Posts

Showing posts from May 16, 2019

ফাঁকিবাজ মেয়েকে শায়েস্তা করতে প্রশিক্ষিত কুকুর (ভিডিও)

Image
চীনে পড়ায় নজরদারি করছে প্রশিক্ষিত কুকুর ফান্টুয়ান। ছবি: সংগৃহীত। মেয়ের পড়াশোনায় মন নেই। পড়তে বসলেই শুধু ফাঁকিবাজি। স্কুল থেকে দেওয়া হোমওয়ার্ক রোজ অসম্পূর্ণ, বকাঝকা, শাস্তি। কিছুতেই কিছু হয় না। মেয়ের জন্য চিন্তায় চিন্তায় রাতের ঘুম উড়েছে চিনের জি লুয়াংয়ের। পড়াশোনায় মেয়ের মন ফেরাতে আকাশপাতাল ভাবনাচিন্তা করেই চলেছেন গুইঝো প্রদেশের এই ব্যক্তি। শেষপর্যন্ত একটা উপায় পেলেন৷ বাড়ির কুকুর ফান্টুয়ানকে দিলেন ট্রেনিং৷ সাদা চারপেয়ের জন্য প্রশিক্ষক রেখে শেখালেন নজরদারির পাঠ৷ বোঝালেন, বাড়ির মেয়েটার উপর কীভাবে নজর রাখতে হবে৷ তাতেই বাজিমাত৷ জি লুয়াং বলছেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম বাড়ির নিরাপত্তারক্ষীকে বাড়তি খাবার দিয়ে ওকেই বলব, মেয়েকে নজর রাখতে৷ কিন্তু পরে মনে হল, মেয়ে তো অত ছোটও নেই যে এর নজর গলেও ফাঁকি দেবে না৷ তখন মনে পড়ল ফান্টুয়ানের কথা৷ ভাবলাম, ওকেই ট্রেনিং দিই৷ ওকেই নজরদারির কাজে লাগাব।’ যেমন ভাবা, তেমন কাজ। এমনিতেই গৃহপালিত পশুদের মধ্যে কুকুর সবচেয়ে বেশি বুদ্ধিমান৷ গবেষণা বলে, তাদের বুদ্ধির ধার মানুষের থেকে সামান্য কম৷ অর্থাৎ অন্য সব পশুর মধ্যে বুদ্ধির...

নরসিংদীতে ট্রাকচাপায় এসআই নিহত

Image
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা নামক স্থানে গরু বোঝাই ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই) নিহত হয়েছেন।  বৃহস্পতিবার দুপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।  নিহত মোস্তাফিজুর রহমান শিবপুর উপজেলার মুনসেফেরচর গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি ঢাকায় এসবি’তে কর্মরত ছিলেন।  পুলিশ জানায়, নিহত মোস্তাফিজ মটোরসাইকেল যোগে ঢাকা কর্মস্থল থেকে নরসিংদী নিজ বাড়ি শিবপুরের মুনসেফেরচর গ্রামে আসছিল। মটোরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা রাতুন টেক্সটাইলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোস্তাফিজ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহতের চাচা শ্বশুর মেহেদী হাসান ফারুক বলেন, গত দেড় বছর আগে মোস্তাফিজের সঙ্গে তার ভাতিজি বর্ষার বিয়ে হয়। সে ৭ মাসের গর্ভবতী। এর মধ্যে দুর্ঘটনায় মোস্তাফিজের প্রাণ গেল। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জ...