Posts

Showing posts from September 16, 2018

যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও তুরস্ক

Image
ইরান ও প্রতিবেশি তুরস্ক বাণিজ্য বাড়ানোর জন্য যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে। ওই ব্যাংক দু'দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করবে। ইরান-তুরস্ক ব্যবসায়ী পরিষদের প্রধান উমিত কিলার একথা জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সম্পূরক পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নেয়া হবে। উমিত কিলার বলেন, নিজস্ব মুদ্রার ব্যবহার নিয়ে আগেই আলোচনা হয়েছে। যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করলে ডলার অথবা অন্য যেকোনো মুদ্রার পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রক্রিয়া সহজ হবে।   তিনি জানান, তুরস্কের বিনিয়োগকারী, আমদানিকারক ও রপ্তানিকারকরা যৌথ ব্যাংক প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করবেন। এছাড়া, ইরান ও তুরস্কের ব্যবসায়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দু দেশের মুদ্রার ব্যবহার চলে আসছে। তুরস্কের এ ব্যবসায়ী নেতা বলেন, ইরান ও তুরস্কের মধ্যে তিন হাজার কোটি ডলারের বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে দু দেশের মধ্যে ব্যাংক প্রতিষ্ঠা জরুরি। বর্তমানে দু'দেশের মধ্যে এক হাজার একশ কোটি ডলাররে বাণিজ্য রয়েছে। বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

'ইউরোপ আত্মসমর্পণ করবে কিনা সে সিদ্ধান্ত জানাতে হবে'

Image
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন চাপের কাছে ইউরোপের দেশগুলো আত্মসমর্পণ করবে কিনা সে বিষয়ে তাদের দ্রুতই সিদ্ধান্ত জানাতে হবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইরানকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যদি নিষ্ক্রয় থাকে তাহলে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াবে। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সইয়ের অনুষ্ঠানে অংশ নেন ইরান ও ছয় জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা জার্মানভিত্তিক ম্যাগাজিন 'দার স্পাইগেল'কে দেয়া সাক্ষাৎকার জাওয়াদ জারিফ এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইউরোপের অবশ্যই উচিত- ইরানকে ক্ষতিপূরণ দেয়া। তিনি বলেন, লেনদেনের ভারসাম্য বিনষ্ট হলে তেহরানকেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কাজ করতে হবে। তবে একথার অর্থ এই নয় যে, ইরান এই সমঝোতা থেকে নিজেকে পুরোপুরি প্রত্যাহার  করে নেবে। তার পরিবর্তে সমঝোতা থেকে আংশিক প্রত্যাহার কিংবা ‘কম মাত্রার বাস্তবায়ন’ হতে পারে অন্য বিকল্প। বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

ইতালিতে জনমত জরিপে অভিবাসন বিরোধী জোটের জয়

Image
ইতালিতে জনমত জরিপে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের নেতৃত্বাধীন অভিবাসন বিরোধী লিগের জোট জয় পেয়েছে। প্রায় ৬২ শতাংশ ইতালিয়ান লুইজি ডি ম্যাইও’র নেতৃত্বাধীন ফাইভ স্টার মুভমেন্ট এবং ম্যাত্তেও স্যালভিনি’র নেতৃত্বাধীন অভিবাসন বিরোধী লিগের এই জোটকে সমর্থন করেছে। দেশটির দৈনিক ‘লা রিপাবলিক’ এই জরিপ পরিচালনা করে বলে জানিয়েছে ব্লুমবার্গ। গত ১ জুনে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত এটিই এই সরকারের জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায়। এদিকে শনিবার দেশটির মিলানে এক অনুষ্ঠানে লিগ নেতা স্যালভিনি তার অবস্থানের কথা আবারও তুলে ধরে বলেন, প্রথমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরে বিধিনিষেধ আরোপ। এক্ষেত্রে অবসরের বয়স, আয়কর হার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমানোর বিষয়গুলো প্রাধান্য দেয়া হবে। এদিকে এই সপ্তাহেই স্পেনের গণমাধ্যম এল মুন্দোকে ফাইভ স্টারের নেতা ডি ম্যাইও বলেন, ইতালি যেমন ইইউ’র সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে চায় না, তেমনি গণ-অর্থনীতিকেও ধ্বংস করতে চায় না। বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

তেল রপ্তানিতে ইরানের আধিপত্য খর্ব করতে তৎপর আমেরিকা

Image
বিশ্ব বাজারে তেল সরবরাহে রাজা ইরান৷বিশ্ব বাজারে যদি ইরান তেল রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে সেই ঘাটতি কোনো দেশই পূরণ করতে পারবে না৷কিন্তু বিশ্ব বাজারে ইরানের একচেটিয়া এই তেল ব্যবসার আধিপত্য হ্রাস করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। বিষয়টি নিয়ে ইউরোপের ছোটো ছেটো সংস্থাগুলোর সাথে তারা বৈঠক করছে৷তবে আমেরিকার এই উদ্দেশ্য সফল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে৷ রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপেক'র ইরানের প্রতিনিধি হোসেইন কাজেমপুর আরদাবিলি জানান, আমেরিকা ইরানের উপর তেল রপ্তানি বিষয়ে যে নিষেধাজ্ঞা জারি করেছে তা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হবে৷বিশ্বের অন্য কোনও তেল উৎপাদনকারী দেশ ইরানের মতো তেল রপ্তানি করতে পারবে না৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের বিরুদ্ধে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন৷পাশাপাশি তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেন৷ইরানের তেল রপ্তানির পরিমাণ শূন্যের কোটায় নামিয়ে আনার নির্দেশও দেন৷ ইরানের বিরুদ্ধে আমেরিকার দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা জারি হতে এখনও দুই মাস দেড়ি আছে৷সময় যত এগিয়ে আসছে বিশ্বে তেলের ঘাটতির আশঙ্কা দেখা দিচ্ছে৷ গত ...

‘আদর্শ বউ’ হওয়ার কোর্স চালু!

Image
নারীরা কীভাবে ‘আদর্শ বউ’ হতে পারেন, তার একটি কোর্স চালু হচ্ছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে। ওই কোর্সে ভালো বউ কীভাবে হওয়া যায় এবং এর জন্য কী কী করতে হবে, তার বিস্তারিত পড়ানো হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে এ কোর্স চালু হবে। তবে এ কোর্স নিয়ে সমালোচনাও চলছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের ভোপালের বরকাতুল্লাহ বিশ্ববিদ্যালয়ে ‘আদর্শ বউ’ তৈরির জন্য তিন মাসের একটি কোর্স চালু করা হয়েছে। প্রাথমিকভাবে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও উইমেন স্টাডিজ বিভাগে চালু হবে এই কোর্স। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এতে নারীর ক্ষমতায়ন সম্ভব হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হবে তিন মাসের এ কোর্স। প্রথম ব্যাচে ৩০ জন নারী ‘আদর্শ বউ’ হওয়ার কোর্সে পড়ার সুযোগ পাবেন। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডি সি গুপ্তা জানান, এই কোর্সের প্রধান লক্ষ্যই হলো বিয়ের পর নারীদের সব পরিস্থিতি এবং সব রকম মানুষের সঙ্গে মানিয়ে নেওয়ার পাঠ দেওয়া। তিনি বলেন, ‘সমাজের প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যাতেই শিক্ষার্থীকে আটকে রাখলে চলবে না। আমাদের লক্ষ্য নারীদের এমন প্রশিক্ষণ দেওয়া, যাতে বিয়ের পর তাঁরা...