Posts

Showing posts from August 17, 2019

হালদায় অবমুক্ত করা হচ্ছে এক লাখ মাছ

Image
উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্যপ্রজনন ক্ষেত্র হালদা নদীতে অতীতে স্থানীয় হ্যাচারি থেকে ক্রয় করে কার্প জাতীয় মাছ ছাড়া হতো। ফলে এসব মাছ আশানুরূপ ফল পাওয়া যেত না। তবে এবার প্রথমবারের মতো হালদা নদীর রেণু প্রক্রিয়া করে হালদায় ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। হাটহাজারী উপজেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।     গত মৌসুমে হালদা নদীর এককেজি রেণু ক্রয় করা হয়। প্রতিকেজি রেণু থেকে প্রায় দুই লাখ পোনা হয়। তবে এর মধ্যে ৬০ শতাংশ রেণু থেকে পোনা হয়। এ হিসেবে বর্তমানে এককেজি রেণু থেকে এক লাখ পোনা মাছ তৈরি হয়। শিগগিরই এসব পোনা হালদায় অবমুক্ত করা হবে। জানা যায়, অতীত থেকেই সুবিধিত যে, হালদা নদীর পোনা অনেক মানসম্পন্ন। কিন্তু হালদার পোনা দেশের অন্যত্র নিয়ে প্রক্রিয়া করে বাজারজাত করা হলেও এ নদীতে ফেলার কোনো উদ্যোগ ছিল না। এবার প্রথমবারের মতো হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর কার্প জাতীয় মা মাছের মজুদ বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের মেয়াদ ধরা হয় গত ৩০ এপ্রিল থেকে ৩০ আগ...

উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানকে যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

Image
চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানের কাছে শক্তিশালী যুদ্ধবিমান ‘এফ-১৬’ বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে নতুন এই অস্ত্রসম্ভার দেওয়া; অঞ্চলটিতে বেশ কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিক্রি।  শুক্রবার এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য দেন। তাইওয়ানকে অনানুষ্ঠানিকভাবে নিজেদের অস্ত্রের একটি বড় চালান দিতে সবুজ সংকেত বা ইতিবাচক মত প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন।   চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা বেড়ে যাওয়া এবং হংকংয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে চীনা কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে নিজেরা সমালোচনার মুখে পড়ে সম্ভাব্য এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান দ্বীপটি বেইজিং শাসিত হওয়ায় এই অস্ত্র দেওয়ার কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি হতে পারে। এছাড়া বেইজিং স্ব-শাসিত দ্বীপটিকে চীনের অংশ হিসেবেই দেখে। চীনের প্রদেশ হিসেবে তাইওয়ান প্রশাসিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রয় চীনের সার্...

‘জান দেবো তবু বালু দেবো না’

Image
বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ-পূর্ব পাশের উপজেলার আলীপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন। ছবি: সংগৃহীত টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। ‘জান দিবো, তবু বালু দিবো না’ এমন স্লোগানে সাত গ্রামের তিন সহস্রাধিক মানুষ মানববন্ধন করেছেন। শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ-পূর্ব পাশের উপজেলার আলীপুরে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও বিবিএ’র কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই চলে বালু উত্তোলন। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম মাস্টার, শামসুল আলম প্রমুখ। এ সময় আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু সেতুর কোল ঘেঁষে যমুনা নদী থেকে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মেম্বারসহ একটি প্রভাবশালী মহল। বালু উত্তোলনের ফলে উপজেলার চর সিংগুলি, বন সিংগুলি, কায়েম স...