ভয়াবহ যুদ্ধ: আরও ১৩ এলাকা মুক্ত করলো আজারবাইজান

 

ভয়াবহ যুদ্ধ: আরও ১৩ এলাকা মুক্ত করলো আজারবাইজান
সংগৃহীত ছবি

যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও থামছে না আজারবাইন ও আর্মেনিয়ার মধ্যকার ভয়াবহ যুদ্ধ। এমন পরিস্থিতিতে আজারবাইজানের সেনারা জাবারাইল জেলায় ১৩টির বেশি গ্রাম আর্মেনিয় দখল থেকে মুক্ত করেছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

সোমবার টুইট বার্তায় তিনি জানান, জাবরাইল জেলার সোলতানলি, আমিরভারলি, মাশানলি, হাসানলি, আলিকেখানলি, গুমলাগ, হাজিলি, গায়ারচিনভেইসলি, নিয়াজগুজলার, কেচেল মেমমেডলি, শাহভেল্লি, হাজী ইসমাইলি ও ইসাগলি গ্রামগুলো আর্মেনিয় দখল থেকে মুক্ত করা হয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী মানবিক যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের বেসমারিক এলাকা ও সেনা অবস্থানের উপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, তাদের এই হামলায় কয়েকজনের মৃত্যু ও আহত হয়েছে। আজারবাইজানের সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে এবং বেশ কয়েকটি এলাকা মুক্ত করেছে।

সূত্র: আনাদোলু এসেন্সি

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা