Posts

Showing posts from October 19, 2020

পাকিস্তানে মরিয়ম নওয়াজের স্বামীকে হোটেল থেকে গ্রেফতার

Image
  বাঁ থেকে ক্যাপ্টেন সফদার ও মরিয়ম নওয়াজ পাকিস্তানের পুলিশ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করেছে। সোমবার দেশটির সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়। খবর ডন।   পাকিস্তানী সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে, বর্তমান ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনার করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। এর জের ধরে মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করে পুলিশ। আজ সোমবার সকালে মরিয়ম নওয়াজ টুইট করে তার স্বামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।  এক টুইট বার্তায় মরিয়ম লেখেন, করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরপর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।  যদিও পুলিশ এখনও তাকে গ্রেফতারের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। এদিকে, ক্ষমতাসীন দল পিটিআই নেতা ও ইমরান সরকারের মন্ত্রী আল জাইদি মরিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারও কক্ষের দরজা ভাঙেনি। মরিয়ম মিথ্যাচার ক...

ভয়াবহ যুদ্ধ: আরও ১৩ এলাকা মুক্ত করলো আজারবাইজান

Image
  সংগৃহীত ছবি যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও থামছে না আজারবাইন ও আর্মেনিয়ার মধ্যকার ভয়াবহ যুদ্ধ। এমন পরিস্থিতিতে আজারবাইজানের সেনারা জাবারাইল জেলায় ১৩টির বেশি গ্রাম আর্মেনিয় দখল থেকে মুক্ত করেছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সোমবার টুইট বার্তায় তিনি জানান, জাবরাইল জেলার সোলতানলি, আমিরভারলি, মাশানলি, হাসানলি, আলিকেখানলি, গুমলাগ, হাজিলি, গায়ারচিনভেইসলি, নিয়াজগুজলার, কেচেল মেমমেডলি, শাহভেল্লি, হাজী ইসমাইলি ও ইসাগলি গ্রামগুলো আর্মেনিয় দখল থেকে মুক্ত করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী মানবিক যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের বেসমারিক এলাকা ও সেনা অবস্থানের উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, তাদের এই হামলায় কয়েকজনের মৃত্যু ও আহত হয়েছে। আজারবাইজানের সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে এবং বেশ কয়েকটি এলাকা মুক্ত করেছে। সূত্র: আনাদোলু এসেন্সি   বিডি প্রতিদিন/ ওয়াসিফ

লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া চীনা সদস্য আটক

Image
  ফাইল ছবি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া একা চীনা সদস্য আটককে আটক হয়েছে। সোমবার লাদাখের ডেমচক এলাকা থেকে ওই চীনা সদস্যকে আটক করে ভারতীয় সেনাবাহিনী। আটক ওই চীনা নাগরিক গোপনে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনা সদস্যদের গতিবিধির উপর নজর রাখার চেষ্টা করছিল কিনা তা জানার চেষ্টা চলছে। আটক ব্যক্তির কাছ থেকে চীনের সেনাবাহিনীর পরিচয়পত্র মিলেছে। লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া এক চীনা সদস্যকে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী। জানা গেছে, ডেমচকে ওই সদস্যকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন ভারতীয় সেনাবাহিনী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছেন বলে এদিন ধরা পড়ার পর দাবি করেছেন ওই সদস্য। যদিও চীনা সেনার কর্পোরাল পদমর্যাদার এই বয়ানে এখনই কোনও স্পষ্ট সিদ্ধান্তে আসতে চাইছে না ভারতীয় সেনাবাহিনী। ওই সদস্যকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করছেন সেনাকর্তারা। ভারতীয় ভূখণ্ডে ঢুকে ওই চীনা সেনার অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা তা জানার চেষ্টা চলছে। একইসঙ্গে এদেশে ঢুকে ওই ব্যক্তি কার কার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তাও জানার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। যদিও জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের পর যদি সত্যিই ...

নির্বাচনী চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠানে সংযত থাকবেন ট্রাম্প

Image
  সংগৃহীত ছবি প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ নির্বাচনী ম্যানেজার ইঙ্গিত দিয়েছেন, যে বৃহস্পতিবারের চূড়ান্ত বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প সংযত থাকবেন এবং কম বাধা দেবেন। প্রথম বিতর্কে বার বার বাধা দিয়ে তিনি সমালোচনার বিষয় বস্তু হয়ে দাঁড়িয়েছিলেন। নির্বাচনী উপদেষ্টা, জেসন মিলার 'ফক্স নিউজ সানডে' অনুষ্ঠানে মন্তব্য করেন, চূড়ান্ত বিতর্কে প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুর বিশ্লেষণ করতে, জো বাইডেনকে বেশি সময় দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জো বাইডেনের প্রথম বিতর্ক, বার বার দুজনার হস্তক্ষেপের কারণে বিঘ্নিত এবং নিন্দিত হয়েছিল। ফক্স নিউজ মাধ্যমের উপস্থাপক, ক্রিস ওয়ালেস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত ১৪৫ বার বিতর্কে হস্তক্ষেপ করেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীক্ষকেরা ৯০ মিনিটের সেই বিতর্ককে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে জঘন্য বিতর্ক বলে উল্লেখ করেন। সূত্র: ভয়েস অব আমেরিকা বিডি প্রতিদিন/আরাফাত