Posts

Showing posts from August 8, 2017
Image
Image
প্রকাশ : ৮ আগস্ট, ২০১৭ ২০:৫৯   অনলাইন ভার্সন আপডেট : ৮ আগস্ট, ২০১৭ ২১:২২   প্রিন্ট করুন  রাখির বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা অনলাইন ডেস্ক বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সশরীরে আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার পাঞ্জাবের আদালত তার বিরুদ্ধে এই আদেশ দেন। এক টেলিভিশন চ্যানেলে রাখির কিছু মন্তব্য ‘বাল্মীকী’ সংগঠনের ভাবাবেগে আঘাত করেছিল এই অভিযোগে গত বছরের ৯ জুলাই রাখির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। একই অভিযোগে চলতি বছরে তার বিরুদ্ধে আরও একবার গ্রেফতারি পরোয়ানা করেন লুধিয়ানার একটি আদালত। মামলা চলাকালীন রাখি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন বলে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন রাখির আইনজীবী। আদালত ৭ অাগস্টের মধ্যে কোর্টে আত্মসমর্পণ করতে হবে এই শর্তে জামিন দিতে রাজি হয়েছিলেন রাখিকে। কিন্তু কোর্টে উপস্থিতই থাকতে পারেননি বলে তাঁর বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা  হলো।   বিডি-প্রতিদিন/০৮ আগস্ট, ২০১৭/মাহবুব
Image
প্রকাশ : ৮ আগস্ট, ২০১৭ ২১:১৮   অনলাইন ভার্সন আপডেট :   প্রিন্ট করুন  পিরোজপুরে গৃহবধূকে রাতভর গণধর্ষণ পিরোজপুর প্রতিনিধি পিরোজপুর সদর উপজেলায় এক গৃহবধূকে রাতভর গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার পিরোজপুর সদর থানায় ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। এদিকে, ধর্ষণের শিকার গৃহবধূকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুর সদর থানা পুলিশ জানান, গত রবিবার রাতে শিকদারমল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামের এক কৃষকের স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করে তার বাবার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তখন স্থানীয় হাসিব মোল্লা, এনায়েত সিকদার, জিয়া সরদার তাকে জোর করে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে রাতভর ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়।   সোমবার সকালে গৃহবধূ অসুস্থ অবস্থায় তার স্বামীর বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। এ সময় তার স্বামীর বাড়ির লোকজন কচুয়া হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে গৃহবধূর জ্ঞান ফিরে এলে বিষয়টি স্বামীকে জানান। পরে গৃহবধূকে সেখান থেকে পিরোজপুর সদর হাসপাতালে এনে ভর্তি করে।   থানার ওসি ...
Image
প্রকাশ : ৮ আগস্ট, ২০১৭ ২০:৩২   অনলাইন ভার্সন আপডেট :   প্রিন্ট করুন  পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আদিবাসী স্বীকৃতির দাবি ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি আগামীকাল ৯ আগস্ট। আন্তর্জাতিক আদিবাসী দিবস। পার্বত্যাঞ্চলে ১০ ভাষাভাষী ১১টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নানা আয়োজনে মধ্যে দিয়ে দিনটি পালন করছে। তবে আদিবাসী হিসাবে আত্মপরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি না থাকায় নিজেদের মধ্যে রয়েছে ক্ষোভ আর হতাশা। পার্বত্যাঞ্চল বসবাসকারী করে চাকমা, মারমা, খুমী, ম্রো, চাক, বম, খিয়াং, তঞ্চঙ্গ্যা, অহমিয়া, পাংখোয়া ও ত্রিপুরা। এসব সম্প্রদায়কে কেউ বলছে অদিবাসী, আবার কেউ বলছে উপজাতি। তবে সরকার দিয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি। কিন্তু এ পরিচয় মানতে নারাজ এসব সম্প্রদায়ের মানুষগুলো। তাদের একটাই দাবি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসাবে নয়, দেশের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাগুলোকে দেওয়া হোক আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এমনটা জানালেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মুখপাত্র সজিব চাকমা।   তথ্য সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্ত...
Image
কোরিয় উপকূলে যুদ্ধের জন্য প্রস্তুত চীন? আপডেট: ০৮ আগস্ট ২০১৭ - ১১:০৮ | প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৭ - ০৯:৪৪           in Share অনলাইন ডেস্ক: পিত সাগরে সামরিক মহড়া চালানোর মধ্য দিয়ে কোরিয় উপকূলে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে ইংগিত দিয়েছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টকে এ কথা বলেছেন অস্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলিসি ইন্সটিটিউটের ম্যালকম ডেভিস । উত্তর কোরিয়ার কয়লা, সীসা এবং লোহা রফতানির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের নিষেধাজ্ঞা আরোপের পরই এ মহড়া চালানো হয়। পিত সাগরের মহড়ায় প্রায় ১২টি সামরিক অনুশীলন চালিয়েছে বেইজিং। ডেভিস বলেন, এর মধ্য দিয়ে বেইজিং আভাষ দিয়েছে যে ওই এলাকায় যুদ্ধ বেধে গেলে কার্যকর ভূমিকা পালন করবে চীন। সিঙ্গাপুরের নানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করিন কোহ বলেন, এ বার্তা কেবলমাত্র পিয়ংইয়ংকে দেয়া হয়নি। এদিকে, রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউটের পিটার রবার্টস জানান, চীনা নৌশক্তি উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। গত সপ্তাহেই চীনা নৌবহরে যুক্ত হয়েছে একটি দৈত্যাকার জাহাজ। কোনো দেশের নৌ ইতিহাসে এতো দ্রুতবেগে শক্তি বাড়ানোর নজির প্রায় নেই বলেই জানান পিটার...
Image
মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে রাশিয়া বদ্ধপরিকর!   অনলাইন ডেস্ক  ০৮ আগস্ট ২০১৭, ১২:৪০ |  অনলাইন সংস্করণ আন্তর্জাতিক বাজারে মুদ্রা নিষ্পত্তির ক্ষেত্রে রাশিয়া মার্কিন পেমেন্ট সিস্টেম এবং ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। রাশিয়ার ওপর আরোপিত নয়া মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ সোমবার জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা রিয়া এ খবর দিয়েছে। রিয়াভকভ বলেন, "মুদ্রা নিষ্পত্তির ক্ষেত্রে আমরা মার্কিন পেমেন্ট সিস্টেম, ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ইমপোর্ট সাবস্টিটিউশনের প্রতি বিশেষ নজর দিচ্ছি। অর্থ্যাৎ আমদানী পণ্যের পরিমাণ কমিয়ে নিজস্ব পণ্য উৎপাদনের ওপর জোর দিতে যাচ্ছি।" এসব পদক্ষেপ নেওয়া রাশিয়ার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও জানান তিনি। সম্প্রতি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিলের আওতায় রাশিয়ার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার ওপরও আরোপিত নিষেধাজ্ঞার সম্প্রসারণ করেছে যুক্তরা...
Image
নারী, পুরুষ, সমকামী, তৃতীয় লিঙ্গ সবাই একসঙ্গে নামাজ পড়ে যে মসজিদে   অনলাইন ডেস্ক  ০৮ আগস্ট ২০১৭, ১০:২৮ |  অনলাইন সংস্করণ লাল-ইট পেঁচানো দালান, স্টেইনড-গ্লাসের জানালাখচিত সেন্ট জোহানেস দেখতে অনেকটা ঊনবিংশ শতাব্দীর প্রোটেস্ট্যান্ট গির্জার মতো। ভবনের পিছন দিকে গেলে দেখা যাবে একটি সিঁড়ি। ওই সিঁড়ি বেয়ে কয়েক ধাপ ওপরে ওঠলেই দেখা যাবে সাদা রংয়ের সাধারণ একটি ঘর। ঘরের প্রবেশমুখেই কয়েকটি জুতা সাজিয়ে রাখা এবং সেই ঘরটিতে কয়েকজন মানুষ নামাজ পড়ছেন। কারণ, এটি একটি মসজিদ। মুসলমানদের নামাজের জন্য এই ঘরটি যাজকদের কাছ থেকে ভাড়া নেয়া হয়েছে , কিন্তু পাশাপাশি গির্জার কার্যক্রমও চলছে।কিন্তু মসজিদটি যে শুধু তার অবস্থানের জন্য ব্যতিক্রম তা নয়। বার্লিনের নতুন এই মসজিদটির অন্যতম বৈশিষ্ট্য হলো-এখানে নারী ও পুরুষ একসাথে নামাজ আদায় করেন। এমনকি শুক্রবারের নামাজের ইমামতি করেন নারীরা।এছাড়া সমকামী এবং তৃতীয় লিঙ্গের মানুষরাও এই মসজিদে অবাধে আসতে পারেন। "আমাদের মসজিদ সবার জন্য খোলা" বলছেন মসজিদটির প্রতিষ্ঠাতা সায়রা অ্যাটেস। তুর্কী বংশোদ্ভুত এই...
Image
পূর্ণিমা-ইমনের ‘পোট্রেট’   বিনোদন প্রতিবেদক  ০৮ আগস্ট ২০১৭, ২০:৪৮ |  অনলাইন সংস্করণ প্রায় দুই দশক ধরে অভিনয় করছেন পূর্ণিমা। পাশাপাশি উপস্থাপনায়ও বেশ সপ্রতিভ তিনি। বড় পর্দায় এখন অনেকটা অনিয়মিত হলেও ছোট পর্দায় মাঝে মধ্যেই দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘পোট্রেট’ নামে নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে পূর্ণিমার সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. মাকসুদুর রহমান বিশাল। এতে চিত্রশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনারের চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। আর ইমন অভিনয় করছেন প্রবাসে বসবাসরত একজন বাঙালি লেখকের চরিত্রে। পূর্ণিমা-ইমন জুটি আগেও নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন। পূর্ণিমার সঙ্গে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘খুব কম সহশিল্পীই একই সঙ্গে বন্ধু ও অভিভাবক হতে পারেন। পূর্ণিমা তাদের একজন। অভিনয়ে তিনি আমার চেয়েও বেশি অভিজ্ঞ। তার সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। সেই সঙ্গে কাজের সময় নির্ভারও থাকা যায়। কোনো বাড়তি চাপ নিতে হয় না। আমার মনে হয় দর্শক আমার সঙ্গে...
Image
বেনাপোলে ২ কোটি টাকার ক্যাপিটাল মেশিনারিজ আটক   নিজস্ব প্রতিবেদক  ০৮ আগস্ট ২০১৭, ২১:০৫ |  আপডেট  : ০৮ আগস্ট ২০১৭, ২১:২৩ |  অনলাইন সংস্করণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা বেনাপোল জানতে পারে যে, ভারত থেকে মিথ্যা ঘোষণায় বেনাপোল বন্দর দিয়ে ক্যাপিটাল মেশিনারিজের একটি চালান খালাস নেয়া হবে। চালানটির পণ্য ঘোষণায় ওজন ও এইচ এস কোডের ব্যাপক গরমিল রয়েছে। সে অনুযায়ী, শুল্ক গোয়েন্দা বন্দরে নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক ফার্নেস ঘোষণায় আনা ক্যাপিটাল মেশিনারিজের উক্ত পণ্য চালানটি আটক করে। পণ্যচালানটির মেনিফেস্ট নং- ৩৩৬৭৭/১১, তারিখ ১৩-০৭-২০১৭, বিল অব এন্ট্রি নং ৪১১৭৬, তারিখ ১৭-০৭-২০১৭। এটির আমদানিকারকঃ মোহাম্মদী স্টিল ওয়ার্কস, নারায়ণগঞ্জ এবং এর সিএন্ডএফ এজেন্টঃ গণি এন্ড সন্স, বেনাপোল। কাস্টম হাউস বেনাপোল কর্তৃক আমদানিকারকের ঘোষণা অনুযায়ী পরীক্ষণ ও শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করার খালাসের আদেশ দেয়া হয়। কিন্তু শুল্ক গোয়েন্দার হস্তক্ষেপে চালানটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়। পরে শুল্ক গোয়েন্দা...
Image
চৌদ্দগ্রামে নাতনীকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে   চৌদ্দগ্রাম প্রতিনিধি  ০৮ আগস্ট ২০১৭, ১৯:০০ |  অনলাইন সংস্করণ কুমিল্লার চৌদ্দগ্রামে দাদা কর্তৃক পাঁচ বছর বয়সী এক নাতনী ধর্ষিত হয়েছে। বর্তমানে মেয়েটি কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি রয়েছে। উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামে এ ঘটনা ঘটে। প্রভাবশালীদের হুমকির কারণে ধর্ষিতার পরিবার থানায় মামলা করতে না পারায় মঙ্গলবার কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ধর্ষিতার মা। আসামিরা হচ্ছে অভিযুক্ত ধর্ষক নারীলোভী আবদুল মালেক (৬০), তার ছেলে মাসুদ (২৯) ও রাজিব (২৮)। মামলা সূত্রে জানা যায়, আবদুল মালেক ও শিশু মেয়েটি সম্পর্কে চাচাতো দাদা-নাতনী। গত ২৬ জুলাই বুধবার সন্ধ্যায় শিশুটিকে কৌশলে নিজ ঘরে নিয়ে যায় আবদুল মালেক। বেশ কিছুক্ষণ পর মেয়েটির চিৎকার শুনে ওই ঘরের দিকে যায় মেয়েটির মা। এ সময় শিশুটি কাঁদতে কাঁদতে মাকে জানায়, দাদা আবদুল মালেক জোরপূর্বক তার সাথে যৌন সম্পর্ক করেছে। তাৎক্ষনিক মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুণবতী বাজারে নিয়...