Posts

Showing posts from January 1, 2020

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় সচল হলো মোবাইল নেটওয়ার্ক

Image
প্রতীকী ছবি বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে- এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। মোবাইল ফোন অপারেটরগুলোর পক্ষ থেকে জানানো হয়, নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনার ফলে সীমান্ত এলাকায় প্রায় এক কোটি গ্রাহক মোবাইল নেটওয়ার্ক সমস্যায় পড়েন। এদিকে, নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত পাওয়ার পর নেটওয়ার্ক সচল করতে কাজ শুরু করেছে অপারেটরগুলো। গত ২৯ ডিসেম্বর চার অপারেটরকে পাঠানো বিটিআরসি’র নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কাভারেজ বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে চিঠিতে জানানো হয়েছিল। সূত্র: বাংলানিউজ২৪.কম বিডি প্রতিদিন/আরাফাত

২০২১ সালে বিজয়ের মাসে চালু হবে উত্তরা-মতিঝিল মেট্রোরেল

Image
উত্তরা-মতিঝিল মেট্রোরেলের প্রতীকী ছবি স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আশা করছি ২০২১ সালে বিজয়ের মাসে ইনশাআল্লাহ এমআরটি লাইন ৬, তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রয়োরিটি প্রজেক্ট, মেগা প্রকল্প, ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট, মেট্রো রেলের নির্মাণ কাজ সমাপ্ত হবে, বিজয়ের মাসে উদ্বোধন হবে, এটাই আমাদের নববর্ষের প্রত্যাশা। ইংরেজি নতুন বছরের প্রথম দিন আজ বুধবার উত্তরার দিয়াবাড়িতে এই লাইনের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও রেল-ট্র্যাক বসানোর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, এমআরটি লাইন ৬ মেট্রোরেল প্রকল্পের সাড়ে ৮ কিলোমিটার এখন দৃশ্যমান। রাজধানী ঢাকার যানজটের চিরচেনা দৃশ্য ২০৩০ সালে বদলে যাবে দাবি করে ওবায়দুল কাদের বলেন, সব মিলিয়ে ২০৩০ সালে ছয়টি মেট্রোরেলের পৌনে ২০০ কিলোমিটারের সব কাজ যখন শেষ হবে, এর ফলে ঢাকায় যানজটমুক্ত অনিন্দ্য সুন্দর এক দৃশ্যপট আমরা দেখতে পাব। ঢাকা শহরে আজকের যান চলাচলের চ...

মার্কিন দূতাবাসে হামলার জের, কুয়েতে ৪০০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Image
ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাস কম্পাউন্ডে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় তারা কম্পাউন্ডের কাছে প্রহরা চৌকিতে আগুন ধরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলায় উস্কানি দেয়ার জন্য ইরানকে দায়ী করেছেন। এর জন্য ইরানকে চরম মূল্য দিতে বলেও হুমকি দিয়েছিলেন তিনি। তার এ ঘোষণার মধ্যেই পশ্চিমা সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে কুয়েতে ৪০০০ প্যারাট্রুপার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্র যে বিমান হামলা করেছিল, তারই জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। রবিবার ইরাকের পশ্চিমাঞ্চলে মিলিশিয়াদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালায়, তাতে অন্তত ২৫ জন যোদ্ধা নিহত হয়েছিল। ইরাকের প্রতিবেশী দেশ ইরান। আর এই দুই দেশের খুব কাছেই কুয়েতের অবস্থান। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনকে কুয়েতে দ্রুত ৪০০০ সৈন্য পাঠানোর বিষয়ে বলা হয়েছে। সূত্র: ফক্স নিউজ, ডেইলি মেইল  বিডি প্রতিদিন/ফারজানা

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Image
পৌষের সকালে অনেক স্থানে সূর্যের দেখা না মিললেও নতুন বইয়ের সূর্য ঠিকই উদিত হয়েছে ময়মনসিংহের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসায়। বছরের প্রথম দিনই নতুন বইয়ের মোড়াটের গন্ধ শুকে আনন্দে মেতেছে প্রায় ৮৫ লাখ শিক্ষার্থী। আর এই উৎসবে সামিল হতে সকাল থেকেই ময়মনসিংহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে গেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। ঘড়ির কাঁটা যখন ১০টা পেরিয়ে তখনও সকালের সোনামাখা রোদ মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে ময়মনসিংহ জিলা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। সবার উদ্দেশ্যই এক, বছর প্রথম দিনে নতুন শ্রেণির নতুন চকচকে বই হাতে পাবার। জিলা স্কুলে বুধবার বেলা পৌনে ১১ টার দিকে সেখানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এরই মধ্য দিয়ে শেষ হয় তাদের অপেক্ষার পালা। নতুন বইয়ের সাথে হাতে লাল-সবুজের পতাকা পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে উৎসবে শরীক হন শিক্ষক ও অভিভাবকরাও। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘তোমরা মনোযোগ দিয়ে লেখা পড়...

পুতিনের শাসনের ২০ বছর

Image
গোয়েন্দা বইয়ের পোকা ছিলেন  ভ্লাদিমির পুতিন । ১৬ বছর বয়সে যোগ দিতে চলে গিয়েছিলেন গোয়েন্দা সংস্থা কেজিবিতে। কর্মকর্তারা শারীরিক গড়ন ও বয়স নিয়ে হাসাহাসি করে বলেছিলেন, ফিল্ড ওয়ার্ক হবে না তোমাকে দিয়ে। এক কাজ করো, দু-তিনটি ভাষা শিখে নাও আর আইন পড়ো। তাহলে বড় হয়ে কেজিবির ডেস্ক ওয়ার্ক করতে পারবে। সেদিন হতাশা নিয়ে ফিরে ছেলেটি কয়েকটি ভাষা শিখলেন। বিশ্ববিদ্যালয়ে আইন পড়লেন। ২৩ বছর বয়সে একদিন খোদ কেজিবির কর্মকর্তারা কড়া নাড়েন তাঁর দরজায়। সেই ছেলে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট হন। এই সময়ে যুক্তরাষ্ট্রের তিনজন প্রেসিডেন্ট এবং ব্রিটেনের পাঁচজন প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসা-যাওয়া দেখলেন। কিন্তু তিনি বহাল তবিয়তে। ক্ষমতার ২০ বছরের চিত্র তুলে ধরেছে বিবিসি। ছবিগুলো এএফপির। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হওয়ার পর সবচেয়ে প্রভাবশালী শাসক ভ্লাদিমির পুতিন। ৩১ ডিসেম্বর তাঁর শাসনামলের ২০ বছর পূর্ণ হবে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। পুতিন ১৯৯৯ সালে আগস্টে প্রধানমন্ত্রী হন। আর ওই বছরের ৩১ ডিসেম্বর তিনি বরিস ইয়েলৎসিনের কাছ থেকে রাশিয়ার প্রেসিডেন্টের...

যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অবনমন হবে

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকেই তেহরান-ওয়াশিংটন সম্পর্ক খারাপ হতে শুরু করে। ২০১৯ সালে এই সম্পর্ক বৈরিতায় গিয়ে ঠেকে। বিগত বছরটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক ভয়াবহ রূপ ধারণ করেছে, যা এ বছর (২০২০ সাল) আরও খারাপের দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকেরা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র। ছয় জাতি চুক্তি হিসেবে পরিচিত এ চুক্তিতে ইরান ও যুক্তরাষ্ট্র ছাড়া রয়েছে রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র এই পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার এবং ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেয়। ডোনাল্ড ট্রাম্প সরাসরিই ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতির কথা ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কয়েক গুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি বাকি বিশ্বের সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা এবং দেশটির জ্বালানি তেল বিক্রয়লব...

১৫ জানুয়ারি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প [ ছবি: সিএনএন] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য চুক্তি হবে। গতকাল মঙ্গলবার টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হোয়াইট হাউজে বেইজিংয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। এরপর তিনি চীন সফরে গিয়ে পরবর্তী ধাপের চুক্তির জন্য আলোচনা শুরু করবেন। আরো পড়ুন:  ‘সে সুখী, কিন্তু আমার চিন্তা হয়’ চুক্তির বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে চীন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন কৃষি পণ্য ও জ্বালানি ক্রয় করবে। চীন চুক্তির বিষয়ে কিছু জানায়নি। সূত্র: রয়টার্স ইত্তেফাক/এমআর

এ বছরেই ফের চন্দ্রাভিযান করবে ভারত

Image
ফাইল ছবি ভারতের   চন্দ্রযান - ২   পুরোপুরি   সফল   হয়নি ।   ল্যান্ডার   বিক্রম   ইসরোর   নিয়ন্ত্রণের   বাইরে   চলে   যায় ।   সফট   ল্যান্ডিংয়ের   বদলে   হার্ড   ল্যান্ডিং   হয়েছে   ল্যান্ডার   বিক্রমের ।   কিন্তু   এতেই   ক্ষান্ত   হচ্ছে   না   ইসরো ।   চলতি   বছরেই   ফের   চন্দ্রাভিযান   করবে   ভারতের   মহাকাশ   গবেষণা   সংস্থা ।   গতকাল   এ   কথা   ঘোষণা   করেছেন   মহাকাশ   গবেষণা   মন্ত্রণালয়ের   প্রতিমন্ত্রী   জিতেন্দ্র   সিং ।   খবর   হিন্দুস্তান   টাইমসের প্রতিমন্ত্রী   জিতেন্দ্র   সিংয়ের   দাবি ,  নতুন   যে   চন্দ্রাভিযানের   পরিকল্পনা   করা   হয়েছে ,  তা   আগের   চেয়ে   অনেক   সহজ   ও   সরল ।   একটি   রোভার   ও   একটি   ল্য...

স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রাত্যাশায় নববর্ষের যাত্রা শুরু

Image
নববর্ষ ২০২০ এর প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তরুণদের বাঁধভাঙা উল্লাস। ছবি: আব্দুল গণি ‘সত্য যে কঠিন/ কঠিনেরে ভালোবাসিলাম...’ এই কঠিন সত্যকে সারথি করে এলো নতুন দিন, নতুন বছর। আবহমান সূর্য একটি পুরোনো বছরকে কালস্রোতের ঊর্মিমালায় বিলীন করে আবার শুরু করল যাত্রা। নতুন সূর্য়ের কাছে মাথা রাখবে পুরোনো বছর। স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার রক্তিম আলোয় উদ্ভাসিত শুভ নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার ২০২০। বর্ষবরণের আবাহন রেখে কুয়াশামোড়া পাণ্ডুর সূর্য জীর্ণ-ঝরা পল্লবের মতো সরলরৈখিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাতা থেকে কাল খসে পড়েছে। ফেলে আসা বছরটি এখন ‘পুরোনো সেই দিনের কথা’। নববর্ষের বার্তা ছড়িয়ে ফুরিয়েছে একটি বছরের সব লেনদেন। ‘কালের যাত্রার ধ্বনিতে’ আজ প্রভাতে ‘রবির কর’ দশ দিগন্তে আলোকের নাচন তুলে চোখ মেলেছে নতুন বছরে। এক বছরের ‘আনন্দ-বেদনা, আশা-নৈরাশ্য আর সাফল্য-ব্যর্থতার পটভূমির ওপর আমাদের ৫৬ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ নতুন বছরে পর্বতদৃঢ় একতায় সর্ববিপর্যয়-দুঃসময়কে জয় করবে অজেয়-অমিত শক্তি নিয়ে’—এ সংকল্পের সোনালি দিন আজ। যে বছরটি হারিয়ে গেল, খসে পড়ল ক্যালেন্ডারের প...