Posts

Showing posts from November 5, 2017

খিচুড়ি রান্না করে ভারতের বিশ্ব রেকর্ড

Image
বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে প্রিয় একটি খাবার হলো খিচুড়ি। আর এই খিচুড়ি রান্না করে এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিলো ভারত। ৯১৮ কেজির খিচুড়ি রান্না করার পরেই এই রেকর্ডের ঘোষণা আসে গিনেজ বুক কর্তৃপক্ষের কাছ থেকে। ভারতের দিল্লীর ইন্ডিয়া গেটের সামনে এই খিচুড়ি রান্না করা হয়। সেদেশের বিখ্যাত শেফ সঞ্জীব কাপুরের  নেতৃত্বে রান্না করা হয় ৯১৮ কেজি খিচুড়ি। রান্নার সময় সহযোগিতা করেন ভারতের যোগগুরু রামদেব। তিনি নিজেও রান্নার কাজে হাত দেন। ১২০০ কেজি ওজনের একটি কড়াইতে রান্না করা হয় ওই খিচুড়ি। চাল, ডাল, জোয়ার, বাজরা ও সবজি দিয়ে রান্না করা হয়। চাল ও ডাল সরবরাহ করে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ দফতর। মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা বিভিন্ন মশলা ও পতঞ্জলি ঘি দিয়েছে। ৫০০ কেজি চাল, ৩০০ কেজি ডাল ও ১০০ কেজি ঘি ব্যবহার করা হয়েছে খিচুড়ি বানাতে। এই রান্না করা খিচুড়ি বিতরণ করা হয় সেদেশের অক্ষয়পত্র ফাউন্ডেশনের অনাথ শিশু ও গুরুদ্বারে ৬০ হাজার মানুষের মধ্যে। খিচুড়ির অনেক খাদ্যগুণ রয়েছে বলে দাবি করেন রামদেব। তার মতে, খিচুড়িকে 'ব্র্যান্ড ইন্ডিয়া' খাবার হিসেবে তুলে ধরার উ...

আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অধ্যায়: অপু

Image
চলচ্চিত্রে ব্যস্ততার কারণে কখনো র‌্যাম্পের মঞ্চে হাঁটা হয়নি। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অধ্যায়। তবে সত্যি বলতে র‌্যাম্পে হেঁটে আমার দারুণ এক অনুভূতি হয়েছে। কাজটি বেশ উপভোগ করেছি।’ কথাগুলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের একটি মঞ্চে র‌্যাম্পের স্টপার হিসেবে হেঁটে রূপের দ্যুতি ছড়ান অপু। সন্ধ্যা থেকে এই আয়োজন শুরু হলেও অপু মঞ্চে ওঠেন রাত সাড়ে ১০টার পর। অপু আরও বলেন, ‘সবাই চায় নতুন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে। র‌্যাম্পে হেঁটে আমি নতুন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। তবে আবার কখন র‌্যাম্পে হাঁটবো সেটা বলতে পারছি না।’ মাথায় টিকলি, নাকে নোলক, হাতে মেহেদী দিয়ে নববধূর সাজে সাজেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শরীরের আগাগোড়া ঢাকা বিলাসবহুল ভ্যালভেট কাপড়ের বেগুনি গাউনে। এমন বধূর সাজে ঢালিউডের এই শীর্ষ নায়িকা র‌্যাম্পে হেঁটেছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু। বদিউল আলম খোকনের ‘কাঙ্গাল’ ছবিতে তার নায়ক ডিএ তায়েব। অপু বলেন, ‘ছবির গল্প ভালো, রোমান্টিক-অ্যাকশনধর্মী। প্রথমবারের মতো তায়েব ভাইয়ের বিপরীতে অভিনয় করবো। আরেকটি চরিত্রে আছেন...

সাইবার হামলার ঝুঁকিতে ব্রিটেনের পারমাণবিক সাবমেরিন

Image
প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি বাড়ছে এর অপব্যবহারও। এমনকি, শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোও সাইবার হামলা থেকে রক্ষা পাচ্ছে না। আর তারই জের ধরে এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, ব্রিটেনের সাবমেরিনে বসানো পরমাণু বোমা সাইবার হামলার শিকার হতে পারে। ইউরোপীয় লিডারশিপ নেটওয়ার্ক বা ইএলএন নামের একটি থিংক ট্যাংকে চাঞ্চল্যকর এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ব্রিটেনের পরমাণু বোমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু বোমা ছোঁড়ার অনুমোদন দিয়ে রেডিও বার্তা পাঠানো হয়। হ্যাকাররা ওই রেডিও বার্তা নিজেদের আয়ত্তে আনার এখন চেষ্টা করছে। যেকোন ভাবেই হোক না কেন হ্যাকাররা পরমাণু সাবমেরিন বা পরমাণু বোমার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতে পারে বলেও প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে। এছাড়া, ব্রিটেন নেক্সট জেনারেশন পরমাণু বোমাবাহী সাবমেরিন তৈরির উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেক্ষেত্রে পরমাণু ডুবোজাহাজ ও পরমাণু বোমার নিরাপত্তার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিডি-প্রতিদিন/ ...

মোবাইল ফোন পকেটে রাখেন? সাবধান

Image
অফিস, দোকান বাজার যেখানেই যান না কেন, আপনার ফোনটি বুক পকেট বা প্যান্টের পকেটে থাকে, তাই তো? আর মহিলাদের ক্ষেত্রে পকেট দেওয়া জামা পড়ার তেমন প্রচলন নেই বলে, তারা অনেকেই অন্তর্বাসের ভিতরে মোবাইল রেখে দেন। এতে কি হচ্ছে বা হতে পারে, তা কি জানা আছে? আসলে মোবাইল কোম্পানিগুলি আপনাদের কখনোই তাদের ক্ষতিকারক দিকগুলি বোঝাতে আসবেন না। এমনকি, সামান্য জানিয়ে দেওয়ার দায়িত্বও তারা নেবেন না। কারণ, তারা তাদের কোম্পানির ব্যবসা দেখবেন, তার লাভ দেখবে। আপনার শরীর নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা থাকার কারণ নেই।   মোবাইল ফোনের এরকম বহু ক্ষতিকারক দিক আছে। সেগুলি নিয়েই আজকের আলোচনা- ১. মোবাইল ফোন বন্ধ্যাত্বের সমস্যা সৃষ্টি করতে পারে। বহু সমীক্ষায় দেখা গেছে যে পুরুষদের জন্য মোবাইল মোটেও ভাল নয়। এর কারণ, মোবাইল পুরুষদের ক্ষেত্রে বীর্যের পরিমাণ কমিয়ে দিতে পারে। সমীক্ষায় দেখান হয়েছে যে, কথা বলার সময় ফোন যদি পুরুষাঙ্গের কাছাকাছি থাকে, তবে তা বীর্য উৎপাদনকারী কোষের মারাত্মকভাবে ক্ষতি করে। এতে পরিমাণ মতো বীর্য তৈরি হতে পারে না। এতে মূলত ক্ষতিগ্রস্ত বীর্যের কারণে সন্তান দুর্বল এবং শারীরিক বা মানসিক প্রতিব...

সৌদি আরবে ১১ রাজপুত্রসহ একাধিক মন্ত্রী আটক

Image
সৌদি আরবে নবগঠিত দুর্নীতি দমন কমিটি দেশটির ১১জন রাজপুত্র, বর্তমান মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করেছে। সৌদি ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনী প্রধানের পদেও করা হয়েছে রদবদল।  শনিবার সৌদি বাদশাহ নিজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে ওই দুর্নীতি দমন কমিটি গঠন করেন। যুবরাজ চাইলে যে কাউকে গ্রেফতার করার এবং যে কারো উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেবার ক্ষমতা দেয়া হয়েছে।   রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই কমিটি গঠন করার কয়েকঘণ্টার মধ্যেই গ্রেফতার করার ঘটনা ঘটলো। আটককৃতদের নাম এবং তাদেরকে আটক করার কারণ সম্পর্কে এখনো কিছুই স্পষ্ট করা হয়নি। তবে, সৌদি গণমাধ্যম আল-অ্যারাবিয়া জানিয়েছে, ২০০৯ সালে সৌদিতে যে বন্যা হয়েছিল এবং ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার যে ঘটনা ঘটেছিল এই বিষয়গুলো নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। যুবরাজ সালমান ন্যাশনাল গার্ড মন্ত্রী প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহকে এবং নেভি কমান্ডার এডমিরাল আব্দুল্লাহ বিন সুলতান বিন মোহাম্মদ আল সুলতানকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে এসপিএ। তবে, তাদের কেন পদচ্যুত করা হয়ে...

৪ কোটি ৬ লাখ শিশু-কিশোরকে খাওয়ানো হবে কৃমির ওষুধ

Image
                                                                 ফাইল ছবি আজ থেকে দেশের প্রায় ৪ কোটি ৬ লাখ শিশু-কিশোরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কার্যক্রম শুরু হচ্ছে। কৃমির আক্রমণ থেকে শিশুদের সুরক্ষায় দেশব্যাপী জাতীয় কৃমিনাশক সপ্তাহের ১৯তম রাউন্ডের আওতায় এ কর্মসূচি চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছর বয়সি ছাত্রছাত্রীদের দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণে ওষুধ সেবন করানো হবে। এ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তেরর ফাইলেরিয়াস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রণ শাখা। এবার দুই দফায় এ কার্যক্রম চলবে। দেশের ১ লাখ ২০ হাজার প্রাথমিক পর্যায়ের এবং ৩০ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এ কার্যক্রমের আওতায় থাকবে। ৪ থেকে ৯ নভেম্বর প্রথম ধাপে পাঁচ থেকে ১২ বছর বয়সের এবং ১৬ থেকে ২৩ নভেম্বর দ্বিতীয় ধাপে ১২ থেকে ১৬ বছর বয়সের শিশুদের এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান...

সৌরজগতের হিসেবে যে গ্রহে আড়াই দিনে হচ্ছে ১ বছর!

Image
সূর্যের চারদিকে ঘোরে সকল গ্রহ। সেই সূত্র মেনেই তৈরি হয়েছে সৌরজগত। কিন্তু সেই মহাজাগতিক সূত্রকে ধন্দে ফেলে দিয়েছে এক দৈত্যাকৃতি গৃহ। বিজ্ঞানীরা সেই গ্রহের নাম রেখেছেন এনজিটিএস-১ বি।    এনজিটিএস-১ বি আয়তনে বৃহস্পতি গ্রহের সমান। আর এই গ্রহ প্রদক্ষিণ করছে ছোট্ট একটি তারাকে। যার ওজন সূর্যের অর্ধেক। কীভাবে এই ক্ষুদ্র একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে বিশালাকৃতি গ্রহটি তা বুঝে উঠতে পারছেন না মহাকাশ বিজ্ঞানীরা।   এনডিটিএস-১ বি খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করছে ছোট্ট সেই তারাটিকে। দুটির মধ্যে দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের মাত্র ৩ শতাংশ। আঠাশ দিনের মধ্যেই এই তারা প্রদক্ষিণ পূর্ণ করছে গ্রহটি। অর্থাৎ সৌরজগতের হিসেবে এখানে আড়াই দিনে হচ্ছে বছর। যার তাপমাত্রা ৫৩০ডিগ্রি সেন্টিগ্রেড। এনজিটিএস-১ বি ধন্ধে ফেলেছে বিজ্ঞানীদের। পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরে দৈত্যাকৃতি গ্রহের এই কর্মকাণ্ড গুলিয়ে দিয়েছে যাবতীয় মহাজাগতিক সূত্রকে। শুধু প্রদক্ষিণই নয় এই নক্ষত্রের থেকে যে দূরত্ব রয়েছে তার কক্ষপথ তাও অঙ্কের বাইরে।   বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

১০ লাখ গাড়ি প্রত্যাহারের ঘোষাণা বিএমডব্লিউ'র

Image
আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকায় প্রায় ১০ লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অগ্নিঝুঁকির দুটি আলাদা সমস্যার জন্য উত্তর আমেরিকা থেকে প্রায় ১০ লাখ গাড়ি ফিরিয়ে নেওয়া হবে। পাশাপাশি এ সমস্যা আরো অনেক দেশেও ঘটতে পারে বলে জানিয়েছে তারা। বিএমডব্লিউ জানায়, ২০০৬ সাল থেকে ২০১১ সালের মধ্যে নির্মিত কিছু বিএমডব্লিউ ৩ সিরিজের গাড়ির ক্লাইমেট কন্ট্রোল ব্লোয়ার ফ্যানের সম্ভাব্য ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের কারণে সেগুলো প্রত্যাহার করা হচ্ছে। এ গাড়িগুলোয় হিটার বাল্বে সমস্যা রয়েছে, যার কারণে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। কোম্পানির মুখপাত্র মাইকেল রেবস্টোক জানান, প্রত্যাহারের হিসাবে মোট গাড়ির সংখ্যা ৭ লাখের মতো হতে পারে। তবে ‘ওভারল্যাপের’ কারণে মোট আক্রান্ত গাড়ির সংখ্যা প্রায় ১০ লাখের মতো হবে। এই বিপুল সংখ্যক গাড়ি ফেরত নেয়ার ঘটনাটি বিএমডব্লিউর ক্ষেত্রে একটি বড় ধাক্কা। বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান

মশা মারার অভিনব ফাঁদ!

Image
মশার কামড়ে অতিষ্ঠ হয়ে অনেকেই নানান ধরণের কৌশল গ্রহণ করে থাকেন। এবার মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় মশা মারার অভিনব ফাঁদ তৈরি করেছে। তাদের আবিষ্কৃত ফাঁদটি দেখে প্রথমে মনে হতে পারে, পার্কে সৌর বিদ্যুতের সাহায্যে কোনও বাতি জ্বলছে। আসলে ওই আলোগুলো যখন জ্বলে, তখন তা থেকে নির্গত হয় কম ঘনত্বের কার্বন ডাই-অক্সাইড। আর সেটাই ওই আলো-ফাঁদের দিকে টেনে আনে মশাদের। আলোর নীচে রাখা জালে মশা টপাটপ পড়বে আর মরবে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মালয় বিশ্ববিদ্যালয়ের ওই প্রযুক্তি এতদিন পরীক্ষামূলক স্তরে ছিল। কিন্তু পরীক্ষায় তা পাশ করার পরে এখন সেই প্রযুক্তিকে ব্যবহার করছে তারা। মানুষের নিঃশ্বাসের সঙ্গে নির্গত হাল্কা কার্বন ডাই অক্সাই়ড এবং ঘামের সঙ্গে বেরিয়ে আসা ল্যাকটিক অ্যাসিড মশাদের আকর্ষণ করে। ওই গন্ধই মশাদের টেনে আনে মানুষের দিকে। মশার সেই চরিত্রকে কাজে লাগিয়েই মালয়েশিয়ায় তৈরি হয়েছে এই নতুন ধরনের সৌর আলো। তবে ল্যাকটিক অ্যাসিড নয়। এ ক্ষেত্রে মশাদের টোপ হাল্কা ঘনত্বের কার্বন ডাই অক্সাইড। কী ভাবে তৈরি হয় ওই হাল্কা ঘনত্বের কার্বন...

স্বামীর চেয়ে বেশি জনপ্রিয় যেসব বলিউড অভিনেত্রী!

Image
বলিউডে বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা স্বামীর চেয়েও বেশি জনপ্রিয়। বলতে পারেন স্ত্রী'র সুবাদে অনেক স্বামীই পরিচিতি পেয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে তারা বেশ ভাগ্যবানই বটে! নিজস্ব পরিচয়, নিজস্ব পরিচিতি থাকলেও, স্ত্রীদের জনপ্রিয়তার জেরেই তাঁদের চেনা। আসলে, এঁরা প্রত্যেকেই বলিউড সুন্দরীদের স্বামী। ১. এই তালিকায় প্রথমেই বলতে হবে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের নাম। অভিষেক নিজেও অভিনেতা। অমিতাভ বচ্চনের ছেলে। তবে জনপ্রিয়তায় অভিষেকের থেকে অনেক বেশি এগিয়ে ঐশ্বরিয়া। ২. বিপাশা বসু ও করন সিংহ গ্রোভারের ক্ষেত্রেও এক। দু’জনেই অভিনেতা। তবে করন থেকে অনেক বেশি জনপ্রিয় বিপাশা। ৩. ১৯৯৯ সালে বিয়ে করেছিলেন মাধুরী দীক্ষিত এবং পেশায় চিকিৎসক রাম মাধব নেনে। মাধুরীর জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ৪. ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন সাবেক মিস ইন্ডিয়া এবং বলিউড ডিভা জুহি চাওলা। জুহির স্বামী জয় মেহতা এক জন ব্যবসায়ী। ৫. ব্যবসায়ী অনিল ঠাডানির সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয়েছিল রাভিনা ট্যান্ডনের। অনিল এক জন ফিল্ম ডিস্ট্রিবিউটরও বটে। তবে জনপ্রিয়তায় কে বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। ৬. বলিউডের জনপ্রিয় অভি...

পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন চীনারা!

Image
পাকিস্তান আর চীনের মধ্যে বন্ধুত্ব বরাবরই বেশ গভীর। ইতোমধ্যেই পাকিস্তানে কয়েক কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। বর্তমানে চীন-পাকিস্তান ইকনমিক করিডরের কাজ চলছে। তবে এবার প্রকাশ্যে সেই বন্ধুত্ব আরও জোরদার হওয়ার প্রমাণ এল। চলতি বছরে পাকিস্তানে প্রচুর চীনা নাগরিকের বসবাস করার খবর পাওয়া গেছে। বেশির ভাগই সেই প্রজেক্টে কাজ করছেন। আবার অনেকে ব্যবসাও করছেন। তবে, সম্প্রতি জানা গেছে, চীনের নাগরিকেরা পাকিস্তানে স্থায়ী ঘাঁটি গেড়ে ফেলেছেন অর্থাৎ নাগরিকত্ব পাচ্ছেন তারা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তার কিছু প্রমাণ। পাকিস্তান আমাদের দেশের NID কার্ডের সমতুল্য হল CNIC কার্ড। আর সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে ওই কার্ডে এক চীনা নাগরিকের নাম ও ছবি দেখা যাচ্ছে। সেই ব্যক্তির নাম ফেং লিন সুই। এতে অনেক পাকিস্তানই বিভ্রান্ত হয়েছেন। কেন সেই চীনাকে নাগরিকত্ব দেওয়া হল, সেটা কেউই ভেবে পাচ্ছেন না। অন্যদিকে, প্রশ্ন উঠেছে আফগান শরণার্থীদের কেন নাগরিকত্ব দেওয়া হয়নি পাকিস্তানে। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

লাদেনের সংগ্রহে কুমার শানু-আলকা ইয়াগনিকের গান

Image
নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলার প্রধান হোতা ওসামা বিন লাদেনের আব্বোতাবাদের আস্তানা থেকে প্রচুর নথি সংগ্রহ করেছিল মার্কিন সেনা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত বুধবার প্রায় ৪ লাখ ৭০ হাজার গোপন নথি জনসমক্ষে এনেছে। আব্বোতাবাদের বাড়ির কম্পিউটার থেকে পাওয়া গিয়েছিল এ সব নথি।  কিন্ত, আশ্চর্যের ব্যাপার হল নৃশংসতার ভিডিওর পাশাপাশি পাওয়া গিয়েছিল বলিউড গায়ক-গায়িকাদের বেশ কিছু গানের সংগ্রহও। মূলত কুমার শানু, আলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের গানই রয়েছে সেই তালিকায়।  ওসামার আব্বোতাবাদের বাড়ি থেকে প্রচুর নথি সংগ্রহ করেছিল মার্কিন সেনা। যার মধ্যে অনেক গ্রাফিক ভিডিও ছিল। সুইসাইড বম্বিং থেকে কারোর মাথা কেটে দেয়ার ভিডিও ছিল তাতে।  ওসামার কালেকশনে পাওয়া গিয়েছে অজয় দেবগণ-কাজল অভিনীত ‘প্যার তো হোনা হি থা’ (১৯৯৮), সলমন খান-মাধুরী দিক্ষীত অভিনীত ‘দিল তেরা আশিক’ (১৯৯৩)-এর মতো বিভিন্ন ছবির গানও।  এ ছাড়া লাদেনের ল্যাপটপ থেকে পাওয়া গেছে নার্সারি রাইম টুইঙ্কল টুইঙ্কল, টম অ্যান্ড জেরি, অ্যান্টস অ্যান্ড কারস’-এর মতো অ্যানিমেশন মুভিও। ইত্তেফাক/ইউবি

ভারতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি গ্লাইড বোমার সফল পরীক্ষা

Image
উড়িষ্যার চাঁদিপুরে ভারতীয় বিমান বাহিনীর বিমান থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি গ্লাইড বোমার সফল পরীক্ষা করা হয়েছে। এই বোমাটিকে (স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড) বিমান থেকে নিক্ষেপ করা হয় এবং এটি নির্দিষ্ট লক্ষ্যে প্রায় নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম হয়।  ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন নিক্ষেপ স্থিতিতে মোট তিনবার এর পরীক্ষা চালানো হয় এবং প্রতিটি ক্ষেত্রেই তা সফল হয়। রিসার্চ সেন্টার ইমারত (আরসিআই), ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন পরীক্ষাগারে যৌথভাবে এটি তৈরি করে।  ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ডিআরডিও এবং বিমান বাহিনীকে এই সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন। সিনহুয়া। ইত্তেফাক/সাব্বির

আয়ের এক তৃতীয়াংশ ব্যয় সন্তানের শিক্ষায়

Image
রহিম উদ্দিন। দুই সন্তানের জনক। পেশায় রিকশা চালক। মাসের গড় আয় ৯ হাজার টাকা। স্ত্রী অন্যের বাসায় কাজ করেন। তাদের দু সন্তানের মধ্যে ছেলেকে একটি স্থানীয় মাদ্রাসায় পড়ান। দুই বেলা কোচিংসহ এই সন্তানের পেছনে মাসিক ব্যয় ৩ হাজার টাকা। অন্য সন্তানের পেছনে ব্যয় মাসিক ১ হাজার টাকা। অর্থ সংকটের কারণে ছোট সন্তানকে ভালোভাবে পড়ানোর সুযোগও হয় না তার। আজিজুল ইসলাম। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। মাসিক বেতন ৪২ হাজার টাকা। রাজধানীর একটি বেসরকারি স্কুলে তার সন্তান সপ্তম শ্রেণিতে পড়ে। স্কুলের মাসিক টিউশন ফি ১২শ টাকা। প্রাইভেট কোচিং পড়তে খরচ প্রায় ৪ হাজার। স্কুলে আসা যাওয়ার পেছনে ব্যয় ৬ হাজার। টিফিন ও অন্যান্য খাত মিলে এক সন্তানের পেছনে প্রতিমাসে তার ১৪ হাজার । এছাড়া নোট গাইড কিনতে বছরের শুরুতে গুনতে হয়েছে ৪ থেকে ৫ হাজার টাকা। ভর্তি ও সেশন চার্জ বাবদ বছরের শুরুতে গুনতে হয়েছে ১২ হাজার টাকা। তিনবার পরীক্ষার ফি’র পেছনে খরচ হয়েছে ২৪শ টাকা। বছরে দুবার ইউনিফরমের পেছনে ব্যয় করতে হয় সাড়ে ৩ হাজার টাকা। এভাবে বছরের শিক্ষায় নানা প্রকারের ব্যয়ে দিশেহারা এই অভিভাবক। শিক্ষায় সরকারের নানামুখী উদ্যোগ  রয়েছে। রয়ে...

মীর্জাগঞ্জে ব্রিজের অবস্থা বেহাল, দুর্ভোগ চরমে

Image
ব্রিজের মাঝখানে এবং পূর্বাংশের দুটি জায়গায় সিমেন্টের ঢালাই ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পথচারীরা পায়ে হেঁটে কোনো রকম ব্রিজটির উপর দিয়ে চলাচল করতে পারলেও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী সম্প্রতি ব্রিজটির দুই পাশে বাঁশ বেঁধে লোকজনদের চলাচলও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এতে সর্বস্তরের লোকজনের বিকল্প পথে অতিরিক্ত দুই/তিন কি.মি পথ অতিক্রম করে ওই ইউনিয়নের নিউমার্কেট ও চৈতা বাজার হয়ে শিশুর হাট-বাজারে যাতায়াত করতে হয়। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ব্রিজটির পূর্ব পাড়ে থাকা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা পেতে আসা রোগীরা। এছাড়া ঝুঁকিপূর্ণ ওই আয়রন ব্রিজ দিয়েই প্রতিদিন এসব অঞ্চলের বাজিতা মাধ্যমিক বিদ্যালয়, বাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিতা সালেহিয়া দাখিল মাদ্রাসা, বাজিতা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ মাধবখালী ইউনিয়নের বাজিতা প্রথম খণ্ড, বাজিতা দ্বিতীয় খণ্ড, বাজিতা তৃতীয় খণ্ড, বাাজিতা চতুর্থ খণ্ড ও লেবুবুনিয়া গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে আসছিল। কিন্তু জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজের উপর দিয়...

স্বভাবগত অপরাধী না হওয়ায় ৪ জনের মৃত্যুদণ্ড মওকুফ বিশ্বজিত্ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Image
পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিত দাস হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ওই রায়ে বলা হয়েছে, বিশ্বজিত কোনো রাজনৈতিক দল করতো না। সে ছিল নিরস্ত্র এবং নিরীহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র যারা ক্ষমতাসীন দলের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত তারা প্রকাশ্য দিবালোকে বিশ্বজিতকে নির্দয় ও নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকান্ড ছিলো বর্বরোচিত। হত্যাকান্ডটি পূর্বপরিকল্পিত না হলেও হামলাকারীদের সম্মিলিত উন্মত্ত আক্রমণের কারণেই তার মৃত্যু হয়েছে। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল ও রাজন তালুকদার মরণঘাতী অস্ত্র দিয়ে বিশ্বজিতকে মারাত্মকভাবে জখম করে। তাদের এই অপরাধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং গোটা যুব সমাজের সঙ্গে মানানসই নয়। এ কারণে তাদের মৃত্যুদণ্ডের সাজা হ্রাসের ক্ষেত্রে আদালত ন্যুনতম কোন সহানুভূতি দেখাতে পারে না। রায়ে বলা হয়, অভিযুক্তদের নেতারা বলেছিলো ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি প্রতিহত করতে হবে। যারা প্রতিহতের নির্দেশ দিয়েছিলো তারা ছিলো ঘটনার আড়ালে। এখন দণ্ডপ্রাপ্ত অনুসারীদের ফাঁসির রশিতে রেখে সেসব নির্দেশদাতারা দৃশ্যপটের বাইরে চলে গেছে। তবে স্বভাবগত অপরাধ...

একযুগ পরে মা-বাবাকে ফিরে পেলেন মিম্মা

Image
প্রায় এক যুগ পর মিম্মা (১৭) খুঁজে পেয়েছেন তার মা-বাবাকে। মিম্মা নওগাঁ জেলার ধামরইহাট উপজেলার ধুরইল গ্রামের ছালমা বেগম ও সফিকুল ইসলামের মেয়ে। পীরগঞ্জের প্রখ্যাত গায়ক রফিকুল ইসলাম পাটওয়ারীর ছোট মেয়ে বিলকিস ২০০৬ সালে ঢাকা থেকে পীরগঞ্জ আসার পথে ট্রেনে মিম্মাকে পান। তখন থেকে তিনি বিলকিসের কাছেই ছিলেন।  ইতিমধ্যে বিলকিসের পক্ষ থেকে মিম্মার পরিবারের সাথে যোগাযোগ করে পীরগঞ্জ আনা হয়। শুক্রবার উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া তার বাসায় নওগাঁর সেই দম্পতির হাতে তাদের আদরের মেয়েকে তুলে দেন। এ সময় সাবেক মেয়র রাজিউর রহমান রাজু, পৌর কাউন্সিল রশিদুলসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইত্তেফাক/আরকেজি

সরকারি স্কেলে বেতন পাবেন মডেল মসজিদের ইমাম-মোয়াজ্জিনরা

Image
সৌদি সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ সব মসজিদের খতিব ও ইমামরা জাতীয় স্কেলে বেতন-ভাতা পাবেন। একইভাবে বেতন পাবেন সংশ্লিষ্ট মসজিদের মোয়াজ্জিন ও খাদেমরাও।   বেতন স্কেলের একটি খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে মডেল মসজিদের খতিবদের জাতীয় বেতন স্কেলের অষ্টম গ্রেডে, ইমামদের নবম গ্রেডে, মোয়াজ্জিনদের ১৪তম গ্রেডে ও খাদেমদের ১৬তম গ্রেডে বেতনভাতার সুপারিশ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, সারা দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। একনেকে অনুমোদন পাওয়া প্রকল্প প্রস্তাব অনুযায়ী মডেল মসজিদের খতিব ও ইমামসহ সবাই জাতীয় স্কেলে বেতনভাতা পাবেন।  সব মসজিদের নকশা একই রকম হবে। তিন ক্যাটাগরিতে মসজিদগুলো নির্মিত হবে। জেলা শহর ও সিটি করপোরেশনে এ ক্যাটাগরির ৬৮টি চারতলাবিশিষ্ট মডেল মসজিদে থাকবে লিফট-এসি।  বি ক্যাটাগরির মসজিদ হবে ৪৭৬টি। আর সি ক্যাটাগরির মসজিদ হবে ১৬টি, যেগুলো নির্মিত হবে উপকূলীয় এলাকায়। তিনি ...

সহিংসতার পর এবার খাদ্যাভাবে রাখাইন ছাড়ছেন রোহিঙ্গারা / জাগো বাংলা রিপোর্ট

Image
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় প্রায় সাত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। ঘটনার প্রায় দুই মাস পর রোহিঙ্গাদের ওপর আক্রমণ ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার ঘটনা কমে আসলেও রোহিঙ্গারা ঠিক আগের মতোই বাংলাদেশে প্রবেশ করছে। তবে সেটা সহিংসতার জন্য নয়, খাদ্য অবরোধের কারণে। ফলে গত এক সপ্তাহে নতুন করে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্টে বিজিবি ও কোস্টগার্ডের কড়াকড়ির কারণে রোহিঙ্গারা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করতে না পারলেও উখিয়ার আন্জুমান পাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে অনেক রোহিঙ্গা। কিছু রোহিঙ্গা সাঁতার কেটে নাফ নদী পার হয়েও বাংলাদেশে প্রবেশ করেছেন। শুক্রবার সন্ধ্যায় ১৯ জনসহ এ পর্যন্ত ৩৯ জন রোহিঙ্গা জারিকেনের সহায়তায় সাঁতার কেটে নাফনদী পার হয়ে শাহপরীর দ্বীপে পৌঁছেছেন। রোহিঙ্গাদের মতে, গোলাগুলি ও জ্বালাও পোড়াও বন্ধ করলেও রাখাইন অঞ্চল থেকে রোহিঙ্গাদের বাংলাদেশ পালিয়ে আসতে বাধ্য করতে নানা কৌশল নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এর মাঝে খাদ্য সংকট সৃষ্টি অন্যতম বলে উল্লেখ করছেন পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে আসা নতু...