1:55 First minutes of life of a newborn baby boy Mad Maks
Posts
Showing posts from August 23, 2017
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা রুনির
- Get link
- X
- Other Apps
কাগজ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি। কোচ গ্যারেথ সাউথগেটের কাছ থেকে পুনরায় জাতীয় দলে ডাক পাওয়ার পরপরই বুধবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জাননোর ঘোষণা দেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোল দাতা রুনি। ইংল্যান্ডের হয়ে ১১৯ ম্যাচে ৫৩ গোল করা ৩১ বছর বয়সী রুনি মঙ্গলবার সাউথগেটের সঙ্গে টেলিফোনে আলাপকালে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। কোচ হোসে মরিনহোর অধীনে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খারাপ সময় পার করার পর ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কত্ব হারান রুনি। এমনকি জাতীয় দল থেকেও বাদ পড়েন তিনি। চলতি মৌসুমে নিজের সাবেক ক্লাব এভারটনে যোগ দেন এ তারকা খেলোয়াড়। - বিজ্ঞাপন - নতুন ক্লাবে যোগ দিয়ে প্রিমিয়ার লীগে প্রথম দুই ম্যাচেই গোল করে নিজের সক্ষমতার প্রমাণ দেন রুনি। এক বিবৃতিতে রুনি বলেন, ‘আসন্ন ম্যাচগুলোর জন্য কোচ গ্যারেথ সাউথগেট পুনরায় দলে ডেকে আমাকে ফোন করায় আমি তার কাছে কৃতজ্ঞ। সত্যিই এটা প্রশংসনীয়। অনেক ভেবে চিন্তে কোচকে বলেছি নিজের ভালর জন্যই আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সত্যিই সিদ্ধান্তটা কঠ...
পবিত্র ঈদুল আযহা ২ সেপ্টেম্বর
- Get link
- X
- Other Apps
বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। বুধবার ধর্মমন্ত্রীর সভাপতিত্বে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যতম সদস্য ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান যুগান্তরকে জানান, দেশের বিভিন্ন জেলায় আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। এর আগে সৌদি আরবের আকাশে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ৩১ আগস্ট বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১ সেপ্টেম্বর (শুক্রবার) সেখানে ঈদুল আযহা পালন করা হবে। সৌদি আরবের সর্বোচ্চ বিচারিক আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এই তারিখ ঘোষণা করেছে। আজ ২৩ আগস্ট বুধবার থেকে সৌদি আরবে জিলহজ মাস শুরু হয়েছে। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, জর্ডান ও মালয়েশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর আগে পাকিস্তান গত শনিবার ঘোষণা দেয়, ২ সেপ্টেম্বর ঈদুল আজহা হতে পারে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার একদিন পর...
সরকার পাগলের মতো আচরণ করছে -রিজভী
- Get link
- X
- Other Apps
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে সুপ্রিমকোর্টের রায়ে সরকার এখন দিগ্বিদিকশূন্য হয়ে পড়েছে। কারণ বর্তমান সরকারের আমলে সমাজের ভয়ঙ্কর পরিস্থিতি সুপ্রিমকোর্টের রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে। এ জন্য সরকার দিদ্বিদিকশূন্য হয়ে গেছে। সরকার এখন পাগলের মতো বকছে। তাই তো ব্যারিস্টার তাপসদের মতো আইনজীবীরা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছে। এখন তো সন্দেহ তৈরি হয়েছে সরকার প্রধান বিচারপতিকে ‘মানসিক অসুস্থ’ আখ্যা দিয়ে তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কোনো অশুভ উদ্দেশ্য সাধন করে কি না? আসলে দেশের মানুষ চায় শুধু আওয়ামী লীগের অপসারণ। কেননা সরকারের জ্বালা ধরেছে সুপ্রিমকোর্টের ভূমিকায়। এই জন্য তারা যা তা বকছেন। আমার তো মনে হয় একদিন দেখা যাবে তাপসরা প্রধানমন্ত্রীরও পদত্যাগ দাবি করবেন। পরিস্থিতি এখন এমন পর্যায়ে গেছে। আজ বুধবার দুপুরে ‘চলমান অস্থিরতা : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব বলেন। জাতীয় নেতা মরহুম মশিউর রহমান যাদু মিয়ার বড় ছেলে ও বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুল গানি স্বপনের ৮ম মৃত্য...
‘সরকারকে ভুক্তভোগী নারী শিশুর দায়িত্ব নিতে হবে’
- Get link
- X
- Other Apps
অ- অ অ+ ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের যৌন সহিংসতার শিকার মেয়ে শিশু ও নারীদের উপযুক্ত যত্ন, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা অবশ্যই ইরাক সরকারের দায়িত্ব বলে মনে করে জাতিসংঘ। ওই সব যৌন সহিংসতার জেরে জন্ম নেওয়া শিশুদের সুস্থ-সুন্দর জীবন নিশ্চিত করতেও ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের অ্যাসিস্ট্যান্স মিশন টু ইরাক (ইউএনএএমআই) ও মানবাধিকার কমিশন গতকাল মঙ্গলবার নতুন প্রতিবেদন প্রকাশ করে। এতে তারা ইরাকে আইএসের যৌনদাসত্বের শিকার মেয়ে শিশু ও নারীদের অসহায় অবস্থা তুলে ধরে এবং তাদের জীবন পুনর্গঠনে সরকারের দায়িত্বের প্রসঙ্গ তুলে আনে। প্রতিবেদনে ইয়াজিদি সম্প্রদায়ের নারীদের ওপর সহিংসতার চিত্র আলাদা করে তুলে ধরা হয়। ২০১৪ সালে আইএস সিনজার এলাকার ইয়াজিদিদের ওপর গণহত্যা চালায় এবং ওই সম্প্রদায়ের মেয়ে শিশু ও নারীদের যৌনদাসত্বে বাধ্য করে। ইরাক ও সিরিয়ার বিশাল অংশজুড়ে ঘোষিত তথাকথিত খেলাফতকালে প্রায় তিন হাজার নারীকে তারা জিম্মি করে রেখেছিল বলে ধারণা করা হয়। এ নারীদের তারা খেলাফতজুড়ে বেচাকেনা করেছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থার হাইকমিশনার জেইদ রা’আদ আল হুস...
বৈষম্যমূলক উন্নয়নে নাগরিক দুর্ভোগ চরমে
- Get link
- X
- Other Apps
বাসাবো খেলার মাঠে অবৈধভাবে চলছে মেলা। অ- অ অ+ অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীন উন্নয়নের কারণে প্রতিনিয়তই ভুগতে হচ্ছে নগরবাসীকে। রাজধানীর ক্রমবর্ধমান নাগরিক চাহিদা অনুযায়ী বাড়ছে না নাগরিক সেবা দেওয়ার প্রাতিষ্ঠানিক সক্ষমতা। সরু গলির ভাঙা রাস্তা, যত্রতত্র ময়লা-আবর্জনার উৎকট দুর্গন্ধ আর গলি থেকে রাজপথ পর্যন্ত জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। ব্যতিক্রম নয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের পরিস্থিতিও। এসব ওয়ার্ডের বিরাজমান অবস্থা নিয়ে লিখেছেন তোফাজ্জল হোসেন রুবেল রাজধানীর খিলগাঁও, বাসাবো, মেরাদিয়া এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অন্তর্ভুক্ত। রাজধানীর দুই সিটির নির্বাচনের পর মেয়রদ্বয় ও কাউন্সিলরদের পক্ষ থেকে অনেক প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়ন হয়েছে খুব কমই। ঘনবসতিপূর্ণ এ এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এলাকাবাসী জানায়, ময়লা-আবর্জনা, মশার যন্ত্রণা, ভাঙা রাস্তা, মাদকের উত্পাত, যানজট ও সুপেয় পানির সংকট তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এর মধ্যে বাসাবাড়ি থেকে বের হলেই যানজটে পড়ে বসে থাকতে হয় দীর্ঘ সময়। সেই সঙ্গে সম্প্রতি জলাবদ্ধতাও এলা...
বাংলাদেশের জিএসপি সুবিধা ইইউতে থাকছে
- Get link
- X
- Other Apps
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশ যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পেয়ে আসছে তা আগামী দিনেও বহাল থাকছে। শ্রম ইস্যুতে এ সুবিধা বহাল থাকা নিয়ে সাম্প্রতিক সময়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে বাংলাদেশে ইইউর বিদায়ী রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘আমি বলতে পারি, ইবিএ ব্যবস্থা সুরক্ষিত (বাংলাদেশের জন্য)। ’ তিনি বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতায় বেসরকারি খাত আন্তর্জাতিক শ্রম সনদগুলোর সঙ্গে সংগতি রেখে ‘স্পষ্ট, বাস্তব ও সময়ভিত্তিক’ আগ্রহ দেখিয়েছে। ‘এভরিথিং বাট আর্মস, সংক্ষেপে ইবিএ’ (অস্ত্র ছাড়া সব কিছু) পদ্ধতিতে বাংলাদেশি পণ্য ইইউ’র ২৮টি দেশের বাজারে জিএসপি তথা শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পেয়ে আসছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশকে শ্রমবিষয়ক আন্তর্জাতিক সনদগুলোর সঙ্গে সংগতি রেখে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) আইনের খসড়া প্রণয়ন, ট্রেড ইউনিয়নগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং শ্রম আইন সংশোধনের আহ্বান জানিয়েছিল। এরপর ইউরোপীয় ইউনিয়নও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ায় ইইউতে বাংলাদেশের জিএসপি সুবিধা বহাল থাকা নি...
বন্যার্তদের পাশে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লালমনিরহাট, কুড়িগ্রাম ও জামালপুরে ত্রাণ বিতরণ
- Get link
- X
- Other Apps
লালমনিরহাট সদর উপজেলার চরকুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ত্রাণ বিতরণ কার্যক্রমে আসা বন্যাদুর্গতরা। ছবি : কালের কণ্ঠ অ- অ অ+ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনপদে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। প্রতিষ্ঠানটির উদ্যোগে গতকাল মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও জামালপুরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য ও শাড়ি-লুঙ্গি। দুর্গতরা এসব পেয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি এ ধরনের কাজে বসুন্ধরা গ্রুপ এগিয়ে আসায় গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। লালমনিরহাট প্রতিনিধি জানান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে গতকাল লালমনিরহাটের হাতীবান্ধার আট ইউনিয়ন ও সদর উপজেলার একটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চালসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজ মাঠে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কালের কণ্ঠ’র পাঠক সং...
চাঁদ দেখা গেছে, ২ সেপ্টেম্বর ঈদুল আজহা
- Get link
- X
- Other Apps
অ- অ অ+ বাংলাদেশের আকাশে আজ বুধবার সন্ধ্যায় হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আজ বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালন করেন। মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা তাদের প্রিয় বস্তু মহান আল্লাহর নামে উৎসর্গ করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজব্রত পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন। এবার ঈদে ১, ২ ও ৩ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। তবে ঈদে ছুটি আরও তিনদিন বাড়িয়ে ছয়দিন করার বিষয়টি আলোচিত হলেও তা এখনও চূড়...
- Get link
- X
- Other Apps
কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন কালের কণ্ঠ অনলাইন ২৩ আগস্ট, ২০১৭ ১৭:৫৯ Share শেয়ার মন্তব্য() প্রিন্ট ছবি : সংগৃহীত অ- অ অ+ কুষ্টিয়ার একটি আদালত নয় বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের দায়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। আজ বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মনিরুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মতলেব আলীর ছেলে। মামলার নথি থেকে জানা যায়, খড়ি কুড়ানোর কথা বলে ২০১৬ সালের ২৬ অগাস্ট বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর দাড়ীয়ার মাঠে মেহগনি বাগানে নিয়ে শিশুটির সৎ বাবা মনিরুল ইসলাম তাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির প্রকৃত বাবা বাদী হয়ে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
- Get link
- X
- Other Apps
কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন কালের কণ্ঠ অনলাইন ২৩ আগস্ট, ২০১৭ ১৭:৫৯ শেয়ার মন্তব্য() প্রিন্ট ছবি : সংগৃহীত অ- অ অ+ কুষ্টিয়ার একটি আদালত নয় বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের দায়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। আজ বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মনিরুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মতলেব আলীর ছেলে। মামলার নথি থেকে জানা যায়, খড়ি কুড়ানোর কথা বলে ২০১৬ সালের ২৬ অগাস্ট বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর দাড়ীয়ার মাঠে মেহগনি বাগানে নিয়ে শিশুটির সৎ বাবা মনিরুল ইসলাম তাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির প্রকৃত বাবা বাদী হয়ে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ।
- Get link
- X
- Other Apps
পাকিস্তানের প্রেতাত্মার গুণগানকারীদের প্রতিহত করতে হবে : মেনন কালের কণ্ঠ অনলাইন ২৩ আগস্ট, ২০১৭ ১৭:৪৫ শেয়ার মন্তব্য() প্রিন্ট অ- অ অ+ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মার গুণগান যারা করছেন তাদের প্রতিহত করতে হবে। তিনি এ ব্যাপারে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে দ্বিধাবিভক্তির রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস পালন উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর কবি ড. মুহম্মদ সামাদের সভাপতিত্বে ও প্রফেসর ড. গোলাম রাব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাতীয় বিশ্ববিদ্যালেয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. এম. আকাশ, ড. মাকসুদ কামাল, ড. ...
রায়ের পর্যবেক্ষণ প্রত্যাহারের আহ্বান আমুর
- Get link
- X
- Other Apps
ফাইল ছবি সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ে দেয়া পর্যবেক্ষণ প্রত্যাহার করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। শিল্পমন্ত্রী আরও বলেন, পর্যবেক্ষণ প্রত্যাহার করা না হলে এটা নিয়ে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায়ভার আপনাকেই (প্রধান বিচারপতি) গ্রহণ করতে হবে। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ)’র সভাপতি সাবান মাহমুদ। এছাড়া আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৭/মাহবুব Share
অভিবাসন বিষয়ক সংলাপে বাংলাদেশের নেতৃত্ব
- Get link
- X
- Other Apps
মানুষ সহজে নিজের বাড়িঘর ছেড়ে যেতে চায় না, কিন্তু কখনো কখনো তাকে তা ছাড়তে হয় পরিস্থিতির কারণে বাধ্য হয়ে। অনেক বাংলাদেশি ঘর ছাড়ে বৃহত্তর বিশ্বে কাজের সুযোগের সন্ধানে। এবং বছরের পর বছর পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের অভ্যন্তরের উত্তেজনা, দ্বন্দ্ব এবং বৈষম্য সেখানকার জনগণকে তাদের সীমানা ছেড়ে পালাতে বাধ্য করেছে বংলাদেশ, থাইল্যান্ড, চীন এবং আরও অনেক জায়গায়। এই প্রপঞ্চ – অভিবাসন ও পলায়ন শধুমাত্র এই অঞ্চলে সীমাবদ্ধ নয়। অনেক বছর ধরেই বাংলাদেশ শরণার্থী ও অভিবাসন বিষয়ে বহুপাক্ষিক সংলাপে নেতৃত্ব দিয়ে আসছে। এ ধরনের আলোচনা বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করে। বাংলাদেশের নেতৃত্ব আবারও পরিলক্ষিত হয় এই সপ্তাহে বাংলাদেশ সরকারের “গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট” (জিএফএমডি) আয়োজনের মধ্য দিয়ে। বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক জনগণ বাস্তুচ্যুত হয়েছে। অভিবাসন ও শরণার্থী বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় আলোড়ন তুলেছে, অনেক জোরেসোরে আলোচিত হয়েছে। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও পরবর্তীতে শরণার্থী বিষয়ে নেতৃত্বের উচ্চ পর্যায়ের সভায় প্রধান আল...
খাগড়াছড়িতে টিআইবি ও সনাক’র প্রেস ব্রিফিং
- Get link
- X
- Other Apps
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সামনে রেখে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) তথ্য মেলার নানা কর্মসূচির সার্বিক দিক তুলে ধরে বুধবার খাগড়াছড়ি প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে তথ্য মেলার আহবায়ক সনাক সদস্য মথুরা বিকাশ কর্মসূচির নানা দিক তুলে ধরেন। এতে বলা হয়, দীঘিনালায় ২৬ আগষ্ট ও পানছড়িতে ২৭ আগস্ট দুই দিনব্যাপী প্রচারণার কার্যাক্রম চলবে। আগামী ২৯ আগস্ট খাগড়াছড়ি টাউন হলের সামনে দিনব্যাপী তথ্য মেলা শুরু হবে। প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন, সনাক সভাপতি প্রফেসর ড. সুধিন কুমার চাকমা। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
তিন তালাকের প্রতিবাদ করায় ভাইয়ের বউকে গণধর্ষণ
- Get link
- X
- Other Apps
প্রতীকী ছবি মঙ্গলবার ভারতে তিন তালাকের বিপক্ষে চূড়ান্ত রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট৷ রায় দেয়ার পাশাপাশি তিন তালাককে অসাংবিধাক আখ্যা দেয়া হয়েছে। ইসলাম, হিন্দু, বৌদ্ধসহ মোট পাঁচ ধর্মের পাঁচজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। রায়টি ৩-২ ব্যবধানে পাশ হয়। বিচারকরা বলেন, তিন তালাকের এ বিষয়টি ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ নং অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ দুইটি অনুচ্ছেদে সমতা, জীবনের নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে। তালাকপ্রাপ্তা পাঁচ মুসলিম নারী ও দুইটি মানবাধিকার প্রতিষ্ঠানের করা পিটিশনের প্রেক্ষিতে এ রায় দেয়া হয়েছে। এখন থেকে ভারতে তিন বার 'তালাক' শব্দ বলে তালাক দেয়া আইনত নিষিদ্ধ বলে পরিগণিত হবে। এদিকে এই তিন তালাকের শিকার কয়েকজন নারীর পরিণতি সামনে নিয়ে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা টোয়েন্টিফোর সেভেন। ১) উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বাসিন্দা এক মহিলার ৬ বছর আগে বিয়ে হয়৷ যৌতুকের জন্য বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তার ওপর নির্যাতন চলতে থাকে৷ একটি গাড়ি এবং ২ লাখ টাকা দাবি করা হয় তার কাছ থেকে৷ দাবি অনুযায়ী সবকিছু না পাওয়ায় তার উপর অত্...
ধর্ষণের বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার!
- Get link
- X
- Other Apps
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর আদালতে মামলাটি করেন। শুনানি শেষে আদালত ওই নারীর অভিযোগ এজাহার হিসেবে নিতে থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতে করা মামলার এক নম্বর আসামি ধুনটের মাঠপাড়া গ্রামের লিমন হোসেনের (২০) সঙ্গে প্রায় তিন মাস আগে মুঠোফোনে টাঙ্গাইলের এক নারীর প্রেমের সম্পর্ক হয়। ১৪ আগস্ট ওই নারী প্রেমের টানে লিমনের কাছে চলে যান। লিমন ওই নারীকে শেরপুর উপজেলার সকাল বাজার এলাকার একটি বাসায় নিয়ে যান এবং বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন। পরদিন সকালে লিমন ওই নারীকে তাঁর নিজ গ্রাম ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়ায় নিয়ে যান। এরপর ওই নারীকে লিমন তাঁর গ্রামের দুই বন্ধু ইব্রাহীম হোসেন (২৪) ও মুকুল হোসেনের (২০) হাতে তুলে দিয়ে পালিয়ে যান। ইব্রাহীম ও মুকুল ওই নারীকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই নারী বিচারের জন্য সন্ধ্যার দিকে সদর ইউপির চেয়ারম্যান লাল মিয়ার বাড়িতে যান। এ সময়...