বিহারে বিনা মূল্যে সবার জন্য করোনার টিকার প্রস্তাব অনুমোদন

 

করোনার টিকার প্রতীকী ছবি
করোনার টিকার প্রতীকী ছবি

ভারতের বিহার রাজ্যে সবার জন্য বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার একটি প্রস্তাব অনুমোদন করেছে নিতীশ কুমারের সরকার। আজ বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার প্রস্তাবটি অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।

বিহারে ক্ষমতায় রয়েছে এনডিএ জোট। এই জোটে আছে নিতীশ কুমারের জনতা দল সংযুক্ত (জেডি-ইউ) ও বিজেপি।

খবরে বলা হয়, বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার প্রস্তাব অনুমোদনের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে নীতিশ কুমারের সরকার এক ধাপ এগিয়ে গেল। বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।

বিজ্ঞাপন
নিতীশ কুমার
নিতীশ কুমার
ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি তাদের ইশতেহারে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার ঘোষণা দেয়।

এমন ঘোষণার পর বিজেপির সমালোচনায় মুখর হয় বিরোধীরা। তারা বলে, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকবে না, সেখানকার কী হবে? যারা বিজেপিকে ভোট দেবে না, তারা কি করোনার টিকা পাবে না?

ভারতে এখন পর্যন্ত করোনার কোনো টিকা অনুমোদন পায়নি।

করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট ও ফাইজারের করা আবেদন যাচাই করার কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

 palo-logo

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা