Posts

Showing posts from June 16, 2018

সৈকতে বর্ষার রূপ দেখছেন পর্যটকেরা

Image
কয়েক দিন ধরেই উত্তাল কক্সবাজার। ভারী বর্ষণ হচ্ছে। সৈকতের বালুচরে দাঁড়িয়ে ভিজতে ভিজতে দূরের পানে তাকালে মনে হয় আকাশ আর সমুদ্র যেন একাকার হয়ে গেছে। বর্ষার এই রূপ উপভোগ করতে অনেকে ঈদের ছুটিতে হাজির হয়েছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে। আজ শনিবার ঈদের প্রথম দিন সৈকতে সমবেত হয়েছেন হাজারো পর্যটক। ঈদের দ্বিতীয় দিন থেকে এই সংখ্যাটা বাড়বে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমদ বলেন, ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী সাত দিনে সৈকত ভ্রমণে আসবেন দুই লাখের বেশি পর্যটক। তিনি বলেন, এবার ঈদের ছুটি খুব দীর্ঘ নয়। এর পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে এবার পর্যটকের আগমন অনেক কমে গেছে। হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, গত বছর ঈদুল ফিতরের ছুটিসহ সাত দিনে কক্সবাজারে আসেন অন্তত ছয় লাখ পর্যটক। তখন হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। ঈদের দিন দুপুরে সৈকতের লাবণি পয়েন্টে গিয়ে দেখা যায়, কয়েক শ পর্যটক উত্তাল সমুদ্রে নেমে গোসল করছেন। লাইফগার্ড কর্মীরা তাঁদের উপকূলের কাছাকাছি থাকতে অনুরোধ জানাচ্ছেন, হুইসিল বাজাচ্ছেন। ...

উ. কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

Image
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা উত্তর কোরিয়ার ওপর থেকে সব ধরনের এক তরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি চুক্তি সই হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার তিনি এ আহ্বান জানান। জাখারোভা বলেন, আমরা নিশ্চিত যে, কোরীয় অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পিয়ংইয়ংয়ের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাখারোভা আরও বলেন, উত্তর কোরিয়ার ওপর একতরফা নিষেধাজ্ঞাসহ আরও যেসব দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সে সম্পর্কে রাশিয়ার মনোভাব পরিষ্কার এবং তা হচ্ছে নেতিবাচক। আমরা সবার আগে সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানাই। ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অযুহাতে দেশটির ওপর এসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/আরাফাত

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে জনসংহতি সমিতির সদস্য নিহত

Image
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা দূর্গম পাইয়ংপাড়ায় দুর্বৃত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন।  জনসংহতি সমিতির এই সদস্যের নাম বিজয় ত্রিপুরা (৩২)। আজ বিকালে সাড়ে  ৩টার দিকে এই ঘটনা ঘটে। একদল অস্ত্রধারী লোক তাকে ঘরে ঢুকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এদিকে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে গেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের কেন্দ্রীয় তথ্য সম্পাদক সুধাকর ত্রিপুরা ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন। অবশ্য ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে। বিডি-প্রতিদিন/ ই-জাহান

যানজটহীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩০ বছরের রেকর্ড ভঙ্গ

Image
৩০ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। প্রশাসনের কঠোর নজরদারী থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে নেই চিরচেনা ঈদের যানজট। ঈদের আগে ও পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে আজ শুক্রবার মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান জানিয়েছেন। মহাসড়ক পরিদর্শন করতে এসেছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়সহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা। শুক্রবার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে পুলিশের কঠোর নজরদারীর কারণে মহাসড়ক প্রায়ই ফাঁকা। দু, চারটি যানবাহন চলচলাচল করলেও নেই কোন যানজট। মহাসড়কের মির্জাপুর বাইপাস, পাকুল্যা, ধেরুয়া, গোড়াই ও ক্যাডেট কলেজ এলাকাসহ বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে যানজট নেই। পুলিশ সূত্র জানায়, চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থানা পর্যন্ত মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করে পুলিশ দায়িত্ব পালন করছেন। প্রতিটি সেক্টরে একজন করে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে কাজ করছেন, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মস পুলিশ ব্যাটালিয়ন, আনসার বাহিনী ও কমিউনিটি পুলিশের সদস্যরা।...

ইতিহাসের ভয়াবহ পানি সংকটের মুখে ভারত

Image
ভারত তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পানি সংকেটর মুখে পড়তে যাচ্ছে। প্রায় ৬০ কোটি মানুষ তীব্র পানি সংকটে পড়বে বলে সতর্ক করে দিয়েছে ভারত সরকারের একটি গবেষণা প্রতিষ্ঠান। ভারতের ২৪টি রাজ্য থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নিটি আয়োগ রিপোর্টে বলা হয়েছে, এই সংকট সামনের দিনগুলোতে বরং আরও তীব্র হবে। ভারতের ২১টি নগরীতে আগামী দুই বছরের মধ্যেই ভূগর্ভস্থ পানি ফুরিয়ে যাবে বলে এতে হুঁশিয়ারি দেয়া হয়।  এই পানি সংকটের কারণে ভারতের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। কারণ ভারতের ৮০ শতাংশ পানিই ব্যবহৃত হয় কৃষিতে। ভারতের নগরী এবং শহরগুলোতে গ্রীস্মকালে প্রতি বছরই পানির সংকট তৈরি হয়। কারণ বেশিরভাগ নগরী এবং শহরেই বাড়ি বাড়ি পাইপে পানি সরবরাহ করার মতো অবকাঠামো নেই। পল্লী অঞ্চলেও পরিস্কার পানির সংকট আছে। সেখানে অনাবৃষ্টির কারণে অনেক সময় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করা যায় না। কারণ অনাবৃষ্টির সময় লোকে এখন আগের চেয়ে আরও বেশি মাত্রায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করে। নিটি আয়োগ রিপোর্টে বলা হচ্ছে, প্রতি বছর প্রায় দুই লাখ ভারতীয় মারা যায় পানীয় জলের সংকটের কারণে।  ভার...

নওয়াজ শরিফের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

Image
হৃদরোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই কুলসুমের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সঙ্গে সঙ্গেই তাকে লন্ডনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।  কুলসুমের শারীরিক অবস্থার উপর কড়া নজর রেখেছেন চিকিৎসকরা। হৃদরোগের পাশাপাশি কুলসুম নওয়াজ গলার ক্যান্সারে আক্রান্ত বলেও জানা যাচ্ছে। তাই বেশ কিছুদিন ধরেই তার চিকিৎসা চলছিল।  নওয়াজ শরিফের মেয়ে মারিয়ম শরিফ বৃহস্পতিবার টুইট করে মায়ের শারীরিক অবস্থার কথা জানান। ইত্তেফাক/ইউবি

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানের শীর্ষ জঙ্গি নেতা নিহত.প্রকাশ : ১৫ জুন, ২০১৮ ১৬:৫৬

Image
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হলো তেহরিক-ই-তালিবান-পাকিস্তান (টিটিপি) এর শীর্ষ জঙ্গি নেতা মোল্লা ফজল উল্লা। মার্কিন সেনাবাহিনীর বক্তব্যকে উদ্ধৃত করে এই সংবাদ পরিবেশন করেছে ভয়েস অফ আমেরিকা। ওই প্রতিবেদনে মার্টিন ও’ডনেলের বক্তব্য উল্লেখ করা হয়েছে। সেখানে বলে হয়েছে যে চলতি মাসের ১৩ তারিখে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ অভিযানে হত্যা করা হয়েছে টিটিপি নেতা মোল্লা ফজল উল্লাকে। ২০০৭ সালে যাত্রা শুরু করেছিল তালিবানি জঙ্গি সংগঠন টিটিপি। ওই মোল্লা ফজলের নেতৃত্বে অনেক বড় বড় নাশকতামূলক কাজ করেছে টিটিপি। পালটা প্রত্যাঘাতের মুখে পড়েও পুরোপুরি দমানো যায়নি এই সন্ত্রাসবাদী সংগঠনকে। টিটিপি-র মূল লক্ষ্য ছিল আমেরিকা এবং পাকিস্তান। আমেরিকার মাটিতে পা রাখতে না পারলেও পাকিস্তান বা আফগানিস্তানে থাকা আমেরিকার সেনাবাহিনীর অনেক সদস্য টিটিপি-র নিশানায় পড়েছিল। ২০১৪ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের পেশোয়ারে সেনা স্কুলে যে হামলা হয়েছিল তা এই টিটিপি ঘটিয়েছিল। ওই হামলায় প্রাণ গিয়েছিল ১৫১ জনের। যার মধ্যে ১৩০ জনই ছিল শিশু। সেই হামলার নেতৃত্বে ছিল মোল্লা ফজল উল্লা। ২০১২ সালে নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের ওপ...