Posts

Showing posts from December 22, 2019

শীতে কাঁপছে দেশ, আসছে ‘প্রভাবশালী’ দুই শৈত্যপ্রবাহ

Image
শেষ হলো এবারের প্রথম শৈত্যপ্রবাহ, যা ছিল মৃদু ধরনের। তবে এর প্রভাবে এখনও তীব্র শীতে কাঁপছে দেশ। আগামী দু-তিন দিনের মধ্যে এ প্রভাব কেটে যেতে পারে। এরপর ২৭ থেকে ২৮ ডিসেম্বরের দিকে তাপমাত্রা আবার কমে যেতে পারে। হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। ডিসেম্বরের চেয়ে তুলনামূলকভাবে প্রভাবশালী শৈত্যপ্রবাহ আসতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। এ সময় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে।  গতকাল শনিবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ বিষয়ে এক আবহাওয়াবিদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘২৫ ডিসেম্বরের দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের তাপমাত্রা কমে যেতে পারে। সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মৃদু আকারে শৈত্যপ্রবাহও আসতে পারে। ২৭ থেকে ২৮ ডিসেম্বরের দিকে এই শৈত্যপ্রবাহ আসতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে আরও একটা শৈত্যপ্রবাহ আসতে পারে। এটি হতে পারে মাঝারি ধরনের।’ বিডি-প্রতিদিন/শফিক

ঢাকার দুই সিটিতে ভোট ৩০ জানুয়ারি

Image
ফাইল ছবি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনে ভোট গ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর, যাচাই-বাছাই ২ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি এবং ভোট গ্রহণ ৩০ জানুয়ারি। আরো পড়ুন :   ফের শুরু রাজশাহী-ঢাকা ট্রেনের আগাম টিকিট বিক্রি রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভাসূত্রে এ তথ্য জানা গেছে। ইত্তেফাক/ইউবি