কী হতে চলেছে আগামী ডিসেম্বর
ইংরেজি মাস ডিসেম্বরের সবটুকু জুড়ে থাকে বাংলা সনের পৌষ আর মাঘ মাস। থাকে প্রচ- শীত আর তীব্র শৈত্যপ্রবাহ যা এ দেশের গ্রামীণ জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। এবার এই শীত যতই এগিয়ে আসবে রাজনীতির বলয় ততই উত্তপ্ত হয়ে উঠবে। কারণ এটাই হবে—বর্তমান ক্ষমতাসীন সরকারের শেষ শীত। আর এই পৌষের শীতেই হতে চলেছে বাংলাদেশের ১৬ কোটি জনমানুষের আগামী পাঁচ বছরের জন্য ভাগ্য নির্ধারণ। একাত্তরে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এ মাসেই আমরা সুদিনের সন্ধান পেয়েছিলাম। তারপর থেকে আমরা বারবার আশায় বুক বেঁধেছি, দুর্দিনের দুঃস্বপ্ন কাটিয়ে নতুন ঊষার আলো দেখতে চেয়েছি বারবার। এবারও সেই সুন্দর আগামীর স্বপ্ন দেখতে চায় এ দেশের মানুষ। যার ৪৭ বছর কেটে গেছে শুধু ক্ষমতার লড়াই আর রাজনৈতিক দ্বন্দ্ব প্রত্যক্ষ করে। এই পৌষ মাস অনেক সম্ভাবনার মাস। বিজয়ের মাস। তারপরও প্রবাদ আছে ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ।’ শীত মৌসুমকে পটভূমি করেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন তার কবিতাটি ‘সামান্য ক্ষতি’। এই কবিতায় রবিঠাকুর কাশীর মহিষী করুণার এক শীতের সকালের স্নানের বর্ণনা দিয়েছেন এইভাবে : শীতের সকালে স্বচ্ছ সলিলা বরুণার তীর ধরে— ‘...স...