Posts

Showing posts from November 21, 2017

অভিনয়কে বিদায় জানালেন অপু,আগামী বছর হজে যাবেন

Image
বেশ কিছুদিন ধরে বির্তকের মধ্যে থাকা ঢালিউড নায়িকা অপু বিশ্বাস (অপু ইসলাম) জানিয়েছেন যে তিনি আর চলচ্চিত্রে অভিনয় করবেন না। চিকিৎসা শেষে শনিবার রাতে কলকাতা থেকে ফিরে   গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে  এ কথা জানান অপু । কারণ হিসেবে চিকিৎসকের পরামর্শের কথা বলেছেন এই অভিনেত্রী। সে সঙ্গে তিনি আরো বলেন, এখন থেকে নামাজ-রোজা নিয়মিত আদায় করবেন, শিগগিরই ওমরাহ হজ পালন করতে যাবেন এবং আগামী বছর হজে যাবেন।  জানা যায়, গত বৃহস্পতিবার রাত প্রায় তিনটার দিকে বাচ্চাকে ফিডার খাওয়ানোর পর তিনি ওয়াশরুমে যান। সেখানে বাথটবের সঙ্গে পা আটকে উল্টে পড়ে গিয়ে পেটে মারাত্মক আঘাত পান। বাথটবের কোনা গিয়ে লাগে সিজারের স্থানে। সঙ্গে প্রচণ্ড ব্যথা হতে থাকে পেটে এবং প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হয়। শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। পেটের ব্যথা ক্রমেই বাড়তে থাকায় ভোর রাত ৪টার দিকে অপু তার ড্রাইভার সাইদকে ফোন দিয়ে ডেকে আনেন এবং একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে জানান, ওই মুহূর্তে সেখানে কোনো গাইনোলোজির চিকিৎসক নেই। উপায়ন্তর না দেখে অপু তখ...

১০টি পরমাণু অস্ত্র বহনে সক্ষম চীনের নতুন ক্ষেপণাস্ত্র

Image
পরাশক্তিদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে চীনের সমরাস্ত্র বৃদ্ধির প্রক্রিয়া।   আর এরই অংশ হিসেবে সম্প্রতি নতুন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে চীন।   যা ১০টি পরমাণু অস্ত্র বহনে সক্ষম।  ডংফেং–৪১ নামে এই মিসাইল চীনের মূল ভূমি থেকে পৃথিবীর যে কোনও অঞ্চলে আঘাত হানতে সক্ষম।   চীনের দাবি, তিন স্তর বিশিষ্ট ভারী জ্বালানি চালিত মিসাইলটি ১২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্য ভেদ করতে পারবে। এতে ১০টি পরমাণু অস্ত্র বহন করা যাবে, যার প্রতিটি অস্ত্রই আলাদাভাবে আঘাত হানতে পারবে।   ২০১৮ সালের শুরুতেই ডংফেং–৪১ সেনাবাহিনীতে যুক্ত করা হবে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম।   চীনের আরও দাবি, এই মিসাইল শত্রুপক্ষের মিসাইল ভেদ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এক আগাম সতর্কবার্তা হয়ে পৌঁছবে।   চীনের অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণ সংগঠনের শীর্ষ উপদেষ্টা শু গুয়াংফু বলেছেন, যখনই ডংফেং–৪১ চীনের সেনাবাহিনীতে মোতায়েন হবে, সেই মুহূর্ত থেকেই চীনের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বে বিশেষভাবে বেড়ে যাবে।   যদিও রুশ বিশেষজ্ঞদের মতে, চীনের এই মিসাইল...

সাংবাদিককে গুলি করে হত্যা

Image
ভারতের ত্রিপুরায় এক সাংবাদিককে গুলি করে মারার অভিযোগ উঠল ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর দ্বিতীয় ব্যাটেলিয়নের এক সদস্যের বিরুদ্ধে।   মঙ্গলবার দুপুরের দিকে ত্রিপুরার আর কে নগর এলাকায় টিএসআর’এর সদর দফতরে সংবাদ সংগ্রহ করতে যান ত্রিপুরার বাংলা দৈনিক ‘স্যন্দন’ পত্রিকার ক্রাইম রিপোর্টার সুদীপ দত্ত ভৌমিক। এসময় সুদীপের সঙ্গে বাক-বিতণ্ডা হয় কর্তব্যরত ত্রিপুরা স্টেট রাইফেলস এর এক সদস্যের। এরই এক পর্যায়ে সাংবাদিককে লক্ষ্য করে ওই টিএসআর সদস্য গুলি চালাল বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। এই ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, টিএসআর সদস্যের নাম নন্দগোপাল রিয়াং। তিনি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সুদীপ দত্ত ভৌমিককে গুলি করেন বলে অভিযোগ। পরে অভিযুক্ত নন্দগোপালকে আটক করা হয়।   স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল দে জানান, ‘আমার সংবাদপত্রের সিনিয়ার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক আজ দুপুরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আর কে নগরে টিএসআর’এর দ্বিতীয় ব্যাটেলিয়নের কমান্ডেন্টের সাথে দেখা করতে যান। কিন্তু সুদীপ যখন সেখানে পৌঁছায় কমান্ডেন্টের দেহরক্ষীর সঙ্গে বাক-বিত...

কুমিল্লায় স্ত্রীর মৃত্যু শোকে স্বামীর মৃত্যু

Image
স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে বাড়ির পাশে এসে স্বামীও জ্ঞান হারিয়ে মারা গেছেন।  আজ কুমিল্লার দেবিদ্বার উপজেলার বামনিশাইর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই জন হলেন, দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের বামনিশাইর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও তার স্ত্রী একই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে রিফা আক্তার (২৪)। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় রিফা আক্তার স্বামীর বাড়ির পুকুরের ঘাটলায় বসে মোবাইল ফোনে ঢাকায় স্বামী আনোয়ারের সঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পুকুরের পানিতে ডুবে যান। বাড়ির লোকজন পুকুর হতে তার নিথর দেহ উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে স্বামী আনোয়ার হোসেন রাতে ঢাকার রামপুরা থেকে বামনিশাইরের নিজ বাড়িতে রওনা দেন। রাত তিনটায় তিনি বাড়ির কাছাকাছি এসে পৌঁছান। এ সময় তিনি স্ত্রীর নাম ধরে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পথচারীরা তার লাশ দেখে বাড়িতে খবর দেন। স্ত্রী-স্বামীর এ মৃত্যুর সংবাদ শুনে এ...

ছেলে বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দী মালিয়া ওবামা

Image
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ওবামা। এক বছরের বিরতি শেষে এ মৌসুমে মালিয়া ভর্তি হয়েছেন হার্ভাড ইউনিভার্সিটিতে। ওবামা ক্ষমতা ছেড়ে দিলেও তার সন্তানদের প্রতি পাপারাজ্জিদের আগ্রহ এতটুকু কমেনি। রবিবার হার্ভাড-ইয়েলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বার্ষিক ফুটবল প্রতিযোগিতা ছিল। ওই সময়েই এক ছেলে বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ মালিয়াকে ক্যামেরাবন্দী করেছে পাপারাজ্জিরা। তবে ছয় ফুট এক ইঞ্চি লম্বা মালিয়ার সেই ছেলে বন্ধুটির পরিচয় এখনো জানা যায়নি। বারাক ওবামা অবশ্য গত বছরই জানিয়ে দিয়েছিলেন, তার দুই মেয়েই প্রেম করছে। এতে তার সম্মতির বিষয়টিও প্রকাশ করেন তিনি। রবিবার ম্যাচের সময় ছেলে বন্ধুর সঙ্গে ফুরফুরে মেজাজে ধূমপান করতেও দেখা গেছে ১৯ বছরের মালিয়াকে। খেলায় হার্ভাড ইউনিভার্সিটির দল ক্রিমসনকে হারিয়েছে ইয়েল বুলডগস। সূত্র : ডেইলি মেইল বিডি প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৭/ফারজানা

পৃথিবী থেকে বার্তা গেলো এলিয়েনদের কাছে

Image
এলিয়ানদের কি আদৌ কোনো অস্তিত্ব আছে কি-না এই প্রশ্নটা বিভিন্ন মহলে ঘুরে ফিরে উঠতেই থাকে। ফলে তাদের অস্তিত্ব যাচাই করতে এবার গবেষণা শুরু করলেন জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সৌরমণ্ডলের খুব কাছে অবস্থিত রয়েছে একটি নক্ষত্রমণ্ডল। সে নক্ষত্রমণ্ডলের মধ্যকার একটি নক্ষত্র হলো GJ 273। যেটি সৌরমণ্ডলের থেকে মাত্র ১২ আলোকবর্ষ দূরে। এই নক্ষত্রমণ্ডলেই রেডিও সিগন্যাল পাঠানো হয়েছে। তারা আরও জানান, যদি সেই নক্ষত্রমণ্ডলে এলিয়ান থাকে তাহলে আগামী ২৫ বছরের মধ্যে সেখান থেকে প্রতিবার্তা আসবেই। কারণ ওই নক্ষত্রতে পানি থাকার সম্ভাবনা রয়েছে প্রবল। তাই প্রাণের সঞ্চার হওয়া খুব একটা আশ্চর্যজনক নয়। মেসেজিং এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স ইন্টারন্যাশানাল (METI)র প্রেসেডেন্ট ডগলাস ভাকোচ জানান, তারা আশাবাদী। ওই নক্ষত্রমণ্ডল থেকে একটা প্রতিবার্তা আসবেই। নরওয়ে থেকে এই রেডিও সিগনালটি একটি অ্যান্টেনা মারফত পাঠানো হয়েছে। গত অক্টোবর মাসে এই সিগনালটি পাঠানো হয়েছিল। এই সিগনালটি পাঠাতে সময় লেগেছিল প্রায় আটঘণ্টা। তিনদিনের ব্যবধানে পাঠানো হয়েছিল এই মেসেজটি। বিডি প্রতিদিন/২১ ...

সাংবাদিককে গুলি করে হত্যা / দীপক দেবনাথ, কলকাতা

Image
ভারতের ত্রিপুরায় এক সাংবাদিককে গুলি করে মারার অভিযোগ উঠল ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর দ্বিতীয় ব্যাটেলিয়নের এক সদস্যের বিরুদ্ধে।   মঙ্গলবার দুপুরের দিকে ত্রিপুরার আর কে নগর এলাকায় টিএসআর’এর সদর দফতরে সংবাদ সংগ্রহ করতে যান ত্রিপুরার বাংলা দৈনিক ‘স্যন্দন’ পত্রিকার ক্রাইম রিপোর্টার সুদীপ দত্ত ভৌমিক। এসময় সুদীপের সঙ্গে বাক-বিতণ্ডা হয় কর্তব্যরত ত্রিপুরা স্টেট রাইফেলস এর এক সদস্যের। এরই এক পর্যায়ে সাংবাদিককে লক্ষ্য করে ওই টিএসআর সদস্য গুলি চালাল বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। এই ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, টিএসআর সদস্যের নাম নন্দগোপাল রিয়াং। তিনি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সুদীপ দত্ত ভৌমিককে গুলি করেন বলে অভিযোগ। পরে অভিযুক্ত নন্দগোপালকে আটক করা হয়।   স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল দে জানান, ‘আমার সংবাদপত্রের সিনিয়ার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক আজ দুপুরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আর কে নগরে টিএসআর’এর দ্বিতীয় ব্যাটেলিয়নের কমান্ডেন্টের সাথে দেখা করতে যান। কিন্তু সুদীপ যখন সেখানে পৌঁছায় কমান্ডেন্টের দেহরক্ষীর সঙ্গে বা...

থু থু মারি এই সমাজের উপর যে সমাজ

Image
এ কেমন রাজনীতি ? এ কেমন মানবতা?  এ কেমন সমাজ ?  এ কেমন শিক্ষা ? এই যদি হয় সমাজের রুপ তাহলে  থু থু মারি এই সমাজের উপর যে সমাজ একজন নারীকে সন্মান করতে পারে না যে সমাজে একজন নারী আঘাত প্রাপ্ত হয় প্রকাশ্য রাজপথে ধিক্কার জানাই সেই সমাজ কে ধিক্কার জানাই ঐ সব কুলাংগারদের ধিক্কার জানাই যাদের ছএছায়ায় লালিত পালিত হইতেছে এইসব নরপশু তাদের কে Source   Sadequl Sadequl Rubel ‎  

মৃত সন্তান প্রসব ঠেকাতে গর্ভবতীদের কাত হয়ে ঘুমানোর পরামর্শ

Image
অনেক সময় ঘুমের অভ্যাসের কারণেও মৃত সন্তান প্রসব হতে পারে। আর তাই মৃত সন্তান প্রসব প্রতিরোধে সন্তানসম্ভবা নারীদেরকে একপাশে কাত হয়ে শোওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা আরো বলেছেন, গর্ভধারণ কালের শেষ তিনমাস সম্ভাব্য মায়েদেরকে এভাবেই ঘুমানো উচিত। ব্রিটেনে প্রায় এক হাজার নারীর ওপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে, পিঠের ওপর চিৎ হয়ে ঘুমালে মৃত শিশু জন্মদানের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। গবেষণায় ২৯১ জন গর্ভবতী নারীর উপর নজর রাখা হয়েছিলো যারা মৃত শিশুর জন্ম দিয়েছেন এবং ৭৩৫ জন নারী জন্ম দিয়েছে জীবিত শিশুর। এই সমীক্ষার পর গবেষকরা বলছেন, নবজাতকের স্বাস্থ্যের সঙ্গে সম্ভাব্য মা কিভাবে ঘুমাচ্ছেন তার গভীর সম্পর্ক রয়েছে এবং ঘুমানোর এই ভঙ্গিটা খুবই গুরুত্বপূর্ণ। তবে তারা এও বলছেন, ঘুম ভেঙে যাওয়ার পর সন্তানসম্ভবা নারী যদি দেখেন যে তারা তাদের পিঠের ওপর চিৎ হয়ে শুয়ে আছেন তাহলে দুশ্চিন্তা করা উচিত নয়। যুক্তরাজ্যে এক গবেষণায় দেখা গেছে ২২৫টি গর্ভধারণের ক্ষেত্রে একটি মৃত শিশুর জন্ম হয়। বলা হচ্ছে, সম্ভাব্য মা যদি একপাশে কাত হয়ে ঘুমাতে যান তাহলে বছরে ১৩০টির মতো নবজাতকের জীবন...

‘তুরস্কে বাংলাদেশের ওষুধ শিল্পের বিশাল সম্ভাবনা’/১৫ নভেম্বর, ২০১৭ ইং ২০:২৬ মিঃ

Image
আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি যৌথভাবে তুরস্কে ‘বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্ট্রিজের বিকাশ এবং তুরস্কের সঙ্গে সহযোগিতার বিশাল সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। বুধবার আঙ্কারাস্থ জে.ডব্লিউ ম্যরিয়ট হোটেল মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-তুরস্কের মধ্যে ওষুধ বাণিজ্য জোরদার করণের লক্ষ্যে বাংলাদেশের ৯টি প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনার শেষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রতিনিধিরা তুরস্কের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্যিক বৈঠকে মিলিত হন এবং ওষুধ বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। সেমিনারে তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী জনাব ওরহান ইয়েগিন প্রধান অতিথি হিসেবে এবং তুরস্কের ওষুধ ও মেডিকেল ডিভাইস সংস্থার প্রেসিডেন্ট ড. হাকিকি গুরস্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া তুর্কী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ-পদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশের ওষুধ শিল্পে নেতৃত্বদানকারী প্রধান ৯টি কোম্পানির উচ্চ-পদস্থ প্রতিনিধিরা সেমিনারে উপস...

ইভ টিজিংয়ের দুষ্টচক্র থেকে মুক্তি পাক নতুন প্রজন্ম

Image
ইভ টিজিং বলতে যেমন একটা চিত্র চোখে আসে—কিছু মেয়ে স্কুলে যাচ্ছে আর বখাটে কিছু ছেলে পথে দাঁড়িয়ে দুটো শব্দ উড়িয়ে দিচ্ছে বা শিস দিচ্ছে। বাস্তবে ইভ টিজিং বিষয়টা এত অল্পে সীমাবদ্ধ নয়। এর প্রয়োগ এতই ব্যাপক যে, ‘ইভ টিজিং’ শব্দটা পুরো ঘটনা ব্যাখ্যা করার সাপেক্ষে অনেক হালকা একটা শব্দ। আপনার অফিসে একজন নারীকে হেয় করে কিছু বললেন—সেটা ইভ টিজিং। পুরুষ শিক্ষক নারী শিক্ষার্থীকে তুচ্ছজ্ঞান করলেন বা কোনো দায়িত্ব থেকে সরিয়ে রাখলেন—সেটাও ইভ টিজিং। বাসে মহিলা সিট খালি নেই বলে একজন নারীকে কন্ডাক্টর বাসেই উঠতে দিলেন না—সেটাও ইভ টিজিং। প্রতিদিনের এ রকম ছোট ছোট অসংখ্য ঘটনার কেতাবি নাম, ‘ইভ টিজিং’। আর এই ইভ টিজারদের বড় অংশটিই হলো তরুণ। ইভ টিজিংয়ের শিকার হয়ে গত এক মাসেরও কম সময়ে খুলনায় ৩ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ অক্টোবর রাতে শামীম হাওলাদার শুভ ও তার সহযোগীদের নির্যাতনের শিকার হয়ে খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শামসুন নাহার চাঁদনি (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ২৭ অক্টোবর নিজ বাড়ি থেকে বাজুয়া এসএন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বন্যা ...

অস্ট্রেলিয়ায় দেখা মিলল বিরল প্রজাতির সাদা কুমিরের

Image
অস্ট্রেলিয়ার ডারউইনের এডিলেড নদীতে বিরল প্রজাতির সাদা কুমিরের দেখা মিলেছে। রবিবার দেখা যাওয়া এই কুমিরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট বলে জানিয়েছেন স্থানীয় একজন বন্যপ্রাণী সংরক্ষক।   একজন প্রাণী বিশেষজ্ঞ জানিয়েছেন, কুমিরটির ধূসর সাদা রংয়ের কারণ হাইপো মেলানিজম বা ত্বকে মেলানিন রঞ্জকের অভাব। স্থানীয়দের ধারণা সাদা ‍কুমিরটি  মাইকেল জ্যাকসন নামের সাদা একটি কুমিরের উত্তরসূরি । ২০১৪ সালে এক জেলে মাছ ধরতে গিয়ে ওই কুমিরটির আক্রমণে মৃত্যুবরণ করলে কর্তৃপক্ষ মাইকেল জ্যাকসনকে গুলি করে হত্যা করে। স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষকদের সংগঠনের প্রেসিডেন্ট ব্রডি বলেছেন, সবাই বিষয়টা নিয়ে অনেক উচ্ছ্বসিত। আমি তাকে (কুমিরটি) দেখার পরে সারাদিন চোখ দিয়ে অশ্রু ঝরেছে। এই কুমিরটির নাম দেয়া হয়েছে পার্ল।     অস্ট্রেলিয়ার বেশিরভাগ কুমিরের গায়ের রং ধূসর অথবা সবুজ হয়ে থাকে। তবে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক বলেছেন, জিনগত বৈশিষ্ট্য ছাড়াও হাইপো মেলানিজম ডিম ফোটানোর সময়ের জটিলতার কারণেও হতে পারে। তিনি বলেন, ডিম ফোটানোর সময় যদি সেটি বেশি গরম হয়ে যায় তাতে কোষ বিভাজনে ভুল হওয়ার সম্ভাবনা থা...

বন, পাহাড়, পরিবেশ এবং আদিবাসী জনগোষ্ঠী

Image
বন, পাহাড়, পরিবেশ এবং আদিবাসী জনগোষ্ঠী জাতীয় ,  পার্বত্য চট্টগ্রাম ,  রাজনীতি  বিভাগে প্রকাশিত প্রকাশের সময়ঃ নভেম্বর ১৬, ২০১৭ দেখা হয়েছে  ৩৪ সর্বশেষ হালনাগাদঃ নভেম্বর ১৬, ২০১৭ সময় ৯:৪৪ অপরাহ্ন সারাবিশ্বের পরিবেশ বর্তমানে বিপর্যয়ের মুখে। এই বিপর্যয়ের প্রাথমিক ও প্রধানতম শিকার হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী। প্রকৃতি ধ্বংসের মুখে তাদের সহজাত জীবনযাত্রা ভেঙ্গে পড়ছে। আদিবাসীদের অস্তিত্ত্ব, সংস্কৃতি, জীবিকা, সমাজ সবকিছু চুরমার হয়ে পড়ছে। বলার অপেক্ষা রাখে না যে, এই বিপর্যের প্রাথমিক শিকার আদিবাসী জনগোষ্ঠী হলেও চূড়ান্ত আঘাত হানবে সমগ্র মানব জাতিকে। গত ২২ অক্টোবর ২০০৭ ওয়ার্ল্ডওয়াচ ইনষ্টিটিউট কর্তৃক ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকাসহ বিশ্বের ২১টি শহরকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণেই এখন বিশ্বে ছোট-বড় প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন ঘটছে। এর ফলে মানুষের দুর্ভোগও বাড়ছে, অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ১ এই সভ্যতা বিধ্বংসী বিপর্যয়ের পেছনে অন্যতম কারণ হ...