যিই যুদ্ধ বাঁধে সৌদি-ইরানের, তাতে লেবাননকেই ভুগতে হবে বলে মনে করছেন তাঁরা। বিডি প্রতিদিন/১১ নভেম্বর ২০১...

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা

Image
ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।   শুক্রবার রাতে চালানো এ হামলায় কমপক্ষে তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র ও বিদ্রোহীদের সংবাদমাধ্যম এ কথা জানায়। খবর এএফপি’র। হুতি বিদ্রোহীদের সংবাদমাধ্যম আল-মাসিরাহ’র খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে দুই দফা বিমান হামলা চালানো হয়েছে।   প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান থেকে ফেলা বোমাগুলোর একটি মন্ত্রণালয়ের পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় আঘাত হানে। স্থানীয় বাসিন্দা মোহাম্মাদ আতিফ জানান, ‘আমি বাসায় থাকার সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রথম বিমান হামলার শব্দ শুনতে পাই। এতে সকলে আতংকগ্রস্ত হয়ে পড়ে। এর কয়েক মিনিট পর আমার পার্শ্ববর্তী বাড়িতে আরেক দফা বিমান হামলা চালানো হয়। ’ আতিফ বলেন, এতে ‘আমার পুরো বাড়ি কেঁপে উঠে। সেখানে আরো হামলার ভয়ে তিনি তার পরিবার নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যান। এ বিমান হামলায় তার পাশের বাড়ি ধসে পড়ে। এতে সেখানে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্বংসস্তুপের ভিতর থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছ...

ট্রাম্পের মুখোমুখি

Image
পেছনের সারিতে দুতার্তে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ট্রাম্প (বাঁ থেকে) আমেরিকার ৪৫তম প্রেসিডেন্টেরর নাম ডোনাল্ড ট্রাম্প-এটা সবাই জানেন। পৃথিবীতে আরেকজন রাষ্ট্রপ্রধান আছেন যাকে 'প্রাচ্যের ট্রাম্প' বলে অভিহিত করা হয়। তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। রক্ষণশীলতা, একগুয়েমিসহ নানা বিষয়ে তাদের ব্যাপক মিল। কিন্তু দু'জনেই পরস্পরের কড়া সমালোচক। অবশেষে আজ শনিবার দুই ট্রাম্পের মধ্যে সরাসরি দেখা হয়েছে। অ্যাপেক সম্মেলনে অংশ নিতে ভিয়েতনামের দানাংয়ে অবস্থান করছেন দুই রাষ্ট্রপ্রধান। সেখানেই তাদের দেখা হয়েছে। দুতার্তের প্রতিনিধি হ্যারি রক জানিয়েছেন, অল্প সময়ের জন্য হলেও এ সাক্ষাৎ উষ্ণ ছিল। ট্রাম্প দুর্তার্তেকে বলেছেন, 'আগামীকাল দেখা হচ্ছে। 'ট্রাম্প তার ১২ দিনের দীর্ঘ এশিয়া সফর শেষ করবেন ফিলিপাইন দিয়ে। সূত্র : রয়টার্স বিডি প্রতিদিন/১১ নভেম্বর, ২০১৭/ফারজানা

দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন বসছে রবিবার

Image
দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন রবিবার বিকাল ৪টায় শুরু হবে। গত ২৪ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদের এ অধিবেশন ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী বছরের জানুয়ারি মাসে সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। আর ওই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দিবেন। ওই ভাষণের ওপর নিয়ম অনুযায়ী আলোচনা অনুষ্ঠিত হবে। রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। ফলে অষ্টাদশ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ারই কথা রয়েছে।   সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। এছাড়া সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। অবশ্য রবিবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম নির্ধারণ করা হবে।...

আবদুল ওয়াহ্হাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন’

Image
                                                                                      ফাইল ছবি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, নতুন বিচারপতি না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়া দায়িত্বে থাকবেন। তিনি এখন সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।  শনিবার বিকেল সাড়ে ৪টায় গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রমে প্রক্রিয়া শুরু হয়েছে।  এছাড়া আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির পদত্যাগে কোনো শূন্যতা সৃষ্টি হয়নি। ‘বিচারপতি এসকে সিনহাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে’- ‘বিএনপির এমন অভিযোগের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি (এসকে সিনহা) বিদেশ চলে গেলেন। বিদেশ থেকে তিনি (পদত্যাগ) পত্র পাঠিয়েছেন সেখানে আমরা তাকে জোর করব কোত্থেকে? এগুলো হচ্ছে অবাস্তব বক্তব্য।’  ...

নড়াইলে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে শামুক

Image
জেলায় মাছের ঘেরগুলোকে খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে শামুক। শামুকের ভেতরের মাংস সাদা মাছ ও চিংড়ির জন্য স্বাস্থ্যসম্মত খাবার হওয়ায় ঘের মালিকরা ক্রয় করছেন। অনেকে এ মৌসুমে দিনে ৩৫০ থেকে ৪০০ টাকা আয় করছেন শামুক বিক্রি করে। জানা গেছে, নড়াইলে চিংড়ি ও সাদা মাছের ঘের রয়েছে ৬ হাজার ৩০টি। মৎস্য চাষের সাথে কমপক্ষে ১২ হাজার মানুষ জড়িত রয়েছে। বর্ষা মৌসুমে প্রায় ৩ থেকে ৪ মাস এসব মৎস্য ঘেরগুলোতে খাবারের জন্য শামুক ব্যবহার করেন ঘের মালিকরা। শামুক মাছের জন্য পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বর্ষার কারণে বাড়ির পাশের খাল-বিল, নদী-নালা গুলোতে প্রচুর শামুক পাওয়া যায়। এসব শামুক খাল-বিল থেকে তুলে এনে অনেকে বিক্রিও করছেন। অনেক পরিবারের সদস্যরা তাদের নিজেদের ঘেরের জন্য শামুক কুড়িয়ে ঘেরে দিচ্ছেন। প্রতিকেজি আস্ত শামুক বিক্রি হয় ৫ থেকে ৭ টাকা করে। আর শামুকের ভেতরের অংশ বের করতে এক টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই টাকা করে দিতে হয় কেজি প্রতি। শামুকে খোলা বিক্রি হয় প্রতি বস্তা ৮০ থেকে ১০০ টাকা পর্যন্তু। বর্ষা মৌসুমে জেলায় কমপক্ষে ২ হাজার মানুষ শামুক কুড়িয়ে বিক্রি করে থাকেন। জেলা মৎস্য অফিস সূত্র...

নড়াইলে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে শামুক

Image
জেলায় মাছের ঘেরগুলোকে খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে শামুক। শামুকের ভেতরের মাংস সাদা মাছ ও চিংড়ির জন্য স্বাস্থ্যসম্মত খাবার হওয়ায় ঘের মালিকরা ক্রয় করছেন। অনেকে এ মৌসুমে দিনে ৩৫০ থেকে ৪০০ টাকা আয় করছেন শামুক বিক্রি করে। জানা গেছে, নড়াইলে চিংড়ি ও সাদা মাছের ঘের রয়েছে ৬ হাজার ৩০টি। মৎস্য চাষের সাথে কমপক্ষে ১২ হাজার মানুষ জড়িত রয়েছে। বর্ষা মৌসুমে প্রায় ৩ থেকে ৪ মাস এসব মৎস্য ঘেরগুলোতে খাবারের জন্য শামুক ব্যবহার করেন ঘের মালিকরা। শামুক মাছের জন্য পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বর্ষার কারণে বাড়ির পাশের খাল-বিল, নদী-নালা গুলোতে প্রচুর শামুক পাওয়া যায়। এসব শামুক খাল-বিল থেকে তুলে এনে অনেকে বিক্রিও করছেন। অনেক পরিবারের সদস্যরা তাদের নিজেদের ঘেরের জন্য শামুক কুড়িয়ে ঘেরে দিচ্ছেন। প্রতিকেজি আস্ত শামুক বিক্রি হয় ৫ থেকে ৭ টাকা করে। আর শামুকের ভেতরের অংশ বের করতে এক টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই টাকা করে দিতে হয় কেজি প্রতি। শামুকে খোলা বিক্রি হয় প্রতি বস্তা ৮০ থেকে ১০০ টাকা পর্যন্তু। বর্ষা মৌসুমে জেলায় কমপক্ষে ২ হাজার মানুষ শামুক কুড়িয়ে বিক্রি করে থাকেন। জেলা মৎস্য অফিস সূত্র...

রামগতিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Image
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআফজল গ্রামে ফাতেমা আক্তার (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী মো. শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রামগতি থানার মো. ইকবাল হোসেন জানান, গত জুলাই মাসে শাহজাহানের সঙ্গে রামগতির চরআলগী এলাকার আলী আকাব্বরের মেয়ে ফাতেমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। পরে ২১ আগস্ট চরআফজল এলাকায় ফাতেমার বড় বোন বিবি রাশেদার বাড়িতে তারা বেড়াতে যান। ওইদিন রাতে শাহজাহান ওই বাড়ি থেকে পালিয়ে যান। পরের দিন বাড়ির পুকুরে ফাতেমার লাশ ভাসমান আবস্থায় পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করানো হয় এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। শাহজাহান নোয়াখালীর সুবর্ণচর থানার দক্ষিণ চরবাগ্গা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। ওসি আরও বলেন, ময়না তদন্তের প্রতিবেদনে ফাতেমাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় শাজাহানের বিরুদ্ধে ফাতেমার বড়ভাই মো. মহিউদ্দিন বৃহস্পতিবার রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোন ট্যাগ করে শুক্রবার চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে শাহজাহানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার...

ভিয়েতনামে ট্রাম্প-পুতিন সাক্ষাৎ

Image
ভিয়েতনামের দানাং শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স ভিয়েতনামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে। গতকাল শুক্রবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনের (অ্যাপেক) প্রথম দিন এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হয়। রুশ সংবাদমাধ্যম জানায়, ভিয়েতনামের দানাং শহরে এই সম্মেলনে ট্রাম্প সেশন পর্ব ও ব্যবসায়িক উপদেষ্টা পরিষদের সভায় অংশ নেননি। তাই অংশগ্রহণকারী অতিথিরা যখন দলগত ছবি তুলতে সমবেত হন, তখন ট্রাম্পের সঙ্গে পুতিনের দেখা হয়। এর আগে গত জুলাই মাসে জার্মানিতে অনুষ্ঠিত জি-টোয়েন্টি সম্মেলনে দুই নেতার সাক্ষাৎ হয়। রাশিয়ার গণমাধ্যমের সংবাদে বলা হয়, ছবি তোলার সময় পুতিন ও ট্রাম্প পাশাপাশি দাঁড়ান। এ সময় দুই নেতা করমর্দন করেন। ট্রাম্প আন্তরিকতার সঙ্গে তাঁর বাঁ হাত পুতিনের কাঁধে রাখেন। এ সময় ভিয়েতনামের জাতীয় পোশাকে থাকা দুজনকে ফুরফুরে মেজাজে দেখা যায়। আজ শনিবার সম্মেলনের শেষ দিন। ক্রেমলিনের ওয়েবসাইটে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভো...

চলনবিলে অবাধে পাখি নিধন

Image
খাবারের সন্ধানে চলনবিলে ছুটে এসে শিকারিদের ফাঁদে ধরা পড়ছে পরিযায়ী পাখিসহ দেশীয় নানা প্রজাতির পাখি। এসব পাখি ফেরি করে বিক্রি হচ্ছে স্থানীয় হাট-বাজারে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পাখি নিধনে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। চলনবিল এলাকায় বন্যার পানি নামতে শুরু করায় খাল, বিল, নালা ও জলাশয়গুলোতে কমছে পানি। জেগে উঠছে খেত। পাওয়া যাচ্ছে ছোটবড় মাছ। বিলে বোনা আমন ধানও রয়েছে। এসব মাছ ও ধান খাওয়ার লোভেই নানা প্রজাতির পরিযায়ী ও দেশীয় প্রজাতির পাখি ঝাঁকে ঝাঁকে আসছে চলনবিলে। কিন্তু বিষটোপ, জাল ও ফাঁদ পেতে নির্বিচারে পাখি শিকার করতে দেখা যাচ্ছে। ‘চলনবিলের ইতিকথা’ বইয়ে উল্লেখ করা হয়েছে ‘নাটোরের গুরুদাসপুর, সিংড়া, বড়াইগ্রাম, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর সিরাজগঞ্জের তাড়াশ-রায়গঞ্জ ও নঁওগার আত্রাই উপজেলাকে নিয়ে গঠিত হয়েছে বিস্তীর্ণ এই চলনবিল। একসময় মাছে সমৃদ্ধ ছিল চলনবিল। তখন থেকেই দেশি ও পরিযায়ী পাখির আবাসস্থল গড়ে ওঠে এই চলনবিলে। মাছের লোভে শীতের শুরুতে থেকে তীরশুল, মানিকজোড়, সারস, চইহাঁস, বাটুলিয়া, বালিহাঁস, পাখি আসত এই চলনবিলে। মাছ আর বোনা আমন ধান ছিল তাদের প্রধান খাদ্য।’ এলাকার প্রবীণ শ...