Posts

Showing posts from July 26, 2017
Image
মেয়ের জন্মদিনে বাবার শুভেচ্ছা বার্তা রীতিমতো ভাইরাল! কারণ... সংবাদ সংস্থা ২৫ জুলাই, ২০১৭, ১৯:৪২:১৮ | শেষ আপডেট: ২৫ জুলাই, ২০১৭, ১৯:৪১:২৩ 588   জো পেলেটের পোস্ট করা সেই ছবি। মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাবা টুইট করেছেন। আর সেই টুইটে এ পর্যন্ত লাইক পড়েছে প্রায় ৬ লাখ, শেয়ার (রিটুইট) হয়েছে প্রায় ২ লাখ। সংখ্যাটা দ্রুত বাড়ছে। অর্থাত্, মেয়েকে তাঁর জন্মদিনে করা এক বাবার টুইট এখন রীতিমতো ভাইরাল! কিন্তু শুভেচ্ছাবার্তায় বাবা মেয়েকে এমন কী লিখলেন যা ভাইরাল হয়ে গেল? ২১ জুলাই মেয়ে রেইলিনকে তাঁর ২১তম জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানান বাবা জো পেলেট। শুভেচ্ছাবার্তায় একটি সিলের সঙ্গে মেয়ের একটি ছবি পোস্ট করে জো লেখেন, “২১তম জন্মদিনের শুভেচ্ছা আমার মেয়ে (বাঁ দিকে) রেইলিনকে।” রেইলিন এর জবাবে টুইট করেন, “স্পষ্ট করে (ছবিটি) ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ বাবা।” শুভেচ্ছাবার্তার সঙ্গে জুড়ে দেওয়া ছবি দেখে যে কেউ সহজেই বুঝে নিতে পারবেন যে ছবির ডান দিকে বসে রয়েছে একটি সিল। তাই ২১তম জন্মদিনের শুভেচ্ছাবার্তা অবশ্যই ছবির মেয়েটির জন্য। তা সত্বে...
Image
হামবানতোতায় চিনে বাণিজ্যিক কাজকর্মেও হস্তক্ষেপ করবে শ্রীলঙ্কা নিজস্ব প্রতিবেদন ২৬ জুলাই, ২০১৭, ০০:২৯:৪৮ | শেষ আপডেট: ২৬ জুলাই, ২০১৭, ০০:২৮:৫৩   —ফাইল চিত্র। হামবানতোতা বন্দরে চিনের বাণিজ্যিক কাজকর্মের উপরেও হস্তক্ষেপ করল শ্রীলঙ্কা সরকার। এক দিকে নয়াদিল্লির আপত্তি এবং অন্য দিকে হামবানতোতায় চিনা বন্দর গড়ে ওঠা নিয়ে সে দেশের বিক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদের কথা মাথায় রেখেই শ্রীলঙ্কার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার শ্রীলঙ্কার ক্যাবিনেট হামবানতোতা বন্দর নিয়ে চিনের সঙ্গে এই সংশোধিত চুক্তিতে সায় দিয়েছে। হামবানতোতা বন্দরের ৮০ শতাংশ অধিকারই সম্প্রতি চিনা সংস্থার হাতে তুলে দিয়েছে শ্রীলঙ্কার সরকার। হামবানতোতা বন্দরে চিন নৌঘাঁটি গড়ে তুলতে চায় বলে মনে করছে নয়াদিল্লি। সে  জন্যই এই বন্দর ঘিরে তীব্র আপত্তি তোলে নয়াদিল্লি। নয়াদিল্লির সেই আপত্তির জেরেই সম্প্রতি চিনে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত এক বিবৃতিতে স্পষ্ট করেন, শুধুমাত্র ব্যবসায়িক কারণেই চিন এই বন্দর ব্যবহার করতে পারবে। এ দিকে, শ্রীলঙ্কার কয়েকটি শ্রমিক সংগঠনের বিক্ষোভ চলছিল। তা...
Image
হামবানতোতায় চিনে বাণিজ্যিক কাজকর্মেও হস্তক্ষেপ করবে শ্রীলঙ্কা নিজস্ব প্রতিবেদন ২৬ জুলাই, ২০১৭, ০০:২৯:৪৮ | শেষ আপডেট: ২৬ জুলাই, ২০১৭, ০০:২৮:৫৩   —ফাইল চিত্র। হামবানতোতা বন্দরে চিনের বাণিজ্যিক কাজকর্মের উপরেও হস্তক্ষেপ করল শ্রীলঙ্কা সরকার। এক দিকে নয়াদিল্লির আপত্তি এবং অন্য দিকে হামবানতোতায় চিনা বন্দর গড়ে ওঠা নিয়ে সে দেশের বিক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদের কথা মাথায় রেখেই শ্রীলঙ্কার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার শ্রীলঙ্কার ক্যাবিনেট হামবানতোতা বন্দর নিয়ে চিনের সঙ্গে এই সংশোধিত চুক্তিতে সায় দিয়েছে। হামবানতোতা বন্দরের ৮০ শতাংশ অধিকারই সম্প্রতি চিনা সংস্থার হাতে তুলে দিয়েছে শ্রীলঙ্কার সরকার। হামবানতোতা বন্দরে চিন নৌঘাঁটি গড়ে তুলতে চায় বলে মনে করছে নয়াদিল্লি। সে  জন্যই এই বন্দর ঘিরে তীব্র আপত্তি তোলে নয়াদিল্লি। নয়াদিল্লির সেই আপত্তির জেরেই সম্প্রতি চিনে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত এক বিবৃতিতে স্পষ্ট করেন, শুধুমাত্র ব্যবসায়িক কারণেই চিন এই বন্দর ব্যবহার করতে পারবে। এ দিকে, শ্রীলঙ্কার কয়েকটি শ্রমিক সংগঠনের বিক্ষোভ চলছিল। তা...
Image
চলন্ত ট্রেনের ছাদে সাইকেল নিয়ে ভয়ঙ্কর ‘স্টান্ট’! তারপর... সংবাদ সংস্থা ২৬ জুলাই, ২০১৭, ১০:২৪:৫০ | শেষ আপডেট: ২৬ জুলাই, ২০১৭, ১০:২৭:৩৪   ১৯৭২-এ মুক্তি পাওয়া পরিচালক তরুণ মজুমদারের ছবি ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর একটি দৃশ্যে রসিকের (অয়ন বন্দ্যোপাধ্যায়) বাড়ি ছেড়ে পালানোর সময় তাকে বিনা টিকিটে ট্রেনের ছাদে চড়তে দেখেছিল বাঙালি দর্শক। ১৯৯৮-এ মনিরত্নমের ‘দিল সে’ ছবিতে শাহরুখ খান, মালাইকাকে ট্রেনের ছাদে গানের তালে তালে নাচতে দেখেছে দেশের লক্ষ লক্ষ দর্শক। ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানের ওই দৃশ্যটি বেশ জনপ্রিয় হয়েছিল সে সময়। কিন্তু সে সবই ছিল শুটিংয়ের স্বার্থে ‘সাজানো ঘটনা’। অর্থাত্, ঝুঁকি এড়ানোর যথাসম্ভব ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছিল। কিন্তু এ বার তেমন কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই চলন্ত ট্রেনের ছাদে সাইকেল চালাতে উঠলেন রাশিয়ার দুই যুবক। আর তাঁদের সেই ভয়ানক ‘স্টান্ট’ ভিডিও করলেন তাঁরা। মাত্র ২ মিনিটের সেই ভিডিও এখন দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। আরও পড়ুন:   গোখরোর সঙ্গে নিজস্বী, বেঁহুশ যুবক একেবারে ফিল্মী কায়দায় চলন্ত ট্রেন বেয়ে ...
Image
সমুদ্রে ডুবন্ত হরিণ শাবককে বাঁচাল গোল্ডেন রিট্রিভার, দেখুন ভিডিও সংবাদ সংস্থা ২৬ জুলাই, ২০১৭, ১১:৫৩:৪৫ 12.2K 42   অন্যান্য দিনের মতো পোষ্য স্টর্ম ও সারা-কে নিয়ে সমুদ্র সৈকতে হাঁটছিলেন মার্ক। তাঁর পাশে পাশেই চলছিল স্টর্ম ও সারা। হঠাত্ই মার্ক খেয়াল করেন স্টর্ম কিছুটা পিছিয়ে পড়েছে। এবং দাঁড়িয়ে সমুদ্রের জলে কিছু একটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। স্টর্মের দিকে এগিয়ে যান মার্ক। স্টর্ম যে দিকে তাকিয়ে ছিল, সে দিকে তাকিয়ে চমকে ওঠেন মার্ক। তিনি কিছু বুঝে ওঠার আগেই জলে ঝাঁপিয়ে পড়ে স্টর্ম! মার্ক দেখেন, যেটা দেখে আসলে স্টর্ম জলে ঝাঁপিয়ে পড়েছে, সেটা একটা হরিণ শাবক। জলে হাবুডুবু খাচ্ছে সে। স্টর্ম তত ক্ষণে পৌঁছে গিয়েছিল তাঁর লক্ষ্যবস্তুর দিকে। শুধু তাই নয়, হরিণ শাবকটি প্রায় ডুবেই যাচ্ছিল, কিন্তু স্টর্ম সেটা হতে দেয়নি। প্রাণপণ চেষ্টা করে শাবকটির ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে পাড়ে নিয়ে আসে। মার্ক জানিয়েছেন, যেন দেখে মনে হচ্ছিল স্টর্ম নিজের সন্তানকেই মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। পাড়ে তুলেই ক্ষান্ত হয়নি স্টর্ম, হরিণ শাবকটি সাড়া না দেওয়া পর্যন...