প্রকাশ : ৮ আগস্ট, ২০১৭ ২০:৫৯ অনলাইন ভার্সন
আপডেট : ৮ আগস্ট, ২০১৭ ২১:২২
আপডেট : ৮ আগস্ট, ২০১৭ ২১:২২
রাখির বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সশরীরে আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার পাঞ্জাবের আদালত তার বিরুদ্ধে এই আদেশ দেন।
এক টেলিভিশন চ্যানেলে রাখির কিছু মন্তব্য ‘বাল্মীকী’ সংগঠনের ভাবাবেগে আঘাত করেছিল এই অভিযোগে গত বছরের ৯ জুলাই রাখির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। একই অভিযোগে চলতি বছরে তার বিরুদ্ধে আরও একবার গ্রেফতারি পরোয়ানা করেন লুধিয়ানার একটি আদালত।
মামলা চলাকালীন রাখি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন বলে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন রাখির আইনজীবী। আদালত ৭ অাগস্টের মধ্যে কোর্টে আত্মসমর্পণ করতে হবে এই শর্তে জামিন দিতে রাজি হয়েছিলেন রাখিকে। কিন্তু কোর্টে উপস্থিতই থাকতে পারেননি বলে তাঁর বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।
বিডি-প্রতিদিন/০৮ আগস্ট, ২০১৭/মাহবুব
Comments