Posts

Showing posts from December 10, 2019

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৪ জানুয়ারি

Image
ছবি: সংগৃহীত ৪ জানুয়ারি থেকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd/ প্রকাশ করা হবে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বলেন, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেয়া হবে। গত ২৫ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২০ হাজার ২২৭ জন পাস করেন। পাস করা প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাক...

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Image
ময়মনসিংহের বিভিন্ন জেলা উপজেলায় বিআরটিসির বাস চলাচলের প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।  মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের সঙ্গে মোটর মালিক-শ্রমিক নেতাদের বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।  এর আগে সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলায় বিআরটিসির বাস চলাচলের প্রতিবাদে ময়মনসিংহ থেকে সকল রুটে দ্বিতীয় দিনের মতো পরিবহন মালিক-শ্রমিকরা পরিবহন ধর্মঘট পালন করেন।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

১৭০০ বছর আগের মুরগির ডিম

Image
মুরগির একটি ডিম পরিবেশের তাপমাত্রায় সাধারণত ৭ থেকে ১০ দিন খাওয়ার উপযোগী থাকে। এ ছাড়া হিমায়িত অবস্থায় ৪৫ দিন থেকে ২ মাস সংরক্ষণ করা যায়। এরপর এটি নষ্ট হতে শুরু করে। একসময় এর খোসাটিও নষ্ট হয়ে যায়। কিন্তু যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের এলসবারির একটি প্রত্নস্থান থেকে মুরগির একটি ডিম পাওয়া গেছে, যার বয়স ১ হাজার ৭০০ বছর। প্রত্নতাত্ত্বিকেরা বলেছেন, এই ডিম আসলে রোমান শাসনামলের। খননের সময় ডিমটি অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন তাঁরা। প্রত্নতাত্ত্বিকেরা আসলে সেখানে খননের সময় চারটি ডিম পেয়েছিলেন। কিন্তু এর মধ্যে তিনটি ডিম ভেঙে যায়। প্রত্নতাত্ত্বিকেরা বলেছেন, রোমান শাসনামলের এমন একটি ডিম অক্ষত অবস্থায় পাওয়া একটি বিরল ঘটনা। প্রত্নতাত্ত্বিকেরা বলেন, যে ডিমগুলো পাওয়া গেছে, সেগুলো খাওয়ার উপযোগী নয়। কারণ, যে তিনটি ডিম ভেঙে গেছে, তা থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। যেখান থেকে ডিমগুলো পাওয়া যায় তার পাশ থেকে বেশ কিছু মুদ্রা ও চামড়ার জুতা পাওয়া গেছে। পাওয়া গেছে কাঠের সরঞ্জাম ও হাতিয়ার। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, এ ছাড়াও সেখান থেকে ‘খুবই বিরল’ একটি ঝুড়িও পাওয়া গেছে। এই প্রত্নস্থান সম্পর্কে অক্সফোর্ড আর...

অগ্নুৎপাতের পর এবার ভূমিকম্পের কবলে নিউজিল্যান্ড

Image
ছবি- ডেইলি এক্সপ্রেস নিউজিল্যান্ডে অগ্নুৎপাতের ঘটনার একদিন যেতে না যেতেই এবার ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে দেশটির নর্থ আইল্যান্ডে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এতে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর দ্য সিডনি মর্নিং হেরার্ল্ড’র। আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওনেট জানিয়েছে, মঙ্গলবার দুপুরে গিসবর্ন শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২৯ কিলোমিটার গভীরে। গিসবর্ন, ওয়াইরোয়া ও ওয়াকাতান শহরের মানুষ ভূকম্পন অনুভব করেছেন। সোমবারের আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ঘটনার সঙ্গে ভূমিকম্পের কোন সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে জিও নেট। আরও পড়ুন:  রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু এর আগে সোমবার দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার দুপুর ২টা ১১ মিনিটের দিকে নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের অদূরে হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন। ইত্তেফাক/...

আমাদের হারানোর কিছু নেই'

Image
কিম ইয়ং চোল উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পিয়ংইয়ং বলেছে, আমেরিকার মোকাবিলা করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার হারানোর কিছু নেই। ট্রাম্প রবিবার এক বক্তব্যে বলেছিলেন, উত্তর কোরিয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে তাকে সবকিছু হারাতে হবে।এর প্রতিক্রিয়ায় সোমবার উত্তর কোরিয়ার প্রধান আলোচক কিম ইয়ং চোল বলেন, আমেরিকার এ ধরনের অন্তঃসারশূন্য হুমকিকে পিয়ংইয়ং ভয় পায় না। আমেরিকার সঙ্গে এ পর্যন্ত উত্তর কোরিয়ার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কিম ইয়ং চোল কোরীয় উপদ্বীপ পরিস্থিতিতে আমেরিকার আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করতে ওয়শিংটনকে চলতি বছরের শেষ পর্যন্ত যে সময় দেয়া হয়েছে তা আর নবায়ন করা হবে না। কিম ইয়ং চোল বলেন, ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া সম্পর্কে তেমন কিছুই জানেন না। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হ্যানয় শীর্ষ বৈঠক ভেঙে যায়। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় ওই আলোচনা ভেঙে যায়।এরপর দুই কোরিয়ার সীমান্তে উত্...

সোনা জয়ে ইতিহাস বাংলাদেশের

Image
নেপালের রাজধানী কাঠমান্ডুর বিখ্যাত স্থান দরবার স্কয়ার। এখানেই ভারতের কোচবিহারের এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ। পরিচয় জানতেই বলে উঠলেন, তোমরা তো এবারের গেমসে দারুণ করছ। অনেক বাংলাদেশি খেলোয়াড় আবার এখান গেমসের ইতিহাসে সর্বোচ্চ সোনা জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। আর তিনটি করে সোনা জিতে এ  রেকর্ডে সবচেয়ে বড়  অবদান রাখলেন রোমান সানা, ইতি খাতুন ও সোহেল রানা। শুরুটা হয়েছিল দিপু চাকমাকে দিয়ে। শেষ হলো  ছেলেদের ক্রিকেটে। ১৯টি সোনার পদক জিতল বাংলাদেশ। ১৯ বার পুরস্কার মঞ্চে বাজল জাতীয় সংগীত। ১৯বার ‘আমার সোনার বাংলা’র সুরে  মোহিত হলো নেপাল। ২০১০ সালে ঢাকায় ১৮ সোনা জয়ের রেকর্ডটা এবার চাপা পড়ল। তায়কোয়ান্দো (১টি), কারাতে (৩টি), ভারোত্তোলন (২টি) আর ফেন্সিংয়ের (১টি) পর আরচারি (১০টি) আর ক্রিকেটেও (২টি) সোনার পদক জিতে বাংলাদেশ। এসএ গেমসে যাত্রার আগেই বাংলাদেশ দল নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছিল। যেটুকু শঙ্কা ছিল তা অনেকটা তুড়ি মেরেই উড়িয়ে দিলেন অ্যাথলেটরা। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশ যে অপার সম্ভাবনা জাগিয়েছে ক্রীড়াঙ্গনে তা কেবল বাড়বেই ভবিষ্যতে। এসএ গেমসে বাংলাদেশ দলের শেফ দ্...