Posts

Showing posts from September 5, 2018

সমুদ্রপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ

Image
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই চার দেশের মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচলের বিষয়ে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছে— চার দেশীয় সি-ক্রুজ সার্ভিস চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগকে সঙ্গে নিয়ে কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সূত্র জানায়, গত ৩১ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এ চারটি দেশের সমন্বয়ে সি-ক্রুজ ও পর্যটকবাহী জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা হয়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য যদি প্রচলিত আইন, নৌ প্রটোকল সংশোধনের প্রয়োজন পড়ে তবে তাও করা যেতে পারে বলে ওই সভায় মতামত দেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চার দেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। আগামী ৯ ও ১০ অক্টোবর মেরিক্যাল লজিস্টিক ফোরামের বৈঠক হবে। আমরা ওই ফোরামে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা করব। সূত্রগুলো জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এমওইউ অনুযায়ী দুই দেশের মধ্যে এখন...

ট্রাম্প সমর্থিত বিচারকের নিশ্চিতকরনের শুনানিতে সিনেটে বিক্ষোভ

Image
মার্কিন সুপ্রিম কোর্টে ব্রেট কাভানাফকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের মতো সিনেট জুডিশিয়ারি কমিটিতে তার মনোনয়ন নিশ্চিতকরণের শুনানি হয়।   তবে এই শুনানি স্থগিত করার দাবিতে বিক্ষোভ করেন ডেমোক্র্যাটরা। এক দশক আগে হোয়াইট হাউসে কাজের সময় কাভানাফের কার্যাবলী সংক্রান্ত নথি গোপন রাখার প্রতিবাদ করেন ডেমোক্র্যাটরা। অনেক বিক্ষোভকারীকে কক্ষ থেকে বের করে দেয়া হয়। এই সময় তুমুল হট্টগোল শুরু হয়।   ডেমোক্র্যাটদের হট্টগোলের প্রতিবাদ জানায় রিপাবলিকানরাও। দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে পরিস্থিতি শান্ত হয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সিএনএন এবং এনবিসি টেলিভিশনের লাইসেন্স পরীক্ষা করার আহবান জানিয়েছেন। যৌন কেলেংকারিতে অভিযুক্ত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এনবিসি ও সিএনএনের সমালোচনা করেন। -বিবিসি ও রয়টার্স

কেরালাকে সাহায্য করা সেই মেয়েটি বিপদে

Image
হানান হামিদের কথা কারও ভুলে যাওয়ার কথা নয়। এই তো কয়দিন আগেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়। এই মেয়েটি আজ সঙ্কটে দিন কাটাচ্ছেন। হানান হামিদ কেরালার কোচির আল আসার কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা অনেক দিন আগেই সংসার ছেড়ে চলে যান। বর্তমানে মা মানসিক ভারসাম্যহীন। কষ্টের এই সংসারে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু তিনি লেখাপড়া করতে চান। এমনই অদম্য ইচ্ছা নিয়ে রেল স্টেশনে মাছ বিক্রি করা শুরু করেন। এরপরেই খবরের শিরোনামে আসেন হানান হামিদ। এভাবেই রেল স্টেশনে ঘুরে ঘুরে মাছ বিক্রি করতেন হানান হামিদ কেরালার একটি প্রথম শ্রেণির দৈনিকের খবরে বলা হয়, রাতে সাইকেল নিয়ে রাজ্যের চম্বক্করার পাইকারি মাছ বাজারে যান  হানান । সেখান থেকে মাছ কিনে নিয়ে আসেন কোচির থাম্মানান এলাকায়। সারা দিন ক্লাস করে বাজারে মাছ বিক্রি করতে যান। এভাবেই চলে তার জীবন।  এসময় কেরালায় গত একশো বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। মারা যায় মানুষ। ভেসে যায় ঘরবাড়ি।  বিপর্যস্ত  হয়ে পড়ে লাখ লাখ মানুষের জীবন। প্রয়োজন হয় প্রচুর ত্রাণের। ভারতের ব...