Posts

Showing posts from December 17, 2020

বিহারে বিনা মূল্যে সবার জন্য করোনার টিকার প্রস্তাব অনুমোদন

Image
  করোনার টিকার প্রতীকী ছবি ভারতের বিহার রাজ্যে সবার জন্য বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার একটি প্রস্তাব অনুমোদন করেছে নিতীশ কুমারের সরকার। আজ বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার প্রস্তাবটি অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। বিহারে ক্ষমতায় রয়েছে এনডিএ জোট। এই জোটে আছে নিতীশ কুমারের জনতা দল সংযুক্ত (জেডি-ইউ) ও বিজেপি। খবরে বলা হয়, বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার প্রস্তাব অনুমোদনের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে নীতিশ কুমারের সরকার এক ধাপ এগিয়ে গেল। বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। বিজ্ঞাপন নিতীশ কুমার ছবি: ফেসবুক থেকে নেওয়া বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি তাদের ইশতেহারে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার ঘোষণা দেয়। এমন ঘোষণার পর বিজেপির সমালোচনায় মুখর হয় বিরোধীরা। তারা বলে, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকবে না, সেখানকার কী হবে? যারা বিজেপিকে ভোট দেবে না, তারা কি করোনার টিকা পাবে না? ভারতে এখন...

চীনা নভোযান চাঁদ থেকে আনল পাথর-মাটি

Image
  চাঁদ থেকে সংগৃহীত নমুনাবাহী একটি ক্যাপসুল স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করে ছবি: রয়টার্স চীনের চ্যাং’ই-৫ মিশন চাঁদ থেকে পৃথিবীতে ফিরেছে। চাঁদ থেকে পাথর ও মাটির নমুনা নিয়ে এসেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, চাঁদ থেকে সংগৃহীত নমুনাবাহী একটি যান স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করে। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চীন চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনল। চাঁদ থেকে সংগৃহীত এই নতুন নমুনা সেখানকার ভূতত্ত্ব ও প্রাথমিক ইতিহাস সম্পর্কে নতুন অন্তর্জ্ঞানের উৎস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞাপন মহাকাশে চীনের সক্ষমতা যে বাড়ছে, তার আরেকটি প্রমাণ চ্যাং’ই-৫ মিশনের সফল সমাপ্তি। সাত বছরের মধ্যে এটি ছিল চীনের তৃতীয় সফল চন্দ্রাভিযান। গত নভেম্বর মাসের শেষ দিকে চ্যাং’ই-৫ নভোযান চন্দ্রাভিযানে যায়।  

তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ পাকিস্তানের

Image
  তুরস্ক ও পাকিস্তানের জাতীয় পতাকা মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তুরস্কের ওপর বিতর্কিত মার্কিন নিষেধাজ্ঞার উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।  বিবৃতিতে বলা হয়, তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান। যে কোনো দেশের ওপর একতরফা দমনমূলক ব্যবস্থার বিরোধী ইসলামাবাদ। বিবৃতিতে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানানো হয়েছে এবং পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির বিষয়ে তুরস্কের ভূমিকার বিষয়েও প্রশংসা করা হয়। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র এস-৪০০ ক্রয় নিয়ে ন্যাটো সদস্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টরেট প্রধান ইসমাইল দেমির এবং আরও তিনজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ২০১৯ সালে তুরস্কের হাতে আসার পর আঙ্কারাকে এফ-৩৫ যুদ্ধ বিমান কর্মসূচি থেকে বের করে দেয় যুক্তরাষ্ট্র। ও...

সফলভাবে মহাকাশে পাড়ি দিল ইসরোর সিএমএস-০১

Image
  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কমিউনিকেশন স্যাটেলাইট সিএমএস-০১ মহাকাশে পাড়ি দিয়েছে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলএভির মাধ্যমে সফলভাবে মহাকাশ পাড়ি দিল এই সিএমএস-০১। এটি ইসরোর ৫২তম পিএসএলভি মিশন। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৩.৪১ মিনিটে শ্রীহরিকোটা স্পেস রিসার্চ সেন্টার থেকে পাড়ি দেয় পিএসএলভি সি-৫০। এদিন টুইট করে এই তথ্য শেয়ার করে ইসরো।  ইসরো জানায়, শ্রীহরিকোটর সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হলো পিএসএলভি। এর আগে ইসরো জানিয়েছিল, এই স্যাটেলাইট মূলত এক্সটেন্ডেড সি ব্যান্ড কমিউনিকেশান লিংক স্থাপন করবে মূল ভারতসহ আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপের সঙ্গে। যার ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এটি ভারতের ৪২তম স্যাটেলাইট। সাত বছর ধরে এটি কাজ করবে বলে ইসরো জানিয়েছে। সিএমএস-০১ আগে জিস্যাট-১২আর নামে পরিচিত ছিল। ১৪১০ কেজি ওজনের স্যটেলাইটটির আসল নাম GSAT-12R। এটি পৃথিবী থেকে ৩৫,৭৮৬ কিলোমিটার দূরে জিওস্টেশনারি কক্ষপথে স্থাপন করা হবে। ৪৪ মিটার লম্বা স্যাটেলাইটটিতে চারটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এক্স এল কনফিগারেশনের এই ...