Posts

Showing posts from September 6, 2021

তালেবানের দাবি অস্বীকার, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রেজিস্ট্যান্স ফ্রন্টের

Image
  উপরে ইনসেটে রেজিস্ট্যান্স ফ্রন্ট (ফাইল ছবি) পানশির তালেবানের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি অস্বীকার করেছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। এই সংগঠনের যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির। তালেবানের দাবি সম্পর্কে এনআরএফের মুখপাত্র আলি মাইসাম এমনটাই দাবি করেছেন। তিনি জানান, ‘এটা সত্য নয়, তালেবান পাঞ্জশির দখল করতে পারেনি। আমি তালেবানের দাবি প্রত্যাখ্যান করছি।’ এদিকে, পানশির নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করার পর এবার তারা প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমেদ মাসুদের বাড়িরও দখলে নেয়ার দাবি করেছে তালেবানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন তালেবান যোদ্ধা। তবে স্থানীয়দের বরাত দিয়ে কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পানশিরের একটি গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন আমরুল্লাহ সালেহ ও আহমেদ মাসুদ। বিডি-প্রতিদিন/শফিক

১০ হাজার কোটি ডলারের ক্লাবে প্রবেশ করছেন মুকেশ আম্বানি

Image
  মুকেশ আম্বানি ফোর্বসের বিচারে ভারতের শীর্ষ ধনী ভারতের রিল্যায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছুঁতে চলেছে। গত শুক্রবার রিলায়্যান্স গ্রুপের শেয়ার দর বেড়ে যাওযায় ৩৭০ কোটি ডলার মুনাফা হয়। তাতে ভর করেই এবার বিশ্বের ধনীদের তালিকায় আরও উপরে উঠে এলেন মুকেশ আম্বানি। অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের তালিকায় দ্বাদশ স্থান করে নিয়েছেন তিনি। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৯ হাজার ২৬০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ লাখ ৭৭ হাজার কোটি রূপি। তালিকায় ২০ হাজার ৭০ কোটি ডলার সম্পত্তি নিয়ে শীর্ষে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। কিছুদিন আগে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান পরিবেশ দূষণ মুক্ত ব্যবসায় ৬০ হাজার কোটি রূপি বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এ প্রকল্পের আওতায় গুজরাটের জামনগরে আগামী তিন বছর চারটি গিগাওয়াট ফ্যাক্টরি তৈরির কাজ চলবে। এসব কারখানায় ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন লাদেনপুত্র, স্ত্রীকে নিয়ে যেতে চান ইসরায়েল

Image
  লাদেনের কনিষ্ঠ পুত্র ওমর। ফাইল ছবি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য বহুল পরিচিত হয়ে উঠেন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। এরপর ২০১১ সালের মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিশেষ দলের পাকিস্তানে অভিযানে মারা যান তিনি।  যেই লাদেন ইসরায়েলকে মনেপ্রাণে ঘৃণা করতেন সেই লাদেনের কনিষ্ঠ পুত্র ওমর তার মরহুম বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি এখন ইসরায়েল ভ্রমণ করতে চান। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহাওনোথের সঙ্গে কথা বলার সময়  তিনি তার এই পরিকল্পনার কথা জানান।  ওমর ওই পত্রিকাকে বলেন, ‘তিনি ইসরায়েল সফর করার পরিকল্পনা করছেন। কারণ, তিনি তার মরহুম বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন।’  ওমর এখন ফ্রান্সে বসবাস করছেন। তিনি জানান, স্ত্রীর সঙ্গে তার ইসরায়েল সফরের পরিকল্পনা আছে। তার স্ত্রীর পরিবার ইহুদি। ওমর যুক্তরাষ্ট্রে যাওয়ারও স্বপ্ন দেখেন জানিয়ে বলেন, ‘আমরাতো বিশ্বাস করি যে, সারা বিশ্বকে একসঙ্গে বসবাস করতে হবে এবং প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে একে অপরের সঙ্গে বাস করতে পা...