Posts

Showing posts from July 18, 2022

পাম অয়েলের রফতানি শুল্ক প্রত্যাহার ইন্দোনেশিয়ার

Image
  ফাইল ছবি রফতানি বাড়ানো এবং অবিক্রীত পণ্যের জট সামাল দিতে পাম অয়েলে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ইন্দোনেশিয়া। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ পণ্যটি থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় দেশটি।  সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।  স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) দেশটির অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, সরকারের এই পদক্ষেপের ফলে জাতীয় রাজস্ব আয় কমবে না। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ জুলাই থেকে শুরু হওয়া অপরিশোধিত পাম তেলের জন্য প্রতি টন ২০০ ডলার রফতানি শুল্ক শূন্য করা হয়েছে। যা অন্যান্য পাম তেল পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারো পাম অয়েলে রফতানি শুল্ক প্রয়োগ করা হবে। যেখানে মূল্যের উপর নির্ভর করে অপরিশোধিত পামওয়েলের জন্য প্রতি টন ৫৫ থেকে ২৪০ ডলারের মধ্যে হার নির্ধারণ করা হবে। বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশটি দেশীয় খাদ্য মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে গত ২৮ এপ্রিল পাম তেল রফতানি বন্ধ করে দেয়। এরপর ১৯ মে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তার দেশ থেকে পাম তেল রফতানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। সূত...

কুড়িগ্রামের লটকন যাচ্ছে বিভিন্ন জেলায়, রপ্তানির সুযোগ চান কৃষকরা

Image
  কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গাছের মগডালে এখন ঝুলছে জঙলী ফল খ্যাত লটকন ফল।স্বাদে অত্যন্ত সুস্বাদু ও লোভনীয়। জেলায় এবার ব্যাপকহারে চাষ করা হয়েছে এ ফল। চলতি বছর এর ফলন বিপর্যয়ের কারণে কৃষকরা চিন্তিত হলেও লাভের আশা দ্বিগুণ রয়েছে।  ভিটামিন ‘সি‘ সমৃদ্ধ এই ফল চাষ করতে কোনো ক্ষতিকর রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না। একটু যত্ন এবং আলো-বাতাসের ব্যবস্থা করতে পারলেই ব্যাপক ফলন হয় বলে কৃষকরা জানান। তবে এ ফলের প্রধান শত্রু পিঁপড়া ও বিভিন্ন প্রজাতির পোকা। এদের থেকে দূরে থাকতে হলে একটু ডালপালা ছাটাই করতে হয় এবং সঠিকভাবে কীটনাশক স্প্রে করতে হয়।  জানা গেছে, কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় বর্তমানে এ জঙলী ফল খ্যাত লটকন চাষ করেছেন সহস্রাধিক কৃষক। স্থানীয় ব্যবসায়ীদের দাবি আরও বেশি হবে এ চাষির সংখ্যা। আর লটকন ফলের ব্যবসার সাথে জড়িত রয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী। তবে সবচেয়ে বেশি এ চাষ করা হয়েছে সদর উপজেলায়।   সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের সন্নাসী গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক জানান, আমাদের এ জেলায় সবচেয়ে বেশি লটকন চাষ হয়েছে। আর এ জেলার চাহিদা পূরণ করে আমরা প্রতি বছর বাইরের জেলাগু...

অফিসের সময় কমানোর বিষয়ে ভাবছে সরকার

Image
  প্রতীকী ছবি সরকারি-বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে সরকার পর্যালোচনা করছে। এ ক্ষেত্রে অনলাইনে অফিস করার পরিকল্পনারও করছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বলেছেন, ‌‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’   সংবাদ সম্মেলনে লোডশেডিংয়ের বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ সংকট সমাধানে’ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।’ এদিন সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই- ইলাহী চৌধুরী। তিনি বলেন, জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তিনি বলেন, “আমরা আজকে যা আলোচনা করেছি, তার উল্লেখযোগ্য দিক হলো, আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে, যাতে আমাদের খরচ ক...

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান ও মার্কেট বন্ধ

Image
  ফাইল ছবি আগামীকাল মঙ্গলবার থেকে রাত ৮টার পর সারা দেশে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সভা থেকে জানানো হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং থাকবে। তবে এ সূচি আগেই জানিয়ে দেওয়া হবে। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন