Posts

Showing posts from November 13, 2017

গণতন্ত্রে নজর ভারতের মায়ানমারে লগ্নিতে বহু এগিয়ে চিন

Image
                      ইয়াঙ্গনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্রি। গণতান্ত্রিক মায়ানমারের ধীরে ধীরে মুক্ত হতে থাকা আর্থিক পরিমণ্ডলে ভারতের বিনিয়োগ বা অনুদানের পিছনে কোনও ব্যবসায়িক স্বার্থ নেই বলে দাবি করলেন ইয়াঙ্গনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্রি। ‘ভারত-মায়ানমার সম্পর্কের আগামী দিন’- শীর্ষক এক সম্মেলনে শনিবার এই মন্তব্য করেন তিনি। বলেন, শুধুমাত্র এ দেশের সরকারের পাশে দাঁড়াতেই নয়াদিল্লি প্রায় ১২ হাজার কোটি টাকা ঢালছে। রাস্তা, সেতু-সহ নানা পরিকাঠামো প্রকল্প নির্মাণ করে সরাসরি মায়ানমারের হাতে তুলে দেওয়া হবে। এর পরেই ভারতের রাষ্ট্রদূতের হুঁশিয়ারি, ‘‘যারা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে মায়ানমারে লগ্নি করছে, তাদের উদ্দেশ্য নিয়েই ভাবা উচিত।’’ সম্মেলনে উপস্থিত সকলেই বোঝেন, রাষ্ট্রদূতের এই সতর্কবার্তার লক্ষ্য ছিল চিনের আগ্রাসী বিনিয়োগ। এ দেশে ব্যাঙ্কিং, কৃষি পণ্যের ব্যবসা, যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা-সহ প্রায় সব ক্ষেত্রেই চিনাদের প্রতিপত্তি। ভারত যেখানে মায়ানমারে ১২ হাজার কোটির বিনিয়োগ করেছে, সেখানে শুধুমাত্র বেসরকারি ক্ষেত্র...

ঢাকার শিশুকে বাঁচালেন এ পারের চিকিৎসক / পারিজাত বন্দ্যোপাধ্যায়

Image
দুই চিত্র: ব্রঙ্কোস্কপি চলছে ঢাকার হাসপাতালে (বাঁ দিকে) এখন আজমাইন কিব্রিয়া। নিজস্ব চিত্র ভিআইপি নয়। তবু একরত্তি আজমাইনকে সুস্থ করে তুলতে দু’দেশের চিকিৎসকেরা এই ভাবে ঝাঁপিয়ে পড়বেন— তা কল্পনাও করতে পারেননি বাবা-মা! সকলের চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সদ্যোজাত। কাঁটাতারের বেড়া, নিয়মের পাঁচিল, কূটনৈতিক কচকচি পিছনে ফেলে জিতল মানবিকতা। গুরুতর অসুস্থ আজমাইন ভেন্টিলেশনে ছিল বলে চিকিৎসার জন্য তাকে ভারতে আনা যাচ্ছিল না। তা হলে উপায়? শেষ পর্যন্ত কলকাতার শিশুবক্ষ-বিশেষজ্ঞ পল্লব চট্টোপাধ্যায়কে জরুরি ভিত্তিতে ঢাকায় উড়িয়ে নিয়ে যেতে যুদ্ধকালীন তৎপরতায় তাঁর ভিসা, বাংলাদেশের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন (বিদেশ থেকে চিকিৎসক গিয়ে অস্ত্রোপচার করলে তার প্রয়োজন) ও প্রয়োজনীয় নথিপত্রের ব্যবস্থা হয়েছিল। ঢাকা বিমানবন্দরে ওই চিকিৎসককে সিকিউরিটি চেকের জন্য দাঁড়াতে হয়নি, লাগেজের জন্য অপেক্ষা করতে হয়নি। আবার বিমানবন্দর থেকে ঢাকা কম্যান্ড হাসপাতালে (এখানেই ভর্তি ছিল শিশুটি) যন্ত্রপাতি-সহ চিকিৎসককে দ্রুত পৌঁছে দিতে তাঁর যাতায়াতের সব রাস্তার সিগনালের আলো সবুজ করে রাখা হয়েছিল। Ads By  Da...

ফের বৈঠকে মোদী-ট্রাম্প, পরস্পরের ভূয়সী প্রশংসা ভারত-আমেরিকার

Image
নতুন আন্তর্জাতিক জোটের ইঙ্গিত দিয়ে রবিবারই ম্যানিলায় জাপান-অস্ট্রেলিয়া-আমেরিকার বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে বসেছিলেন ভারতীয় প্রতিনিধিরা। আজ, সোমবার আসিয়ান শিখর সম্মেলনের ফাঁকে আরও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করল ভারত। বৈঠক হল  ভারত এবং আমেরিকা র মধ্যে। তবে এ বার আর কোনও নির্দিষ্ট মন্ত্রকের কর্তারা নন, পরস্পরের মুখোমুখি হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতাই ইঙ্গিত দিলেন, আরও বাড়তে চলেছে দ্বিপাক্ষিক সহযোগিতা। দুই নেতাই পরস্পরের ভূয়সী প্রশংসাও করলেন। ম্যানিলার সোফিতেলে এ দিন বৈঠক করেছেন মোদী এবং ট্রাম্প। আসিয়ান শিখর সম্মেলনে যোগ দিতে গিয়ে মোদী যে হোটেলে উঠেছেন, সেই ম্যারিয়ট থেকে সোফিতেল মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। বৈঠকে মোদী নিজের প্রারম্ভিক বিবৃতিতে বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আবার বৈঠকে বসতে পেরে আমি খুশি।  ভারত-মার্কিন সম্পর্ক ক্রমশ প্রশস্ত এবং গভীরতর হচ্ছে  এবং আপনারাও বুঝতে পারছেন যে, শুধুমাত্র ভারতের স্বার্থ চরিতার্থ করার মধ্যে আর সীমাবদ্ধ নেই এই সম্পর্ক, এশিয়ার ভবিষ্যৎ এবং গোটা মানবজাতির কল্যাণের জন্য...

ট্রাম্পের সঙ্গে বৈঠকে চিনেই নজর মোদীর

Image
সাক্ষাৎ: নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প। ম্যানিলায় রবিবার। ছবি: পিটিআই এক দিকে প্রাচীন ‘সিল্ক রুট’কে চাঙ্গা করতে চাইছে বেজিং। অন্য দিকে গোটা ভারত মহাসাগরে রক্তচক্ষু দেখাচ্ছে চিনা নৌসেনা। এমনই পরিস্থিতিতে আজ ম্যানিলায় আসিয়ান-ভারত সম্মেলন ও পূর্ব এশিয়ার দেশগুলির বৈঠকে যোগ দিতে পৌঁছলেন নরেন্দ্র মোদী। ওই সম্মেলনের সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর  পার্শ্ববৈঠকের দিকে আপাতত উৎসুক ভাবে তাকিয়ে রয়েছেন  কূটনীতিকেরা। ইতিমধ্যেই নৈশভোজের আসরে ট্রাম্প ও চিনা প্রধানমন্ত্রী লি খ্যছিয়াংয়ের সঙ্গে কিছুটা কথা হয়েছে তাঁর। এশিয়ায় চিন ক্রমাগত আগ্রাসী মনোভাব দেখানোয় সম্প্রতি একটি গোষ্ঠী গড়তে উদ্যোগী হয়েছে আমেরিকা। ভারত ছাড়া তাতে রয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। ফিলিপিন্সের রাজধানীতে এই সম্মেলনে হাজির ওই দু’দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ম্যালকম টার্নবুলও। তাঁদের সঙ্গেও আলাদা ভাবে বৈঠক করবেন মোদী। ফলে ম্যানিলায় ওই গোষ্ঠীর ভবিষ্যৎ কর্মকাণ্ডের নীল নকশা তৈরির কাজ  আরও এগোবে আশা সাউথ ব্লকের। Ads By  Datawrkz সরকারি সূত্রের খবর, আগামিকাল ট্র...

উপজাতিদের আদিবাসী আখ্যা না দেওয়ার নির্দেশ বিশেষ প্রতিনিধি ৩ নভেম্বর, ২০১৭ ০৬:০১

Image
                                                   ফাইল ছবি পার্বত্য চট্টগ্রামের নাগরিক সনদে ও দাপ্তরিক কাজে উপজাতীয় বাসিন্দাদের আদিবাসী আখ্যা না দেওয়ার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এর পরিবর্তে সংবিধানে উল্লিখিত ‘উপজাতি’, ‘ক্ষুদ্র জাতিসত্তা’, ‘নৃগোষ্ঠী’ ও ‘সম্প্রদায়’ হিসেবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৩ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক সার্কুলারে এই নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, তিন পার্বত্য সার্কেল চিফকে এই নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে। জানা যায়, পার্বত্য জেলা খাগড়াছড়ির মং সার্কেল চিফ তাঁর ব্যবহৃত স্থায়ী নাগরিক সনদে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় বাসিন্দাদের ‘আদিবাসী’ বলে উল্লেখ করতে শুরু করেছিলেন। এ বিষয়ে চলতি বছরের শুরুতে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়।   বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের...

মন্দির দর্শনে রাহুল, আরএসএস যাবে দরগায়

Image
ঘন ঘন গুজরাত সফর। আর যত বার সফর, তত বার মন্দির দর্শন। গুজরাতেই নরেন্দ্র মোদীর পালের হাওয়া কাড়তে রাহুল গাঁধীর এই নয়া কৌশল শুধুই কটাক্ষ বা ব্যঙ্গ-বিদ্রুপে সামলাতে পারছে না বিজেপি। ঘরে-ঘরে ছুটছেন অমিত শাহ থেকে নির্মলা সীতারামনরা। মোদীও ছুটছেন গুজরাতে। শুধু তা-ই নয়, রাহুলের ‘নরম হিন্দুত্বে’র কৌশল মোকাবিলায় এখন আসরে নামতে হচ্ছে আরএসএসকেও। সঙ্ঘের ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’ স্থির করেছে, রাহুলের মন্দির-যাত্রার মোকাবিলায় তারা  যাবে মসজিদ আর দরগায়। বোঝাবে, কংগ্রেস বিশ্বাসঘাতক, মুসলিমরা লাভবান হয়েছেন মোদীর আমলেই।  Ads By  Datawrkz আরও পড়ুন:   ‘পিডি’ নয়, আমিই করি রাজনীতির টুইট: রাহুল গুজরাতে ভোটের উত্তাপ যখন থেকে বাড়তে শুরু করেছে তখন থেকেই রাহুল মোদী-রাজ্যে সফর বাড়িয়ে দিয়েছেন। জনমত সমীক্ষায় রাহুলের এই প্রচারের ‘ফল’ও মিলতে শুরু করেছে। মাত্র দু’মাসের মধ্যে বিজেপির ভোটে থাবা বসিয়ে রাহুল কংগ্রেসের আসন বাড়ানোর সম্ভাবনা  বাড়িয়ে নিয়েছেন। তিন তরুণ নেতাকে নিয়ে পাতিদার, ওবিসি, দলিত, আদিবাসী ভোটব্যাঙ্ককে একজোট করার চেষ্টা সঙ্গে সমানে চলছে মন্দির-দর্শন। এ ভাব...

রাষ্ট্রপতি কন্যাকে গ্রাউন্ড ডিউটিতে সরিয়ে আনল এয়ার ইন্ডিয়া

Image
বাবা উঠলেন রাইসিনা পাহাড়ের চূড়োয়। আর সেই কারণেই মেয়েকে আকাশ থেকে নেমে পড়তে হল মাটিতে। রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন জুলাইয়ে। আর এক মাস হল আকাশে উড়ে উড়ে বিমানের কেবিন ক্রুয়ের কাজ করতে হচ্ছে না রামনাথ-কন্যা স্বাতীকে। তিনি এখন দিল্লিতে এয়ার ইন্ডিয়ার সদর দফতরে ইন্টিগ্রেশন বিভাগে। অফিসার মর্যাদার চাকরি। বিরোধীদের অভিযোগ, রাষ্ট্রপতি-কন্যার পরিচয় তিনি গোপন রাখতে চাইলেও, ওই পরিচয়ই আকাশে ঘণ্টার পর ঘণ্টা উড়ে বেড়ানোর চাকরি থেকে স্বস্তি দিয়েছে স্বাতীকে! এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৮৭ বিমানে কেবিন ক্রু হিসেবে এত দিন ঘণ্টার পর ঘণ্টা আকাশে উড়েছেন স্বাতী। বিরোধীদের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সোমবার নামপ্রকাশে অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার এক পদস্থ কর্তার কৌশলী জবাব, ‘‘কেবিন ক্রু হলেও, রাষ্ট্রপতির মেয়ে বলে বিমানে ওঁর (স্বাতী) জন্য বেশ কয়েক জন নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করতে হত। রাখতে হত মহিলা নিরাপত্তা রক্ষীও। ফলে, যাত্রী ও মহিলা যাত্রীদের আসন সংখ্যা কমতো। এখন সেটা হবে না। স্বার্থ সুরক্ষিত থাকল বিমান যাত্রীদের।’’ আরও পড়ুন-...

রাস্তার মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি [ভিডিও]

Image
দিনদুপুরে রাস্তা দিয়ে চলাচল করছে পথিক। হঠাৎ পাশের একটি তিনতলা বাড়ি দড়াম করে ভেঙে পড়ল রাস্তার ওপর। শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। এ ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। আচমকা সেটি হুড়মুড়িয়ে রাস্তার ওপর ভেঙে পড়ল। কিন্তু এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও। জানা গেছে, রাস্তা সম্প্রসারণের কাজের জন্য বাড়ির একাংশ ভেঙে দেয়া হবে- এ নোটিশ বাড়ির মালিককে আগে দেয়া হয়েছিল। রাস্তার পাশেও ওই তিনতলা বাড়িটির বাসিন্দারা নোটিশ পেয়েই সরে যায়। তাই বড় ধরনের কোনো বিপদ হয়নি। এক প্রত্যক্ষদর্শী জানান, দেখতে দেখতেই খেলনার মতো ভেঙে পড়ল গোটা বাড়িটা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। কীভাবে ভেঙে পড়ল বাড়িটা- তা খতিয়ে দেখছে প্রশাসন।

মিয়ানমারে কত বিনিয়োগ চীন-ভারতের

Image
প্রতিবেশী মিয়ানমারে প্রভাব বাড়াতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে চীন। বসে নেই ভারতও। তারাও দীর্ঘদিন সেনাশাসিত দেশটিতে বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছে। তবে চীনের বিপুল বিনিয়োগের তুলনায় ভারত এখনও শিশু। ইয়াঙ্গুনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি দাবি করেন, ভারতের বিনিয়োগ বা অনুদানের পেছনে কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। তিনি বলেন, শুধু মিয়ানমার সরকারের পাশে দাঁড়াতেই নয়াদিল্লি প্রায় ১২ হাজার কোটি টাকা ঢালছে। রাস্তা, সেতুসহ নানা অবকাঠামো প্রকল্প নির্মাণ করে সরাসরি মিয়ানমারের হাতে তুলে দেয়া হবে। ‘ভারত-মিয়ানমার সম্পর্কের আগামী দিন’- শীর্ষক এক সম্মেলনে শনিবার তিনি এ মন্তব্য করেন বলে জানায় আনন্দবাজার পত্রিকা। এরপর চীনকে লক্ষ্য করে ভারতের রাষ্ট্রদূতের হুশিয়ারি, ‘যারা শুধু ব্যবসায়িক স্বার্থে মিয়ানমারে লগ্নি করছে, তাদের উদ্দেশ্য নিয়েই ভাবা উচিত।’ তবে বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারে বিনিয়োগের পেছনে চীন ও ভারত উভয়ই ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি ভূ-রাজনৈতিক স্বার্থকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে থাকে। মিয়ানমারে চীনের একাধিপত্য রয়েছে। আর দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়াতে সচেষ্ট ভারতও চাচ্ছে দেশটি যেন চীনের ...

গুলেনকে ‘অপহরণের পরিকল্পনা’, অস্বীকার তুরস্কের

Image
বিতর্কিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে যুক্তরাষ্ট্র থেকে অপহরণ করে তুরস্কে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন দেশটির কর্মকর্তারা। গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে তুর্কি কর্মকর্তারা এ পরিকল্পনা করেছিলেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। তবে তুরস্ক এ ‘অপহরণের পরিকল্পনার’ অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়- তুর্কি পরিকল্পনা অনুযায়ী, এ বছর মার্চ মাসে গুলেনকে ধরে একটি ব্যক্তিগত বিমানে তুলে দেয়া হবে এবং তাকে তুরস্কের ইমরালি দ্বীপের একটি কারাগারে রাখা হবে। সিআইএর সাবেক পরিচালক জেমস উলসি বলেন, বিনিময়ে ফ্লিনকে এক কোটি ৫০ লাখ ডলার দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। নিউইয়র্কের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করতে গিয়ে এসব তথ্য বেরিয়ে আসে। এসব অভিযোগ ওয়াশিংটনের তুর্কি দূতাবাস ‘সম্পূর্ণ মিথ্যা, হাস্যকর ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে। এক বিবৃতিতে দূতাবাস বলেছে, তুরস্ক ফেতুল...

মাসহ নিখোঁজ ৩ মেয়ের সন্ধান মেলেনি ১৩ দিনেও

Image
নরসিংদীতে মা ও তিন মেয়ে নিখোঁজের ১৩ দিন পার হয়ে গেলেও তাদের খুঁজে বের করতে পারেনি পুলিশ। দীর্ঘদিনেও নিখোঁজদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা। এ ঘটনায় সোমবার সকালে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে নিখোঁজ মা ও মেয়েদের গুম বা অপহরণ করা হয়েছে কীনা- তা স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ। তবে তাদের জীবিত উদ্ধার করতে পুলিশের কাছে বার বার আকুতি জানাচ্ছেন তাদের পরিবারের লোকজন। নিখোঁজ মা ও তিন মেয়ে হলেন- নরসিংদীর পূর্ব ভাগদী এলাকার আবদুল মতিন খানের মেয়ে মমতা বেগম (৪০) ও মমতার তিন মেয়ে সাদিয়া আফরোজ (১৮), সুমাইয়া আক্তার (১৬) ও লিমা আক্তার (১০)। নিখোঁদের স্বজনরা জানান, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামের আবু সালেহর সঙ্গে মমতা বেগমের বিয়ে হয়। দীর্ঘদিন ধরেই তাদের সংসারে মনোমালিন্য চলছিল। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকবার সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে আসেন মমতা। গত ৩১ অক্টোবর স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন মেয়েসহ বাপের বাড়ি চলে আসেন তিনি। গত ২ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে কাউকে কিছু না বলে সন্তানসহ বাসা থেকে চলে যান মমতা। সকালে মমতাকে না পেয়ে সব...

আপন জনই তো কষ্ট দেয়

Image

ধর্ষণের ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিল মা ও মেয়ে!

Image
ধর্ষণ' নামক ব্যাধি সমাজে এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে এর ভয়ে এবার ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কানপুর স্টেশনের কাছে। হাওড়া-যোধপুর ট্রেনে শনিবার ঘটনাটি ঘটে। মা ও মেয়ে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল। একটি আনরিজার্ভড কোচে ছিল তারা। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী মেয়েকে টেনে হিঁচড়ে ট্রেনের টয়লেটের কাছে নিয়ে যায়। চান্দেরি ও কানপুর রেল স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। ফলে বাধ্য হয়েই ট্রেন থেকে ঝাঁপ মারে মা ও মেয়ে। ঝাঁপ মারার পর প্রায় ঘণ্টা দুয়েক তারা অজ্ঞান হয়েছিল। জ্ঞান ফেরার পর আহত দুজন চান্দেরি রেল স্টেশনে পৌঁছয়। পরে সেখানকার মানুষ তাদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যায়। লালা লাজপত রায় হাসপাতালে তাদের ভর্তি করা হয়।   রবিবার খবরটি জানতে পারে জিআরপি। কানপুর জিআরপি-র এসএইও মোহন রাই জানান, তারা অভিযোগের উপর ভিত্তি করে এফআইআর রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছেন। মেয়েটি ক্লাস নাইনের ছাত্রী। তার বাবা দিল্লির একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। ওই নারী পুলিশকে জানিয়েছেন ট্রেনে প্রায় ১০ থেকে ১৫ জন দুষ্কৃতী ছিল। ট্রেন যখন হাওড়া থেকে...

রোহিঙ্গা নিধনের প্রতিবাদে অ্যাওয়ার্ড ফেরত দিচ্ছেন বব গেলডফ

Image
মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা ও নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছে নিরীহ রোহিঙ্গারা। কিন্তু রোহিঙ্গা নিধন ইস্যুতে নীরবতা পালন করেছেন শান্তিতে নোবেল জয়ী নেত্রী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। আর তার নীরবতার বিরুদ্ধে প্রতিবাদে এবার সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ। সোমবার ডাবলিনে সিটি হল কর্তৃপক্ষের কাছে তার এই অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বব গেলডফ বলেন,  আমরা তাঁকে সম্মানিত করেছিলাম, তিনি আমাদের লজ্জিত করেছেন। অং সান সুচিও সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। তাই বব গেলডফ ওই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে অক্সফোর্ড সিটি কাউন্সিল ১৯৯৭ সালে সুচিকে দেওয়া  ফ্রিডম অব দ্যা সিটি অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়। বিডিপ্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ই জাহান

বিতর্কিত চীনা সাগরের সমস্যা সমাধানে আগ্রহী ট্রাম্প

Image
বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে বিভিন্ন দেশের মধ্যে যে বিবাদ চলছে তা সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরকে নিয়ে ভিয়েতনাম এবং চীনের মধ্যে বিবাদ রয়েছে। রবিবার হানোইয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান দাই কুয়াং এর সঙ্গে বৈঠক শুরু হওয়ার আগে ট্রাম্প জানান, দক্ষিণ চীন সাগর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতা করার প্রয়োজন হলে তাঁকে যেন সেই বিষয়ে অবগত করা হয়। ট্রাম্পের মতে, বিতর্কিত এই এলাকায় চীনের উপস্থিতি যথেষ্ট সমস্যাজনক। তাই সমস্যার সমাধানে তিনি এগিয়ে আসতে পারেন কারণ ট্রাম্প নিজেকে একজন ভালো মধ্যস্থতাকারী হিসেবে মনে করেন। তিনি আরও জানান, উত্তর কোরিয়াকে নিয়ে সমস্যা সমাধানে চীন এগিয়ে এসেছে এবং তিনি মনে করেন রাশিয়াও সহায়তা করবে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের বড় অংশে বরাবরই নিজের আধিপত্য দাবি করে এসেছে চীন। বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ 

ইরাক-ইরানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৮

Image
ইরাকের রাজধানী বাগদাদে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ ধসে গেছে।   এছাড়া এ ভূমিকম্প ইরান সীমান্তজুড়ে ৮টি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-এর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৩৪৮ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১ হাজার জন। ইতোমধ্যে আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে বলেও জানা গেছে। এর আগে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো ইরানে। সেসময় ২৬ হাজার মানুষ নিহত হয়েছিলেন। বিডিপ্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ই জাহান

দেশের জলসীমায় জেগেছে ২৬টি দ্বীপ : জমি সোয়া লাখ একর'

Image
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বিগত ১০ বছরে বাংলাদেশের জলসীমায় মোট ২৬ টি দ্বীপ জেগে উঠেছে। এসব দ্বীপের মোট জমির পরিমাণ ১ লাখ ২৫ হাজার ৩৭০ একর। এরমধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সাময়িকভাবে বসবাসের জন্য এসব দ্বীপে সেনাবাহিনী জরিপ করছে বলে উল্লেখ করেন তিনি।  জাতীয় সংসদে আজ টেবিলে উত্থাপিত মহিলা এমপি বেগম পিনু খানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ভূমিমন্ত্রী আরো জানান, বিগত ১০ বছরে বঙ্গপোসাগর এসব দ্বীপ জেগে উঠেছে। এরমধ্যে নোয়াখালী জেলার জলসীমায় জেগেছে ৫ টি দ্বীপ।  দ্বীপগুলো হলো: হাতিয়ার ভাষান চর, স্বর্ণদ্বীপ, চরকবির, চর বন্দনা এবং সুবর্ণচরের রজনীগন্ধা। উক্ত চরসমূহের মোট ৭৫ হাজার ৮৭৪ একর জমি জেগে উঠেছে। পাশাপাশি চট্টগ্রাম জেলাধীন সন্দ্বীপ উপজেলায় জেগে উঠেছে আরো ২টি দ্বীপ। ঠেঙ্গারচর ও জাহাজ্জ্যোর চর। এতে জমির পরিমাণ আনুমানিক ১৮ হাজার ৯১২ দশমিক ৯০ একর।  এছাড়া কক্সবাজার জেলার জলসীমায় ১৯ টি দ্বীপ জেগে উঠেছে। উক্ত চরসমূহে মোট জমিরপরিমাণ ৩০ হাজার ৫৮৩ একর। এগুলো হলো:  কক্সবাজারের বাঁকখালী খরাট চর, উখিয়ার জালিয়াপালং চরপাড়া, টেকনাফের জিনজিরাদ্বীপ, মধ্...

৪ হাজার ৩৭৫ কোটি টাকায় নেইমারকে কিনতে মরিয়া রিয়াল!

Image
বার্সার প্রাণ ভোমরা নেইমার এখন পিএসজিতে।  রেকর্ড ট্রান্সফার ফিতে কাতালোনিয়া ছেড়ে প্যারিসে পাড়ি দিয়েছেন এ ব্রাজিলীয়।  এবার শোনা যাচ্ছে পিএসজি ছেড়ে রিয়ালে যেতে পারেন নেইমার। আর তাকে দলে ভেড়াতে টাকার পাহাড় বরাদ্দ দিয়েছে রিয়াল মাদ্রিদ।  প্রায় ৪৫০ মিলিয়ন ইউরো ব্যয়ে তাকে কিনতে চায় তারা। বাংলাদেশি টাকায় যার অর্থমূল্য প্রায় ৪ হাজার ৩৭৫ কোটি ৮৯ লাখ টাকা। আগামী জানুয়ারিতে দলবদলের মৌসুমে এ টাকা ব্যয়ে নেইমারকে কিনতে পারে রিয়াল। তবে যদি পিএসজি নেইমারকে ছাড়ে। অথবা নেইমার পিএসজিকে ছাড়েন। আর পিএসজি থেকে ব্রাজিলিয়ান এই তারকাকে ছিনিয়ে নেওয়ার চূড়ান্ত পরিকল্পনা রিয়াল মাদ্রিদ এরই মধ্যে করে ফেলেছে বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটির মুখপাত্র হিসেবে বিবেচিত ক্রীড়া দৈনিক মার্কা। একের পর এক খবর বের হচ্ছে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে রীতিমতো আফসোস করছেন নেইমার। এজন্য তিনি অনুতপ্তও! মার্সেলো বেকলার নামের এক সাংবাদিক মুখ খোলার পর গুঞ্জনের পালে আরো জোর পেয়েছে।   ব্রাজিলীয় এই ফুটবল সাংবাদিকই প্রথম নেইমারের বার্সেলোনা ছাড়ার সংবাদ দেন। তিনি জানিয়েছেন, বার্সেলোনা ছাড়া নিয়ে নেইমারের আ...

যাদের টপকে সেরা চল্লিশে জেসিয়া

Image
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭তম আসরে ১২০ প্রতিযোগীর মধ্যে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ আটটি গ্রুপ থেকে বিজয়ীরা সরাসরি পৌঁছে গেছেন সেরা ৪০-এ। সেই ‘ফাইনাল ফোর্টি’-তে জায়গা করে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ জেসিয়া ইসলাম। জানা গেছে, ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ গ্রুপ সিক্সে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ জেসিয়া ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বটসওয়ানার সুন্দরীরা। অনলাইন ভোটে তাদেরকে টপকে সেরা হয়েছেন জেসিয়া। জেসিয়ার এবারের লক্ষ্য গ্র্যান্ড ফিনালের মঞ্চ। চীনের সানাইয়া সিটি এরেনায় হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ফাইনাল। ওই দিন নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।   বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৭/মাহবুব

বাংলাদেশের জেসিয়া মিস ওয়ার্ল্ডের ফাইনালে প্রতিদিন ডেস্ক

Image
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭তম আসরের হেড টু হেড চ্যালেঞ্জে জয়ী হয়ে ‘ফাইনাল ফোর্টি’তে নিজের অবস্থান করে নিয়েছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। আটটি গ্রুপ থেকে বিজয়ীরা সরাসরি পৌঁছে গেছেন এ রাউন্ডে। বিশ্বের ১২০ প্রতিযোগীর মধ্য থেকে সেরা ৪০ জনকে নির্বাচন করা হয়েছে। এই ৪০ জনের মধ্যে আছেন জেসিয়া। ১৮ নভেম্বর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালের মঞ্চে থাকবেন তিনি। মিস ওয়ার্ল্ড  প্রতিযোগিতায় এবারের আসরে ১২০ প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হয়েছে ফাইনাল ফোর্টি। জেসিয়া ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বতসোয়ানার সুন্দরীরা। ১১ নভেম্বর রাত ৯টায় ফেসবুকে জেসিয়ার পেজ থেকে এক স্ট্যাটাসে বলা হয়, ‘১২০ সুন্দরীর মধ্যে জেসিয়া এখন শীর্ষ ৪০-এ। ’ হেড টু হেড চ্যালেঞ্জে কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত হয়েছে ড্রয়ের মাধ্যমে। এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যুক্ত হয়েছে এই বিভাগ। প্রসঙ্গত, চীনের সানাইয়া সিটি এরেনায় হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ফাইনাল।  ওই দিন নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। গত ২০ অক্টোবর মিস ওয়ার্ল্ড...

বিবাহিত নারীর পরকীয়া

Image
সুজন ও রীতার দাম্পত্য জীবন ভালোই চলছিল। হঠাৎ একটি মোবাইল ফোন তাদের সুখের সংসারকে তছনছ করে দেয়। সুজনের এক বন্ধু তাকে ফোন করে জানায় যে তার স্ত্রী রিতা অন্য একটি ছেলের সঙ্গে একটি শপিং মলে ঘোরাফেরা করছে। ব্যবসায়ী সুজন হন্তদন্ত হয়ে শপিং মলে গিয়ে স্ত্রীর সঙ্গে থাকা ছেলেটির পরিচয় জানতে চান। এ সময় সুজনের স্ত্রী উল্টো তাকে প্রশ্ন করেন ‘আপনি কে? আপনাকে তো আমি চিনি না। ’ সুজন রাগ সংবরণ করতে না পেরে স্ত্রীকে তখন কয়েকটি থাপ্পড় মারেন। নারীর গায়ে হাত তোলার অপরাধে উপস্থিত নিরাপত্তা রক্ষীরা সুজনকে পাকড়াও করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশের জেরায় সব সত্য প্রকাশ করেন রিতা। এ সময় রিতার প্রেমিক পুলিশকে বলেন, ‘রিতার সঙ্গে আমার এক বছরের সম্পর্ক। অবিবাহিত হিসেবে পরিচয় দিয়েছে আমার কাছে। সে আমার সঙ্গে প্রতারণা করেছে। ’ এ সময় স্বামীকে না চেনার ভান করায় সুজনও রিতাকে ঘরে নিতে অস্বীকার করেন। ঘটনার কিন্তু এখানেই শেষ নয়! শেষমেশ রিতা সুজনের কাছে ক্ষমা চায় এবং প্রেমিক ওই পুরুষটি তাকে ভুল বুঝিয়ে এ পথে নামিয়েছে জানিয়ে তার বিচার দাবি করেন। সুজন শেষমেশ রিতার কথামতো ওই প্রেমিক পুরুষের ...

একা তরুণী সুখী বেশি!

Image
প্রেমের সম্পর্কের বাইরে একলা থাকা কোনো তরুণের চেয়ে তরুণীরা বেশি সুখী থাকেন। প্রতীকী ছবি: এএফপি প্রেমের সম্পর্কের বাইরে একলা থাকা কোনো তরুণের চেয়ে তরুণীরা বেশি সুখী থাকেন। প্রেমের সম্পর্ক নিয়মিত চালিয়ে নিয়ে যাওয়াটা নারী বা তরুণীদের জন্য অনেক কঠিন একটি কাজ। আর এ কারণেই একলা তরুণী বা নারীরা সুখী বেশি বলে সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে। ব্রিটিশ অনলাইন দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা মিনটেল জরিপের পর এ প্রতিবেদন তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে দেখা গেছে, প্রেমের সম্পর্কের বাইরে একলা থেকে ৬১ শতাংশ তরুণী বা নারী সুখী জীবন যাপন করছেন। অপর দিকে মাত্র ৪৯ শতাংশ একলা তরুণ বা পুরুষ সুখী। সুখী বলেই জরিপে অংশ নেওয়া ৭৫ শতাংশ একলা তরুণী গত বছর আর নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর চেষ্টা করেননি। তরুণীদের তুলনায় কম অর্থাৎ ৬৫ শতাংশ তরুণ গত বছর নতুন করে এই সম্পর্কে জড়ানোর চেষ্টা করেননি। প্রতিবেদনে বলা হয়, বিপরীত লিঙ্গের কারও সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়াটা নারী বা তরুণীদের জন্য তুলনামূলক কঠিন এক কাজ। এ ক্ষেত্রে তাঁদের পুরুষদের তুলনায় অনেক সময় ...

আয়রন ম্যানের পোশাক তৈরি করে গিনেস রেকর্ড

Image
হলিউড চলচ্চিত্রপ্রেমীদের অনেকেই আয়রন ম্যান সিরিজের ভক্ত। কল্পনার চোখে কেউ কেউ হয়তো ‘লৌহমানবের’ সেই উড়ুক্কু পোশাক পরে উড়েও বেড়িয়েছেন। ব্রিটিশ উদ্ভাবক রিচার্ড ব্রাউনিং সেই স্বপ্নটাই সত্যি করেছেন। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উড়ুক্কু পোশাক বানিয়ে গিনেস বুকে রেকর্ডও গড়েছেন। রিচার্ড ব্রাউনিং হলেন যুক্তরাজ্যের প্রযুক্তিপ্রতিষ্ঠান গ্র্যাভিটি ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও প্রধান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, জেট ইঞ্জিন দিয়ে পরিচালিত উড়ুক্কু পোশাকের উদ্ভাবক ও নির্মাতা প্রতিষ্ঠান তারা। এই উদ্ভাবনের স্বত্বের জন্য প্যাটেন্ট জমা দেওয়া হয়েছে। রেকর্ডটি গড়ার সময় উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের বিচারক প্রবীণ প্যাটেল। তিনি বলেন, রিচার্ডের পোশাক সর্বনিম্ন এক শ মিটার দূরত্ব পর্যন্ত গতি ধরে রাখতে পেরেছে। এই সময়ে ওই উড়ুক্কু পোশাকের গতি ছিল ঘণ্টায় ৫১ দশমিক ৫৩ কিলোমিটার। রিচার্ড জানান, আয়রন ম্যান কায়দার ওই পোশাকে ছয়টি ছোট গ্যাস টারবাইন রয়েছে, যেগুলো কেরোসিন দিয়ে চলে। প্রতিটা টার্বাইন ২২ কিলোগ্রামের ধাক্কা দিতে পারে। পোশাকটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে মানুষ নড়াচ...